Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word Bengali definition বাংলা ভাষার চতুর্দশ ব্যঞ্জনবর্ণ এবং ট-বর্গের চতুর্থ বর্ণ। এটি দন্তমূলীয় প্রতিবেষ্টিত (alveo-retroflex) ধ্বনি। ঘোষ (voiced); মহাপ্রাণ (aspirated) ও স্পৃষ্ট (plosive) ধ্বনিও বটে।
 • Bengali Word ঢং ১, ঢঙ, ঢঙ্গ Bengali definition [ঢঙ্‌, ঢঙ, ঢঙ্‌গো] (বিশেষ্য) ১ রকম; পদ্ধতি; ধরন; ভঙ্গি; ফ্যাশন (গাইবার ঢং; নানা ঢঙের জিনিস)। ২ রং-তামাশা; ছলাকলা; ভান (ঢং করা)। ৩ কৃত্রিম বা অদ্ভূত ভাব। ৪ কথা বলার প্রণালি (কথার ঢং)। ঢঙি, ঢঙ্গি (বিশেষণ) ঢং করে এমন। {(তৎসম বা সংস্কৃত) তঙ্গ>ঢঙ্গ(?)}
 • Bengali Word ঢং ২ ঢন Bengali definition [ঢঙ্‌, ঢন্‌] (অব্যয়) ঘন্টা প্রভৃতি বাজার শব্দ; ঘড়িরপ্রহারবাদ্য (ঢং ঢং করে দশটা বাজল)। ঢং ঢং (অব্যয়) ১ বার বার ঘন্টাধ্বনি। ২ শূন্য কলসিতে আঘাতের শব্দ। ঢনঢনে (বিশেষণ) ১ ভিতর শূন্য; শূন্যগর্ভ। ২ খালি পাত্র। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢক ১ Bengali definition [ঢক্‌] (অব্যয়) ১ পানি প্রভৃতি তরল পদার্থ পানের বা ঢালার শব্দ। ২ খালি পাত্রে অল্প পরিমাণ তরল পদার্থ ছলকানোর শব্দ। ৩ অপেক্ষাকৃত কঠিন ও শূন্যগর্ভ জিনিসের আঘাতের শব্দ। ঢক ঢক অব ১ অনবরত ঢক ঢক শব্দ। ২ দ্রুত পানের ফলে উৎপন্ন শব্দ (ঢক ঢক করে পানি খাওয়া)। ৩ কলসি প্রভৃতি থেকে পানি পড়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢক ২ Bengali definition [ঢক্‌] (বিশেষ্য) ঢক২ ; গড়ন; গঠন; ঢপ; pattern। বে-ঢক (বিশেষণ) বেমানান; খারাপ আকৃতিবিশিষ্ট; কদাকার। {(তুলনীয়) (হিন্দি) ঢর, ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢকার Bengali definition [ঢকার্‌] (বিশেষ্য) ‘ঢ’ এই বর্ণ। {ঢ+কার}
 • Bengali Word ঢকাস Bengali definition [ঢকাশ্‌] (অব্যয়) ঢক শব্দের আধিক্য প্রকাশক ধ্বনি। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢক্ক Bengali definition [ঢক্‌কো] (বিশেষ্য) ঢাকা নগরী। ২ বাদ্যযন্ত্রবিশেষ; ঢাক। {(তৎসম বা সংস্কৃত) }
 • Bengali Word ঢক্কা Bengali definition [ঢক্‌কা] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ; ঢাক। ঢক্কাধ্বনি, ঢক্কানাদ, ঢক্কানিনাদ (বিশেষ্য) ১ ঢক্কা-রব; ঢাক বাজার শব্দ। ২ উচ্চ ও গর্বিত কণ্ঠে ঘোষণা; সাড়ম্বরে প্রচার। {ঢক্ক+আ} [ঢক্‌কা] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ; ঢাক। ঢক্কাধ্বনি, ঢক্কানাদ, ঢক্কানিনাদ (বিশেষ্য) ১ ঢক্কা-রব; ঢাক বাজার শব্দ। ২ উচ্চ ও গর্বিত কণ্ঠে ঘোষণা; সাড়ম্বরে প্রচার। {ঢক্ক+আ} [ঢক্‌কা] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ; ঢাক। ঢক্কাধ্বনি, ঢক্কানাদ, ঢক্কানিনাদ (বিশেষ্য) ১ ঢক্কা-রব; ঢাক বাজার শব্দ। ২ উচ্চ ও গর্বিত কণ্ঠে ঘোষণা; সাড়ম্বরে প্রচার। {ঢক্ক+আ}
 • Bengali Word ঢঙ Bengali definition ঢঙ, ঢঙ্গ, ঢঙী, ঢঙ্গী ⇒ ঢং১
 • Bengali Word ঢন Bengali definition ⇒ ঢং২
 • Bengali Word ঢনঢনে Bengali definition [ঢন্‌ঢনে] (বিশেষ্য) এক প্রকার বিষাক্ত বড় মাছি বা ভনভনে মাছি। □ (বিশেষণ) ঝনঝন ধ্বনি-যুক্ত্ {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢনা Bengali definition [ঢনা] (বিশেষণ) ১ শুষ্ক; শুকনা। ২ ক্ষীণ; কৃশ; নিশ্চল; দুর্বল। ৩ ম্লান; মলিন। □ (বিশেষ্য) ১ গবাদির এক প্রকার রোগ। ঢনা মারা (ক্রিয়া) রোগা ও মলিন হওয়া। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢপ ১ Bengali definition [ঢপ্‌] (অব্যয়) ১ টুপ বা টপ অপেক্ষা জোরালো ধ্বনি। ২ ভারী বস্তু পতনের শব্দ। ৩ ভারী বস্তু দ্বারা নরম বা শূন্যগর্ভদ্রব্যে আঘাতের ফলে উৎপন্ন ধ্বনি। ঢপ ঢপ, ঢবঢব (অব্যয়) পুনঃপুন ঢপ শব্দ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ঢপ ২ Bengali definition [ঢপ্‌] (বিশেষ্য) ১ আকৃতি; গড়ন; চেহারা; ডৌল। ২ এক প্রকার কীর্তন গান। {(তুলনীয়) (হিন্দি) ঢব্‌}
 • Bengali Word ঢরঢর Bengali definition [ঢরঢর] (অব্যয়) ঢলঢল (যে জনা রসিক রসে ঢরঢর-চণ্ডীদাস)। {√ঢল্‌}
 • Bengali Word ঢল Bengali definition [ঢল্‌] (বিশেষ্য) ১ নিম্নস্থান; ঢালু জায়গা; ঢালু। ২ পর্বত প্রভৃতি থেকে নিম্নে প্রবাহিত জলরাশি (ঢল নামা)। ৩ বন্যায় বৃদ্ধিপ্রাপ্ত জলরাশি; প্রচুর বৃষ্টিপাতের ফলে চারদিকে পানির বৃদ্ধি বা বাড়। □ (বিশেষণ) শিথিল; ঢিলা; আলগা। {√ঢল্‌>}
 • Bengali Word ঢলক Bengali definition [ঢলোক] (বিশেষণ) ১ নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি। ২ ঢল; অধিকতর বৃষ্টিপাত বা জলপ্রবাহ (আরো খানিক ঢলক দিলে চীনার ভাত খাই-জসীমউদ্‌দীন)। ৩ আলগা; ঢিলা। {(প্রাকৃত) ঢংঢল্ল>; √ঢল্‌+ক}
 • Bengali Word ঢলকানো, ঢলকান Bengali definition [ঢল্‌কানো] (ক্রিয়া) ১ ঢলে পড়া। ২ কোনো তরল বস্তু ঢেলে দেওয়া; ধাক্কা খেয়ে তরল পদার্থ পাত্র থেকে পড়ে যাওয়া। ৩ একবারে অনেকখানি ঢেলে দেওয়া। {ঢলক+আনো}
 • Bengali Word ঢলকি Bengali definition [ঢোল্‌কি] (ক্রিয়া) ধাক্কা দিয়ে (ঢেকা মারি পঞ্চশরে ঢলকি ফেলিল মোরে-দৌলত উজির বাহরাম খান)। {ঢলক+ই}
