Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঢুলকি Bengali definition [ঢুল্‌কি] (বিশেষ্য) ছোট ঢোল। {ঢোলক+ই(ক্ষুদ্রার্থে)>}
  • Bengali Word ঢুলা, ঢোলা Bengali definition [ঢুলা, ঢোলা] (ক্রিয়া) ১ নেশা বা তন্দ্রার ঘোরে অবসন্ন হওয়া। ২ ঘুমের ঘোরে ঝুঁকে পড়া; ঝিমানো। ঢুলানো, ঢুলনো (ক্রিয়া) ১ নাড়া বা দোলা দেওয়া; দোলানো; আন্দোলিত করা। ২ ব্যজন করা (সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়-কাজী নজরুল ইসলাম)। ৩ তন্দ্রা বা নোশার ঘোরে মাথা দোলানো (পড়তে বসে ছেলেটার মাথা ঢুলছে)। ৪ (বস্ত্রাদি) ঝুলিয়ে পরে বাহাদুরি দেখানো (কোঁচা ঢুলানো)। ৫ ঘটা করা (আর বেশি ঢোলাতে হবে না)। ঢুলে/ঢুলিয়া পড়া (ক্রিয়া) বসে থাকা অবস্থা থেকে ঘুমের ঘোরে মাথা ঝুঁকে পড়া; থেকে থেকে হেলে পড়া। ঢুলায়ত ((ব্রজবুলি)) (ক্রিয়া) ঢুলায়; পাখা প্রভৃতি দ্বারা বাতাস করা (চামর ঢুলায়ত-চণ্ডীদাস)। {(মুণ্ডারি) ঢোলো; √ঢুল+আ}
  • Bengali Word ঢুলি, ঢুলী Bengali definition [ঢুলি] (বিশেষ্য) ১ যে ঢোল নামক বাদ্যযন্ত্র বাজায়; ঢোলবাদক। ২ সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ঢোল+ইয়া>ঢোলিয়া>}
  • Bengali Word ঢুলুঢুল, ঢুলুঢুলু Bengali definition ⇒ ঢুল
  • Bengali Word ঢুষ Bengali definition ⇒ ঢুস
  • Bengali Word ঢুস, ঢুষ Bengali definition [ঢুশ্‌] (বিশেষ্য) (ক্রিয়া) শিং বা মাথা দিয়ে গুঁতা বা আঘাত। ঢুসাঢুসি, ঢুষাঢুষি (বিশেষ্য) ১ মাথা বা শিং দিয়ে পরস্পরকে আঘাতকরণ; গুঁতাগুঁতি। ২ ((আলঙ্কারিক)) অবনিবনা। ঢুসানো, ঢুষানো (ক্রিয়া), (বিশেষ্য) শিং বা মাথা দ্বারা আঘাত করা; ঢুঁ মারা। {(তৎসম বা সংস্কৃত) ধুর>}
  • Bengali Word ঢুসনা, ঢুষনা Bengali definition [ঢুশ্‌না] (বিশেষণ) ১ অকর্মা; অলস; কুঁড়ে। ২ বিশৃঙ্খল; অপরিচ্ছন্ন; তৈলহীন। ৩ অপচয়কারী; অপব্যয়কারী। ঢুসনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বন্‌স্‌>; √ঢুস্‌+অন+আন}
  • Bengali Word ঢেঁকি, ঢেঁকী Bengali definition [ঢেঁকি] (বিশেষ্য) ধান ইত্যাদি ভানার জন্য কঠের তৈরি যন্ত্র। ঢেঁকি-অবতার (বিশেষ্য) নির্বোধ ও অলস ব্যক্তি। ঢেঁকি গেলা (ক্রিয়া) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কোনো কঠিন কাজের দায়িত্ব নেওয়া (উপরোধে ঢেঁকি গেলা)। ঢেঁকি না কুলো-অন্নসংস্থানের অভাব (না ঢেঁকি না কুলো-অর্থাৎ অন্ন প্রস্তুত করবার যন্ত্রাদি নেই)। ঢেঁকির আঁকশলি (বিশেষ্য) ঢেঁকি সংলগ্ন দণ্ড বা শলাকা। □ (বিশেষণ) অপ্রধান কিন্তু সঙ্গে থাকার কারণে ঝক্কি-ঝামেলা প্রায়ই পোহাতে হয়। ঢেঁকির কচকচি (বিশেষ্য) ঢেঁকির কচকচ শব্দের ন্যায় কলহ বিবাদ; ঝগড়া বচসা (মিথ্যা ঢেঁকির কচকচি করায় কি উপকার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ঢেঁকিশাক (বিশেষ্য) এক প্রকার বন্য শাক। ঢেঁকিশাল (বিশেষ্য) যে ঘরের ঢেঁকি থাকে; ঢেঁকির ঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে-যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া ১ বুক টিপ টিপ করা; palpitate। ২ মনে নিদারুণ আঘাত পাওয়া। ৩ রক্ত চঞ্চল হওয়া। বুদ্ধির ঢেঁকি (বিশেষণ) ১ ঢেঁকির মতো প্রকাণ্ড-অর্থাৎ নিরেট বোকা; নির্বোধ; ‍মূর্খ; বেওকুফ (বেটা বুদ্ধির ঢেঁকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {মুণ্ডারি. ঢেঙ্কি>}
  • Bengali Word ঢেঁকুর, ঢেকুর Bengali definition [ঢেঁকুর্‌, ঢেকুর্‌] (বিশেষ্য) উদরস্থ বায়ুর ঊর্ধ্বগমনে মুখ থেকে যে শব্দ নির্গত হয়; উদ্‌গার; হিক্কা (ঢেঁকুর উঠা)। চোঁয়া ঢেঁকুর (বিশেষ্য) অতিভোজন ও অজীর্ণ-জনিত অম্লাস্বাদ উদ্‌গার। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌গার>}
  • Bengali Word ঢেঁটরা, ঢেঁড়া, ঢ্যাঁড়া, ঢেঁড়ি ১, ঢেঁড়ী, চ্যাঁডড়া, ঢ্যাঁডরা Bengali definition [ঢেঁটরা, ঢ্যাঁড়া, ঢ্যাঁড়া, ঢেঁড়ি, ঢেঁড়ি, ঢেঁড়ী, ঢ্যাঁডরা, ঢ্যাঁডরা] (বিশেষ্য) ১ ঢাকবিশেষ (ঢেঁড়া পেটা)। ২ ঢোল-শোহরত। ঢেঁটরা দেওয়া, ঢেঁটরা পেটা (ক্রিয়া) ১ চতুর্দিকে রাষ্ট্র করা (অবশেষে রাজা ঢেঁটরা দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ঢোল-শোহরতে ঘোষণা করা (কীর্তি-কথা ঢেঁড়া পিটিয়ে বলে বেড়াতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর; আহম্মক কোথাকার, ঢ্যাঁডরা পিটিয়ে এগুলো আবার রাজ্যসুদ্ধ লোক ডেকে শোনান হচ্ছে-মুনীর চৌ্ধুরী)। {(তৎসম বা সংস্কৃত) ডিণ্ডিম>}
  • Bengali Word ঢেঁটা Bengali definition [ঢেঁটা] (বিশেষণ) ১ ধৃষ্ট; শঠ; দুষ্ট; বেহায়া (বটে বটে আমি বড় ঢেঁটা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ একগুঁয়ে; অবাধ্য। ঢেঁটামো, ঢেঁটামি (বিশেষ্য) ১ শঠতা; দুষ্টামি। ২ অবাধ্যতা। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>}
  • Bengali Word ঢেঁশকেল, ঢেঁস্কেল Bengali definition [ঢেঁশ্‌কেল্‌] (বিশেষ্য) ঢেঁকিশাল; যেখানে ঢেঁকি পাতা থাকে (এখন দুলুইদের ঢেঁস্কেলে ধান এলাতে যাচ্ছি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ঢেঁকিশাল>}
  • Bengali Word ঢেঁশা, ঢ্যাঁশা Bengali definition [ঢ্যাঁশা] (বিশেষ্য) ১ ঠেলা; ধাক্কা। ২ দোষ দেখানো (ঢেঁশা দিয়া ঢেকা মারে-বাবা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢেঁড় Bengali definition ⇒ ঢেঁড়ি২
  • Bengali Word ঢেঁড়স, ঢ্যাঁড়স, ঢ্যাঁড়শ Bengali definition [ঢ্যাঁড়োশ্‌] (বিশেষ্য) তরকারিবিশেষ; ভিণ্ডি। {(তৎসম বা সংস্কৃত) ডিণ্ডিশ>}
  • Bengali Word ঢেঁড়া Bengali definition ⇒ ঢেঁটরা
  • Bengali Word ঢেঁড়ি ১, ঢেঁড়ী Bengali definition [ঢেড়ি] (বিশেষ্য) ১ মেয়েদের কানের অলঙ্কারবিশেষ (ঝুমকা ঢেঁড়ি)। ২ আফিম গাছের ফল বা বীজ কোষ; পোস্তফল। ৩ ঘোষণার জন্য ব্যবহৃত ঢোলজাতীয় বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) তুণ্ড>; (তুলনীয়) (হিন্দি) ঢেংঢ়ী}
