Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word খ ১ Bengali definition বাংলা ভাষার ‍দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ এবং ক-বর্গের দ্বিতীয় বর্ণ। এটি জিহ্বামূলীয়; পশ্চাত্তালুজাত বা কোমলতালুজাত (velar), অঘোষ (unvoiced), মহাপ্রাণ (aspirated), স্পর্শ (plosive) ধ্বনি।
 • Bengali Word খ ২ Bengali definition [খ] বিশেষ্য আকাশ; আসমান; নভঃ; শূন্য (একতা-নিশান উড়ায়ে খ-তলে-ইসমাইল হোসেন শিরাজী)। {সংস্কৃত √খন্‌+অ(ড)}
 • Bengali Word খ-বারি Bengali definition [খবারি্‌] (বিশেষ্য) ১ (আকাশের) বৃষ্টি। ২ শিশির। {সংস্কৃত খ+বারি}
 • Bengali Word খ-বাষ্প Bengali definition [খবাশ্‌পো] (বিশেষ্য) হিম; তুষার। {সংস্কৃত খ+বাষ্প}
 • Bengali Word খ-স্বস্তিক Bengali definition [খশোস্‌তিক্‌] (বিশেষ্য) আকাশস্থ মস্তকোপরি কল্পিত বিন্দু; খ-মধ্য; zenith। {সংস্কৃত}
 • Bengali Word খং Bengali definition [খঙ্‌] অব্যয় কোনো কিছুতে আঘাতের শব্দ (খোট্টা কাঠের উপরও চোট পড়লে সেটা এমন আর্তনাদপূর্ণ খং শব্দ করে ওঠে-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word খংগ, খঙ্গ Bengali definition (প্রাচীন বাংলা) [খঙ্‌গো] বিশেষ্য ১ মৃগ বিশেষ। ২ কালো রঙের গাধা। {আঞ্চলিক}
 • Bengali Word খই, খৈ Bengali definition [খোই] বিশেষ্য ধান থেকে প্রস্তু সুপরিচিত খাদ্যবিশেষ; লাজ। খই চড়া, খই ছড়া বিশেষ্য ভাজার সময়ে যে খই ভালো ফোটে না। খই চাল বিশেষ্য খই থেকে অফোটা খই তুষ প্রভৃতি পৃথক করার চালনি। খইচুর বিশেষ্য চিনিতে পাক-করা খইয়ের মোয়াবিশেষ। খই ঢেকুর, খইয়া ঢেকুর বিশেষ্য অজীর্ণ জনিত খইয়ের গন্ধযুক্ত ঢেকুর; চোঁয়া ঢেকুর। খই ফুটা ক্রিয়া ১ ধান ভাজার সময়ে খোলায় খই ফুটতে থাকা। ২ ফোটা খইয়ের মতো সাদা হয়ে থাকা (জ্যোৎস্নার খই ফুটেছে)। ৩ অনর্গলভাবে কথা বলা; তড় তড় করে কথা বলা (সুতরাং জিজ্ঞাসাবাদের খই ফুটতে লাগল-শওকত ওসমান)। ইয়া, খইয়ে বিশেষণ খই সম্বন্ধীয় (খইয়া খোলা)। □ বিশেষ্য দেখতে খইয়ের মতো (খইয়া গোখুর)। খইয়া খোলা বিশেষ্য যে খোলায় খই ভাজা হয়। খইয়া ধান বিশেষ্য যে ধানে ভালো খই হয়। খইয়া বাঁধনে পড়া, খয়ের বন্ধনে পড়া ক্রিয়া দুই বাহুর মধ্যবর্তী স্থানে ঘরের খাম রেখে যুক্তহাতে খই গ্রহণকারী তাঁতির ন্যায় উভয় সংকটে পড়ে কিংকর্তব্যবিমূঢ় হওয়া; কঠিন পরিস্থিতিতে পড়ে হতবুদ্ধি হওয়া। খই-রঙা বিশেষণ খইয়ের ন্যায় রং বিশিষ্ট; সাদা (খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে-জীবনানন্দ দাস)। {সস্কৃত খদিকা>প্রাকৃত খইআ>খই}
 • Bengali Word খইনি, খৈনি Bengali definition [খোইনি] বিশেষ্য চুন মাখানো শুকনা তামাক পাতা। {হিন্দি খৈনি}
