Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঢাঁচা Bengali definition ⇒ ঢাচা
  • Bengali Word ঢাঁট Bengali definition [ঢাঁট] (বিশেষণ) নির্লজ্জ; প্রগলুভ; অশিষ্ট; অভব্য (বুঝিল বড়ই টাঁর্ট-শ্রীকৃষ্ণমঙ্গল)। টাঁটী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>; (তুলনীয়) (হিন্দি) ঢাঁট}
  • Bengali Word ঢাউস Bengali definition [ঢাউশ্‌] (বিশেষণ) ১ অত্যন্ত বৃহদাকার; স্থূল (গিয়ে দেখি এক ঢাউস ট্রফি-সৈয়দ মুজতবা আলী)। ২ বড় ঘুড়িবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) ঢব্বুস}
  • Bengali Word ঢাক Bengali definition [ঢাক্‌] (বিশেষ্য) সুপরিচিত বৃহৎ বাদ্যযন্ত্র; ঢক্কা। ঢাক করা (ক্রিয়া) ঢাক পিটিয়ে প্রচার করা। ঢাক ঢাক গুড় গুড় (বিশেষ্য) রহস্য বা কলঙ্ক চেপে রাখার চেষ্টা; চাপাচাপি; ঢাকাঢাকি; গোপনতা (আর ঢাকঢাক গুড়গুড়ে প্রয়োজন নেই, স্পষ্ট করে বলে ফেলো)। ঢাক পড়ে যাওয়া (ক্রিয়া) চতুর্দিকে রাষ্ট্র হওয়া। ঢাক পেটা, ঢাকঢোল পেটা (ক্রিয়া) ১ ঢাক বাজানো। ২ সকলের বা সর্বসাধারণের নিকট প্রচার করা। ঢাক বাজানো, ঢাক বাজান (ক্রিয়া) সুনাম জাহির করা। ঢাকে কাঠি দেওয়া (ক্রিয়া) ঢাক বাজানো, রাষ্ট্র করা; চতুর্দিকে প্রচার করা। ঢাকের কাঠি, ঢাকের কাটি (বিশেষ্য) ১ ঢাক বাজানোর সরু দণ্ড। ২ ((আলঙ্কারিক)) নিত্য সঙ্গী অথচ বৃহৎ ঢাকের ন্যায় বড়র সঙ্গে কাঠির ন্যায় ছোট; মোসাহেব। ঢাকের দায়ে মনসা বিকানো (ক্রিয়া) প্রধান কাজের চেয়ে অপ্রধান কাজে বেশি খরচ করা; অনাবশ্যক বাহ্যাড়ম্বরের ফলে আসল উদ্দেশ্যের জন্য অর্থাভাব ঘটা। ঢাকের পিঠে বাঁশ ((আলঙ্কারিক)) অনাবশ্যক বস্তু (ঢাকের পিঠে বাঁশ অনাবশ্যক-তা দিয়ে বাজানো অসম্ভব)। ঢাকের বাঁয়া (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সঙ্গে আছে অথচ কাজে লাগে না; অনাবশ্যক ও অকেজো সঙ্গী। ধর্মের ঢাক আপনি বাজে-পাপ কাজ গোপন করতে চেষ্টা করলেও তা চাপা থাকে না। {(তৎসম বা সংস্কৃত) ঢাক্ক<(প্রাকৃত) ঢক্কা>}
  • Bengali Word ঢাকন Bengali definition ⇒ ঢাকনা
  • Bengali Word ঢাকনা, ঢাকনি, ঢাকুনি, ঢাকন Bengali definition [ঢাক্‌না, ঢাকনি, ঢাকুনি, ঢাকোন্‌] (বিশেষ্য) ১ আবরক বস্তু; আচ্ছাদন। ২ বাক্স প্রভৃতির ডালা; lid। ৩ হাঁড়ি ইত্যাদির আবরক; সরা প্রভৃতি। {√ঢাক্‌+অন+আ}
  • Bengali Word ঢাকা ১ Bengali definition [ঢাকা] (বিশেষ্য) ১ ঢাকনা (কৌটার ঢাকা)। ২ আবরণ (খুলে দিলে স্তব্ধতার ঢাকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) আবৃত; আচ্ছাদিত; গুপ্ত; প্রকাশিত (কিছুই ঢাকা থাকবে না)। □ (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদিত করা। ২ গোপন করা; চাপা দেওয়া; লুকানো (দোষ ঢাকা)। ঢাকাঢাকি (বিশেষ্য) সংগোপন; সম্পূর্ণ গোপন; লুকানো (লতাপাতার অন্তরালে বড়ো সরস ঢাকাঢাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢাকা দেওয়া (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদিত করা। ২ গোপন করা; জানতে না দেওয়া। ঢাকা পড়া (ক্রিয়া) ১ আবৃত হওয়া; আচ্ছাদিত হওয়া। ২ অদৃশ্য হওয়া; চাপা পড়া। ৩ বিস্মৃতির গর্ভে বিলীন হওয়া (কথাটা ঢাকা পড়ে গেল)। গা ঢাকা দেওয়া (ক্রিয়া) ১ লোকের দৃষ্টির আড়ালে থাকা। ২ গোপনে চলাফেরা করা। শাক দিয়া মাছ ঢাকা (ক্রিয়া) যা গোপন থাকবে না তাকে গোপন করার প্রয়াস পাওয়া; গোপন করার বৃথা চেষ্টা করা। {√ঢাক্‌+আ}
  • Bengali Word ঢাকা ২ Bengali definition [ঢাকা] (বিশেষ্য) সুবা বাংলার এক কালের রাজধানী-বাংলাদেশের সুপরিচতি নগরী ও রাজধানী; ঢাকা নগরী। ঢাকাই (বিশেষণ) ১ ঢাকাসংক্রান্ত; ঢাকাসম্বন্ধীয়। ২ ঢাকায় উৎপন্ন বা প্রস্তুত (ঢাকাই জামাদানি)। ২ ঢাকায় প্রচলিত। ঢাকাই জালা (বিশেষ্য) ১ ঢাকায় প্রস্তুত বড় জালা। ঢাকাইয়া (বিশেষ্য) (বিশেষণ) ঢাকার অধিবাসী। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) অতি স্থূল; খুব স্ফীত (পেট যেন ঢাকাই জালা)। ঢাকাই মসলিন (বিশেষ্য) ঢাকায় প্রস্তুত অতি সূক্ষ্ম বস্ত্রবিশেষ। {ঢাক+আ}
  • Bengali Word ঢাকি Bengali definition [ঢাকি] (বিশেষ্য) যে ঢাক বাজায়; ঢাক বাজনদার; যে ঢাক বাজিয়ে জীবিকা অর্জন করে। ঢাকি শুদ্ধ বিসর্জন (বিশেষ্য) সর্বস্ব জলাঞ্জলি; সব খোয়ানো। {ঢাক+ই}
  • Bengali Word ঢাকুন, ঢাকুম Bengali definition [ঢাকুন্‌, ঢাকুম্‌] (বিশেষ্য) সরা; মাটির তৈরি ঢাকনি (এক ঢাকুম জলে ডুবে মরতে পার না ধিঙ্গি বেহায়া ছুঁড়ী?-কাজী নজরুল ইসলাম)। {ঢাকন>}
  • Bengali Word ঢাকুনি Bengali definition ⇒ ঢাকনা
  • Bengali Word ঢাঙ্গাতি Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [ঢাঙ্‌গাতি] (বিশেষণ) ১ ধূর্ত; শঠ; প্রবঞ্চক (ঢঙ্গ ঢাঙ্গাতি নহি আখেটির জাতি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ শঠতা; প্রবঞ্চনা; চাতুরী (শিশুমতি মোর নাতি নাই জানে চাঙ্গাতি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {ঢঙ্গ>}
  • Bengali Word ঢাচা, ঢাঁচা Bengali definition [ঢাচা, ঢাঁচা] (বিশেষ্য) আকৃতি; কাঠাম। {(হিন্দি) চাঁচা}
  • Bengali Word ঢাপা Bengali definition [ঢাপা] (বিশেষ্য) ১ আচ্ছাদন। ২ বেতে-বোনা ঝুড়ি; ঝাঁকাবিশেষ। ঢাপি (বিশেষ্য) ক্ষুদ্রার্থে। {(হিন্দি) ঢাপা}
  • Bengali Word ঢাবস Bengali definition [ঢাবোশ্‌] (বিশেষ্য) বড় ‍ঘুড়ি; ঢাউস (ঢাবস হইল দূর ঢৌল রঙ্গ হইল চুর চুরিয়া না পাইলু দরশন-দৌলত উজির বাহরাম খান)। {(তুলনীয়) (হিন্দি) ঢব্বস}
  • Bengali Word ঢাবি Bengali definition [ঢাবি] (বিশেষ্য) মূর্তি (ঢাবি পানে চায় বাউল-গোবিন্দচন্দ্রের গীত)। {(হিন্দি) ঢব}
