Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খট্টা Bengali definition খট্বা
  • Bengali Word খট্টাশ, খট্টাস Bengali definition [খট্‌টাশ্‌] (বিশেষ্য) খাটাশ; ভাম; গায়ের গন্ধের জন্য পরিচিত জন্তু বিশেষ; গন্ধ-গোকুল; pole-cat; civet-cat। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্টাশ=খট্ট+অশ}
  • Bengali Word খট্টি, খট্টী, খট্বিকা Bengali definition [খোট্‌টি, খোট্‌টী, খোট্‌টিকা] (বিশেষ্য) লাশ বহন করবার খাট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্বা>}
  • Bengali Word খট্বা, খট্টা Bengali definition (বিরল) [খট্‌টা] (বিশেষ্য) শয়ন করার খাট; পালঙ্ক; পর্যঙ্ক। খট্বাঙ্গ (বিশেষ্য) ১ খাটের পায়া। ২ খাটের পায়ার ন্যায় মগুর। খট্বারূঢ়, খট্টারূ (বিশেষণ) ১ খাটে শায়িত। ২ উচ্ছৃঙ্খল। ৩ অলস। ৪ অবিনীত। ৫ মূর্খ। খট্বারূঢ়া, খট্টারূঢ়া (স্ত্রীলিঙ্গ) (খট্টারূঢ়া সুন্দরী তৎক্ষণাৎ ত্রস্তে গাত্রোত্থান করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খট্ব= √খট্‌+বা(ক্বন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word খট্বিকা Bengali definition খট্টি
  • Bengali Word খণ্ড ১ Bengali definition [খন্‌ডো] (বিশেষ্য) ১ টুকরা; হিস্‌সা; অংশ (মাংস-খণ্ড)। ২ পরিচ্ছেদ; ভাগ (বিলাস খণ্ড)। ৩ অঞ্চল; দেশ (শ্রীখণ্ড)। ৪ টি; টা; খানি; খানা। □ (বিশেষণ) ১ ভগ্ন (খণ্ড কপাল)। ২ আংশিক। খণ্ড কথা (বিশেষ্য) ছোট গল্প; ক্ষুদ্র আখ্যায়িকা। খণ্ডকপাল, খণ্ডকপালে/কপালিয়া (বিশেষণ) ভাঙা কপাল; মন্দ ভাগ্য। খণ্ডকাব্য (বিশেষ্য) বৈচিত্র্যে ও দৈর্ঘ্যে মহাকাব্যের মতো নয় এমন এক বিষয়াত্মক ছোট কাব্য। খণ্ড খণ্ড (বিশেষণ) টুকরা; ছিন্ন-বিছিন্ন। □ (বিশেষ্য) ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। খণ্ডগিরি (বিশেষ্য) উড়িষ্যার পাহাড়বিশেষ। খণ্ডচাষ (বিশেষ্য) টুকরা জমির চাষ (জমি নানা খণ্ডে বিভক্ত করে পৃথক খণ্ডে বিভিন্ন ফসল পাশাপাশি জন্মানোর পদ্ধতিকে খণ্ডচাষ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। খণ্ডতাল (বিশেষ্য) সংগীতের তালবিশেষ। খণ্ডপ্রলয় (বিশেষ্য) ১ ক্ষুদ্র প্রলয়; উলট-পালট। ২ তুমুল কলহ; তুলকালাম। ৩ দাঙ্গা-হাঙ্গামা। খণ্ডবাক্য (বিশেষ্য) (ব্যাকরণ) জটিল বাক্যের অন্তর্গত ক্ষুদ্রবাক্য; clause। খণ্ড-বিখণ্ড (বিশেষণ) ছিন্নভিন্ন। খণ্ডব্রত (বিশেষ্য) অপূর্ণাঙ্গ ব্রত। □ (বিশেষণ) খণ্ড; খণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খণ্ড্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word খণ্ড ২ Bengali definition [খন্‌ডো] (বিশেষ্য) ১ খাঁড়া। ২ চোর; ছ্যাঁচড়। ৩ দস্যু; ডাকাত (চোর খণ্ড লম্পট পাইল কিবা লাগ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্‌ড্‌}
  • Bengali Word খণ্ড ৩ Bengali definition (বিশেষ্য) গুড়; খাঁড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>}
