Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word জন্তু Bengali definition [জোন্‌তু] (বিশেষ্য) ১ প্রাণী; জীব। ২ মনুষ্যেতর জীব; জানোয়ার; পশু। জান্তব বিণ। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+তু(তুন্‌)}
 • Bengali Word জন্ম Bengali definition [জন্‌মো] (বিশেষ্য) ১ মাতৃগর্ভ থেকে নির্গত হওয়া; ভূমিষ্ঠ হওয়া। ২ উৎপত্তি; উদ্ভব; সৃষ্টি। ৩ জীবনকাল (এ জন্মের মতো বিদায়)। ৪ দেহাশ্রিত অবস্থা (জন্মলাভ)। ৫ হিন্দুমতে আবির্ভাব। জন্ম এয়োতি, জন্ম এয়ো (বিশেষ্য) চিরসধবা; যে নারীর মৃত্যু পর্যন্ত স্বামী জীবিত থাকে। জন্মকর্ম (বিশেষ্য) জন্মের নিমিত্ত কর্ম; জাত কর্ম। জন্মকুঁড়ে (বিশেষণ) চিরকেলে অলস; বরাবর অথবা সদা সর্বদা যে অলস। জন্মকোষ্ঠী (বিশেষ্য) জন্মপত্রিকা; জন্ম সময়ের গ্রহ লগ্ন রাশি ইত্যাদির বিবরণপূর্ণ পত্রিকা। জন্মক্ষেত্র (বিশেষ্য) জন্মভূমি। জন্মগত (বিশেষণ) জন্ম হতে প্রাপ্ত বা অর্জিত; সহজাত; স্বাভাবিক। জন্মগ্রহণ, জন্মগ্রহ(বিরল) (বিশেষ্য) ১ জন্মলাভ; ভূমিষ্ঠ হওয়া; মাতৃগর্ভ থেকে নিস্ক্রমণ। ২ উৎপত্তি। ৩ হিন্দু মতে আবির্ভাব। জন্মঘটিত (বিশেষণ) জন্মসন্বন্ধীয়; জন্ম-সম্পর্কিত। জন্ম জন্ম (ক্রিয়াবিশেষণ) প্রত্যেক জন্মে ; সকল জন্মে। জন্মজন্মান্তর (বিশেষ্য) এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম; প্রতিজন্ম। জন্মজন্মান্তরীণ বিণ।জন্মজন্মান্তরে (ক্রিয়াবিশেষণ) হিন্দুমতে এই জন্ম এবং পরের জন্মে; প্রতি জন্মে ; যতবার জন্ম হবে ততবার। জন্মজরা মরণ (বিশেষ্য) জন্ম বার্ধক্য ও মৃত্যু। জন্ম-তপস্বিনী (বিশেষ্য) আশৈশব তপস্বিনী; চিরসন্ন্যাসিনী। জন্মতিথি (বিশেষ্য) যে চান্দ্র দিনে জন্ম; ভূমিষ্ঠ হওয়ার চান্দ্র দিন; জন্মকালীন তিথি। জন্মদ, জন্মদাতা (বিশেষ্য) পিতা; জন্মদানকারী; জনক। জন্মদা, জন্মদাত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতা; জননী। জন্মদান (বিশেষ্য) জনন; উৎপাদন; জন্ম দেওয়া। জন্মদিন, জন্মদিবস (বিশেষ্য) জন্মের দিন বা তারিখ; যে দিন জন্ম হয়। জন্মনক্ষত্র (বিশেষ্য) ভূমিষ্ঠ হওয়ার সময়ের নক্ষত্র; যে নক্ষত্রের প্রভাবকালে জন্ম। জন্মপত্র, জন্মপত্রিকা (বিশেষ্য) কোষ্ঠী; ঠিকুজি; যে পত্রে ভূমিষ্ঠ হওয়ার সময়কার রাশি ও গ্রহাদির গণনা লিখিত হয়। জন্মপরিগ্রহ (বিশেষ্য) জন্মগ্রহণ। জন্মবাসর (বিশেষ্য) জন্মদিন। জন্মবৃত্তান্ত (বিশেষ্য) জন্ম কাহিনী; উৎপত্তির বিবরণ। জন্মভূমি (বিশেষ্য) জন্মস্থান; মাতৃভুমি; স্বদেশ। জন্মমাস (বিশেষ্য) যে মাসে জন্ম হয় সেই মাস। জন্মমৃত্যু (বিশেষ্য) জন্ম ও মরণ; উৎপত্তি ও বিনাশ। জন্মরহস্য (বিশেষ্য) উৎপত্তি সম্পর্কে গূঢ় তত্ত্ব বা জন্মবিষয়ক গোপনীয় কথা। জন্মরাশি (বিশেষ্য) যে রাশিতে জন্ম হয়। জন্মরোগী (বিশেষ্য), বিন চিররোগী। জন্মশোধ, জন্মের শোধ, জন্মের মতো ক্রিবিন চিরজীবনের মতো; সারা জীবনের জন্য (তোমার সঙ্গে আমার জন্মশোধ আড়ি হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। জন্মস্থান (বিশেষ্য) জন্মভূমি। জন্মহেতু (বিশেষ্য) ১ জন্মের কারন। ২ জন্মদাতা। জন্মে ক্রিবিন ১ জন্ম থেকে; জন্মাবধি। ২ সারা জীবনে; জীবনকাল মধ্যে। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+মন্‌}
