Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খোজা Bengali definition [খোজা] (বিশেষ্য) নপূংসক; ক্লীব (কই সে খোজা, হাজার হাতী করলে যে বংশ অঙ্কুশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। খোজা প্রহরী (বিশেষ্য) ভারতের মুসলমান সম্রাটদের হেরেম বা অন্তঃপুরে নিযুক্ত নপুংসক প্রহরী। {(ফারসি) খোজাহ্‌}
  • Bengali Word খোজুয়া Bengali definition [খোজুয়া] (বিশেষ্য) চুলকানী; পাঁচড়া; খোস (রস পড়ে খোজুয়া হৈতে-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্জু>খজ্জু>খাউজ(অপনিহিতর ফলে), খোজুয়া (বর্ণ বিপর্য়য়ে)।
  • Bengali Word খোট Bengali definition [খোট্‌] (বিশেষ্য) ১ ইলিশ মাছ ধরার জাল বিশেষ। ২ জেদ; শিশুর আবদার বা বায়না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কূট>}
  • Bengali Word খোটা Bengali definition খোঁটা১
  • Bengali Word খোটেল Bengali definition [খোটেল] (বিশেষণ) ১ আবদারে; বাহানাবাজ। ২ দুষ্ট; দুরন্ত। ৩ খল; ধুর্ত; ফাঁকিবাজ। {খোট (অঞ্চল)+এল}
  • Bengali Word খোট্টা Bengali definition [খোট্‌টা] (বিশেষ্য), (বিশেষণ) হিন্দুস্থানি পশ্চিমা লোক (খোট্টারা একাজে ভারী ওস্তাদ- আবু ইসহাক)। □ (বিশেষণ) নীরস; শুষ্ক; রুক্ষ; রসবর্জিত (কাঠখোট্টা)। খোট্টানি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্র> (হিন্দী) খোট্টা}
  • Bengali Word খোট্টাই Bengali definition [খোট্‌টাই] (বিশেষণ) দেশীয়; হিন্দুস্থানি; পশ্চিমা (রামলীলা এদেশের পরব নয়-এটি প্রবল খোট্টাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {খোট্টা+ই}
  • Bengali Word খোতবা, খুতবা, খোতোবা (বিরল) Bengali definition [খোত্‌বা, খুতবা, খোতোবা] (বিশেষ্য) জুমার নামাজের আগে বা ঈদের নামাজের পরে ইমাম-প্রদত্ত অভিভাষণ-এতে ধর্মের বিধিনিষিধ আলোচনা ও মুসলমান খলিফার প্রতি আনুগত্য জ্ঞাপনের রেওয়াজ আছে (জত নরগন মিলি খোতোবা সুনিল-সৈয়দ সুলতান; কোথায় ঈমান? কোন সে খোতবা পড়িবে আজিকে ঈদে? -(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) খুতবাহ্‌}
  • Bengali Word খোদ ১, খুদ Bengali definition [খোদ্‌, খুদ্‌] (বিশেষণ) ১ নিজে; স্বয়ং (খোদ সে খোদার প্রেরিত-(কাজী নজরুল ইসলাম)) ২ আসল (খোদ মালিক)। ৩ নিজ; স্ব; আত্ম (খোদপরস্ত খোদমতলবি)। খোদ-কর্তা (বিশেষ্য) ১ আসল মালিক বা কর্তা। ২ প্রভু স্বয়ং। খোদ কস্তা, খোদ কস্ত, খোদ কস্তা (বিশেষ্য) স্থানীয় প্রজা; যে নিজে জমি চাষ করে (এক্ষণে গাঁতি অর্থাৎ খোদকস্তা প্রজা এত ও পাইকস্তা এত- প্যামি; প্রজা দুই শ্রেণীতে বিভক্ত ছিল-খোদকস্ত আর পাইকস্ত -প্রথম চৌধুরী)। খোদ কুশি/কুশী (বিশেষ্য) আত্মহত্যা (করে সে খোদকুশী নিজের খঞ্জরে-ফররুখ আহমদ)। খোদ গরজ (বিশেষণ) স্বার্থপর। খোদজমি (বিশেষ্য) বাস্তুভূমি। খোদ পছন্দ (বিশেষণ) ১ যে নিজের ইচ্ছামতো বা খুশিমতো কাজকর্ম করে। ২ আয়সর্বস্ব; দাম্ভিক। খোদ পরস্ত (বিশেষ্য) ১ আত্মপূজক; আত্মাভিমানী। ২ স্বার্থপর। খোদ পরস্তি (বিশেষ্য) আত্মপূজা (খোদপরস্তীর খেলা খেলে কুনী স্বার্থের সংগ্রামে....-ফররুখ আহমদ)। খোদ মতলবি (বিশেষ্য) যে নিজের সুবিধানুযায়ী কাজ করে; স্বার্থপর। খোদ মোক্তার (বিশেষ্য) যে নিজেই নিজের প্রতিনিধি; স্বাধীন; স্বনির্ভর। খোদ মোক্তারি/মুখতারি (বিশেষ্য) স্বাধীনতা; সার্বভৌমত্ব (আওধ রাজ্যের খোদমুখতারী শুরু হয়েছিল নওয়ার সা’দত আলী খাঁর যমানা থেকে -জগলুল হায়দার আফরিক)। খোদ হাকিমি (বিশেষ্য) স্বায়ত্তসরকার; self-government। {(ফারসি) খুদ}
  • Bengali Word খোদকার, খোদগার Bengali definition [খোদকার্‌, খোদগার] (বিশেষ্য) ১ খোদাই কাজ করে যে; engraver। □ (বিশেষণ) স্বয়ংক্রিয়; automatic। খোদকারি, খোদকারী বি। খোদার উপর খোদকারি (বিশেষ্য) ১ অসঙ্গত ও অন্যায় হস্তক্ষেপ। ২ অপরের সম্পাদিত কোনো কাজকে নিজ বুদ্ধিতে অধিকতর সুন্দর ও বৈচিত্র্যপূর্ণভাবে সম্পাদন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্>খোদ+কার}
  • Bengali Word খোদা ১ Bengali definition [খোদা] (বিশেষ্য) আল্লাহ (কোরান খোদার কালাম-হাবীবুল্লাহ বাহার)। খোদই খিদমতগার (বিশেষ্য) ১ খোদার পথে সেবক। ২ নিঃস্বার্থ সেবক। খোদাই ষাঁড় (বিশেষ্য) ১ খোদার নামে ছেড়ে দেওয়া ষাঁড়। (তুলনীয়) ধর্মের ষাঁড়। ২ স্বেচ্ছাচারী; স্বাধীন। খোদা ওন্দ, খোদা বন্দ (বিশেষ্য) ১ প্রভু; দীন-দুনিয়ার মালিক; কর্তা। ২ হুজুর; রাজা; মনিব বা অন্য ব্যক্তিগণের প্রতি সম্বোধনে ব্যবহৃত হয়। খোদা তায়ালা, খোদা তা’আলা, খোদা ওন্দতাআলা (বিশেষ্য) মহান আল্লাহ। খোদা না খাস্তা (ক্রিয়া) আল্লাহ না করুন। খোদার কসম (বিশেষ্য) খোদার নামে শপথ। খোদার খাসি, খোদার খাসী (বিশেষ্য) ১ খোদার নামে ছেড়ে দেওয়া খাসি-স্বাধীনভাবে চলাফেরা করার জন্য হৃষ্টপুষ্ট। ২ (ব্যঙ্গার্থ) চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। খোদার জীব (বিশেষ্য) খোদার সৃষ্ট জীব। খোদার নূর (বিশেষ্য) আল্লাহর জ্যোতি (মাথায় ঝুলিয়ে দেব টিকি; দাঁড়িতে খোদার নুর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খোদা হাফেজ, খুদা হাফিয (ক্রিয়া) আল্লাহ রক্ষা করুন। {(ফারসি) খুদা}