  • Bengali Word ঢামন ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [ঢামোন্‌] (বিশেষ্য) (বিশেষণ) লম্পট; কামুক (ঠগ ঢামন ঢেঙ্গ ডাকাইত সঙ্গতি। মস্তক ঘোরায় যেন হইল আন-মতি-দৌলত উজির বাহরাম খান)। {ঢেমন>; (তুলনীয়) (হিন্দি) ধামিন্‌}
  • Bengali Word ঢামাল, ঢামালি Bengali definition (-প্রাচীন বাংলা) [ঢামাল্‌, ঢামালি] (বিশেষ্য) ১ রঙ্গ-তামাশা; ঢলাঢলি (সখি সবে মেলি করিয়া ঢামালি-রাজশেখর বসু (পরশু))। ২ দুষ্টামি (আমা সনে....কিসের ঢামালি?-কৃত্তিবাস ওঝা)। {ধামালি>}
  • Bengali Word ঢাল ১ Bengali definition [ঢাল্‌] (বিশেষ্য) অস্ত্রের আঘাত নিবারক কঠিন চর্মনির্মিত ফলকবিশেষ; shield (কোতোয়াল যেন কাল খাঁড়া ঢাল ঝাঁকে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ঢালকি (বিশেষ্য) ১ ঢালী। □ (বিশেষণ) ঢালধারী। ঢাল হওয়া (ক্রিয়া) রক্ষাকর্তা বা অভিভাবক হওয়া। {(মুণ্ডারি) ঢাল}
  • Bengali Word ঢাল ২, ঢালা Bengali definition [ঢাল্‌, ঢালা] (বিশেষ্য) ঢালু জমি; ক্রমনিম্নভূমি; গড়ান (পুকুরের ঢাল)। □ (বিশেষণ) ক্রমনিম্ন; ক্রমশ নিচু গড়ানো (ঢাল পাড়)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষর>; (তৎসম বা সংস্কৃত) ধারা>}
  • Bengali Word ঢালন, ঢালাই Bengali definition [ঢালন্‌, ঢালাই] (বিশেষ্য) ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে রূপ দেওয়া ঢালনদার (বিশেষ্য) (বিশেষণ) যে ঢালাই করে; ঢালাইকর। ঢালনি (বিশেষ্য) যে পাত্রে স্বর্ণরৌপ্যাদি ধাতু গলিয়ে ঢালা হয়। {(তৎসম বা সংস্কৃত) ক্ষরণ>; ঢাল্‌+অন, আই}
  • Bengali Word ঢালশুমার, ঢালসুমর Bengali definition [ঢাল্‌শুমার্‌, ঢালসুমোর্‌] (বিশেষ্য) ১ যেখানে যা আছে সমস্ত একত্র ঢেলে ফেলে গণনা। ২ ধার শোধ দেওয়া; পুনরায় নেওয়া। {ঢাল=(ধার)+শুমার=গণনা}
  • Bengali Word ঢালা Bengali definition [ঢালা] (ক্রিয়া) ১ এক পাত্র থেকে অন্য পাত্রে পাতিত করা (পানি ঢালা, দুধ ঢালা)। ২ ধাতু গলিয়ে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য পাতিত করা (ছাঁচে ঢালা)। ৩ বহুল পরিমাণে নিয়োগ করা বা ছড়িয়ে দেওয়া (ব্যবসায়ে টাকা ঢালা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ ছাঁচে ঢালাই করা হয়েছে এমন (ঢালা কড়াই)। ২ সুবিস্তৃত; ঢালাও (ঢালা বিছানা)। ৩ সুবিস্তৃত; ঢালাও (ঢালাবিছানা)। ৪ স্পষ্ট ও স্থায়ী (ঢালা হুকুম)। ঢালাও১ (বিশেষণ) ঢালা; সুবিস্তৃত (ঢালাও ফরাস)। ২ ব্যক্ত ও বিশদ; স্পষ্ট ও স্থায়ী (ঢালাও হুকুম)। ৩ সুপ্রচুর (ঢালাও খাদ্য)। ঢালাঢালি, ঢালা উপরা, ঢালা উবরা (বিশেষ্য) এক পাত্র থেকে অন্যপাত্রে পুনঃপুন ঢালা। ঢালা লোহা (বিশেষ্য) ছাঁচে ঢালা লোহা (পেটা নহে); cast iron। ঢেলে সাজানো, ঢালিয়া সাজানো (ক্রিয়া) ১ পোড়া তামাক ফেলে দিয়ে কল্কে সাজানো। ২ ((আলঙ্কারিক)) কোনো কাজ নতুন করে আরম্ভ করা। গা ঢেলে দেওয়া (ক্রিয়া) ১ নিরুদ্যম হওয়া। ২ আশা ভরসা ছেড়ে দেওয়া। প্রাণঢালা (বিশেষণ) আন্তরিক (প্রাণঢালা অভ্যর্থনা)। {√ঢাল্‌+আ}