 • Bengali Word জন্মা Bengali definition [জন্‌মা] (ক্রিয়া) ১ জন্মগ্রহণ করা (সন্তান জন্মিল)। ২ উৎপন্ন হওয়া (পাট জন্মে)। ⧠ (বিশেষণ) ১ জাত; উৎপাদিত (সুজন্মা)। ২ উর্বর (জন্মা অঞ্চল)। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+(বাংলা) আ}
 • Bengali Word জন্মাধিকার Bengali definition [জন্‌মাধিকার] (বিশেষ্য) জন্মলব্ধ যে অধিকার; সহজাত অধিকার। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অধিকার; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
 • Bengali Word জন্মানো, জন্মান Bengali definition [জন্‌মানো] (ক্রিয়া) ১ উৎপাদন করা । ২ জন্মগ্রহণ করা। ⧠ বিন উৎপন্ন বা উৎপাদিত। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+(বাংলা) আনো, আন}
 • Bengali Word জন্মান্তর Bengali definition [জন্‌মান্‌তর্‌] (বিশেষ্য) অন্য জন্ম; পূর্বজন্ম; পরজন্ম; হিন্দু-জৈন-বৌদ্ধ মতে প্রাণী মাত্রই বার বার জন্মগ্রহণ করে। জন্মান্তরবাদ (বিশেষ্য) মরণের পরে পুনরায় জন্ম হয় এরূপ মত; আত্না নানাভাবে বার বার দেহ ধারণ করে এই মতবাদ; পুনর্জন্মবাদ। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অন্তর; (নিত্য সমাস)}
 • Bengali Word জন্মান্তরীণ Bengali definition [জন্‌মান্‌তোরিন্‌](বিশেষণ) (হিন্দু-জৈন-বৌদ্ধ মতে) অন্যজন্ম সম্পর্কিত বা পূর্বজন্মঘটিত (জন্মান্তরীণ পুণ্য সঞ্চয় ব্যতিরেকে সাধু সমাগম লব্ধ হয় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অন্তরীণ; (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word জন্মান্ধ Bengali definition [জন্‌মান্‌ধো] (বিশেষণ) জন্মাবদি দৃষ্টিশক্তিহীন; জন্ম তেকে অন্ধ; boarn blind। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অন্ধ; ৫ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word জন্মাবচ্ছিন্ন Bengali definition [জন্‌মাবোচ্‌ছিন্‌নো] (বিশেষণ) জন্ম থেকে মরণ পর্যন্ত; আজীবন; সারাজীবন (আমরা জন্মাবচ্ছিন্নে কখনও এমন মধুর সঙ্গীত শুনি নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অবচ্ছিন্ন; ৫ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word জন্মাবচ্ছেদ Bengali definition [জন্‌মাবোচ্‌চ্ছেদ্‌] (বিশেষণ) আজীবন; সারাজীবন; আমৃত্যু (আর আমিজন্মাবচ্ছেদ সে পাপীয়সীর মুখাবলোকন করিব না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অবচ্ছেদ; ৬ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word জন্মাবধি Bengali definition [জন্‌মাবোধি] (ক্রিয়াবিশেষণ) জন্মকাল থেকে; আজন্ম। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অবধি}
