Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ছর্দি ১, সর্দি Bengali definition [ছোর্‌দি, শোর্‌দি] (বিশেষ্য) ১ ঠাণ্ডা; শৈত্য; হিম। ২ উদ্‌গার; বমি। (তুলনীয়) সর্দিগরমি। {(ফারসি) সর্দি}
  • Bengali Word ছল Bengali definition [ছল্‌] (বিশেষ্য) ১ ছলনা; প্রতারণা; প্রবঞ্চনা; শঠতা; কপটতা; কৌশল; ফাঁদ (ছলে বলে কলে কৌশলে)। ২ উপলক্ষ; প্রসঙ্গ (কথা কইব কী ছলে)। ৩ রূপ; আকার আকৃতি (নিজ ছায়া যেন ছল ধরে কার সাথে সাথে…ধায়-জসীমউদ্‌দীন)। ৪ ইঙ্গিত; ইশারা; সংকেত (কথা কয় ছলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৫ ছুতা; অছিলা; ভান (খেলার ছলে)। ৬ দোষ; অপরাধ; খুঁত (ছল ধরা)। □(বিশেষণ) কপট। ছর্দিগ্রাহী (-হিন্‌) (বিশেষণ) ছিদ্রাণ্বেষী; দোষদর্শী; ক্রটি সন্ধানকারী। ছল চাতুরী (বিশেষ্য) শঠতা; প্রতারণা; কপটতা (ছল-চাতুরী তাহাদের একমাত্র অবলম্বন ছিল না-মোঃ ওয়ালিউল্লাহ)। ছলছুতা (বিশেষ্য) ১ অছিলা। ২ সামান্য ত্রুটি (নিজে আজে বাজে কাজের ছল ছুতায় সরে থাকতে চায়-জসীমউদ্‌দীন)। ছলধরা (ক্রিয়া) দোষ ত্রুটি বা খুঁত বের করা। ছলপাতা (ক্রিয়া) ফাঁদ পাতা; কৌশল করা। ছলে বলে (ক্রিয়াবিশেষণ) গায়ের জোরে অথবা কৌশলে; যে কোনো প্রকারে; কলে কৌশলে। {(তৎসম বা সংস্কৃত) √ছো+অল(কলচ্‌)}
  • Bengali Word ছলকোনো, ছলকান Bengali definition [ছল্‌কানো] (ক্রিয়া) উছলে পড়া; নাড়া খাওয়ার জন্য পাত্র থেকে তরল পদার্থের উপচে পড়া (বুকের কলস ছলকিয়া উঠে-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। ছলকানি (বিশেষ্য) নাড়া পেয়ে উপচে পড়া। ছলকে পড়া (ক্রিয়া) নাড়া পেয়ে উছলে বা উপচে পড়া। {√ছলকা+আনো; (তৎসম বা সংস্কৃত) √চল্‌; (তুলনীয়) (হিন্দি) √ছলক্‌}
  • Bengali Word ছলচ্ছল Bengali definition [ছলোছ্‌ছল্‌] (অব্যয়) ঢেউয়ের শব্দ। □(বিশেষণ) উচ্ছলিত {ছল+ছল}
  • Bengali Word ছলছল Bengali definition [ছলোছলো] (বিশেষ্য) জলস্রোতের শব্দ। □(বিশেষণ) ১ অশ্রুর লক্ষণ প্রকাশ (নয়ন কেন তোর ছলছল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সজল; জলভরা; আর্দ্র (ছলছল আঁখি)। ছলছলানি (বিশেষ্য) ১ জলপ্রবাহের ধ্বনি। ২ অশ্রুপূর্ণতার ভাব। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছলনা, ছলন Bengali definition [ছলোনা, ছলোন্‌] (বিশেষ্য) ১ কাপট্য; শঠতা। ২ প্রতারণা; প্রবঞ্চনা; ধোঁকা; ধাপ্পা। ছলিত (বিশেষণ) প্রতারিত; প্রবঞ্চনা বা ধোঁকা দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ছলি+অন(ল্যুট্‌)+আ(টাপ্‌), অ}
  • Bengali Word ছলবলানো Bengali definition [ছল্‌বলানো] (বিশেষণ) উচ্ছল; স্ফীত; উচ্ছ্বসিত (খুশী ছলবলানো মুখে দুই বন্ধু আজ মনের কপাট খুলে দিয়েছে-কবি মঈনুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছলা ১ Bengali definition [ছলা] (বিশেষ্য) ছলনা; ছলা; কলা (জানে নানা মত ছলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ছলাকলা (বিশেষ্য) মন ভোলানোর হাবভাব; শঠতাপূর্ণ হাবভাব। {(তৎসম বা সংস্কৃত) ছল+(বাংলা) আ}
