Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ছাও Bengali definition ছা
  • Bengali Word ছাওয়া Bengali definition [ছাওয়া] (ক্রিয়া) ১ আবৃত করা; আচ্ছাদন করা; ঢাকা। ২ পরিব্যাপ্ত করা (রেখা ছাইলো রূপকে রূপ ছাইলো রেখাকে এমনিভাবে যে…মিললো সহজ ছন্দে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বিছানা ছড়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ছাওয়ানো, ছাওয়ান (ক্রিয়া) আচ্ছাদিত করানো। □(বিশেষ্য), (বিশেষণ) একই অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √ছাদি+অ(অচ্‌)>(বাংলা) ছাদ>ছা+ওয়া}
  • Bengali Word ছাওয়াল, ছাবাল Bengali definition [ছাওয়াল্‌, ছাবাল্‌] (বিশেষ্য) সন্তান; ছেলে (তোর ছাওয়াল কেন খাওয়ার বেলা নুন লঙ্কা মাগে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষণ) ১ শিশু; অর্পবয়স্ক। ২ অর্বাচীন; অল্পবুদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) শাব>(বাংলা) ছাও+আল}
  • Bengali Word ছাগ, ছাগল Bengali definition [ছাগ্‌, ছাগোল্‌] (বিশেষ্য) অজ; পাঁঠা। ছাগি, ছাগী, ছাগলি, ছাগলী (স্ত্রীলিঙ্গ)। ছাগলদাড়ি, ছাগলা দাড়ি (বিশেষ্য) চিবুকের সামান্য দাড়ি। ছাগলাদ্যঘৃত (বিশেষ্য) আয়ুবেদীয় ঔষধবিশেষ; নপুংসক ছাগল বা খাসির চর্বি থেকে তৈরি ঘি। রাম ছাগল (বিশেষ্য) খুব বড় ছাগল। □(বিশেষণ) নির্বোধ; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) √ছো+গ=ছাগ, +ল(লচ্‌)}
  • Bengali Word ছাট Bengali definition [ছাট্‌] (বিশেষ্য) ১ জলের ছিটা; যা বায়ু-বাহিত হয়ে আসে। ২ বেত; ছড়ি (ছাট হাতে পাট মাথে যেমন পাগল-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছটা>}
  • Bengali Word ছাটন, ছাঁটন Bengali definition ছাটনি২
  • Bengali Word ছাটনি ১, ছিঁটুনি Bengali definition [ছাট্‌নি, ছিটুনি] (বিশেষ্য) ছিটে বেড়া (জৌয়ের ছাটনি দিল জোয়ের বান্ধনি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছটা>}
  • Bengali Word ছাটনি ২, ছাঁটনি, ছাটন, ছাঁটন Bengali definition [ছাট্‌নি, ছাঁটনি, ছাটোন্‌, ছাঁটোন্‌] (বিশেষ্য) কর্তন; ছেঁটে ফেলা (পিরীতের আঁটন, পিরীতে ছাঁটন, পিরীতের দুখানা চাল-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শাতন> ছাঁট}
  • Bengali Word ছাটা Bengali definition ছাঁটা
  • Bengali Word ছাত Bengali definition [ছাত্‌] (বিশেষ্য) অট্টালিকার উপরিস্থ আচ্ছাদন; ছাদ। {(তৎসম বা সংস্কৃত) ছাদ>}
  • Bengali Word ছাতলা, ছাৎলা, ছ্যাতলা Bengali definition [ছাত্‌লা, ছাত্‌লা, ছ্যাত্‌লা] (বিশেষ্য) ১ ছাতা; শেওলার মতো ময়লা (ছাতলা পড়া)। ২ শেওলা (ছাতলা ধরা)। {(তৎসম বা সংস্কৃত) ছত্রাক>ছাতা+লা)}
