Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খৈ Bengali definition খই
  • Bengali Word খৈনি, খৈনী Bengali definition [খইনি] (বিশেষ্য) দোক্তা; তামাকপাতা ও চুনের একপ্রকার মিশাল (দেউড়ীতে দারোয়ানেরা বসিয়া খৈনী খাইতেছে- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(হিন্দী) খৈনী}
  • Bengali Word খৈরি, খৈরী Bengali definition [খোইরি] (বিশেষ্য) কাদাখোঁচা জাতীয় পাখি; খয়েরি বক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খদ্‌+ইর(কিরচ্‌)>খইর+ (বাংলা) ই, ঈ; (তৎসম বা সংস্কৃত শব্দ) খরিদ}
  • Bengali Word খো ২ Bengali definition [খো] (বিশেষ্য) ১ খোয়া; ইটের ক্ষুদ্র খণ্ড। ২ দুগ্ধ থেকে প্রস্তুত মিষ্টান্ন বিশেষ; মাওয়া। ৩ রস নিংড়ে নেওয়া ইক্ষুর ছিবড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়>; (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোদ>খোঅ>}
  • Bengali Word খো ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খো] (বিশেষ্য) মেচেতা (দর্পণে নিহালি দেখ পড়িয়াছে খো-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>খাল>}
  • Bengali Word খো ৩ Bengali definition [খো] (বিশেষ্য) স্বভাব; অভ্যাস; প্রকৃতি। {(ফারসি) খু}
  • Bengali Word খোঁখর Bengali definition [খোঁখোর্‌/খোঁখর] (বিশেষণ) কঠিন; কঠোর (রাঙ্গা দুই আখিঁ তার খোঁখর হৃদয়-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠোর> (হিন্দী) খোঁখলা>}
  • Bengali Word খোঁচ Bengali definition [খোঁচ্‌] (বিশেষ্য) ১ কন্টক; কাঁটা। ২ সুচের মতো তীক্ষ্ণাগ্র। ৩ কোঁচ। ৪ সামান্য ঝামেলা বা ঝঞ্ঝাট। ৫ কুঞ্চন (কপালের খোঁচ)। □ (বিশেষণ) কোণাকৃতি ফাঁকা (খোঁচ জায়গা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্ত> (প্রাকৃত) কুংত>কোঁচ>; অথবা (তৎসম বা সংস্কৃত শব্দ) সুচি>ছুঁচ> ছোঁচ>}
  • Bengali Word খোঁচা ১ Bengali definition [খোঁচা] (বিশেষণ) ১ খোঁচবিশিষ্ট; তীক্ষ্ণমুখ (খোঁচা খোঁচা দাড়িতে ভরে উঠেছে-রাজিয়া খান)। ২ তীক্ষ্ণ; ধারালো (খোঁচা খোঁচা কথা)। {খোঁচ+আ}
  • Bengali Word খোঁচা ২, খুঁচা Bengali definition [খোঁচা, খুঁচা] (বিশেষ্য) ১ বস্তুর আঘাত (কাঁটার খোঁচা)। ২ কোনো কিছুর আগা দিয়ে আঘাত (লাঠির খোঁচা)। ৩ তীক্ষ্ণ আঘাত (কথার খোঁচা)। ৪ আঁচড় (কলমের খোঁচা)। খোঁচাখোঁচি, খুঁচাখুঁচি (বিশেষ্য) ১ পরস্পর আঘাতকরণ। ২ বার বার আঘাত দেওয়া। ৩ কোনো অপ্রিয় বিষয় নিয়ে কটাক্ষপূর্ণ আলোচনা; লেখায় পরস্পরের প্রতি তীক্ষ্ণ মন্তব্য প্রকাশ (সমালোচনা করতে হবে, খোঁচাখোঁচি দিতে হবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {খোঁচ + আ}
  • Bengali Word খোঁচানো, খুঁচানো Bengali definition [খোঁচানো, খুঁচানো] (ক্রিয়া) ১ খোঁচা দেওয়া। ২ উত্তেজিত করা। ৩ উত্যক্ত করা। ৪ বার বার তাগাদা দেওয়া। {খোঁচা/খুঁচ+আনো}
  • Bengali Word খোঁজ Bengali definition [খোঁজ্‌] (বিশেষ্য) ১ অন্বেষণ; তালাশ (খোঁজ করা)। ২ সন্ধান; খবর (খোঁজ লওয়া)। ৩ দিশা; ঠিকানা; হদিস; পাত্তা। খোঁজ খবর (বিশেষ্য) সন্ধান; পাত্তা; তত্ত্ব। খোঁজা, খুঁজা (ক্রিয়া) ১ খোঁজ করা; তালাশ করা; সন্ধান করা; অন্বেষণ করা। □ (বিশেষ্য) অন্বেষণ। খোজাখুঁজি (বিশেষ্য) চতুর্দিকে অনুসন্ধান; আঁতিপাঁতি করে সন্ধান। খোঁজানো, খুঁজানো (ক্রিয়া) অন্যের দ্বারা অনুসন্ধান করানো। □ (বিশেষ্য) অন্যকে দিয়ে সন্ধানের কাজ সম্পাদন। খোঁজারু (বিশেষণ) অনুসন্ধানের জন্য নিযুক্ত করা হয়েছে এমন; সন্ধানী। খোঁজেলা (বিশেষণ) সন্ধানকারী; সন্ধান রাখে এমন (সে নাকি সব চোরের খোঁজেলা-মহীউদ্দিন)। {(তুলনীয়) (হিন্দী) খোঁজ}