 • Bengali Word জন্মাষ্টমী Bengali definition [জন্‌মাশ্‌টোমি্‌] (বিশেষ্য) ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথি; শ্রীকৃষ্ণের জন্মদিবস। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অষ্টমী; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word জন্মিত Bengali definition [জোন্‌মিতো] (বিশেষণ) ১ জাত। ২ উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+ইত (ইতচ্‌)}
 • Bengali Word জন্মেজয়, জনমেজয় Bengali definition [জন্‌মেজয়্‌] (বিশেষ্য) সর্পযজ্ঞ অনুষ্ঠাতা পৌরাণিক রাজা; অর্জুনের প্রপৌত্র। {(তৎসম বা সংস্কৃত) জন্মন্‌+√এজি+অ(খশ্‌)}
 • Bengali Word জন্মোৎসব Bengali definition [জন্‌মোত্‌শব্‌] (বিশেষ্য) জন্ম সম্পর্কিত আনন্দানুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+উৎসব; (কর্মধারয় সমাস)}
 • Bengali Word জন্য, জন্যে Bengali definition [জোন্‌নো, জোন্‌নে] (অব্যয়) ১ নিমিত্ত; হেতু; কারণে। ২ নিবন্ধন; দরুন; ফলে (রোগ-ভোগের জন্য দুর্বল)। ৩ উদ্দেশ্য; প্রয়োজন। ⧠ (বিশেষণ) ১ জাত; জনিত; সম্ভুত; উৎপাদিত। ২ উৎপাদক। জন্য জনক সন্বন্ধ (বিশেষণ) যা জন্মায় ও যা জন্মে তাদের মধ্যে যে সম্পর্ক বা সেরূপ সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+য(যৎ)}
 • Bengali Word জনয়িতা(-তৃ) Bengali definition [জনোয়িতা] (বিশেষ্য) ১ উৎপাদক। ২ জনক; পিতা; জন্মদাতা; জন্মদানকারী। জনয়িত্রী (স্ত্রীলিঙ্গ) (সংযম মানে পীড়ন আর পীড়ন নিষ্ঠুরতার জনয়িত্রী-মোতাহের হোসেন চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত)√জন্‌+ণিচ্‌+তৃ(তৃচ্‌)}
 • Bengali Word জপ Bengali definition [জপ/জপো] (বিশেষ্য) ১ মনে মনে বা অনুচ্চস্বরে বারবার আবৃত্তি বা পাঠ (আল্লার নাম জপ কর-মোহিতলাল মজুমদার)। ২ ইষ্টমন্ত্রাদির পুনঃপুন আবৃত্তি। জপতপ (বিশেষ্য) বার বার আবৃত্তি ও উপাসনা (অলঙ্কারই তাহাদিগের জপ, অলঙ্কারই তাহাদিগের তপ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। জপতহি ((ব্রজবুলি)) (ক্রিয়া) জপ বা পুনঃপুন আবৃত্তি বা স্বরণ করে বা করছে। জপন (বিশেষ্য) জপকরণ। জপনা (বিশেষণ) জপনরত বা জপনকারী (মধুমালা জপনা মদনকুমার সমুদ্রের জলে অচেতন হইলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। জপনিরতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) জপ কাজে ব্যাপৃতা বা নিযুক্তা (জপনিরতা পিসিমার কানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। জপমালা (বিশেষ্য) ১ যে মালার গুটি গুনে জপ করা হয়। ২ নিত্য উচ্চার্য বা স্মরণীয় বস্তু। {(তৎসম বা সংস্কৃত) √জপ্‌ +অ(অপ্‌)}
 • Bengali Word জপা Bengali definition [জপা] (ক্রিয়া) ১ জপ করা; মনে মনে আবৃত্তি করা। ২ নিত্য স্মরণ করা বা চিন্তা করা। জপানো, জপান (ক্রিয়া) ১ জপ করানো। ২ মুখস্থ করানো। ৩ নিত্য স্মরণ করানো। ৪ ফুসলানো বা ভজানো। জপিত (বিশেষণ) জপ করা হয়েছে এরূপ। জপ্য (বিশেষণ) জপ করার যোগ্য; জপনীয়। {(তৎসম বা সংস্কৃত) √জপ্‌ +(বাংলা) আ}
