Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঢিঠ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [ঢিঠ্‌] (বিশেষণ) লজ্জাহীন; চতুর; ধৃষ্ট (কোথায় না দেখিয়াছি হেন যোগী ঢিঠ। পুছিতে উচিত হয় পাঠাই বসিঠ-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>?}
  • Bengali Word ঢিড Bengali definition [ঢিড্‌] (বিশেষণ) ভীষণ; সাংঘাতিক (কী ঢিড মিথ্যেবাদীরে বাবা-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>}
  • Bengali Word ঢিঢি, ঢীঢী Bengali definition [ঢিঢি] (বিশেষ্য) ব্যাপক জানাজানি; সাধারণত নিন্দার্থে ব্যবহৃত (দেশময় এ কথা নিয়ে ঢিঢি পড়ে গেল)। □ (বিশেষণ) চতুর্দিকে বিপুলভাবে প্রচারিত। □ (অব্যয়) ধিকধিক রব; অখ্যাতি (একটা ঢীঢী পড়িয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢিঢিকার, ঢিঢিক্কার, ঢিঢিরব, ঢিড্‌ঢিকার (বিশেষ্য) ১ ধিক্কার ধ্বনি। ২ ধিক্কারসহ নিন্দা প্রচার (তবু সে ব্যাখ্যায় এদেশে পড়ে গেল ঢিড্‌ঢিকার-দ্বিজেন্দ্রলাল রায়)। ৩ নিন্দাসূচক উচ্চ শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ধিক্‌ ধিক্‌>(?)}
  • Bengali Word ঢিপ Bengali definition [ঢিপ্‌] (অব্যয়) ১ হঠাৎ পতন বা আছাড় খাওয়ার শব্দ; কঠিন বস্তুতে আঘাতের শব্দ। ২ পায়ে মাথা ঠেকিয়ে প্রণামের শব্দ। ঢিপঢিপ (অব্যয়) ১ বার বার ঢিপ শব্দ। ২ ঢিপঢিপ হৃৎপিণ্ডের স্পন্দন শব্দ; ভয় পাওয়ার ফলে বুক বা হৃৎপিণ্ডের অবস্থা (বুক ঢিপ ঢিপ করা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢিপন, ঢিপনি, ঢিপুনি Bengali definition [ঢিপোন্‌, ঢিপ্‌নি, ঢিপুনি] (বিশেষ্য) প্রহার কিল চড় ইত্যাদি দ্বারা বেদম প্রহার। {√ঢিপ্‌+অন, অনি, উনি}
  • Bengali Word ঢিপলা, ঢিপলে Bengali definition [ঢিপ্‌লা, ঢিপলে] (বিশেষ্য) স্ফীত অংশ; গোলাকার উত্থিত অংশ; ছোট ঢিপি। {√ঢিপ্‌+লা, লে}
  • Bengali Word ঢিপানো, ঢিপান, ঢিপুনি Bengali definition [ঢিপানো, ঢিপানো, ঢিপুনি] (বিশেষ্য) কিল চড় ইত্যাদি দ্বারা বেদম প্রহার। □ (ক্রিয়া) প্রহার করা; কিল চড় ইত্যাদি মারা; মুষ্ট্যাঘাত করা। {(তৎসম বা সংস্কৃত) ঢিপ্‌+আনো, উনি; ক্রিয়ারূপ-ঢিপাই, ঢিপাই, ঢিপাও, ঢিপান, ঢিপিয়ে, ঢিপালে, ঢিপিয়ে ইত্যাদি}
  • Bengali Word ঢিপি, ঢিপী, ঢিবি, ঢিবী Bengali definition [ঢিপি, ঢিপি, ঢিবি, ঢিবি] (বিশেষ্য) ১ স্তূপ; কাঁড়ি (উই মাটির ঢিপি; স্থানে স্থানে ঢিপি, স্থানে স্থানে গর্ত-হাবীবুর রহমান)। ২ উচ্চস্থান। □ (বিশেষণ) ধুপসা; মোটা (এই ঢিবী বেহায়া মেয়ে রাতদিন ঘরে-বাইরে মুখনাড়া হাতনাড়া সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে পড়লেন-কাজী নজরুল ইসলাম)। ঢিপির মাকাল (বিশেষ্য) স্থূলতায় ঢিপি এবং অকর্মণ্যতায় মাকাল; স্থূলকায় ও অকর্মা। উই ঢিপি (বিশেষ্য) বল্মীক; উইয়ের স্তূপ। মাংসের ঢিপি (বিশেষ্য) মাংসের স্তূপ। □ (বিশেষণ) খুব মোটা। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
  • Bengali Word ঢিপুনি Bengali definition ⇒ ঢিপন
  • Bengali Word ঢিপুলি Bengali definition [ঢিপুলি] (বিশেষ্য) বের হওয়ার পথ বন্ধ করার জন্য নেকড়া তুলা ইত্যাদির পিণ্ডাকৃতি গুঁজি। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>+উলি}