  • Bengali Word খণ্ডন Bengali definition [খন্‌ডোন্] (বিশেষ্য) ১ অংশ বা ভাগ করণ; খণ্ড করণ। ২ ছেদন; কর্তন; ছিন্নকরণ। ৩ অপনোদন; নিরাকরণ; মোচন; স্খালন। ৪ যুক্তি দ্বারা মিথ্যা বা ভ্রান্ত বলে প্রমাণকরণ (দোষ খণ্ডন)। ৫ নিবারণ; ভঞ্জন; প্রতিবিধান (আমারে মারিবেই খুড়া, না হয় খণ্ডন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ বর্জন; ভাগ; পরিহার। খণ্ডন করা (ক্রিয়া) ১ যুক্তি দ্বারা অপ্রকৃত বলে প্রমাণ করা। ২ নিবারণ বা প্রতিবিধান করা (অদৃষ্টের লিখন খণ্ডন করবে কে)। ৩ ছেদন করা। ৪ ভাগ করা। খণ্ডনীয়, খণ্ড্য (বিশেষণ) ২ খণ্ডনযোগ্য। ২ খণ্ডন করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খণ্‌ড্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word খণ্ডশ Bengali definition [খন্‌ডোশো] (ক্রিয়াবিশেষণ) খণ্ড খণ্ড ভাবে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+শস্‌>}
  • Bengali Word খণ্ডা ১ Bengali definition [খন্‌ডা] (অসমাপিকা ক্রিয়া) ত্যাগ করা; বর্জন করা; খণ্ডন করা; পরিহার করা (লজ্জা খণ্ডি কহি আমি আপন মরম-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+ (বাংলা) আ}
  • Bengali Word খণ্ডা ২ Bengali definition [খন্‌ডা] (বিশেষ্য) খাঁড়া; খড়্‌গ (প্রচণ্ড খর্পর খণ্ডা হাতে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+( বাংলা) আ}
  • Bengali Word খণ্ডানো Bengali definition [খন্‌ডানো] (ক্রিয়া) খণ্ডন করা বা করানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+বা আনো}
  • Bengali Word খণ্ডিত Bengali definition [খোন্‌ডিতো] (বিশেষণ) ১ যা খণ্ড বা খণ্ডন করা হয়েছে। ২ অঙ্গহীন; অসম্পূর্ণ। খন্ডিত ক্ষুর (বিশেষণ) ১ চেরা বা বিভক্ত ক্ষুরযুক্ত। □ (বিশেষ্য) গবাদি পশু। খণ্ডিতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দ্বিধাকৃত; ছিন্না। ২ নিরাকৃতা। ৩ নায়কের অঙ্গে পরনারীসম্ভোগচিহ্ন দর্শনে কুপিতা অপমানিতা ও ঈর্ষান্বিতা নায়িকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খণ্ড্‌+ত(ক্ত)}
  • Bengali Word খণ্ডী Bengali definition [খোন্‌ডি] (বিশেষণ) খণ্ডনকারিণী (চণ্ডী-দুঃখখণ্ডী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+ঈ(ঙীপ্‌); খণ্ড+ইন্‌(ইনি)}
  • Bengali Word খণ্ড্য Bengali definition খণ্ডন
  • Bengali Word খত, খৎ Bengali definition [খত্‌] (বিশেষ্য) ১ চিঠিপত্র; লিপি। ২ কর্জের প্রতিজ্ঞাপত্র বা দলিল; তমসুক; ঋণপত্র (আমি খতের টাকা আদায় করেছি- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ শপথনামা; স্বীকৃতিপত্র (দাসখত)। ৪ চিঠি। ৫ ঘর্ষণ (নাকে খত)। ৬ চিহ্ন; রেখা; আঁচড়। নাকে খত (বিশেষ্য) অপরাধের শাস্তি হিসাবে মাটিতে নাক ঘর্ষণ। ফারখত (বিশেষ্য) ছাড়পত্র; ফিরিয়ে দেবার প্রতিজ্ঞাপত্র। {(আরবি) খত}
  • Bengali Word খতকিতাবত Bengali definition [খত্‌ কিতাবত্‌] (বিশেষ্য) পত্রের আদানপ্রদান; পত্র লেখালেখি। {(আরবি) কিতাবাত}