 • Bengali Word জবজব Bengali definition [জব্‌জব্‌] (অব্যয়) অতিশয় আর্দ্রতার বা ভেজার লক্ষণ প্রকাশক (তেলে জবজব)। জবজবে (বিশেষণ) খুব ভেজা; জবজব করছে এরূপ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word জবর Bengali definition [জবোর্‌] (বিশেষণ) ১ বিষম; দারুণ; বেজায়; অত্যন্ত বৃহৎ; ভারী (সেটা তোমার জবর ভুল-কাজী নজরুল ইসলাম)। ২ জমকালো; জাঁকালো। ৩ খাসা; উৎকৃষ্ট; উত্তর। ৪ জোরদার; বলিষ্ঠ; ক্ষমতাবান। ৫ জোরালো; প্রবল বা প্রচণ্ড (জবর ঘা)। ৬ চমকপ্রদ বা চিত্তাকর্ষক (জবর খবর)। ৭ কঠিন; শক্ত (জবর শাসন)। ৮ নাছোড় স্বভাব বা দুর্দান্ত (জবর লোক)। ৯ জোড় জবড়দস্তি বা জুলুম; বল প্রকাশ হয় এমন। জবরজুলুম (বিশেষ্য) ভীষন অত্যাচার; ভয়ানক পীড়ন; প্রবল উৎপীড়ন। জবরদখল (বিশেষ্য) বলপূর্বক দখল; জোর করে অধিকার (তার চেয়ে ঢের বেশি জবর দখল করে বসে আছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। জবরদন্ত, যবরদন্ত (বিশেষণ) শক্তিশালী; জোরালো; দুর্দমনীয় (এক জবরদস্ত ফওজ গঠন করিলেন-কাজী ইমদাদুল হক)। জবরদস্তি, জবরদস্তী, জবরর্দস্তি (বিশেষ্য) ১ বলপ্রয়োগ; জোর (কাহারও উপর জবরদস্তি করিতেছে না-মোহাম্মদ বরকতুল্লাহ)। ২ অত্যাচার; পীড়ন (আমি মুখের উপরে জবরদস্তি করিনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। জবরদার (বিশেষণ) শক্তিশালী; বলবান। জবরানো, জাবরান (বিশেষ্য) জবরদস্তি, বলপ্রয়োগ বা পীড়ন (জাবরান কল্লেও তো কর্ত্তে পারে-মীর মশাররফ হোসেন; সহজে লিখে না দিরে জবরানে লিখে নেবে-মীর মশাররফ হোসেন)। {(আরবি) জবর্‌}
 • Bengali Word জবহ Bengali definition = জবাই
 • Bengali Word জবা Bengali definition [জবা] (বিশেষ্য) ফুলবিশেষ। জবাকুসুমসঙ্কাশ (বিশেষ্য) জবা ফুলের ন্যায় রক্তবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) জবা}
 • Bengali Word জবাই, জবেহ, জবে Bengali definition [জবাই, জবেহ্‌, জবে] (বিশেষ্য) ১ ইসলামি মতে আল্লাহর নাম নিয়ে গলনালি কেটে প্রাণী বধ (করতে হবে মুরগী জবাই-জসীমউদ্‌দীন; নিজ সন্তানের জবে করিবারে কাঁপে নাই এতটুকু-মোহিতলাল মজুমদার)। ২ নাশ; ধ্বস; হত্যা; লোপ (স্বদেশী আচার করিয়াছি জবাই-দ্বিজেন্দ্রলাল রায়)। জবাইঘর (বিশেষ্য) কসাইখানা। জবাইহওয়া (ক্রিয়া) সমূলে বিনষ্ট হওয়া। {(আরবি) যবহ}
 • Bengali Word জবান, যবান Bengali definition [জবান্‌] (বিশেষ্য) ১ ভাষা; বুলি (সেই সমুদ্রই আরবী জবানে রুপান্তরিত হয়ে সুমাত্রা হয়েছে-প্রাচৌ; মাওলানা উর্দু যবানও আয়ত্ত করিয়াছিলেন-আবুল মনসুর আহমদ)।২ জিহবা; রসনা (জবান দেখি যে বড় বে-দুরস্ত-মোহিতলাল মজুমদার)। ৩ কথা; প্রতিশ্রুতি (সঠিক জবান যার-ফররুখ আহমদ)। ৪ উচ্চারণ; বাক্‌ (তোমারদিগের জবান দোরস্ত নহে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। ৫ বাণী; বাক্য (তাই বুঝি মহেশ আজ এমন জবান চালিয়ে গেল-সরদার জয়েনউদ্দীন)। জবান ছাড়া ক্রি, (বিশেষণ) মুখ খোলা বা স্পষ্ট কথা বলা (জবান যা কিছু ছাড়তে হয় স্বদেশের নিরাপদ সীমানার মধ্যে ফিরে এসে-মনোজ বসু)। জবানবন্দি, জবানবন্দী, জোবানবন্দী (বিশেষ্য) ১ সাক্ষ্য; আদালতে হাকিমের