  • Bengali Word ছলা ২ Bengali definition [ছলা] (ক্রিয়া) ছলনা বা প্রতারণা বা প্রবঞ্চনা করা; ধোঁকা দেওয়া (কোন ছলে ছলিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ছল+(বাংলা) আ}
  • Bengali Word ছলাৎ Bengali definition [ছলাত] (অব্যয়) ১ তরল পদার্থের পতনজনিত শব্দ। ২ কঠিন পদার্থের সাথে তরল পদার্থের আঘাতের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছলিত Bengali definition ছলন
  • Bengali Word ছা, ছাও Bengali definition [ছা, ছাও] (বিশেষ্য) ১ শাবক; ছানা; ইতর জীবের সন্তান (কানা বগের ছা-জসীমউদ্‌দীন)। ২ অল্পবয়স্ক সন্তান; শিশু; বাচ্চা। ছা-পোষা (বিশেষণ) ১ সন্তানের ভরণপোষণ করতে হয় এমন। ২ নিরীহ; দরিদ্র (ছা-পোষা লোক কোনো ঝঞ্ঝাটে নাই)। {(তৎসম বা সংস্কৃত) শাব>(প্রাকৃত) ছাব>}
  • Bengali Word ছাঁইচ, ছাঁচ, ছেঁচ Bengali definition [ছাঁইচ্‌, ছাঁচ্‌, ছেঁচ্‌] (বিশেষ্য) চালের ঢালু প্রান্ত; চাল দ্বারা ঢাকা ঘরের চারপাশ (চালিাটির ছেঁচ থেকে একখানি কালো রঙের সাইনবোর্ড ঝুলছে-খগেন্দ্রনাথ মিত্র)। ছাঁইচতলা (বিশেষ্য) চালের বা ছাদের প্রান্তভাগের নিম্নস্থ গৃহের চতুষ্পার্শ্ব (রান্না ঘরের ছেঁচ তলায় দাঁড়াইয়া বলিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(হিন্দি) ছজ্জা}
  • Bengali Word ছাঁক-জালি Bengali definition [ছাঁক-জালি] (বিশেষ্য) মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ (ছাঁক-জালি দিয়ে দুটি মাছকাঁকড়া ধরতে পারো না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) শাত>ছাঁক+(তৎসম বা সংস্কৃত) জাল+(বাংলা) ই}
  • Bengali Word ছাঁকন Bengali definition [ছাঁকোন্‌] (বিশেষ্য) বস্ত্রাদি দ্বারা কোনো তরল পদার্থকে শোধন; ছাঁকা। {(তৎসম বা সংস্কৃত) শাতন>}
  • Bengali Word ছাঁকনা, ছাঁকনি, ছাকনী Bengali definition [ছাঁক্‌না, ছাঁক্‌নি, ছাঁক্‌নি] (বিশেষ্য) ২ সছিদ্র পাত্রবিশেষ; ছাঁকবার পাত্র। ২ চালনি। {(তৎসম বা সংস্কৃত) শাতন>(বাংলা) ছাঁকন+আ, ই, ঈ}
  • Bengali Word ছাঁকা Bengali definition [ছাঁকা] (ক্রিয়া) ১ বস্ত্র ব্লটিং ইত্যাদির সাহায্যে তরল পদার্থ থেকে ময়লা বা কঠিন পদার্থ পৃথক বা দূর করা; পরিষ্কার বা শোধন করা (চা ছাঁকা)। ২ চালা (আটা ছাঁকা)। □(বিশেষ্য) ছাঁকার বা চালার কাজ। □(বিশেষণ) ১ ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ)। ২ খাঁটি; যথার্থ; সার (ছাঁকা কথা)। ৩ ভেজাল শূন্য; বিশুদ্ধ (ছাঁকা জল)। ৪ সহজলভ্য। ৫ ছাঁকার জন্য ব্যবহৃত হয় এমন (আটা-ছাঁকা চালনি)। ছাঁকা তেলে ভাজা (ক্রিয়া) বেশি তেলে ভাজা; ছাঁকনি বা ঝাঁঝরি দিয়ে ছেঁকে তোলা যায় এই পরিমাণ তেলে ভাঁজা। ছেঁকে ধরা (ক্রিয়া) বেষ্টন করা; ঘিরে ধরা; চারদিক থেকে ব্যতিব্যস্ত বা উত্ত্যক্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। {(তৎসম বা সংস্কৃত) শাতন>ছাঁকন>ছাঁক}
