Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word জালতি Bengali definition [জাল্‌তি] (বিশেষ্য) ১ ছোট জাল। ২ ফল পাড়ার জন্য জালযুক্ত আঁকশি। ৩ গরুর মুখের জাল। {(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) তি}
 • Bengali Word জালা ১ Bengali definition [জালা] (বিশেষ্য) মাটির তৈরি পেটমোটা বৃহদাকার পাত্র; মটকি (মদের পা এক মদের জালা-ড. মুহম্মদ শহীদুল্লাহ; এক জালা জলের তেষ্টা-কেদারনাথ মজুমদার)। জালপেট (বিশেষ্য) জালার ন্যায় বৃহৎ পেট; স্থূল উদর। {(আরবি) যররাহ>; (তুলনীয়) (ইংরেজি) Jar}
 • Bengali Word জালা ২ Bengali definition [জালা] (বিশেষ্য) অঙ্কুর; ধান প্রভৃতির চারা (ধানের জালা)। জালানো১ (ক্রিয়া) অঙ্কুরিত হওয়া; গজানো। {(তৎসম বা সংস্কৃত) জ্বালি>(প্রাকৃত) জাল>}
 • Bengali Word জালা ৩ Bengali definition [জালা] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) জ্বালা (কুসুমশর জালা-বড়ু চণ্ডীদাস)। জালানো২ (ক্রিয়া) ১ দগ্ধ করা; পোড়ানো। ২ দীপ্ত করা বা আলোকিত করা। ২ উত্যক্ত বা অতিষ্ঠ করা। {(তৎসম বা সংস্কৃত) জ্বালি>(প্রাকৃত) জাল>}
 • Bengali Word জালাতন, জ্বালাতন Bengali definition [জালাতোন্‌] (বিশেষ্য) উৎপাত; যন্ত্রণা সৃষ্টি; কষ্টদান; বিরক্তিকরণ। □ (বিশেষণ) উত্যক্ত; ব্যতিব্যস্ত; উৎপীড়িত (জ্বালাতন করা)। {(তৎসম বা সংস্কৃত) জ্বালি>; (তুলনীয়) (ফারসি) জালারতন্‌}
 • Bengali Word জালায়ন Bengali definition [জালায়োন্‌] (বিশেষ্য) চিক; বাঁশের শলা দিয়া প্রস্তুত পর্দা বা জালের আবরণ বা জালবেষ্টিত বাতায়ন (রন্ধ্রময় জালায়ন দিয়া ঢালিল কৌমুদীধারা-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) জাল+আয়ন}
 • Bengali Word জালি ১, জালী Bengali definition [জালি] (বিশেষ্য) ছোট জাল। ২ জালের ন্যায় বুনটের বস্তু। ৩ জাফরি। ৪ ঝালরের ন্যায় অলঙ্কারবিশেষ (জয়নাবের ললাটের উপরিস্থিত মালার জালি-মীর মশাররফ হোসেন)। □(বিশেষণ) ১ জালের ন্যায় বুনটযুক্ত (জালি গেঞ্জি)। ২ নরম; কচি; অপুষ্ট (ফল)। {(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) ই, ঈ}
 • Bengali Word জালি ২ Bengali definition [জালি] (বিশেষণ) ১ কচি (জালি লাউ); সদ্য অঙ্কুরিত (জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু-জসীমউদ্‌দীন)। ২ ফলের কচি অবস্থা; কচি ফল (কুমড়ার জালি)। {(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) ই ঈ}
 • Bengali Word জালিক Bengali definition [জালিক্‌] (বিশেষ্য) ১ ব্যাধ। ২ মাকড়সা। ৩ ধীবর; জেলে। ৪ মর্কট। ৫ জালিয়াত; প্রতারক; প্রবঞ্চক। জালিকী বিণ, (স্ত্রীলিঙ্গ) জালকারিণী। {(তৎসম বা সংস্কৃত) জাল+ইক(ঠঞ্‌)}
 • Bengali Word জালিবোট Bengali definition [জালিবোট্‌] (বিশেষ্য) জাহাজাদির সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। {(ইংরেজি) Jolly-boat}