সামনে হলফকরার পর যা বলা হয় (নাজির দপ্তর লোকে ভরিয়া গেল-জবানবন্দিনবিস হন্‌হন্‌ করিয়া জবানবন্দি লিখিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); আমি ইহার জোবানবন্দী করাইতে পারিব না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ যে উক্তি কাগজে লেখা হয়েছে; written deposition। ৩ কোনো তদন্তকারী কর্মচারীর নিকট প্রদত্ত বিবরণ। জবানবন্দিনবিশ (বিশেষ্য) সাক্ষ্য লেখক (নাজির দপ্তর লোকে ভরিয়া গেল জবানবন্দিনবিস হনহন করিয়া জবানবন্দি লিখিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। জবানি, জবানী (বিশেষ্য) উক্তি; বচন; মুখের ভাষা (মীনার জবানি শুনে; মাহাপরী বুঝে মনে তকসির করিল মাফ তার-সৈয়দ হামজা)। □ বিন বাচনিক; মৌখিক। □ (ক্রিয়াবিশেষণ) প্রমুখাৎ; মুখে (চাকরের জবানি জানা গেল)। {(ফারসি) জ্ববান}
 • Bengali Word জবাব, জওয়াব Bengali definition [জবাব্‌, জওয়াব্‌] (বিশেষ্য) ১ উত্তর। ২ কৈফিয়ত (এই কাজের জন্য তোমাকে জবাব দিতে হবে)। ৩ চোপা; উদ্ধত প্রত্যুত্তর বা অবিনীত প্রতিবাদ (কথায় কথায় জবাব)। ৪ বরখাস্ত; বিদায়; ইস্তফা (কাজে জবাব হওয়া বা জবাব দেওয়া)। ৫ আরোগ্যের অতীত বলে ঘোষণা; নিরাময়ের আশা নেই বলে ঘোষণা (ডাক্তারের জবাব দিয়ে যাওয়া)। জবাবদিহি (বিশেষ্য) ১ কৈফিয়ত; কারণ প্রদর্শন (ফিরতে দেরী হলে জবাবদিহি করতে হতো-রশিদ করিম)। ২ দায়িত্ব (এসলামে তাহার জন্য কোন জওয়াবদিহি নাই-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ৩ দায়ী। জবাবদিহিতা (বিশেষ্য) কোনো কাজের দায়-দায়িত্ব গ্রহণ ও তৎসংক্রান্ত প্রশ্নাদির জবাব দিতে প্রস্তুত থাকা। জবাবি, জবাবী (বিশেষ্য) উত্তরের জন্য নির্দিষ্ট প্রত্যুত্তরদায়ক (....সন্তর্পণে জবাবির চৌপলের শোলার ছিপিটি ফেল্লেন-কালীপ্রসন্ন সিংহ)। জবাবি তার (বিশেষ্য) উত্তর পাওয়ার জন্য অতিরিক্ত মাশুল দেওয়া তার। সওয়াল-জবাব (বিশেষ্য) ১ প্রশ্ন ও উত্তর। ২ বাদ-প্রতিবাদ। ৩ অভিযোগ খন্ডনের জন্য প্রদত্ত যুক্তি ও যুক্তিমূলক বক্তৃতা। {(আরবি) জরয়াব}
 • Bengali Word জবুথবু, যবুথবু Bengali definition [জোবুথোবু] (বিশেষণ) ১ জড়সড়; আড়ষ্ট; ক্রিয়াশক্তিশূন্য; নড়তে চড়তে অসমর্থ এমন; চলচ্ছক্তিশূন্য (বেদনায়-জবুথবু-বিষ্ণু দে)। ২ পরিপাট্য -হীন (জামা চুবসে জবুথবু হয় -সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) যুবস্থবির/জড়স্থবির> জবস্থব> জবুথবু}
 • Bengali Word জবুর, জবুরূদ Bengali definition [জোবুর্‌, জোবুরুদ্‌] (বিশেষ্য) অহিসংবলিত বিলুপ্ত কিতাব যা দাউদ নবীর উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছিল (তউরেত ইঞ্জিল আদি জবরূদ ফোরকান। এসব কিতাবে সাক্ষি দিছে নিরাঞ্জন-সৈয়দ সুলতান)। {(আরবি) জ্ববুর}
 • Bengali Word জবে, জবেহ Bengali definition জবাই
 • Bengali Word জব্দ Bengali definition [জব্‌দো] (বিশেষণ) ১ অপদস্থ; নাকাল; লাঞ্চিত, নিগৃহীত। ২ শায়েস্তা; দমিত; টিট; পর্যুদস্ত। ৩ বাজেয়াপ্ত; confiscated; অদিকৃত। {(আরবি) দব্‌ত}