 • Bengali Word ঢলঢল Bengali definition [ঢলোঢলো, ঢল্‌ঢল্‌] (বিশেষণ) ১ শিথিল বা ঢিলা হওয়া; যথেষ্ট ঢিলা হওয়া (চুড়ি হাতে ঢলঢল করে)। ২ ঢুলুঢুলু; আবেশ-বিভোর (ঢলঢল আঁখি)। ৩ রূপ-লাবণ্যের প্রাচুর্যব্যঞ্জক (‘ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি’)। □ (অব্যয়) লাবণ্য ভাব (মুখখানি ঢলঢল করে)। □ (বিশেষ্য) টলটলায়মান; টলটল (মাঝে মাঝে তুমি শতদল ফুটেছিল ঢলঢল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢলঢলে, ঢলঢলিয়া (বিশেষণ) ১ ঢিলা; শ্লথ; আলগা (ঢলঢলে পাজামা)। ২ লাবণ্যযুক্ত (ঢলঢলে মুখ)। ৩ তরল। {ঢল+ঢল (শিথিল অর্থে)}
 • Bengali Word ঢলতা Bengali definition [ঢল্‌তা] (বিশেষ্য) মাপে কিছু বেশি দেওয়া; যথার্থ ওজনের কিছু বেশি; ওজনের সম্ভাব্য ঘাটতি পূরণের জন্য বাড়তি কিছু (মণ হিসাবে মাপে একসের ঢলতা ত যাবেই)। {(হিন্দি) ঢলতা}
 • Bengali Word ঢলন Bengali definition [ঢলোন্‌] (ক্রিয়া) ঢলে পড়া কার্য। {ঢল+অন}
 • Bengali Word ঢলা Bengali definition [ঢলা] (ক্রিয়া) ১ হেলে বা ঝুঁকে পড়া (সূর্য পশ্চিম দিকে ঢরে পড়েছে)। ২ পক্ষপাতী হওয়া (পিতা পুত্রের দিকে ঢলেছে)। ৩ অবসন্ন হয়ে পড়া (রোদে চারাগুলো ঢলে পড়েছে)। ৪ ঢুলুঢুলু করা (ঘুমে ঢরে পড়া)। ৫ রসাবেশে বিভোর হওয়া (আবেশে ঢলা নয়ন)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঢলাঢল (বিশেষ্য) মাতামাতি (রসের তরঙ্গে ঢলাঢল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঢলাঢলি (বিশেষ্য) অতিরিক্ত স্ফুর্তির ভাব; প্রকাশ্যে উচ্ছৃঙ্খল আচরণ; কেলেঙ্কারি (আজ তুমি বড় ঢলাঢলি করলে-বিদ্যাপতি)। ঢলানো, ঢলান (ক্রিয়া) ১ হেলানো; চলতে বাধ্য করা। ২ প্রদর্শন করা; অনাবশ্যকভাবে আতিশয্য প্রকাশ করা (অত পণ্ডিতি ঢলিয়ে কাজ নেই)। ৩ কেলেঙ্কারি করা। ৪ মাতলামি করা; মাতালের মতো কাজ করা। ৫ কাজ দ্বারা লোক হাসানো। ঢলানি (বিশেষ্য) ১ কেলেঙ্কারি; লোক হাসানো কাজ। ২ (স্ত্রী.) কলঙ্কিনী; লোক-হাসানি; কুলটা। ঢলানে (বিশেষণ) কেলেঙ্কারি করে এমন। {ঢল+আ}
 • Bengali Word ঢল্ক Bengali definition ⇒ ঢল্কো
 • Bengali Word ঢল্কো, ঢল্ক Bengali definition [ঢল্‌কো] (বিশেষণ) ঢিলা; আলগা; ঢলঢলে। {(প্রাকৃত) ঢংঢল্ল}
 • Bengali Word ঢসকা Bengali definition ⇒ ঢোস্কা
 • Bengali Word ঢসকিয়া পড়া Bengali definition ঢসকে পড়া, ঢসকে পড়া, ঢসকিয়া পড়া (সা.) [ঢোশ্‌কে পড়া, ঢোশ্‌কিয়া পড়া] (ক্রিয়া) খসে পড়া (ইয়া দাড়ি-গোঁপসমেত আরেকটি সমুচা রবি ঠাকুর বেহেশ্‌ৎ থেকে টুকুস্‌ করে ঢস্‌কে পড়বেন-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত),ধস>}
 • Bengali Word ঢসন Bengali definition [ঢশোন্‌] (ক্রিয়া) ধসন; নদীর পাড় ভাঙন; খসন। ঢসা (ক্রিয়া) ভেঙে পড়া; ধসা। ঢসানো (ক্রিয়া) ভেঙে ফেলা; খসানো। {(তৎসম বা সংস্কৃত) ধস>ঢস+অন}
 • Bengali Word ঢাঁই Bengali definition [ঢাঁই] (বিশেষ্য) আঁশহীন বড় মাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ধার>ধাঁ+ই}