খ পৃষ্ঠা ২৮
- Bengali Word খৌরি Bengali definition ⇒ খেউরি
- Bengali Word খ্যাঁক Bengali definition ⇒ খেঁক
- Bengali Word খ্যাঁচখেঁচি, খ্যাঁচাখেঁচি Bengali definition [খ্যাঁচ্খেঁচি, খ্যাঁচাখেঁচি] (বিশেষ্য) সর্বদা কলহ; নিরন্তর অবনিবনা; ঝগড়া-বিবাদ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খ্যাঁচম্যাচ Bengali definition [খ্যাঁচ্ম্যাচ্] (বিশেষ্য) ১ কলহ; ঝগড়াবিবাদ। ২ বিরক্তি প্রকাশ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খ্যাঁট, খেঁট, খেট Bengali definition [খ্যাঁট্, খেঁট, খ্যাট্] (বিশেষ্য) ১ ভোজ। ২ ভোজন; আহার; ৩ খাদ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেট>}
- Bengali Word খ্যাঁতখ্যাঁত Bengali definition ⇒ খেঁতখেঁত
- Bengali Word খ্যাংরা, খেংরা, খাঙ্গরা Bengali definition [খ্যাঙ্রা, খেংরা, খাঙ্গ্রা] (বিশেষ্য) ঝাঁটা; সম্মার্জনী। খ্যাংরামুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মুখ দ্বারা ঝাঁটা মারার কার্য সম্পাদিত হয় এমন; দুর্মুখ (আছে গাঁয়ের মোক্ষদা সে খ্যাংরামুখী বুড়ী-( জসীমউদ্দীন))। খ্যাংরা মুখো (পুংলিঙ্গ)। মুড়ো খ্যাংরা (বিশেষ্য) ভগ্ন শলাকা যুক্ত তীক্ষ্ণধার সম্মার্জনী বা ঝাঁটা। {আঞ্চলিক}
- Bengali Word খ্যাত Bengali definition [খ্যাতো] (বিশেষণ) ১ বিখ্যাত; বিশ্রুত; প্রসিদ্ধ। ২ কথিত; উক্ত। ৩ পরিচিত। খ্যাতনামা (বিশেষণ) যাকে দশজনে চেনে; স্বনামধন্য; সুপ্রসিদ্ধ; বিখ্যাত (বিশেষ্য) ১ আখ্যা (সেই অবধি খ্যাতি হইল ভবানন্দ রায় মজুমদার- রাজীবলোচন মুখোপাধ্যায়)। ২ প্রসিদ্ধি; যশ; সুনাম। ৩ প্রচার। খ্যাতি-প্রতিপত্তি (বিশেষ্য) সুনাম ও প্রভাব; নামডাক। খ্যাতিমান (বিশেষণ) খ্যাতিযুক্ত; যশস্বী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খ্যা+ত(ক্ত)}
- Bengali Word খ্যাপক Bengali definition [খ্যাপোক্] (বিশেষণ) প্রকাশক; প্রচারক; ঘোষক; ঘোষণাকারী। খ্যাপন (বিশেষণ) ঘোষণা; প্রচার; জ্ঞাপন। ২ কীর্তন। খ্যাপিত (বিশেষণ) ১ কথিত। ২ ঘোষিত; জ্ঞাপিত। ৩ কীতির্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খ্যা+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word খ্যাপা Bengali definition [খ্যাপা] (বিশেষণ) ১ ভাবুক; ভাবোন্মত্ত (তখন খাতা পোড়াও, খ্যাপা কবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পাগল। ৩ খেয়ালি; উদাসীন; বাউল। খ্যাপামি (বিশেষ্য) ১ পাগলামি। ২ মত্ততা; ভাবাকুলতা (প্রাণের মাঝে ছুটে চলার খ্যাপামি এল {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষিপ্ত}
- Bengali Word খ্যামটা, খ্যামটাওয়ালী Bengali definition ⇒ খেমটা
- Bengali Word খ্রিস্ট, খ্রিষ্ট, খৃষ্ট Bengali definition [খ্রিস্টো] (বিশেষ্য) খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট; Christ। খ্রিস্টধর্ম (বিশেষ্য) যিশু খ্রিস্ট কর্তৃক প্রবর্তিত ধর্ম। খ্রিস্টপূর্ব (বিশেষণ) যিশুখ্রিস্টের জন্মের পূর্ববর্তী; B.C.। খ্রিস্টান, খ্রিষ্টান, খৃষ্টান (বিশেষ্য) ১ খ্রিস্টধর্মাবলম্বী; Christian। □ (বিশেষণ) খ্রিস্ট ধর্মসম্বন্ধীয়। খ্রিস্টানি, খ্রিষ্টানী (বিশেষ্য) ১ খ্রিস্টানসুলভ আচরণ। ২ সাহেবিআনা। □ (বিশেষণ) ১ খিস্টানসুলভ। ২ খ্রিস্টধর্ম সম্বন্ধীয়। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) খ্রিস্টান ধর্মাবলম্বী নারী। খ্রিস্টাব্দ, খ্রিষ্টাব্দ, খৃষ্টাব্দ (বিশেষ্য) যিশু খ্রিস্টের জন্ম থেকে গণনা-করা বৎসর; A.D.। খ্রিস্টীয়, খ্রিষ্টীয়, খৃষ্টীয় (বিশেষণ) ১ খিস্ট সংক্রান্ত। ২ খ্রিস্টের জন্ম থেকে গণনাকৃত। {(ইংরেজি) Christ}