 • Bengali Word খইল, খৈল, খোল Bengali definition [খোইল্‌, খোইল্‌, খোল] বিশেষ্য ১ তিল সরষে প্রভৃতি থেকে তেল বের করার পর যা অবশিষ্ট থাকে; তেলের কাইট (পাথরের ধাপে ক্ষার খৈল রাখিয়া রাণী ডাক দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কানের ভিতরের ময়লাবিশেষ (গরু-মোষের কানের খইল বের করে সে খায়-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত খলি>হিন্দি খলী, বাংলা খইল}
 • Bengali Word খওফ Bengali definition [খওফ্‌] বিশেষ্য ভয়; ডর; ভীতি; আতঙ্ক (মোস্কেল পড়িল এবে দেলে হৈল খওফ-ফকির গরীবুল্লাহ)। {আরবি খারফ }
 • Bengali Word খওয়া, ক্ষওয়া Bengali definition [খওয়া] ক্রিয়া ক্ষয় হওয়া বা পাওয়া; ঘষা মাজা বা ব্যবহারে কমে যাওয়া (লোহা খওয়া)। □ বিশেষণ ক্ষয়প্রাপ্ত। □ বিশেষ্য ক্ষয় প্রাপ্তি। খয়িত, ক্ষয়িতা বিশেষণ। খওয়ানো, ক্ষওয়ানো ক্রিয়া ক্ষয় করা। {সংস্কৃত ক্ষয়>}
 • Bengali Word খক Bengali definition [খক্‌] অব্যয় কাশির শব্দ। খকর খক অব্যয় উপর্যুপরি কাশির শব্দ। খক খক অব্যয় ১ ক্রমাগত কাশির শব্দ। ২ শুষ্ক হাসির আওয়াজ। খক খকানি বিশেষণ কাশির বা শুস্ক হাসির আওয়াজ। খক খকে বিশেষণ খকখক শব্দযুক্ত। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word খগ Bengali definition [খগো] (বিশেষণ) আকাশে গমনকারী; শূন্যে বিচরণকারী। □ বিশেষ্য ১ পাখি (ময়ূর ময়ূরী সারী শুক আদি খগ-ভারতচন্দ্র রায়গুণাকর। ২ বায়ু। ৩ সূর্য; গ্রহ।খগগতি (বিশেষ্য) পাখির আকাশে ওড়ার প্রকারভেদ খগপতি, খগবর, খগমণি, খগ~রাজ, কগেন্দ্র, খগেশ্বর (বিশেষ্য) পক্ষীর রাজা; গরুড় (খগপতি -চঞ্চু জিনি নাসা সুললিত-সৈয়দ আলাওল)। খগস্থান (বিশেষ্য) বৃক্ষ-কোটর; নীড়। {সংস্কৃত খ+√গম্‌+অ(ড}
 • Bengali Word খগান্তক Bengali definition [খগান্‌তক্‌] বিশেষ্য ১ বাজপাখি। ২ ব্যাধ; পাখি-শিকারি (খগান্তক মৃগান্তক দুই ভাই কালান্তক-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {সংস্কৃত খগ+অন্তক}
 • Bengali Word খগাবগা Bengali definition [খগাবগা] বিশেষণ বিশৃঙ্খল; বিশ্রী। □ বিশেষ্য ১ নোংরা্ ২ ফেলাছড়া; বিক্ষিপ্ত (খগাবগা করে খাওয়া)। {সংস্কৃত খগ+(বাংলা) আ=সংস্কৃত বক+(বাংলা) আ}
 • Bengali Word খগী Bengali definition [খোগি] বিশেষ্য পক্ষিণী (অতি ভয়ঙ্কর খগী গয়ালবহুল-দৌলত উজির বাহরাম খান)। খগ (পুংলিঙ্গ)। {সংস্কৃত খগ+ঈ(ঙীপ্‌)}।
 • Bengali Word খগুণ Bengali definition [খগুন] বিশেষ্য (গণিত) বীজগণিতের শূন্য যে রাশির গুণক। {সংস্কৃত খ+গুণ; ৬ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word খগোল Bengali definition [খগোল্‌] বিশেষ্য আকাশমন্ডল। ২ গ্রহ-নক্ষত্রাদির প্রতিরূপক কৃত্রিম গোলক; the celestial sphere। খগোলবিদ্যা বিশেষ্য যে বিদ্যা শিক্ষা করলে আকাশস্থ গ্রহনক্ষত্রাদি সন্বন্ধে জ্ঞান জন্মে; জ্যোতিবিজ্ঞান; astronomy। {সংস্কৃত খ+গোল; ৬ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word খঙ্গ ১ Bengali definition [খঙ্‌গো] (প্রাচীন বাংলা) বিশেষ্য ক্রোধ; রোষ (নাগর কাহ্নাঞি পথে বিরোধে কি করিব তোর খঙ্গে -বড়ু চণ্ডীদাস)। খঙ্গাইবে (প্রাচীন বাংলা) তিরস্কার করবে। {খঙ্‌>}