  • Bengali Word খতখতেন, খতখতিয়ান Bengali definition [খত্‌খোতেন্‌, খতখতিয়ান্‌] (বিশেষ্য) দলিল ও হিসাবের খাতা (লাভ-লোকসান খতখতেনের ভক্ত কী জানে- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(আরবি) খত-খীতান}
  • Bengali Word খতনা, খৎনা Bengali definition [খত্‌না] (বিশেষ্য) সুন্নত; মুসলমানি; লিঙ্গমুখের ত্বক্‌ছেদ; circumcision (আমাকে মুসলমান সন্দেহে গ্রেফতার করতঃ বিবস্ত্র করিয়া খৎনা দেখিতে পায়-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) খত্‌নাহ}
  • Bengali Word খতবা, খৎবা Bengali definition খোতবা
  • Bengali Word খতম Bengali definition [খতম্‌] (বিশেষ্য) ১ শেষ; সমাপ্তি। ২ মৃত্যু; অবসান। □ (বিশেষণ) ১ সমাপ্ত; সাঙ্গ। ২ বিনষ্ট (জালেম খতম হয়েছে)। খতম করা (ক্রিয়া) ১ শেষ করা; সমাপ্ত করা (কাম খতম করে চলে গেছে-মোজাম্মেল হক)। ২ মেরে ফেলা; সাবাড় করা (দুশমন খতম করা)। খতম পড়া (ক্রিয়া) সমগ্র কোরআন পাঠ করা। খতম পড়ানো (ক্রিয়া) মৃতের আত্মার সদ্‌গতির জন্য সমগ্র কুরআন তেলাওয়াতের অনুষ্ঠান করা (প্রায়ই নানা খতম পড়াতেন-শাআ)। {(আরবি) খত্‌ম}
  • Bengali Word খতর Bengali definition [খতর্‌] (বিশেষ্য) ১ বিপদ। ২ ভয়। {(আরবি) খতর}
  • Bengali Word খতরা Bengali definition [খত্‌রা] (বিশেষ্য) ১ বিপদ। ২ অনিষ্টাশঙ্কা; বিপদের ভয়। ৩ বিপদজনক অবস্থা; প্রতিকূল অবস্থা; বেকায়দা বা বেগতিক অবস্থা। {(আরবি) খতরাহ}
  • Bengali Word খতানো Bengali definition [খতানো] (ক্রিয়া) ১ হিসাবনিকাশ করে দেখা; লাভ-লোকসান বিচার করা; বুঝে দেখা। ২ গণনা করা। □ (বিশেষ্য) ১ হিসাবনিকাশ করণ। ২ খতেন; খতিয়ান। {(আরবি) খত্‌+ (বাংলা) আনো}
  • Bengali Word খতি Bengali definition [খোতি] (বিশেষ্য) ১ ঘুষ; উৎকোচ (বিনা উপকারে খায় খতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ কাপড়ের বা চটের থলে। {(আরবি) খত + (বাংলা) ই}
  • Bengali Word খতিব, খতীব Bengali definition [খোতিব্‌] (বিশেষ্য) খুতবা পাঠকারী (কাকে খতিব, কাকে করেন্ত ইমাম-সৈয়দ আলাওল)। খতিবি, খতিবী (বিশেষ্য) খতিবের কাজ। {(আরবি) খতীব}
  • Bengali Word খতিয়ান, খতেন, খোতেন Bengali definition (বিরল) [খোতিয়ান, খোতেন, খতেন] (বিশেষ্য) ১ খাজনার পরিমাণ ও আদায়-উসুলের হিসাবপত্র এবং প্রজার জমিজমা সংক্রান্ত তথ্য নিরূপক বই; ledger-book (জমি থাকলে খতেন নম্বর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিষয়ানুক্রমে বা নামওয়ারি হিসাব (সংসারের হিসেবনিকেশ......খোতেন আর পাকা খাতা তিন খানা নিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যে হিসাবের খাতায় ক্রয়বিক্রয় আমদানি রফতানি প্রভৃতির স্বতন্ত্র হিসাব থাকে। খতিয়ান করা (ক্রিয়া) ১ জমা খরচের বিস্তারিত বিবরণ তৈরি করা। ২ প্রজার জমির দাগ নম্বর, পরিমাণ, প্রকৃতি ইত্যাদির স্বতন্ত্র ফর্দ লেখা। {(আরবি) খীতান}
  • Bengali Word খতীব Bengali definition খতিব
  • Bengali Word খতুয়া Bengali definition খতো