Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word কপাল Bengali definition [কপাল্‌] (বিশেষ্য) ১ ললাটদেশ। ২ করোটি; মাথার খুলি (নর-কপাল)। ৩ ভাগ্য; অদৃষ্ট; বিধিলিপি; ললাটলিখন (কপাল যদি আমার ফিরে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ দুরদৃষ্ট; দুর্ভাগ্য (হা-অদৃষ্ট, হায়রে আমার কপাল-যতীন্দ্রনাথ সেনগুপ্ত)। ৫ কলসের খাপরা; খোলা; কর্পর। ৬ ভিক্ষাপাত্র; টুকনি। কপালক্রমে (ক্রিয়া-বিশেষ্য) ভাগ্যক্রমে; ভাগ্যবশত; অদৃষ্টের আনুকূল্যবশত; সৌভাগ্যগুণে। কপালগুণে (ক্রিয়াবিশেষণ) ১ সৌভাগ্যবশত; ভাগ্যের জোরে। ২ দুর্ভাগ্যবশত; ভাগ্যের দোষে। কপাল চাপড়ানো (ক্রিয়া) ১ শোকবশত শিরে করাঘাত করা; ভাগ্যকে দোষারোপ করে দুঃখ প্রকাশ করা। ২ হায় হায় করা; আফসোস করা। কপাল জোর (বিশেষ্য) অদৃষ্ট বল; প্রবল সৌভাগ্য (কপাল জোরে এ যাত্রা রক্ষে পেলে)। কপাল ঠোকা (ক্রিয়া) ১ হিন্দু প্রথায় প্রণাম করা। ২ মাথা খোঁড়া। ৩ কপাল ঠুকে কাজ আরম্ভ করা; ভাগ্য সম্বন্ধে বৃথা চিন্তা না করে মরিয়া হয়ে কাজে নামা। কপাল পোড়া (বিশেষণ) হতভাগ্য; দুর্ভাগ্য। □ (ক্রিয়া) সৌভাগ্য নষ্ট হওয়া; দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা। কপাল ফেরা (ক্রিয়া ) ভাগ্যের পরিবর্তন হওয়া; সৌভাগ্যের উদয় হওয়া; অবস্থার উন্নতি হওয়া। কপাল ভাঙা (ক্রিয়া) সৌভাগ্য নষ্ট হওয়া; অবস্থার অবনতি হওয়া; দুর্গতি হওয়া। □ (বিশেষণ) মন্দ অদৃষ্ট; ভাগ্যহত। কপাল মালা (বিশেষ্য) মুণ্ডমালা; নরমুণ্ডের মালা। কপালের খোঁচা, কপালের গেরো, কপালের ফের (বিশেষ্য) দুরদৃষ্ট; মন্দভাগ্য; ভাগ্যদোষ। কপালের লেখা (বিশেষ্য ) বিধিলিপি; ভাগ্যলিপি; ভবিতব্য; অদৃষ্টের লিখন। উঁচু কপাল (বিশেষণ) সৌভাগ্যবান; উন্নত ভাগ্য। ছাই কপাল, ছাই কপালে (বিশেষণ) মন্দ অদৃষ্ট; মন্দভাগ্য; ছাই-চাপা কপাল; পাথর-চাপা কপাল। □ (বিশেষ্য) যার ভাগ্য বরাবর অপ্রসন্ন; যার ভাগ্যে কখনও সুদিন উদয় হয় না; অদৃষ্ট যার প্রতি চিরদিন বিমুখ। পোড় কপাল (বিশেষ্য) ১ মন্দ ভাগ্য; দুর্ভাগ্য। ২ আক্ষেপসূচক উক্তি (ও আমার পোড় কপাল!)। ফাটা কপাল, ভাঙা কপাল (বিশেষ্য) নষ্ট ভাগ্য; খণ্ডিত অদৃষ্ট খণ্ডিত অদৃষ্ট। ফাটা বা ভাঙা কপাল জোড়া লাগা (ক্রিয়া) সৌভাগ্যের পুনরাবির্ভাব হওয়া; নষ্ট ভাগ্য সৌভাগ্যরূপে পরিবর্তিত হওয়া; ভাগ্য চক্রের আবর্তনে সুদিনের পুনরাগমন হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পা+ণিচ্‌+অ(অণ্‌); প্রাকৃতকআল}
 • Bengali Word কপালি Bengali definition [কপালি] (বিশেষ্য) ১ চৌকাঠের মাথার কাঠ; দ্বারের শীর্ষভাগের কাষ্ঠময় অংশ বিশেষ (গেটের কপালিতে নীলরঙা বিলাতী মাটিতে চাঁদ-তারা-আঁকা-আবুল মনসুর আহমদ)। ২ খেজুর গাছের শীর্ষে যে অংশ থেকে রস সংগৃহীত হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ বাংলা ই}
 • Bengali Word কপালী ১ Bengali definition [কপালি] (বিশেষ্য) শিব; মহাদেব। কপালিনী (স্ত্রীলিঙ্গ) কালীদেবী; বাংলায় এর অর্থ-ভাগ্যবতী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইন্‌}