 • Bengali Word জালিম, যালিম, জালেম Bengali definition [জালিম্‌, জালিম্‌, জালেম্‌] (বিশেষণ) জুলুমকারী; অত্যাচারী; উৎপীড়ক (কঙ্কাল বিছায়ে জালিম মাপে মিনারের পথ-ফররুখ আহমদ; জালিমে জুলুমে কৈলে করিব সবর-সৈয়দ আলাওল)। □ অত্যাচারী ব্যক্তি; জুলুমকারী ব্যক্তি। {(আরবি) জালিম}
 • Bengali Word জালিয়া Bengali definition [জালিয়া] (বিশেষ্য) ১ জেলে নৌকাবিশেষ (মচুয়া গোরাপ পাঁতি জালিয়া নায়ারি নানা রঙ্গে-সৈয়দ আলাওল)। ২ জেলে; ধীবর (জালিয়ার পচা জালে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ ব্যাধ। {(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) ইয়া>এ}
 • Bengali Word জালিয়াত, জালিয়াৎ Bengali definition [জালিয়াত্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ জালকারক; মেকি দ্রব্য প্রস্তুতকারক বা কৃত্রিম খত বা দলিলাদি রচয়িতা। ২ ধোঁকাবাজ; প্রবঞ্চক; ঠক। জালিয়াতি (বিশেষ্য) প্রবঞ্চনা; ধোঁকাবাজি; জালকরণ (জালিয়াতির চেষ্টা করে নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) জা’লীয়াত}
 • Bengali Word জালী Bengali definition জালি১
 • Bengali Word জালুয়া Bengali definition [জালুয়া] (বিশেষ্য) জেলে; ধীবর (কোন জালুয়ার মাছ সে খেয়েছে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) উয়া}
 • Bengali Word জালেম Bengali definition জালিম
 • Bengali Word জাল্ম Bengali definition [জাল্‌মো] (বিশেষণ) ১ ইতর লোক; নীচ বা সাধারণ লোক। ২ মূর্খ। ৩ অবিবেচক; অপরিণামদর্শী। ৪ দুর্বৃত্ত; দুরাত্মা; পামর। ৫ ক্রুর। ৬ নিষ্ঠুর; নির্দয়।
 • Bengali Word জাসু, জাশু, জাসুস Bengali definition [জাশু, জাশু, জাস্‌] (বিশেষণ) ১ অগ্রগণ্য চাঁই (আপনি কৃপণের জাসু-মনোজ বসু)। ২ ধূর্ত; ধড়িবাজ; চতুর। ৩ ঝানু; ঘাগি। □ (বিশেষ্য) গোয়েন্দা; গুপ্তচর (জাসুস ভেজিয়া দিল লইতে খবর-সৈয়দ হামজা)। {(আরবি) জাসূস্‌}
 • Bengali Word জাস্তি Bengali definition [জাস্‌তি] (বিশেষ্য) ১ আধিক্য; অতিরিক্ত পরিমাণ। □ (বিশেষণ) বেশি; প্রচুর; অধিক। {(আরবি) জ্বিয়াদাহ; (ফারসি) জ্বিয়াদতী}
 • Bengali Word জাহাঁপনা Bengali definition জাঁহাপনা
 • Bengali Word জাহাঁবাজ Bengali definition জাঁহাবাজ
 • Bengali Word জাহাঙ্গীর Bengali definition [জাহাঙ্‌গির] (বিশেষ্য) পৃথিবীর অধিপতি। {(তুলনীয়) আলমগীর, জাঁহাপনা}
 • Bengali Word জাহাজ Bengali definition [জাহাজ্‌] (বিশেষ্য) বৃহৎ জলযান; অর্ণবপোত; ষ্টিমার। জাহাজি (বিশেষণ) ১ জাহাজবিষয়ক। ২ জাহাজে আনীত। ৩ জাহাজে আসে এমন (জাহাজি নারকেল)। ৪ জাহাজে কাজ করে এমন; জাহাজের শ্রমিক কর্মচারী প্রভৃতি। জাহাজের কাছে জেলে ডিঙি-বড়র সঙ্গে ছোটর তুলনা। {(আরবি) জাহাজ্ব}