  • Bengali Word ছাতা ১, ছাতি ১ Bengali definition [ছাতা, ছাতি] (বিশেষ্য) রোদ-বৃষ্টি থেকে শরীর রক্ষা করার আবরণ বিশেষ; ছত্র। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>}
  • Bengali Word ছাতা ২, ছেতো Bengali definition [ছাতা, ছেতো] (বিশেষ্য) ১ কোঁকড়া; ছত্রাক। ২ ময়লা; ছাতলা। ছাতা ধরা, ছাতা পড়া (বিশেষণ) ছাতলাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) ছত্রাক>(প্রাকৃত) ছত্তা>ছাতা}
  • Bengali Word ছাতার, ছাতারিয়া, ছাতারে Bengali definition [ছাতার্‌, ছাতারিয়া, ছাতারে] (বিশেষ্য) এক প্রকার পাখি। {(তৎসম বা সংস্কৃত) মূল ছত্‌র (পাখি চিৎকার); সাত+আরিয়া>}
  • Bengali Word ছাতি ১ Bengali definition ছাতা
  • Bengali Word ছাতি ২ Bengali definition [ছাতি] (বিশেষ্য) ১ বুকের পাটা বা বিস্তার; সিনা; বক্ষদেশ (এমামের ছাতির উপরে গিয়া বৈসে-ফকির গরীবুল্লাহ)। ২ সাহস। ছাতিপেটা (ক্রিয়া) বুকে করাঘাত করে শোক প্রকাশ করা (যাহারা হাসান হোসেনের বেশী ভক্ত তাহারা আজন্মকাল ছাতি পিটিয়া ‘হায় হাসান! হায় হোসেন!’ বলিয়া কাঁদিতে থাকিবে-মীর মশাররফ হোসেন)। ছাতি ফাটা (ক্রিয়া) ১ বুক ফাটা; হিংসা দুঃখ বা শোকে হৃদয় বিদীর্ণ হওয়া। ২ পিপাসায় বুক শুকিয়ে যাওয়া। □(বিশেষণ) উল্লিখিত উভয় অর্থে। ছাতিফুলানো (ক্রিয়া) ১ শক্তিমত্তা জাহির করা। ২ গর্ব প্রকাশ করা। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>; (তুলনীয়) (হিন্দি) ছতরী}
  • Bengali Word ছাতিম Bengali definition [ছাতিম্‌] (বিশেষ্য) এক জাতীয় বৃক্ষ; সপ্তপর্ণ বৃক্ষ (তোমার পথে বিছায় ছায়া ছাতিম ডালের ছাতা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>ছাতি+ম(সাদৃশ্যে)}
  • Bengali Word ছাতিয়া ((ব্রজবুলি)) Bengali definition [ছাতিয়া] (বিশেষ্য) বুক; ছাতি (ফাটি যাওত ছাতিয়া-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চত্র>ছাতি+আ}
  • Bengali Word ছাতু Bengali definition [ছাতু] (বিশেষ্য) ১ ভাজা ছোলা; গম যব প্রভৃতির চূর্ণ বা গুঁড়া (ছাতু খাইয়া জঠরজ্বালা নিবারণ করিতেছেন-ইসমাইল হোসেন শিরাজী)। ২ কিছুই না। ৩ ধ্বংস; বিধ্বস্ত; নাশ (মতের পেষণে শিল্পকে ফেললে একদিনে শিল্প ছাতু হয়ে যেত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ছাতুখোর (বিশেষ্য), (বিশেষণ) ১ ছাতুভোজী। ২ (ব্যঙ্গার্থ) হিন্দুস্তানি। {(তৎসম বা সংস্কৃত) শক্তু>(প্রাকৃত) সত্তু>}
  • Bengali Word ছাত্র Bengali definition [ছাত্‌ত্রো] (বিশেষ্য) ১ পড়ুয়া; পাঠার্থী; শিক্ষার্থী; student। ২ শিষ্য। ছাত্রী (স্ত্রীলিঙ্গ)। ছাত্রজীবন (বিশেষ্য) শিক্ষার্থীকাল; পাঠ্যাবস্থা। ছাত্র নিবাস, ছাত্রাগার, ছাত্রাবাস (বিশেষ্য) ছাত্রদের বাসস্থান; বোডিং; hall। ছাত্রবৃত্তি (বিশেষ্য) ১ মেধাবী ছাত্রের ব্যয় নির্বাহার্থ প্রদত্ত আর্থিক পুরস্কার; জলপানি; স্কলারশিপ। ২ স্কলারশিপ পরীক্ষা। ছাত্রশালা (বিশেষ্য) পাঠশালা (পঢ়িতে গুরুর স্থানে দিল ছাত্রশালা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) ছত্ত্র+অ(ণ)}