  • Bengali Word ঢালাই Bengali definition [ঢালাই] (বিশেষ্য) ১ ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন রূপ দেওয়ার কাজ। ২ ছাঁচে ঢেলে তৈরি (ঢালাই কড়াই)। ঢালাইকর (বিশেষ্য) যে ঢালাইয়ের কাজ করে; ঢালাই করার কারিগর। ঢালাই করা (ক্রিয়া) ১ ছাঁচে তৈয়ার করা (সনেটের ছাঁচে নানারূপ ভাবে মূর্তি ঢালাই করা চলে-প্রথম চৌধুরী )। □ (বিশেষণ) পেটা নহে এমন; ঢারা (ঢালাই-করা লোহা)। ঢালাইখানা (বিশেষ্য) ঢালাইয়ের কারখানা; যেখানে ঢালাই হয়; foundry। ঢালাও, ঢালাউ (বিশেষণ) ১ বিস্তৃত (ঢালাও বিছানা)। ২ দেদার; পর্যাপ্ত; প্রচুর (ঢালাও জিনিস)। ৩ অবাধ (ঢালাও হুকুম)। ঢালানো (ক্রিয়া) অপরের দ্বারা ঢালাই করানো। {√ঢাল্‌+আই}
  • Bengali Word ঢালী Bengali definition (-লিন্‌) [ঢালি] (বিশেষণ) ঢালধারী; ঢালযুক্ত (সামালিয়া খায় তালি কালু সিংহ মহাঢালি-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ ঢালধারী সৈনিক (তবকী ধানুকী ঢালী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ উপাধিবিশেষ (ঢালীদের বাড়ি)। ঢালিনী (স্ত্রীলিঙ্গ)। ঢালী পাইক (বিশেষ্য) ঢালধারী পদাতিক। {(তৎসম বা সংস্কৃত) ঢাল+ইন্‌(ইনি)}
  • Bengali Word ঢালু Bengali definition [ঢালু] (বিশেষণ) ঢালযুক্ত; গড়ানে; ক্রমশ নিচু; ক্রমনিম্ন (ঢালু জমি)। {ঢাল+উ}
  • Bengali Word ঢিকরানো Bengali definition = ঢিকা
  • Bengali Word ঢিকা, ঢিকানো, ঢিকনো Bengali definition [ঢিকা, ঢিকানো, ঢিকোনো] (ক্রিয়া) ক্লান্তি হেতু কষ্টেসৃষ্টে আস্তে চলা; ধুঁকে ধুঁকে চলা। ঢিকোতে ঢিকোতে, ঢিকিয়ে ঢিকিয়ে (ক্রিয়াবিশেষণ) মন্থর গতিতে; আস্তে আস্তে। {(তৎসম বা সংস্কৃত) ধিক্ষ্‌>; ক্রিয়ারূপ-ঢিকাই, ঢিকাও, ঢিকান, ঢিকাতে, ঢিকালে, ঢিকিয়ে ইত্যাদি}
  • Bengali Word ঢিট, ঢীট Bengali definition [ঢিট্‌] (বিশেষণ) ১ ঠিক (পিটনী খেয়ে পিঠ যে তোদের টিট হয়েছে-কাজী নজরুল ইসলাম)। ২ ((মধ্যযুগীয় বাংলা)) দৃষ্ট; শঠ; নির্লজ্জ (হাসি মুখ নিরখয়ে টীট মাধাই-বিদ্যাপতি)। ৩ অশিষ্ট; দুর্বিনীত (টিট আঁখি দুঃখবতী ঢাকিলু নয়ন-জ্যোতি-রাজশেখর বসু (পরশু))। ৪ শায়েস্তা; জব্দ (দাবাড়ি খেয়ে শেয়াল পণ্ডিত ঢিট হয়ে গিয়েছিল)। ঢিট করা (ক্রিয়া) ১ শায়েস্তা করা। ২ বশে আনা। ৩ সংশোধন করা। ঢিটপনা (বিশেষ্য) নির্লজ্জতা; বেহায়াপনা; ধৃষ্টতা (কখন না দেখি আমি এমন ঢিটপনা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্ট>(প্রাকৃত) ঢিট্‌ঠ>}
  • Bengali Word ঢিটানি, ঢিটেমি Bengali definition [ঢিটানি, ঢিটেমি] (বিশেষ্য) অবহেলা; চতুরতা (বুদ্ধিশুদ্ধি আছে অথচ পড়াশোনায় ঢিটেমি করছে জানলে তার তখনো ছুটি নেই-সৈয়দ মুজতবা আলী; ঢিটের ঢিটানি খেতের মিটানি-চণ্ডীদাস)। {ঢিট+আনি, আমি}