 • Bengali Word জাহান, জহান Bengali definition [জাহান্‌, জহান্‌] (বিশেষ্য) দুনিয়া; বিশ্ব; বিশ্বভুবন; সারা পৃথিবী; জগৎ (আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জাহান}
 • Bengali Word জাহানদার, জাহান্দার Bengali definition [জাহান্‌দার] (বিশেষ্য) দুনিয়ার মালিক। {(ফারসি) জাহান্‌দার}
 • Bengali Word জাহান্নাম, জাহান্নম Bengali definition [জাহান্‌নাম্‌, জাহান্‌নম্‌] (বিশেষ্য) নরক; দোজখ; পাপীদের জন্য নির্দিষ্ট অত্যন্ত নিকৃষ্ট কষ্টদায়ক স্থান (তাহাকে জাহান্নম নামক একটা অস্থানে যাইতে অনুরোধ করি-রবীন্দ্রনাথ ঠাকুর; এবার নিষ্কৃতি না দিলে জাহান্নামেও আমার স্থান হবে না-রখাঁ)। জাহান্নামি, জাহান্নামী (বিশেষ্য), (বিশেষণ) ১ নারকী; দোজখি (তুই ত আজই প্রধান জাহান্নামি হইলি-মীর মশাররফ হোসেন)। ২ পাপী; অনাচারী। জাহান্নামে দেওয়া (ক্রিয়া) সর্বনাশ করা; নষ্ট করা। জাহান্নামে যাওয়া (ক্রিয়া) ১ নরকে যাওয়া। ২ অধঃপাতে যাওয়া; গোল্লায় যাওয়া। ৩ কুপথগামী হওয়া; দুশ্চরিত্র হওয়া। জাহান্নামের পথ (বিশেষ্য) ১ নরকের বা দোজখের পথ। ২ অধোগতির পথ; ধ্বংসের পথ। {(আরবি) জাহন্নম্‌}
 • Bengali Word জাহির, জাহের, জাহেরি Bengali definition [জাহির্‌, জাহের্‌, জাহেরি] (বিশেষণ) ১ প্রকাশ্য; প্রকাশিত; ব্যক্ত (সহরের উপদ্রব করিল জাহির- ভার; নবীর জাহেরী ছুন্নৎগুলি লইয়া মারামারি-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ২ ব্যাপ্ত; বিঘোষিত (আমার কাগজের নাম দেশবিদেশে জাহের হয়েছে-দীনবন্ধু মিত্র)। □ (বিশেষ্য) প্রচার; রাষ্ট্র; প্রকাশ (আমার নাম জাহির হবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য), (বিশেষণ) প্রদর্শন বা প্রকটন (বিদ্যা জাহির করা)। জাহিরা, জাহেরা (বিশেষণ) বাইরের; বাহ্যিক (জাহেরা দুনিয়া)। {(আরবি) জহির}
 • Bengali Word জাহিল, যাহিল, জাহেল Bengali definition [জাহিল্‌, জাহিল্‌, জাহেল্‌] (বিশেষ্য), (বিশেষণ) অজ্ঞ; মূর্খ; নির্বোধ। □ (বিশেষ্য) অশিক্ষিত ব্যক্তি (জাহিলের নিকটে না যাওয়া কদাচিত-সৈয়দ আলাওল; আজন্ম যাহিল থাকে নরকেতে পড়ে-সৈয়দ আলাওল)। {(আরবি) জাহিল}
 • Bengali Word জাহিলিয়া, জাহেলিয়াত Bengali definition [জাহেলিয়া, জাহেলিয়াত্‌] (বিশেষ্য) অজ্ঞতা বা বর্বরতার যুগ; ইসলাম ধর্ম প্রচারের পূর্বে মোটামুটি একশত বৎসর সময়কাল, যখন আরব দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থার চরম অবনতি ঘটেছিলো। জাহিলি (বিশেষ্য) ১ অজ্ঞ; অসভ্য; বর্বর ব্যক্তি। জাহেলাত, জাহালাত (বিশেষ্য) অজ্ঞতা; মূর্খতা (জাহেলাতের আঁধার মোদের কাটছে নাক আর-গোলাম মোস্তফা)। {(আরবি) জাহিলীয়াত}
 • Bengali Word জাহ্নবী Bengali definition [জান্‌হোবি] (বিশেষ্য) ১ গঙ্গা; ভাগীরথী। ২ হিন্দুমতে জহ্নু মুনির কন্যা। ৩ নদী; স্রোতস্বিনী (পাষাণ টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) জহ্নু+ অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}