  • Bengali Word খোঁট, খোট Bengali definition খুঁট
  • Bengali Word খোঁটন Bengali definition খুটন
  • Bengali Word খোঁটা ৩, খোটা Bengali definition [খোঁটা, খোটা] (বিশেষ্য) ১ গঞ্জনা; দোষ উল্লেখ; নিন্দা; দোষের প্রতি ইঙ্গিত (সব সময় এই বাবার খোঁটা কাজলের মনে বড় বাজিত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ অপবাদ; কলঙ্ক (লোকে মোর দিবে খোঁটা-বিজয় গুপ্ত; সকলে খোঁটা দিবে তোরে-শেখ ফয়জুল্লাহ)। ৩ ত্রুটি; খুঁত; দোষ (বদল যদি পরত হতে থাকত নাকে কোনো খোঁটা ..... -রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) খুঁতযুক্ত; মেকি; দোষযুক্ত (যটি টাকা দিয়াছিলা। সবগুলি খোঁটা-ভারতচন্দ্র রায় গুণাকর)। খোঁটা দেওয়া (ক্রিয়া) ১ দোষারোপ করা; গঞ্জনা দেওয়া। ২ ত্রুটির প্রতি ইঙ্গিত করা; ত্রুটির জন্য ধিক্কার দেওয়া (আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল-সুকুমার রায়)। কুলের খোঁটা (ক্রিয়া) বংশের দোষত্রুটি উল্লেখ করে গঞ্জনা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত>; (তুলনীয়) (হিন্দী) খোঁটা}
  • Bengali Word খোঁদল Bengali definition খোঁড়ল
  • Bengali Word খোঁদা Bengali definition [খোঁদা] (বিশেষ্য) গর্ত। □ (ক্রিয়া) গর্ত করা। □ (বিশেষণ) ১ খোঁড়া; খনিত। ২ গর্তবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষুদ্‌ (অর্থ-পেষণ করা, চূর্ণ করা)>; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌>}
  • Bengali Word খোঁপা, খোপা Bengali definition [খোঁপা, খোপা] (বিশেষ্য) কবরী; নারীদের কেশবন্ধন পদ্ধতিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ> (মধ্যযুগীয় বাংলা) খোম্পা; (হিন্দী) খোংপা}
  • Bengali Word খোঁড়ল, খোড়ল, খোঁদল, খোন্দল Bengali definition [খোঁড়োল্‌, খোড়ল, খোঁদোল্‌, খোন্‌দল] (বিশেষ্য) গর্ত; কোটর; গহ্বর; বিবর (একটা বৃক্ষের গোড়ায় সামান্য একটু খোঁড়ল দেখিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোড>}
  • Bengali Word খোঁড়া ১, খুঁড়া ১ (বিরল) Bengali definition [খোঁড়া, খুঁড়া] (ক্রিয়া) ১ খনন করা (মাটি খোঁড়া)। ২ ঠোকা; কোটা (মাথা খোঁড়া)। ৩ কুনজর দেওয়া (বাছাকে খুঁড়েছে)। ৪ প্রশংসাচ্ছলে কারো নিন্দা করা; মুখ লাগানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খুড়্‌>খোড্‌ড>খোঁড়া}
  • Bengali Word খোঁড়া ২, খুঁড়া ২ Bengali definition [খোঁড়া, খুঁড়া] (বিশেষণ) খঞ্জ; পঙ্গু; যার পা ভাঙা বা বিকল (পদ বিনে রহে খোঁড়া পড়ি যথা তথা -সৈয়দ আলাওল)। খুঁড়ি (স্ত্রীলিঙ্গ)। খোঁড়ার পা খানায় পড়ে-১ বিপন্নের উপরই আরো বিপদ এসে পড়ে। ২ বিপন্নের অধিকত বিড়ম্বনা সম্বন্ধে সহানুভূতিসূচক উক্তি। খোঁড়া হওয়া (বিশেষ্য) ১ চলার বা হাঁটার ক্ষমতা না থাকা। ২ যানবাহনের অভাবে অচল হওয়া। ঘোড়া দেখে খোঁড়া হওয়া (বিশেষ্য) ১ যানবাহন দেখে হাঁটতে অনিচ্ছা প্রকাশ। ২ অন্যকে দেখে কাজ করতে অনিচ্ছা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খঞ্জ>; খোঁড়া; খুঁড়+আ}