- Bengali Word খড় Bengali definition ⇒ খদ
- Bengali Word খড় Bengali definition [খড়্] (বিশেষ্য) ১ শুষ্ক শস্যশূন্য ধান গাছ; বিচালি। ২ শুষ্ক তৃন; শুকনা ঘাস। খড়-কুটা, খড়কুটো (বিশেষ্য) খড় ও সেই জাতীয় শুষ্ক তৃণ (পদ্মার ঢেউয়ে খড়-কুটাটির মত ভেসে যাবে-(কাজী নজরুল ইসলাম))। খড়কুটি (বিশেষ্য) পোড়াবার শুকনা লতাপাতা, খড় ও শুষ্ক তৃণাদি। খড়ুয়া, খড়ো (বিশেষণ) খড় দ্বারা ছাওয়া বা তৈরি; তৃণনির্মিত; তৃণাচ্ছাদিত (কয়েকখানি খড়ো ঘর ছাড়া মুসলমানদের আর কোন বাড়ী ছিল না-কাজী ইমদাদুল হক)। খড়ের আগুন (বিশেষ্য) ১ যা সহজেই দাউ দাউ করে জ্বলে ওঠে এবং সহজে নিভে যায়। ২ উগ্র প্রকৃতি; কোপন স্বভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়}
- Bengali Word খড়কি, খড়কী Bengali definition [খোড়্কি] (বিশেষ্য) খিড়কি দরজা; পাছ দুয়ার (ধায় বেনে খড়কীর পথে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কী>}
- Bengali Word খড়কে, খড়কিয়া Bengali definition [খোড়্কে, খোড়কিয়া] (বিশেষ্য) ১ উলুখড়ের শক্ত মূল বা কঠিন অংশ। ২ দাঁত পরিষ্কার করার ক্ষুদ্র সরু শলাকা বা কাঠি; toothpick। খড়কে করা, খড়কে লওয়া (ক্রিয়া) আহারের পর খড়কে দিয়ে দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা বের করে ফেলা। খড়কে বাটা (বিশেষ্য) এক প্রকার ছোট বাটা মাছ খড়কে ডুরে (বিশেষণ) সরু আঁজির ডুরে কাপড় (পরনে হানিফের কিনে-দেয়া খড়কে ডুরে শাড়ি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়+(বাংলা) কিয়া>কে>}
- Bengali Word খড়ক্কী Bengali definition [খড়োক্কি] (বিশেষ্য) খিড়কি; পাছ-দুয়ার (অন্তঃপুরের খড়ক্কীতে উপস্থিত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কী}
- Bengali Word খড়খড়, খড়মড় Bengali definition [খড়্খড়্, খড়মড়] (অব্যয়) শুষ্ক পত্র বা কাগজের নাড়াচাড়ায় উত্থিত শব্দ। খড়খড়ে, খড়মড়ে (বিশেষণ) কোনো কিছুর শুষ্কতাবোধক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খড়খড়ি Bengali definition (বিশেষ্য) দরজা-জানালার ফাঁকযুক্ত কপাটবিশেষ,ঝিলমিল; venetian blind। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কী>}
- Bengali Word খড়ম Bengali definition [খড়োম্] (বিশেষ্য) কাঠের তৈরি পাদুকা। খড়মপেটা (বিশেষণ) ১ খড়ম পায়ে পরেছে এমন। ২ পদতলের মধ্যভাগ ভূমি স্পর্শ করে না এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্বাপদ>}
- Bengali Word খড়রা Bengali definition [খড়্রা] (বিশেষ্য) ঘোড়ার গা মাজবার লোহার চিরুনি বিশেষ। {ধ্বন্যাত্মক>}
