Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খঞ্চ Bengali definition [খন্‌জো] (বিশেষণ) খোঁড়া; বিকলপদ। খঞ্জা, খঞ্জতা, খঞ্জত্ব (বিশেষ্য) পদের বিকলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খঞ্জ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word খঞ্চ, খাঞ্চা, খঞ্চে, খুঞ্চা Bengali definition [খন্‌চো, খান্‌চা, খন্‌চে, খুন্‌চা] (বিশেষ্য) ১ বড়ো থালা বা tray (যাবতীয় বস্তু একখানা বিরাট খুঞ্চাতে সাজিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ বারকোষ। খঞ্চাপোষ, খঞ্চিপোষ, ‍খুঞ্চেপোষ (বিশেষ্য) খঞ্চা ঢাকার কাপড় বা আবরণ (ঢাকলো মেঘের খুঞ্চেপোষে, তাল পাটালির খাল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খারাঞ্চাহ}
  • Bengali Word খঞ্চিল Bengali definition (প্রাচীন বাংলা) (খোন্‌চিল্‌) (বিশেষণ) খচিত (মানিকে খঞ্চিল তথি সোনার পাতা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচিত>}
  • Bengali Word খঞ্জন Bengali definition [খন্‌জোন্‌] (বিশেষ্য) একজাতীয় ক্ষুদ্র পাখি; যে পাখি সাধারণত চঞ্চল ও সর্বদা পুচ্ছ নাচায়; wagtail (খঞ্জনে বায়সে কোথা একত্রে বসতি-কাজী দৌলত)। খঞ্জনা (স্ত্রীলিঙ্গ)। খঞ্জন আঁখি, খঞ্জন নয়ন (বিশেষ্য), (বিশেষণ) খঞ্জন পাখির ন্যায় চঞ্চল চক্ষু; চটুল নয়ন। খঞ্জন গঞ্জন (বিশেষণ) যা চঞ্চল তায় খঞ্জনকে লজ্জা দেয় (খঞ্জনগঞ্জন আঁখি অকলঙ্ক শশীমুখী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খঞ্জনা, খঞ্জনিকা (বিশেষ্য) খঞ্জনের ন্যায় একজাতীয় পক্ষী; কাদাখোঁচা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খঞ্জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word খঞ্জনি, খঞ্জনী, খঞ্জরি, খঞ্জরী Bengali definition [খন্‌জোনি, খন্‌জোনী, খন্‌জোরি, খন্‌জোরী] (বিশেষ্য) এক দিকে চর্মাবৃত ক্ষুদ্র গোলাকার বাদ্যযন্ত্র বিশেষ; বৈষ্ণবগণ যা বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খঞ্জন+ (বাংলা) ই, ঈ}
  • Bengali Word খঞ্জনিকা Bengali definition খঞ্জন
  • Bengali Word খঞ্জনী Bengali definition খঞ্জনি
  • Bengali Word খঞ্জর Bengali definition [খন্‌জোর] (বিশেষ্য) এক প্রকার ছোরা যার দুই দিকেই ধার (সীমার শর সন্ধানে বিশেষ পারদর্শী ছিল না বলিয়াই খঞ্জর হস্তে করিয়া যাইতেছে-মীর মশাররফ হোসেন)। {(আরবি) খঞ্জর}
  • Bengali Word খঞ্জরি, খঞ্জরী Bengali definition খঞ্জনি
  • Bengali Word খট Bengali definition [খট্‌] (অব্যয়) কাষ্ঠাদিতে কঠিন বস্তুর মৃদু আঘাতের শব্দ। খট খট (অব্যয়) ক্রমাগত খুট শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খট ১ Bengali definition [খট্‌] (অব্যয়) কাষ্ঠ বা প্রস্তরাদি জাতীয় কঠিন জিনিসের পরস্পর আঘাতজনিত অনুচ্চ শব্দ। খট খট (অব্যয়) বার বার খট শব্দ। খট খটে (বিশেষণ) অত্যন্ত শুষ্ক; কঠিন, নীরস। খট করা (ক্রিয়া) ১ দরজায় কোনো কঠিন বস্তুর আঘাতে শব্দ করা; knock। ২ খট খট শব্দ করা। খটখটানি বি। খটাখট (অব্যয়) কঠিন দ্রব্যের পরস্পর অনবরত আঘাতের শব্দ। □ (ক্রিয়াবিশেষণ) ১ ক্রমাগত খট খট শব্দ। ২ চটপট; দ্রুত {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খট ২ Bengali definition [খট্‌] (বিশেষ্য) রাগবিশেষ। খটটোড়ি, খটাতোড়ি (বিশেষ্য) খট ও টোড়ি রাগিণীর মিশ্রণে উৎপন্ন রাগ বিশেষ। খটযোগিয়া (বিশেষ্য) খট ও যোগিয়া রাগের মিশ্রণে উৎপন্ন রাগ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ষট্‌>হি খট্‌}