  • Bengali Word খোঁড়ানো ১, খুঁড়ানো ১ Bengali definition [খোঁড়ানো, খুঁড়ানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা খনন করানো। □ ( বিশেষ্য) অপরের দ্বারা খনন কার্য সম্পাদন। □ (বিশেষণ) খনন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌>; (তৎসম বা সংস্কৃত শব্দ) খোড> (প্রাকৃত) খোডউ; খোঁড়া১+আনো}
  • Bengali Word খোঁড়ানো ২, খুঁড়ানো ২ Bengali definition [খোঁড়ানো, খুঁড়ানো] (ক্রিয়া) খোঁড়ার মতো হাঁটা; খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা। □ (বিশেষ্য) খোঁড়ার মতো গমন। খুঁড়িয়ে বড়ো (ক্রিয়া) ১ পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু হওয়া; ডিঙি মেরে উঁচু হওয়া। ২ প্রকৃতপক্ষে বড়ো নয় কিন্তু ছলে বলে কৌশলে নিজেকে বড়ো বলে প্রতিপন্ন করা; কষ্টেসৃষ্টে কোনোমতে নিজেকে বড়ো হিসেবে চালানো। {খোঁড়া২+আনো; খুঁড়+আনো}
  • Bengali Word খোঁয়ারি, খোয়ারি ১, খোঁয়াড়ি Bengali definition [খোঁয়ারি, খোয়ারি, খোঁয়াড়ি] (বিশেষ্য) ১ মদের নেশা কাটাবার পর অবসাদ। ২ অবসাদপ্রযুক্ত ঘোর বা আচ্ছন্নতা বা আবেশ (আপনাকে এই বিশ্বজোড়া বিলুপ্তির মধ্যে নামাইয়া দিবার জন্য দুর্দদমনীয় খোঁয়ারি আসিয়াছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খোঁয়ার ভাঙা, খোঁয়াড়ি ভাঙা (ক্রিয়া) মদের নেশা কাটলে অবসাদ দূর করার জন্য পুনরায় অল্পমাত্রায় মদ খাওয়া (সে মদ খেয়েছে একবারই - তারপর থেকে এ অবধি সে শুধু তার খোঁয়ারিই ভাঙছে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) খারী}
  • Bengali Word খোঁয়াড় Bengali definition [খোঁয়াড়] (বিশেষ্য) ১ গরু ছাগল প্রভৃতি পশু রাখার স্থান। ২ ছেড়ে দেওয়া গবাদি পশু বন্দী করে রাখার স্থান। {মারাঠি খোঁংড>}
  • Bengali Word খোকন Bengali definition [খোকোন্‌] (বিশেষ্য) খোকা। ‘খোকা’ শব্দ আদরে ‘খোকন’ (আয়রে খোকন ঘরে আয়, দুধমাখা ভাত কাকে খায়-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুক্ষিধন>; (তৎসম বা সংস্কৃত শব্দ) তোক; (তুর্কি) কোকা; (ওড়িয়া) টোকা> খোকা+(আদরে) অন}
  • Bengali Word খোকসা Bengali definition [খোক্‌শা] (বিশেষণ) শুষ্ক; তৈলহীন (খোকসা মাথা)। □ (বিশেষ্য) ডুমুর জাতীয় ফল বিশেষ। {আঞ্চলিক}
  • Bengali Word খোকা Bengali definition [খোকা] (বিশেষ্য) ১ শিশু; শিশুপুত্র। ২ অল্পবয়সী বালক। ৩ (ব্যঙ্গার্থ) বয়স্ক অথচ আচরণে বালকের ন্যায় বিবেচনাহীন। খুকি, খুকী (স্ত্রীলিঙ্গ)। খোকাপনা, খোকামি (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) বয়স্ক লোকের শিশু বা বালকের মতো ব্যবহার; ছেলেমানুষি। খোকামো (বিশেষ্য) ১ শিশুর ন্যায় আচরণ। ২ দায়িত্বহীন আচরণ; ছেলেমানুষি। ৩ (ব্যঙ্গার্থ) আদুরে ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুক্ষিধন>; ঋগ্বেদ. তোক; (তুর্কি) কোকা; (ওড়িয়া) টোকা}
  • Bengali Word খোক্কশ, খোক্কস Bengali definition [খোক্‌কশ] (বিশেষ্য) রাক্ষস জাতীয় কাল্পনিক জীববিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) রাক্ষস>রাক্কোস> (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) খোক্কস}
  • Bengali Word খোঙ্গ, খোংগ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খোংগ] (বিশেষ্য) কোটর; খোড়ল; গর্ত (সে পর্বতে এক গাছ অতি উচ্চতর। গৃধিনী তাহার খোঙ্গে থাকে নিরান্তর -হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ>কক্‌খ>}