  • Bengali Word ছাদ Bengali definition [ছাদ্‌] (বিশেষ্য) ছাত; চাল; গৃহের উপরিস্থ আচ্ছাদন। ছাদক (বিশেষণ) আচ্ছাদন দেয় বা করে এমন; আচ্ছাদনকারী। □(বিশেষ্য) ছাদ নির্মাণ করে যে, ঘরামি। ছাদন (বিশেষ্য) ১ ঘর ছাওয়া; ছাদ নির্মাণ। ২ আবরণ; আচ্ছাদন। ৩ আচ্ছাদনের উপকরণ। ছাদিত (বিশেষণ) আচ্ছাদন করা হয়েছে এমন; আচ্ছাদিত; ছাদযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √ছদ্‌+ণিচ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ছানতা Bengali definition [ছান্‌তা] (বিশেষ্য) বহুছিদ্রবিশিষ্ট হাতা; ঝাঁঝারি। {(তৎসম বা সংস্কৃত) ক্ষরণ>ছরণ>ছান+তা}
  • Bengali Word ছানলাতলা Bengali definition ছাঁদনাতলা
  • Bengali Word ছানা ১ Bengali definition [ছানা] (বিশেষ্য) অম্লযোগে দুধ বিকৃত করে পানি থেকে পৃথককৃত পিণ্ড। ছানাকাটা (ক্রিয়া) দুধ থেকে ছানা প্রস্তুত করা। ছানাবড়া (বিশেষ্য) ছানা থেকে প্রস্তুত মিষ্টান্নবিশেষ। □(বিশেষণ) ছানবড়ার মতো বড় (চক্ষু ছানাবড়া)। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন>}
  • Bengali Word ছানা ২ Bengali definition [ছানা] (ক্রিয়া) বার বার মর্দন করা; মাখা। □(বিশেষণ) চটকানো; মাখানো। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ধা=√সন্ধা>√ছানা}
  • Bengali Word ছানা ৩ Bengali definition [ছানা] (বিশেষণ) ছাঁকা; নিংড়ানো (তোমার চোখের কোণায় ছিল আকাশ-ছানা কাজল আঁকা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষরণ>ছরন>ছান+আ}
  • Bengali Word ছানা ৪ Bengali definition [ছানা] (বিশেষ্য) শাবক; ছা; বাচ্চা। ছানাপানা (বিশেষ্য) শিশু সন্তানগণ; বাচ্চা-কাচ্চা। {(তৎসম বা সংস্কৃত) শাবক>}
  • Bengali Word ছানি ১ Bengali definition [ছানি] (বিশেষ্য) দৃষ্টিশক্তির ক্ষতিকারক চোখের রোগ বা আবরণবিশেষ (এয়াকুব হইল কানা চক্ষে পড়ে ছানি-ফকির গরীবুল্লাহ)। ছানা কাটানো, ছানা তোলানো (ক্রিয়া) অস্ত্রোপাচারের সাহায্যে ছানি তুলে ফেলা। ছানা পাড় (ক্রিয়া) ছানি সৃষ্টি হওয়া; চক্ষুতারকায় আবরণ পড়া। {(তৎসম বা সংস্কৃত) ছ্ন্ন; (তৎসম বা সংস্কৃত) ছাদনী>}
  • Bengali Word ছানি ২ Bengali definition [ছানি] (বিশেষ্য) মকদ্দমা পুনর্বিচারের প্রার্থনা বা আবেদন (ছানি করা)। {(আরবি) ছানী=দ্বিতীয়}
  • Bengali Word ছানি ৩ Bengali definition [ছানি] (বিশেষ্য) ঈশারা; ইঙ্গিত (হাতছানি)। {(তৎসম বা সংস্কৃত) শান>; (তুলনীয়) (হিন্দি) সয়েন, (ইংরেজি) Sign}