  • Bengali Word ঢিপেশোকা Bengali definition [ঢিপেশোকা] (বিশেষণ) চিররোগী; জন্মরোগা। ২ অকর্মণ্য; অলস। ৩ দুষ্ট; দুর্জন (দুর্দিনের কালে ফেলাইল জলে, ঢিপোশোকা মোর খুড়া-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>+ (তৎসম বা সংস্কৃত) শুষ্ক>}
  • Bengali Word ঢিবরি Bengali definition [ঢিব্‌রি] (বিশেষ্য) ১ শামি; গাড়ির চাকার কেন্দ্রে প্রদত্ত লোহার টুকরা। {(হিন্দি) ঢিবরী}
  • Bengali Word ঢিবলে Bengali definition [ঢিব্‌লে] (বিশেষণ) ডবল (ট্যাক থেকে সেকেলে তামার ঢিবলে পয়সা ডালকুত্তোর সামনে ফেলে দেয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) double}
  • Bengali Word ঢিবি, ঢিবী Bengali definition ⇒ ঢিপি
  • Bengali Word ঢিমা, ঢিমে Bengali definition [ঢিমা, ঢিমে] (বিশেষণ) ১ মৃদু; ক্ষীণ (ঢিমে আওয়াজ)। ২ ধীর; মন্থর; বিলম্বিত (বেগম ঠাকরুন সকলের পিছনে বড়ই ঢিমে কদম-মীর মশাররফ হোসেন)। ৩ নিরুদ্যম; নিরুৎসাহ; দীর্ঘসূত্র (লোকটা অত্যন্ত ঢিমে)। ঢিমা তেতালা (বিশেষ্য) সঙ্গীতের একটি তাল। □ (বিশেষণ) ((ব্যঙ্গার্থ)) আস্তে আস্তে কাজ করে এমন; দীর্ঘসূত্রী। ঢিমা তেতালায় ক্রিবিন মন্থর গতিতে; আগ্রহহীন ও উদ্যমহীন অবস্থায় (ঢিমেতেতালায় কাজ চলা)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>(প্রাকৃত) মজ্‌ঝিম>ঢিম+আ, এ}
  • Bengali Word ঢিল ১ Bengali definition [ঢল্‌] (বিশেষ্য) মাটি ইট ইত্যাদির ক্ষুদ্র টুকরা; ঢেলা; লোষ্ট্র (ঢিল নিক্ষেপ)। ঢিল মারলে পাটকেল পড়ে (বা খেতে হয়)-আঘাতের প্রতিঘাত গুরুতর হয়। ঢিল মারা (ক্রিয়া) ঢিল ছোঁড়া; ঢিল নিক্ষেপ করা। ঢিলাঢিলি (বিশেষ্য) পরস্পরের প্রতি ঢিল নিক্ষেপ। ঢিলানো, ঢিলান (ক্রিয়া) ঢিল মারা; ঢিল ছোঁড়া। আন্দাজে ঢিল মারা (ক্রিয়া) অনুমাননির্ভর কাজ করা; অনিশ্চিতসিদ্ধির লক্ষ্যে চেষ্টা করা। এক ঢিলে দুই পাখি মারা (ক্রিয়া) একসঙ্গে দুই উদ্দেশ্য সিদ্ধ হওয়া। {(প্রাকৃত) ডলো>}
  • Bengali Word ঢিলা, ঢিলে, ঢিল ২ Bengali definition [ঢিলা, ঢিলে, ঢিল্‌] (বিশেষণ) ১ আঁটসাঁট নয় এমন; ঢলঢল; শ্লথ (ঢিলা জামা)। ২ শিথিল; আলগা; হালকা (ঢিলে গল্প, কাঁচা রসিকতা-সৈয়দ মুজতবা আলী)। ৩ শিথিল প্রকৃতির; অলস; কাজে কুঁড়ে; অসাবধান (তোমাকে আর একটুও ঢিলে লাগে না; ঢিলা মানুষ)। □ (বিশেষ্য) শৈথিল্য; অযত্ন। ঢিলা দেওয়া (ক্রিয়া) শিথিলতা দেখানো; কাজে আলস্য করা (বন্দুক সাফ করায় ঢিল দিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢিলাঢালা (বিশেষণ) শ্লথ; শিথিল-স্বভাব; অলস (লোকটা নিতান্ত ঢিলাঢালা রকমের-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢিলামি, ঢিলেমি (বিশেষ্য) শৈথিল্য; আলস্য; জড়তা (সে ব্যাপারটার মধ্যে আমাদের স্বাভাবিক ঢিলেমি এবং এলোমেলো ভাবেরই শুধু পরিচয় পাওয়া যায়-প্রথম চৌধুরী )। {(তৎসম বা সংস্কৃত) শিথিল>(প্রাকৃত) সিঢিল>}
  • Bengali Word ঢীট Bengali definition ⇒ ঢিট
  • Bengali Word ঢীঢী Bengali definition ⇒ ঢিঢি