  • Bengali Word খট ৩ Bengali definition [খট্‌] (বিশেষ্য) খাদ {খাটের ধারে ছুটেছিলাম হায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত}
  • Bengali Word খট ৪ Bengali definition [খট্‌] (বিশেষ্য) তৃণ; খড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খট্‌+অ(ক)}
  • Bengali Word খট ৫ Bengali definition [খট্‌] (বিশেষ্য) ১ লাঙ্গল। ২ কুঠার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্বা}
  • Bengali Word খটকা Bengali definition [খট্‌কা] (বিশেষ্য) ১ সংশয়; সন্দেহ (ঐ ইঙ্গতটুকুতে কেমন যেন একটু খটকা লাগিতে শুরু করিল-শাকা)। ২ দ্বিধা। ৩ অবিশ্বাস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খট্‌+ (বাংলা) কা}
  • Bengali Word খটখট ১ Bengali definition [খট্‌মট্‌] (অব্যয়) ১ জুতার গোড়ালির শব্দ। ২ কঠিন গোড়ালিযুক্ত জুতা পায়ে দিয়ে গর্বিতভাবে চলার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খটমট ২, খটমটে, খটোমটো Bengali definition [খটোমটো/খট্‌মট্‌, খট্‌মোটে, খটোমটো] (বিশেষণ) ১ কর্কশ। কঠিন; নীরস (গদ্য অনেক সময়ে কানে খাটোমটো ঠেকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ দুর্বোধ্য; জটিল। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খটরমটর Bengali definition [খটর্‌মটর্‌] (বিশেষ্য), (বিশেষণ) জটিল; আজেবাজে; আজেবাজে কথা; অর্থহীন কথা (এ সব খটরমটর শুনে লাভ নেই -শওকত ওসমান)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খটাখট Bengali definition খট
  • Bengali Word খটাপদ Bengali definition [খটাপদ্‌] (বিশেষণ) খড়ম-পেয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্টাপদ/খট্বাপদ}
  • Bengali Word খটাশ ১, খাটাশ, খট্টাশ Bengali definition [খটাশ্‌, খাটাশ, খট্‌টাশ্‌] (বিশেষ্য) একজাতীয় জন্তু; ভাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্টাশ}
  • Bengali Word খটাশ ২, খটাস Bengali definition [খটাশ্‌] (অব্যয়) শক্ত জিনিসে ঠোকাঠুকির শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খটাৎ Bengali definition [খটাত্‌] (অব্যয়) খট অপেক্ষা উচ্চ শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খটি ১ Bengali definition [খাটি] (বিশেষ্য) শিশুর আবদার; জিদ; আখুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোটি> (বাংলা) কোট>খট+ই>}
  • Bengali Word খটি ২, খটী Bengali definition [খোটি] (বিশেষ্য) ১ আড়ত। ২ স্তূপ। ৩ গঞ্জ; বাণিজ্যস্থান। {(ফারসি) খানুস}
  • Bengali Word খটিক Bengali definition [খোটিক্‌] (বিশেষ্য) ধাতুবিশেষ; চুনের মূল উপাদান; calcium। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খট্‌+অক}
  • Bengali Word খটিকা, খটিনী, খটী Bengali definition [খোটিকা, খোটিনি, খোটি] (বিশেষ্য) খড়ি; খড়িমাটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্‌+অক+আ}
  • Bengali Word খটী Bengali definition খটি ও খটিকা
  • Bengali Word খটেল Bengali definition [খটেল্‌] (বিশেষণ) ১ খুঁত বা দোষ-ধরা স্বভাব; ত্রুটি বের করতে ওস্তাদ। ২ লম্পট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড (অসম্পুর্ণ অর্থে)>}