Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খয়রা ২ Bengali definition খয়ের
  • Bengali Word খয়রাত, খায়রাত Bengali definition [খয়্‌রাত্‌, খায়্‌রাত্‌] (বিশেষ্য) ১ ভিক্ষা (বাঙ্গালি লোককে মাস মাস খয়রাত দেয়নের উপযুক্ত অধ্যক্ষ নিযুক্ত করিলেন-রামরাম বসু)। ২ পুণ্যার্থে দান (করে না শ্রাদ্ধ দিনে কেহ খয়রাৎ-সতেন্দ্রনাথ দত্ত); আমার ধর্মের মূলমন্ত্র হচ্ছে তিনটি-সালাত, খায়রাত, জিহাদ-এআ)। ৩ বিতরণ (খয়রাতে বীর দিল বাড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খয়রাতি, খয়রাতী বিশেষণ ১ দাতব্য (তিনি একদিন খয়রাতি হাসপাতালে শুয়ে শুয়ে-সৈয়দ মুজতবা আলী)। □ বিশেষ্য ১ দানের জিনিস। ২ ভিক্ষা। {আরবি খয়রাত}
  • Bengali Word খয়া, ক্ষয়া Bengali definition [খয়া] (বিশেষণ) ক্ষয়প্রাপ্ত। {সংস্কৃত ক্ষয়+আ}
  • Bengali Word খয়ানো, ক্ষয়ানো Bengali definition [খয়ানো] (বিশেষণ) ক্ষয় করা হয়েছে এমন। {সংস্কৃত ক্ষয়+বাংলা আনো}
  • Bengali Word খয়ের বন্ধনে পড়া Bengali definition খই
  • Bengali Word খয়ের, খয়র Bengali definition [খয়ের্‌, খয়র্‌] (বিশেষ্য) খদির বৃক্ষের নির্যাস হইত প্রস্তুত পানের মসলাবিশেষ। খয়েরি, খয়েরী, খয়রা (বিশেষণ) খয়েরের রংবিশিষ্ট; খয়ের বর্ণের (চিলের সোনালী ডানা হয়েছে খয়েরি-জীবনানন্দ দাশ; নীল শাড়ী খুলি, পোরোনা খয়েরীখানি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদির>}
  • Bengali Word খয়ের-খাঁ, খয়ের খাঁ Bengali definition [খয়ের্‌খাঁ] (বিশেষণ) ১ স্তাবক; খোশামুদে; মোসাহেব (তথাকথিত খয়র-খাঁদের হাতে....নির্মমভাবে নিহত হইলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। ২ হিতাকাঙ্ক্ষী; কুশল-আকাঙ্ক্ষী খয়েরখাহি, খয়েরখাহী (বিশেষ্য) ১ মঙ্গল কামনা; হিতাকাঙ্ক্ষা। ২ খোশামুদি; মোসাহেবি। {(আরবি) খায়ির+(ফারসি) খাহ}