  • Bengali Word ঢু, ঢুঁ ১ Bengali definition [ঢু, ঢুঁ] (বিশেষ্য) গরু ছাগল প্রভৃতির মাথা বা শিং দ্বারা গুঁতা বা আঘাত; ঢুস (ঢু মারা)। ঢু ঢু (বিশেষ্য) ছাগল মেষ প্রভৃতির লড়াইয়ের সময়ে ঢু মারবার জন্য উত্তেজনাকর বাক্য। ঢু দেওয়া, ঢু মারা (ক্রিয়া) ১ মাথা দিয়ে গুঁতানো (ঢু মারিতে জানে শুধু ঘটে তার ঢুঢু-ঈশ্বর গুপ্ত)। ২ খোঁজ খবর নেওয়া (দরজায় দরজায় ঢু মারা)। ৩ উদ্দেশ্যহীনভাবে কোনো স্থানে বা কাহারও গৃহে অল্পক্ষণের জন্য গমন করা। {(তৎসম বা সংস্কৃত) √ধুর্‌>ধু>ঢু}
  • Bengali Word ঢুঁ ২ Bengali definition [ঢুঁ] (বিশেষ্য) কাবাডি খেলায় ব্যবহৃত শব্দবিশেষ (একজন কবাটি খেলার ঢুঁ ধরার সুরে গেয়ে যাচ্ছেন-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢুঁড়া, ঢোড়া Bengali definition [ঢুঁড়া, ঢোড়া] (ক্রিয়া) খোঁজা বা অন্বেষণ করা; তল্লাস করা (এনেছ ঢুড়িয়া সব দিক-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) বিষহীন সাপবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ঢুন্ঢ>(প্রাকৃত) ঢুন্ঢুল্ল>√ঢুঁড়্‌+আ}
  • Bengali Word ঢুক Bengali definition [ঢুক্‌] (অব্যয়) ঢক শব্দের চেয়ে মৃদুতর ধ্বনি (ঢুক ঢুক করিয়া দুধ খাও)। ঢুক ঢুক ধ্বন্যাত্মক অ(ব্যঙ্গার্থ) অনবরত ঢুক শব্দ। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) √ঢৌক্‌>(প্রাকৃত) ঢুক্ক>}
  • Bengali Word ঢুকা, ঢোকা Bengali definition [ঢুকা, ঢোকা] (ক্রিয়া) ভিতরে প্রবেশ করা; যাওয়া (কানে পানি ঢুকেছে)। ঢুকানো, ঢোকানো, (ক্রিয়া), (বিশেষণ) প্রবেশ করানো। মাথায় কিছু ঢোকে না-বুদ্ধিহীনতার জন্য কিছু বুঝতে পারে না। {(তৎসম বা সংস্কৃত) ঢৌক>√ঢুক্‌+আ}
  • Bengali Word ঢুঢু, ঢুঁঢু Bengali definition [ঢুঢু, ঢুঁঢু] (বিশেষ্য) (অব্যয়) কিছুই নয়; ফাঁকি; অন্তঃসারশূন্য ভাব বা অবস্থা; শূন্যতা (শরৎ চাটুজ্জের নায়করাই শুধু যত্রতত্র দিদি পেয়ে যায়; আমার কপালে ঢুঢু-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢুণ্ঢন Bengali definition [ঢুন্‌ঢন্‌] (বিশেষ্য) অন্বেষণ; ঢুড়ন। {(তৎসম বা সংস্কৃত) √ঢুণ্ঢ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ঢুপ Bengali definition [ঢুপ্‌] (বিশেষ্য) শূন্য পাত্রের শব্দ; হালকা কোনো বস্তুর পতন শব্দ। ঢুপ-ঢাপ (অব্যয়) অনবরত ঢুপ শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢুপি ((আঞ্চলিক)) Bengali definition [ঢুপি] (বিশেষ্য) ঘুঘু (পালা ঢুপি সঙ্গে নাগর আইসে পন্থ দিয়া-ময়মনসিংহ গীতিকা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢুরা Bengali definition [ঢুরা] (বিশেষ্য) ঢোড়া নির্বিষ সাপ (হেনকালে আগু হইয়া ঢুরা জানাইল-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) ঢুণ্ডুভ>ঢুন্টুভ>ঢোঁড়া}
  • Bengali Word ঢুল Bengali definition [ঢুল্‌] (বিশেষ্য) ১ তন্দ্রা; নেশা প্রভৃতির ঝোঁক বা ঘোর। ২ তন্দ্রা বা নেশার জন্য মাথা দুলুনি (একটু ঢুল এসেছিল)। ঢুল ঢুল (বিশেষণ) তন্দ্রা বা নেশায় ভরপুর। ঢুলঢুলে, ঢুলুঢুলু (বিশেষ্য) আবেশে বিভোর; তন্দ্রাজড়িত ভাব; নেশার আবেশ বা ঘোর (ঘুমে ঢুলুঢুলু আঁখি)। ঢুলনি, ঢুলুনি (বিশেষণ) ঝিমাচ্ছে এমন (ঢুলনি আকৃতি....চলিতেছে একাকিনী ঢেউ উথলিয়া মনোভঙ্গে-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষ্য) তন্দ্রাবেশ; ঝিমানো। {(তৎসম বা সংস্কৃত) দোল>ঢোল>ঢুল}