 • Bengali Word কপালী ২ Bengali definition [কপালি] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায় বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইন্‌}
 • Bengali Word কপালী ৩ Bengali definition [কপালি] (বিশেষণ) ভাগ্যবান; শুভ অদৃষ্ট সম্পন্ন। কপালিনী (স্ত্রীলিঙ্গ)। আঁটকপালী, উঁচুকপালী, খণ্ড কপালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মন্দভাগ্য নারী; দুরদুষ্ট সম্পন্ন হতভাগিনী নারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইন্‌}
 • Bengali Word কপালে , কপালিয়া Bengali definition [কপালে, কপালিয়া] (বিশেষ্য) ভাগ্যবান; ভাগ্যবস্তু; সৌভাগ্য সম্পন্ন (কপালে পুরুষ)। আঁটকপালে (বিশেষণ) মন্দভাগ্য; ভাগ্যে নানা প্রকার দুঃখ আছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+বাংলাইয়া=কপালিয়া>কপাল্যা>কপালে}
 • Bengali Word কপাৎ Bengali definition [কপাত্‌] (অব্যয়) কপ করে মুখে পোরার সঙ্গে সঙ্গে গিলে ফেলার শব্দ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word কপি ২ Bengali definition [কোপি] (বিশেষ্য) বানর; মকট। কপিধ্বজ (বিশেষ্য) যার ধ্বজায় কপি চিহ্নিত আছে; অর্জুন। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌প্‌+ই; ‍গ্রি. kebos}
 • Bengali Word কপি ২ , কোপি Bengali definition [কোপি] (বিশেষ্য) সবজি বিশেষ; ফুলকপি; বাঁধাকপি; ওলকপি প্রভৃতি। {(পর্তুগিজ) Couve}
 • Bengali Word কপি ৩ , কোপি Bengali definition [কোপি] (বিশেষ্য) ১ প্রতিলিপি; হুবহু অনুলিপি;নকল। ২ মুদ্রনের জন্য প্রস্তুত রচনা সামগ্রী। কপিবুক (বিশেষ্য) হস্তলিপি শিক্ষার আদর্শ বই; খাতা। {( ইংরেজি) copy}
 • Bengali Word কপিকল Bengali definition [কপিকল্‌] (বিশেষ্য) ১ ভারী ওজনের বস্তু উত্তোলনের যন্ত্র বিশেষ। ২ যন্ত্রচক্র; pullry । {(হিন্দী) কপি+ কল(<(তৎসম বা সংস্কৃত শব্দ) কলা)}
 • Bengali Word কপিঞ্জল Bengali definition [কোপিন্‌জল্‌] (বিশেষ্য) পক্ষীবিশেষ; তিতির পাখি; চাতক পাখি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পিন্‌জ্‌+অল(অলচ্‌)}
 • Bengali Word কপিত্থ Bengali definition [কোপিত্‌থো] (বিশেষ্য) ১ কৎবেল; অম্লস্বাদ যু্ক্ত একপ্রকার ফল। ২ কৎবেল গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপি+√স্থা+অ}
 • Bengali Word কপিনাশ , কপিলাস Bengali definition [কোপিনাশ্‌, কোপিলাশ্‌] (বিশেষ্য) বাদ্যযন্ত্রবিশেষ; কপির নাসার আকৃতি বিশিষ্ট বাদ্যযন্ত্র (বীণা বাঁশী তম্বুরা রবাব কপিনাশ। বাজাইয়া সপ্তস্বরা স্বরের প্রকাশ-ভারতচন্দ্র রায় গুণাকর; তখন কপিগণ দল বেঁধে চল্লেন সমুদ্র তীরে কপিনাস বাদ্য বাজিয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপিনাস=কপিনাসাকৃতি(?) বাদ্যযন্ত্র, কপিলাস শব্দে ন=ল (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word কপিল , কবিল Bengali definition [কোপিল্‌, কোপিল্‌] (বিশেষ্য) ১ পিঙ্গল বর্ণ (প্রতিবেশীর কপিল বর্ণের বাছুরটা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মুনি বিশেষ; সাংখ্যদর্শন প্রণেতা মুনি। □ (বিশেষণ) পিঙ্গল বর্ণযু্ক্ত। কপিলা, কবিলা (বিশেষ্য) ((স্ত্রীলিঙ্গ)) ১ পিঙ্গল বর্ণের গাভী (গোষ্ঠে যাহার দুধের বন্যা কামধেনু কপিলার-শাহাদাত হোসেন)। ২ বকনা গরু; বাছুর; কইলা। ৩ কামধেনু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কপি+ল(লচ্‌)}
 • Bengali Word কপিশ Bengali definition [কোপিশ্‌] (বিশেষ্য) রং বিশেষ; পাঁশুটে রং; মেটে রং। □ (বিশেষণ) মেটে রংযুক্ত; পাঁশুটে; পাংশু (যুগ-নিষাদের কপিশ নয়ান হানবে সেখানে দৃষ্টি-বাণ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপি+শ}
 • Bengali Word কপোত Bengali definition [কপোত্‌] (বিশেষ্য) কবুতর; পায়রা। কপোতী, কপোতিনী (স্ত্রীলিঙ্গ)(কপোত কপোতী যথা উচ্চ বৃক্ষচূড়ে-মাইকেল মধুসূদন দত্ত; আর কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম-(কাজী নজরুল ইসলাম))। কপোত পালিকা (বিশেষ্য) পায়রার খোপ। কপোত বৃত্তি (বিশেষ্য) সংগ্রহ ফুরাবার মতো আয় যে বৃত্তিতে; দিন আনে দিন খাওয়ার জীবিকা। □ (বিশেষণ) কপোতের ন্যায় সামান্য আয়জীবী; কপোতের ন্যায় সঞ্চয়হীন তুচ্ছ জীবিকাধারী। কপোত -মিথুন (বিশেষ্য) কপোত দম্পতি; কপোত-কপোতী; একজোড়া পায়রা (একটি পাষাণ খণ্ডের উপর কপোত-মিথুন কোথা হইতে ‍উড়িয়া আসিয়া উপবেশন করিল-ইসমাইল হোসেন শিরাজী)। কপোতারি (বিশেষ্য) সাঁচান; বাজপাখি; শ্যেনপক্ষী; কপোত বা পক্ষী জাতির শত্রু; শিকারি পাখি। কপোতেশ্বর (বিশেষ্য) মহাদেব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+পোত; (তৎসম বা সংস্কৃত শব্দ) √কর+ ত(ক্ত); (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word কপোতাক্ষ Bengali definition [কপোতাক্‌খো] (বিশেষ্য) যশোর জেলার নদ বিশেষ-এই নদের তীরবর্তী সাগরদাঁড়ি গ্রাম মহকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি। {কোল. কব+দাক; সংস্কৃতায়িত রূপ-কপোতাক্ষ অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কপোত+অক্ষি(<√অক্ষ্‌); (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word কপোল Bengali definition [কপোল্‌] (বিশেষ্য) গণ্ড; গাল (আর তারই একরতি স্মৃতি তার পাণ্ডুর কপোলে পূত ম্লানিমার ঈষৎ আঁচড় কেটে রেখেছে-(কাজী নজরুল ইসলাম))। কপোল-কল্পনা (বিশেষ্য) উদ্ভট অবাস্তব কল্পনা; কাল্পনিক রচনা বা কাহিনী; বানানো গল্প; গালগল্প। কপোল কল্পিত (বিশেষণ) মনগড়া; অবাস্তব; ভিত্তিহীন। {স.√কন্‌প্‌+ওল(ওলচ্‌)> (ন্‌ লোপে) কপোল}
 • Bengali Word কপ্নি Bengali definition কপনি