  • Bengali Word খোদা ২, খুদা Bengali definition [খোদা, খুদা] (ক্রিয়া) ১ খনন করা। ২ উৎকীর্ণ করা; ক্ষোদিত করা। □ (বিশেষ্য) উৎকৃতি; খনন। □ (বিশেষণ) ক্ষোদিত; উৎকীর্ণ; খাত। খোদাই (বিশেষ্য) উৎকীর্ণ; খোদাইয়ের কাজ। খোদানো (ক্রিয়া) অন্যের দ্বারা খোদাই কাজ করানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষুদ্‌>}
  • Bengali Word খোনা, খোঁনা Bengali definition [খোনা, খোঁনা] (বিশেষণ) ১ নাকিসুর; অনুনাসিক (ভতে ও পেত্নিতে খোঁনা কা কয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ নাকি সুরে কথা কয় এমন। {(আরবি) খান্‌না (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘোণা}
  • Bengali Word খোন্তা Bengali definition খন্তা
  • Bengali Word খোন্দকার ১, খন্দকার ১ খোনকার Bengali definition [খোন্‌দোকার্‌, খন্দকার, খোন্‌কার] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত মুসলমানদের উপাধিবিশেষ (কাজী, খোনকার, শেখ, সৈয়দ সব তার কাছে ঋণী-কুম)। ২ শিক্ষক। খোন্দকারি (বিশেষ্য) খোন্দকারের কর্ম (তিনি পৈতৃক খোন্দকারী ব্যবসায়ে রত; উত্তরাধিকার পাইয়াছিলেন -কাজী ইমদাদুল হক)। {(ফারসি) খোন্দকার}
  • Bengali Word খোন্দকার ২, খন্দকার ২ Bengali definition [খোন্‌দোকার্‌] (বিশেষ্য) কৃষক; চাষাবাদকারী। {(ফারসি) কুন্‌দাহ্‌ + কার}
  • Bengali Word খোন্দল Bengali definition খোঁড়ল
  • Bengali Word খোপ, খোপর Bengali definition [খোপ্‌, খোপোর্‌] (বিশেষ্য) ১ ক্ষুদ্র ঘর বা কোটর; খুপরি (উহারা চাহুক সঙ্কীর্ণতা, পায়রার খোপ -(কাজী নজরুল ইসলাম))। ২ হাঁস-মুরগি বা পায়রার বাসা (.... ঘরের খোপেতে মোরগ উঠিল ডাকি-(জসীমউদ্‌দীন))। ৩ গর্ত; কোটর; খাঁজ বা তাক (ভাড়াটা দিয়ে যান জানলার খোপে-মনোজ বসু)। ৪ দেয়ালের ভিতরে গর্ত বা ফাঁকফোকর (সালিখ লাখে লাখে খোপের মধ্যে থাকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। খোপে খাপে (বিশেষ্য) ১ ফাঁকে ফোঁকরে। ২ অজানিত স্থানে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ>; (হিন্দী) খোপ}
  • Bengali Word খোপা Bengali definition খোঁপা
  • Bengali Word খোবর Bengali definition [খোবোর্‌] (বিশেষ্য) গহ্বর; খানা; গর্ত। খোবরানো (বিশেষণ) গর্তযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গহ্বর>}
  • Bengali Word খোবানি, খোবানী Bengali definition খুবানি
  • Bengali Word খোমার Bengali definition খুমার
  • Bengali Word খোর Bengali definition [খোর্‌] (বিশেষণ) ১ খাদক; ভক্ষণকারী। ২ আসক্ত; একান্ত অনুরক্ত (মদখোর)। খোরপোশ, খোরপোষ (বিশেষ্য) ১ খাদ্য ও বস্ত্র; খোরাক-পোশাক; গ্রাসাচ্ছাদন (তাঁহাদের খোর-পোশ যোগাইয়া থাকেন-আবুল মনসুর আহমদ)। ২ ভরণপোষণের ব্যয় (মানুষের আটপৌরে জীবন তথা খোরপোশের সুবন্দোবস্ত হয় না -মোতাহের হোসেন চৌধুরী)। {(ফারসি) খোর}