  • Bengali Word ছাঁচ ১ Bengali definition ছাঁইচ
  • Bengali Word ছাঁচ ২ Bengali definition [ছাঁচ্‌] (বিশেষ্য) ১ ফর্মা; কাঠমো; mould; অনেক বস্তুকে একটা নির্দিষ্ট আকার দেওয়ার জন্য কাষ্ঠাদি নির্মিত ফ্রেম (সত্যকার সংস্কৃতি কর্মীরা নিজেদের ছাঁচে ঢালাই করতে চায়না-মোতাহের হোসেন চৌধুরী)। ২ ধরন; একরূপতা; তুল্যতা; সাদৃশ্য; প্রতিকৃতি (রহিমার চরিত্রটি একজন আদর্শ রমণীর ছাঁচে গঠিত হয়ে উঠেছিল-শেখ ফজলল করিম)। ৩ ছাঁচে তৈরি মিষ্টান্ন (ক্ষীরের ছাঁচ)। {(ফারসি) সাজ; (তৎসম বা সংস্কৃত) সঞ্চ>; (তুলনীয়) (হিন্দি) সাঁচা}
  • Bengali Word ছাঁচি Bengali definition [ছাঁচি] (বিশেষণ) দেশি; প্রকৃত; আসল। ছাঁচি কুমড়া (বিশেষ্য) দেশি কুমড়া; চালকুমড়া। ছাঁচিপান (বিশেষ্য) একপ্রকার সুগন্ধি পান (ছাঁচিপানে ঠোঁট রাঙায়-জসীমউদ্‌দীন)। ছাঁচিবেতবি এক প্রকার সরু বেত। {(তৎসম বা সংস্কৃত) সত্য>(প্রাকৃত) সচ্চ>(হিন্দি) সাঁচ>}
  • Bengali Word ছাঁট, ছাট Bengali definition [ছাঁট্‌, ছাট্‌] (বিশেষ্য) ১ কর্তিত অংশ; টুকরা; বাড়তি অংশ (কাপড়ের ছাঁট)। ২ ছাঁটা বা কাটার পদ্ধতি (জামার ছাঁট)। ৩ গড়ন (এক রূপকে অন্য রূপে সমকক্ষ করারকৌশল ছাঁটে সমানের কৌশলে নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ছাটকাট (বিশেষ্য) ১ ছাঁটাই; অতিরিক্ত অংশ। ২ দরজির কাজে পারিপাট্য (জামার ছাঁটকাট)। ছাটকাপড় (বিশেষ্য) কেটে বাদ দেওয়া হয়েছে এমন ছোট কাপড় টুকরা। {(তৎসম বা সংস্কৃত) শাত>ছাঁট}
  • Bengali Word ছাঁটনি ২ Bengali definition ছাটনি
  • Bengali Word ছাঁটা, ছাটা Bengali definition [ছাঁটা, ছাটা] (ক্রিয়া) ১ বাড়তি অংশ কেটে ফেলা; কেটে আকারে ছোট করা (চুল ছাঁটা)। ২ চাল প্রভৃতি কাঁড়ানো (চাল ছাঁটা)। ৩ বর্জন করা; বাদ দেওয়া (দল থেকে ছাঁটা)। ৪ অগ্রাহ্য বা বাতিল করা (দুঃখকষ্ট ছেঁটে ফেলা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সমস্ত অর্থে। ছাঁটাই, ছাঁটানি (বিশেষ্য) ১ কাটা; কর্তন। ২ বর্জন; বাদ দেওয়া। ৩ অমান্য বা অগ্রাহ্য; বাতিলকরণ। ৪ বরখাস্তকরণ; retrenchment; ছেঁটে ফেলা। ৫ ছেঁটে বাদ দেওয়া বস্তু। ছাঁটানো (ক্রিয়া) অন্যের দ্বারা বর্জন বা ছাঁটাই বা বাতিল করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {√ছাঁট}
  • Bengali Word ছাঁদ Bengali definition [ছাঁদ্‌] (বিশেষ্য) ১ ভঙ্গি; প্রকার (কী ছাঁদে কবরী বেঁধে লব আজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধরন; গঠন; আকৃতি। ৩ আদল। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ> (প্রাকৃত) ছাদ>}