 • Bengali Word খঙ্গ ২ Bengali definition খংগ
 • Bengali Word খচ, খচ্‌ Bengali definition [খচ্‌] অব্যয় খট শব্দের কোমল রূপ; এক চোটে কাটার বা অনুভূতিবাচক শব্দ। খচখচ অব্যয় ১ অনবরত কাটার বা বেঁধার কল্পিত শব্দ। ২ কোমল স্থানে বিদ্ধ কন্টকের স্পর্শ থেকে অনুভূতিব্যঞ্জক শব্দ। ৩ আক্ষেপজনিত ক্লেশের অনুভূতিব্যঞ্জক শব্দ (টাকাগুলো খরচ করে মনটা খচখচ করছে)। □ বিশেষ্য এক গন্ডগোল; গোলমাল। ২ কচাল; বাদবিতন্ডা (গাড়োয়ানের সঙ্গে ভাড়া নিয়ে খচখচ)। খচ খচানো ক্রিয়া। খচখচি বিশেষ্য ১ কচকচি; বাদানুবাদ; তর্কবিতর্ক; কলহ। ২ মনের অশান্তি বা দ্বিধার ভাব। খচখচে বিশেষণ বড়ো দানাযুক্ত (খচখচে বালি)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word খচর Bengali definition খেচর
 • Bengali Word খচাখচ Bengali definition [খচাখচ্‌] (ক্রিয়াবিশেষণ) কচ খচ করে অতি দ্রুতভাবে (খচাখচ কাটা)। খচাখচি (বিশেষ্য) তর্কাতর্কি; মতবিরোধজনিত বাদানুবাদ; বিবাদ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word খচারী Bengali definition (-রিন্‌) [খচারি] (বিশেষণ) আকাশে বিচরণকারী পক্ষী প্রভৃতি। খচারিণী (স্ত্রীলিঙ্গ) রাক্ষসী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+ √চর্‌+ইন্‌(ণিনি)}
 • Bengali Word খচিত Bengali definition [খোচিত] (বিশেষণ) ১ জড়িত (রতনে খচিত চামর-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বিন্যস্ত; মধ্যে মধ্যে স্থাপিত। ৩ অলঙ্কৃত; ভূষিত; পরিশোভিত। ৪ গ্রথিত। ৫ পরিব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খচ্‌+ত(ক্ত)}
 • Bengali Word খচ্চর Bengali definition [খচ্‌চোর্‌] (বিশেষ্য) ১ ঘোড়া ও গর্দভের সম্মিলনে উৎপন্ন পশু; অশ্বতর। ২ জারজ পুত্র। ৩ গালিবিশেষ। □ (বিশেষণ) দুষ্ট; বদমায়েশ। তিলেখচ্চর (বিশেষ্য) ১ তিলের ন্যায় দাগযুক্ত খচ্চর। ২ দাগি বদমাশ লোক; খুব পাজি লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচর>}
 • Bengali Word খজ, খজা, খজাক Bengali definition [খজ, খজা, খজাক্‌] (বিশেষ্য) হাতা; তাড়ু। □ (ক্রিয়া) মন্থন করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খজ্‌>}
 • Bengali Word খজল ১ Bengali definition [খজল্‌] (বিশেষ্য) ১ শিশির। ২ বৃষ্টির পানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+জল; ৬(তৎপুরুষ সমাস)}
 • Bengali Word খজ্যোতি Bengali definition [খজোতি] (বিশেষ্য) জোনাকি পোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+জ্যোতিঃ; ৬(তৎপুরুষ সমাস)}