 • Bengali Word কফ ১ Bengali definition [কফ্‌] (বিশেষ্য) শ্লেষ্মা; গয়ের; আয়ূবের্দ চিকিৎসাশাস্র মতে শরীরের বায়ু পিত্ত কফ এই তিন ধাতুর অন্যতম। কফওঠা (ক্রিয়া) বুকে জমে থাকা কফ বের হওয়া। কফঘ্ন (বিশেষ্য) শ্লেষ্মানাশক।কফতোলা (ক্রিয়া) কেশে কফ বের করা; গলা খাঁকার দিয়ে গয়ের বের করা। কফ বর্ধক (বিশেষণ) যাতে শ্লেষ্মা বৃদ্ধি ঘটে এমন। কফ বসা (ক্রিয়া) বুকে কফ জমে যাওয়া। কফ সরা (ক্রিয়া) বুকের জমা কফ নিঃসৃত হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√ফণ্‌+অ(ড)}
 • Bengali Word কফ ২ , কাপ Bengali definition [কফ্‌, কাপ্‌] (বিশেষ্য) ১ জামার হাতার প্রান্তভাগ; আস্তিনের মুখের পটি দেওয়া অংশ(তার নিদর্শন স্বরূপ আমর কামিজের প্লেট ও কাফ এবং বুট জুতা ধারণ করি-প্রথম চৌধুরী)। ২ হাতের তালু; পাঞ্জা; কব্জি পর্যন্ত হাত। {(আরবি) কফ্‌ ; (ইংরেজি) cuff}
 • Bengali Word কফণি, কফোণি, কফোণী Bengali definition [কফোনি] (বিশেষ্য) কনুই; elbow। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√ফণ্‌+ই(ইন্‌)}
 • Bengali Word কফি, কাফি Bengali definition [কফি, কাফি] (বিশেষ্য) ১ একজাতীয় গাছ ও বীজ। ২ কফি বীজের চূর্ণ। ৩ কফি বীজের চূর্ণ দ্বারা প্রস্তুত পানীয় বিশেষ। {(ইংরেজি) coffee}
 • Bengali Word কফিন Bengali definition [কোফিন্‌] (বিশেষ্য) শবাধার (কোন খানি কফিনের মত নিঃশব্দ-কোনখানিতে কান্নার শব্দ-কোথাও নেসার গোঁ গোঁ ধ্বনি-কালীপসন্ন সিংহ)। কফিন চোর (বিশেষ্য) শবাচ্ছাদন বস্র হরণকারী (কফিনচোর মরা লোকের কাপড় চুরি কত্তো মাত্র-কালীপসন্ন সিংহ)। {(আরবি) কফন ; (ইংরেজি) coffin}
 • Bengali Word কফোণি, কফোণী Bengali definition কফণি
 • Bengali Word কবচ ১ Bengali definition [কবোচ্‌] (বিশেষ্য) ১ আবরণ; বর্ম; আরক্ষক (আমার ত তেমনি একটি বিধিদত্ত সহজ কবচ ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাদুলি; তাবিজ (বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। কবচপত্র (বিশেষ্য) ১ যে পত্রে বা কাগজে মাদুলি ইত্যাদির মন্ত্র লেখা হয়। ২ অধিকারপত্র; খত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কু+অচ্‌}
 • Bengali Word কবচ ২ Bengali definition [কবোচ্‌] (বিশেষ্য) খাজনার রশিদ; দাখিলা। {(আরবি) কবদ }
 • Bengali Word কবজ ১ , কব্জ Bengali definition [কবোজ্‌, কব্‌জো] (বিশেষ্য) গ্রহণ; অধিকার; কবলিত করণ (বেছে বেছে ঐ ‘সঙ্গদিল’-দের কব্‌জ্‌ করেনি জান-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষণ) অধিকৃত; হস্তগত; আয়ত্ত (কত কেল্লা কবজ করিল কত ঠাঁই-সৈয়দ হামজা; রামচন্দ্র বাকলাওয়ালা ভুঁইয়া তাহার রাজ্য কবজ করিল-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) কবদ}
 • Bengali Word কবজ ২ Bengali definition [কবোজ্‌] (বিশেষ্য) ১ কবচ; বর্ম (না মারুক জার অঙ্গ কবজ বর্জিত-সৈয়দ আলাওল)। ২ কবচ; তাবিজ; মাদুলি; (কবজ করিয়া পত্র গলেতে বাঁধিল-দৌলত উজির বাহরাম খান)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কবচ (=বর্ম)> কবজ}