  • Bengali Word খোরমা, খুরমা Bengali definition [খোর্‌মা, খুরমা] (বিশেষ্য) বড় খেজুরবিশেষ (খোর্মা খেজুর মরু-কানন ফলবতী -(কাজী নজরুল ইসলাম); খুরমাবীথির পাশ ঘেঁষে নামে হেলালের বাঁকা ছবি-জাহানারা আরজু)। {(ফারসি) খুরমা}
  • Bengali Word খোরশালা, খরশুলা Bengali definition [খোরশোলা] (বিশেষ্য) এক জাতীয় ছোট মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খরস্বান>}
  • Bengali Word খোরা Bengali definition [খোরা] (বিশেষ্য) মাটি বা পাথরের বাটি বা পাত্র বিশেষ (এক খোরা মিষ্টজল দেহ মোকে আনি-হেয়াত মাহমুদ)। {(ফারসি) আবখোরাহ}
  • Bengali Word খোরাক Bengali definition [খোরাক্‌] (বিশেষ্য) ১ খাদ্য; আহার্য। ২ (আলঙ্কারিক) ভোগ (সবার খোরাক জোগায়ে নেহারি উপবাসী মোরই মন-(কাজী নজরুল ইসলাম); দেহের খোরাক আর মনের খোরাক এক নয়)। ৩ নির্দিষ্ট আহার্য; diet (পুরুষের খোরাকে আমিষ পর্যন্ত ভালই চলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ খাওয়ার পরিমাণ (খোরাক না বাড়ালে চলবে কী করে?)। খোরাকি, খোরকী (বিশেষ্য) ১ আহার্য বা ভরণপোষণের ব্যয় (এক বছরের খোরকীর জন্য বিশ মন ধান-মীর মশাররফ হোসেন)। ২ খাইখরচ; খোরাকের জন্য প্রয়োজনীয় অর্থ (মায় খোরাকি তিন তঙ্কা পাইবা-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) খুরাক}
  • Bengali Word খোরাসান Bengali definition [খোরাশান্‌] (বিশেষ্য) পারস্যের অন্তর্গত স্থান বিশেষ। খোরাসানি, খোরাসানী (বিশেষ্য) খোরাসান দেশের লোক (আরবে না বুঝে খোরাসানির বচন-সৈয়দ সুলতান)। □ (বিশেষণ) খোরাসান দেশীয়। {(ফারসি) খুরাসা}
  • Bengali Word খোর্মা Bengali definition খোরমা
  • Bengali Word খোল ১ Bengali definition [খোল্‌] (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রবিশেষ; মৃদঙ্গ (খোল খন্তাল নিয়ে চীৎকার না করলে, আমি হয়তো আনন্দ পাই না-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ শূন্যগর্ভ গহ্বর বা কোটর (ক্ষুদার জ্বালায় পেটের খোল বাজায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যে কাপড়ের মধ্যে তুলা ভর্তি করে বালিশ তোশক লেপ ইত্যাদি তৈরি হয় (বালিশের খোল)। ৪ আবরণ (কচ্ছপের খোল)। ৫ গর্ত; গহ্বর; কোটর (চোখের খোল, নৌকার খোল)। ৬ গাছের বাকল বিশেষ (কলার খোল, সুপারির খোল)। ৭ তুম্ব (হুঁকার খোল)। ৮ খোলস; নির্মোক। খোল নলচে বদলানো (ক্রিয়া) রূপের আমূল পরিবর্তন; সম্পূর্ণ ভিন্ন রূপ দান। খোল-ভাড়া (বিশেষ্য) মাঝি মাল্লার মজুরি বাদে কেবল নৌকাভাড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>}