  • Bengali Word ঢেউ Bengali definition [ঢেউ] (বিশেষ্য) তরঙ্গ; বাতাসে বা স্রোতের বেগে পানির উচ্চতা বা উচ্ছ্বাস; ঊর্মি (নদীর উপর জলের বসতি তাহার উপর ঢেউ-চণ্ডীদাস)। ঢেউ কাটানো (ক্রিয়া) কৌশলে ঢেউয়ের উপর দিয়ে নৌকা চালনা। ঢেউ খেলানো, ঢেউ-তোলা (বিশেষণ) তরঙ্গায়িত; দেখতে ঢেউয়ের মতো উঁচু-নিচু; কুঞ্চিত (ঢেউ-খেলানো ঢুল)। ঢেউ গোনা (ক্রিয়া) অলসভাবে সময়ে কাটানো। ঢেউ টিন (বিশেষ্য) ঢেউ-তোলা লোহার টিন। ঢেউ দেওয়া (ক্রিয়া) ১ আঘাত দিয়া পানিতে ঢেউ সৃষ্টি করা (ঢেউ দিয়েছে জলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্মরণ করিয়ে দেওয়া; আবেগের সৃষ্টি করা (এই ক্ষুদ্র ঘটনা ঢেউ দিল আমার মর্মতলে)। ঢেউয়ানো (ক্রিয়া) ১ ঢেউ দেওয়া; ঢেউ তোলা। ২ ঢেউ দিয়ে পানির আবর্জনা বা অন্য কোন বস্তু সরানো। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word ঢেকস, ঢ্যাকস Bengali definition [ঢ্যাকোশ্‌] (অব্যয়) উঁচু নিচু পথে চলমান গোরুর গাড়ির চাকার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢেকা, ঢেকনি মারা Bengali definition [ঢেকা] (ক্রিয়া) ঠেলা বা ধাক্কা মারা বা দেওয়া (ঢেকা মারে একেবারে শত শত জন-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ঢেকিয়ে, ঢেক্যা (অসমাপিকা ক্রিয়া)ধাক্কা মেরে। {(হিন্দি) ধক্ক>}
  • Bengali Word ঢেকুর Bengali definition ⇒ ঢেঁকুর
  • Bengali Word ঢেঙা, ঢেঙ্গা Bengali definition ⇒ ঢ্যাঙ্গা
  • Bengali Word ঢেপ Bengali definition ⇒ ঢ্যাপ
  • Bengali Word ঢেপসা, ঢ্যাপসা Bengali definition [ঢ্যাপ্‌শা] (বিশেষণ) ১ স্তূপের ন্যায়; ঢিপির মতো। ২ বেমানান; মোটা; ঢোসকা; স্থূল ও শ্রীহীন। ঢেপসী (স্ত্রীলিঙ্গ)। {(মুণ্ডারি) ঢোপসো (অলস); (তুলনীয়) (হিন্দি) ঢপসা}
  • Bengali Word ঢেপুয়া Bengali definition [ঢেপুয়া] (বিশেষ্য) এক প্রকার তাম্র মুদ্রা; পয়সা (সোনার ঢেপুয়া লৈয়া বান্নকে খাচিত-ময়নামতীর গান)। {(তুলনীয়) (হিন্দি) ঢেবুরা}
  • Bengali Word ঢেপড়া, ঢেবরা Bengali definition ⇒ ধাবড়া
  • Bengali Word ঢেমচা, ঢেমসা Bengali definition [ঢ্যাম্‌চা, ঢেমশা] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঢেমন, ঢেমনা ১, ঢ্যামনা Bengali definition [ঢ্যামোন্‌, ঢ্যাম্‌না, ঢ্যাম্‌না] (বিশেষ্য) ১ লম্পট; জারজ (বেদুয়া ঢেমনে কভু না শুনাই পুরাণ-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ গালিবিশেষ। ঢেমনি (স্ত্রীলিঙ্গ) উপপত্নী; রক্ষিতা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) ধমনী>}
  • Bengali Word ঢেমনা ২ Bengali definition [ঢ্যাম্‌না] (বিশেষ্য) এক প্রকার বিষহীন সাপ; দাঁড়াশ সাপ। {(তৎসম বা সংস্কৃত) ধর্মন>}
  • Bengali Word ঢেমনি Bengali definition ⇒ ঢেমন