- Bengali Word খড়ি, খড়ী Bengali definition [খোড়ি] (বিশেষ্য) ১ সাদা মাটিবিশেষ; chalk (খড়ির বাঁধা শাদা তার সঙ্গে মিশলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ তিলকমাটি। ৩ অঙ্ক; গণনা। ৪ জ্বালানি কাঠ; শুষ্ক কাঠ; কুটা (খড়ি কুড়াও সোনার মেয়ে-(জসীমউদ্দীন) )। ৫ খুসকি; শরীরের সাদা মরা মাস; তেল পানি না দেওয়ার ফলে শরীরের চামড়া শুষ্ক হয় এবং তাতে আঁচড় লাগলে খড়ি বা সাদা ধুলার মতো যে চামড়া ঝরে পড়ে তা (চক্ষেতে হইলে কানা গায়ে ওড়ে খড়ি-ফকির গরীবুল্লাহ)। ৬ চিহ্ন; দাগ; খড়ির আঁক। ৭ নৈপুণ্য; শিল্পচাতুর্য। ৮ উপদেশ; পরামর্শ। ৯ কার্য; কর্ম। খড়ি ওঠা, খড়ি ওড়া (ক্রিয়া) খড়ির ন্যায় সাদা শুষ্ক চামড়া ওঠা; সাদা মরা মাস ওটা; খুসকি ওঠা। খড়ি করা (ক্রিয়া) অঙ্ক কষা। খড়ি পাতা (ক্রিয়া) মাটিতে খড়ির আঁক কেটে অদৃশ্য ও অজ্ঞাত ঘটনা বলা (মন্ত্র পড়ি খড়ি পাতি গনিয়া গণনে-মাইকেল মধুসূদন দত্ত)। খড়িমাটি (বিশেষ্য) ফুল খড়ি বা চক খড়ি; chalk। খড়ে, খড়িয়া (বিশেষণ) ১ খড়ির মতো। ২ সাদা; ফ্যাকাশে। হাতেখড়ি (বিশেষ্য) শিশুদের বিদ্যা শুরু করার অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খটিকা>; (তুলনীয়) (হিন্দী) খড়ী}
- Bengali Word খড়িকা Bengali definition [খোড়িকা] (বিশেষ্য) ১ চিকন কাঠি (সাত সরোবরে সাঁতার কাটে, স্বর্ণ খড়িকার বাসায় ঘুম যায়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ দাঁত পরিষ্কার করার সরু কাঠি; toothpick। ৩ উলুখড়ের কঠিন অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খটিকা, খড়ি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word খড়ী Bengali definition ⇒ খড়ি
- Bengali Word খড়ো, খড়ুয়া Bengali definition ⇒ খড়
- Bengali Word খড়্গ Bengali definition [খড়্গো] (বিশেষ্য) ১ মারণাস্ত্রবিশেষ; খাঁড়া। ২ অসি; তরবারি। ৩ গণ্ডারের শৃঙ্গ। ৪ লৌহ। খড়্গ-চর্ম (বিশেষ্য) ঢাল-তলোয়ার (মনে হয় খড়্গ-চর্মে দক্ষতা জন্মাতে আরো দিন পনেরো লাগবে-রাহুল সাংকৃত্যায়ন)। খড়্গধেনু (বিশেষ্য) ছোরা; ছোট খড়্গ। খড়্গনাসা (বিশেষণ) নাকের অগ্রভাগ খড়্গের অগ্রভাগের ন্যায় সূক্ষ্ম ও বাঁকা এমন। খড়্গপত্র (বিশেষ্য) ১ খড়্গের পাতা; sword-blade। ২ খড়্গের ন্যায় তীক্ষ্ণ পাতা যার; আখ। ৩ ঢাল। খড়্গপাণি (বিশেষণ) ১ খড়্গধারী। ২ অন্যায়ের প্রতিকারের জন্য প্রস্তুত। খড়্গফল, খড়্গফলক (বিশেষ্য) তরবারির সূক্ষ্মাগ্র মুখ। খড়্গবিধান (বিশেষ্য) তলোয়ারের খাপ। খড়্গমৃগ (বিশেষ্য) গণ্ডার। খড়্গহস্ত (বিশেষণ) ১ খড়্গধারী। ২ অস্ত্রের দ্বারা আঘাত করতে উদ্যত; প্রহারোদ্যত (তাই ছোট ফুপু যতই পিছপা হলেন আমাদের খড়্গহস্তও ততই অগ্রসর হলো-রশীদ খাঁন)। ৩ অত্যন্ত চটা; কুপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খড়্+গ}
- Bengali Word খড়্গী Bengali definition (-গিন্) [খোড়গি] (বিশেষ্য) ১ গণ্ডার। ২ মহাদেব। □ (বিশেষণ) খড়্গধারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়্গ+ইন্(ইনি)}
- Bengali Word খয়না Bengali definition [খয়না] (বিশেষ্য) অফোটা খই; খই ভাজার পর যে ধানগুলো খই না হয়ে থাকে। {সংস্কৃত খই<খদিকা+বাংলা না}
- Bengali Word খয়র ১ Bengali definition [খয়র্] (বিশেষ্য) মঙ্গল; কুশল; ভালাই; শুভ। □ অব্যয় আচ্ছা; বেশ; তা-ই। {আরবি খায়ির}
- Bengali Word খয়রা ১ Bengali definition [খয়্রা] (বিশেষ্য) ১ এক প্রকারের ছোট মাছ। ২ পক্ষীবিশেষ। {সংস্কৃত খদির>প্রাকৃত খয়র>; সংস্কৃত ক্ষুদ্র>}