  • Bengali Word ছাঁদন Bengali definition [ছাঁদোন্‌] (বিশেষ্য) ১ বাঁধা বা ঘেরার কাজ; বন্ধন; বেষ্টন; সুসমঞ্জন করা। ২ দোয়ানোর সময়ে গরুর পদ-বন্ধন (ছাঁদান দড়ি)। {ছাঁদ+অন}
  • Bengali Word ছাঁদনাতলা, ছাদনাতলা, ছানলাতলা Bengali definition [ছাঁদ্‌নাতলা, ছাদ্‌নাতলা, ছান্‌লাতলা] (বিশেষ্য) হিন্দু বিয়ের নিমিত্ত ব্যবহৃত ছায়ামণ্ডপ বা চাঁদোয়া। {ছাঁদন>+আ+তলা}
  • Bengali Word ছাঁদা Bengali definition [ছাঁদা] (ক্রিয়া) ১ ছাঁদন; গুছানো; জড় করা (বাঁধা ছাঁদা)। ২ বাঁধা; দুধ দোয়ানোর সময়ে দড়ি দিয়ে গাভীর পিছনের পা দুটি বাঁধা। ৩ ফাঁদা, পত্তন করা। ৪ নিমন্ত্রণে ভোজনশেষে যে খাদ্যবস্তু বেঁধে সঙ্গে নেওয়া হয় (ছাঁদার পরিমাণ লইয়া কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণদের তুমুল বিবাদ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ>(প্রাকৃত) ছংদ> ছাঁদ+আ}
  • Bengali Word ছাঁৎ Bengali definition [ছাঁত্‌] (অব্যয়) বুকের মধ্যে তীব্র শিহরণের অনুভূতিসূচক ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) স্পর্শ>ছোঁয়া>ছাঁৎ (?); ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছাই Bengali definition [ছাই] (বিশেষ্য) ১ ভস্ম; কাঠ ইত্যাদি দগ্ধ হওয়ার পর যা অবশিষ্ট থাকে; খাক (এক চমক দিয়েই রোশনা বেগম হয়ে গেলেন ছাই-রখা)। ২ অকিঞ্চিৎকর বিষয়; অসার বস্তু; আবর্জনা; জঞ্জাল। ৩ অর্থহীন বিষয়; কিছুই না (এ ভাঙা মনের কি ছাই-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ছাইকপালে (বিশেষণ) ভাগ্যহনি; দুর্ভাগা। ছাইকরা (ক্রিয়া) ১ কার্য পণ্ড করা; কার্য নষ্ট করা। ২ কিছু না করা। ছাইগাদা (বিশেষ্য) ছাইয়ের স্তূপ; যেখানে ভস্মাদি স্তূপ করে রাখা হয় (মরুভূমি অথবা ছাইগাদা হইয়া যাইত-রাজশেখর বসু (পরশু))। ছাই-চাপা আগুন (বিশেষ্য) অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন বিষয়। ছাই চাপা কপাল (বিশেষ্য) আপাত উহ্য অদৃষ্ট; অপ্রকাশিত ভাগ্য; দুরদৃষ্ট; দুর্ভাগ্য। ছাইজাবা (বিশেষ্য) ছাই ও ছাইয়ের মতো বাজে জিনিস (মোড়লের মেয়ে মাজিছে বাসন ছাই জাবা হাতে নিয়া-বন্দে আলী মিয়া)। ছাইপাঁশ, ছাইভস্ম (বিশেষ্য) বাজে জিনিস; আবর্জনা বা জঞ্জালের মতো বস্তু; অসার বিষয় (এমনি ছাইপাঁশ মনে উঠছিল বুদ্বুদের মতো-আলাউদ্দীন আল আজাদ)। ছাই ফেলতে ভাঙা কুলা-তুচ্ছ বিষয়ের জন্য নিয়োজিত তুচ্ছ মাধ্যম; অপ্রয়োজনীয় অপদার্থ ব্যক্তি। দূর হোক ছাই (অব্যয়) বিরক্তি বা উদাসীনতার প্রকাশ। শত্রুর মুখে ছাই -অনিষ্টকারী শত্রুর ইচ্ছা অপূর্ণ থাকবার প্রার্থনা। {(তৎসম বা সংস্কৃত) ক্ষার>ছার্‌>}
  • Bengali Word ছাউনি Bengali definition [ছাউনি] (বিশেষ্য) ১ সেনানিবাস; সৈন্যদের স্থায়ী আড্ডা। ২ শিবির; যুদ্ধোন্মুখ সৈন্যদের আড্ডা; cantonment। ৩ আচ্ছাদন। ৪ চাঁদোয়া। ৫ চালা। {(তৎসম বা সংস্কৃত) ছাদন>(প্রাকৃত) ছাঅণ>ছাউনি}