Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উদ্‌ঘুট্টি Bengali definition [উদ্‌ঘুট্‌টি] (বিশেষণ) বিদ্‌ঘুটে; খাপছাড়া; উদ্ভট (তুমি যত উদ্‌ঘুট্টি কাণ্ড ছাড়া তো এক দণ্ড থাকো না বাপু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) {(তৎসম বা সংস্কৃত) উদ্ভট্টী>}
  • Bengali Word উদ্‌বমন Bengali definition [উদ্‌বমন্] (বিশেষ্য) উদ্‌গিরণ; বমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+বমন}
  • Bengali Word উদয় Bengali definition [উদয়্] (বিশেষ্য) ১ আবির্ভাব; উত্থান (চন্দ্রোদয়)। ২ উৎপত্তি (ভাগ্যোদয়)। ৩ উদ্রেক; সঞ্চার (ক্রোধের উদয়)। ৪ উৎকর্ষ; বৃদ্ধি; উন্নতি। ৫ ফলসিদ্ধি; লাভ। উদয়কাল (বিশেষ্য) ১ সূর্যোদয়ের কাল। ২ আবির্ভাবকাল। উদয়গিরি, উদায়াচল (বিশেষ্য) ১ সূর্যের উদয়স্থান; পূর্বদিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয় (উদয়গিরি হতে উচ্চে কহ মোরে তিমির লয় হল দীপ্তি সাগরে-রবীন্দ্রনাথ ঠাকুর; ওই কারা বসে আছে দূরে কল্পনা উদয়াচলপুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উড়িষ্যার পর্বতবিশেষ। উদীয়মান (বিশেষণ) উদিত হচ্ছে এমন। উদয়াস্ত (বিশেষ্য) ১ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; সারাদিন (উদয়াস্ত খাটুনিটা দেখলি তো?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ উদয় ও অস্ত। □ (ক্রিয়াবিশেষণ) দিনভর; সারাক্ষণ (উদয়াস্ত খাটা)। উদয়োন্মুখ (বিশেষণ) উদিত হওয়ার উপক্রম করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √ই+অ(অচ্)}
  • Bengali Word উধাও Bengali definition [উধাও] (বিশেষণ) ১ অদৃশ্য; নিরুদ্দেশ (উধাও কামনাসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃষ্টি বহির্ভূত। □ (বিশেষ্য) ঊর্ধ্বে ধাবন। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধার>(প্রাকৃত) উদ্‌ধাঅ>উধাও; (তৎসম বা সংস্কৃত) উদ্‌+ ধাবন>}
  • Bengali Word উধার Bengali definition [উধার্‌] (বিশেষ্য) ১ ধার; কর্জ; ঋণ। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধার>উধার>ধার}
  • Bengali Word উধারল ( ব্রজবুলি ) Bengali definition [উধারল] (ক্রিয়া) উদ্ধার করল (উধারল সিরসিজা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+√হৃ}
  • Bengali Word উধারা ((ব্রজবুলি), ম(বাংলা)) Bengali definition [উধারা] (ক্রিয়া) উদ্ধার করা। {( তৎসম বা সংস্কৃত) উদ্‌+√ধৃ+অ(ঘঞ্) + আ}
  • Bengali Word উধো Bengali definition উদো
  • Bengali Word উন Bengali definition ঊন
  • Bengali Word উনআশি Bengali definition ঊনআশি
  • Bengali Word উনচল্লিশ Bengali definition ঊনচল্লিশ
  • Bengali Word উনত্রিশ Bengali definition ঊনত্রিশ
  • Bengali Word উনন Bengali definition উনান
  • Bengali Word উননব্বই Bengali definition ঊননব্বই
  • Bengali Word উনপঞ্চাশ Bengali definition ঊনপঞ্চাশ
  • Bengali Word উনপাঁজুরে , উনপাঁজুরি Bengali definition [উনপাঁজুরে, উন্‌পাঁজুরি] (বিশেষণ) ১ কমবখ্‌ত (পাড়াগেঁয়ে হলেই যে এমন উনপাঁজুরে হবে, এমন কোন কথা নাই-প্যারি)। ২ দুর্বল; অক্ষম। ৩ হতভাগ্য। {(তৎসম বা সংস্কৃত) উন+পঞ্জর>উন+পঞ্জর্‌+ইয়া> (বাংলা ) উন+ পঞ্জরিয়া> উনপাঁজইর‌্যা> উনপাঁজুরে}
  • Bengali Word উনমত ((ব্রজবুলি), ম(বাংলা)) Bengali definition [উনমত] (বিশেষণ) উন্মত্ত; (উনমত কান- বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উন্মত্ত}
  • Bengali Word উনমাতই ( ব্রজবুলি ) Bengali definition [উনমাতই] (অসমাপিকা ক্রিয়া) উন্মত্ত করে (চিত উনমাতই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উন্মত্ত>}
  • Bengali Word উনষাট Bengali definition ঊনষাট
  • Bengali Word উনসত্তর Bengali definition ঊনসত্তর
  • Bengali Word উনা Bengali definition উন
  • Bengali Word উনান , উনন , উনুন Bengali definition [উনান্‌, উনন্‌, উনুন্‌] (বিশেষ্য) চুল্লি; চুলা; আখা। {(তৎসম বা সংস্কৃত ) উষ্ণ>(প্রাকৃত) উহ্ন, (পালি) উন্‌হ>(বাংলা) উনহান>উনআন>উনান; (তৎসম বা সংস্কৃত) উদ্‌ধ্মান>(পালি) উদ্ধান>অপভ্র. উধান>উনান}
  • Bengali Word উনি Bengali definition [উনি] সর্ব ঐ ব্যক্তি; সন্মুখস্থ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) অমূনি>অউনি>}
  • Bengali Word উনিশ , উনিশ Bengali definition [উনিশ্‌] (বিশেষ্য) ১ ১৯ সংখ্যা; উনবিংশ। ২ ১৯ সংখ্যক। উনিশ বিশ (বিশেষ্য) সামান্য পার্থক্য; তুচ্ছ প্রভেদ (উনবিংশ শতাব্দী ও শতাব্দীতে যে বিশেষ কোন প্রভেদ আছে তা নয়, যদি থাকে তা সে উনিশ-বিশ-প্রথম চৌধুরী)। উনিশে(বিশেষ্য), (বিশেষণ) মাসের উনিশ তারিখ। {(তৎসম বা সংস্কৃত) উনবিংশতি>(প্রাকৃত) এউণবিংশা>}
  • Bengali Word উনুন Bengali definition উনান
  • Bengali Word উনো Bengali definition উন
  • Bengali Word উন্নত Bengali definition [উন্‌নতো] (বিশেষণ) ১ মহৎ. উদার (উন্নতমনা)। ২ উঁচু; উচ্চ; তুঙ্গ (উন্নতশীর্ষ)। ৩ শ্রীবৃদ্ধিসম্পন্ন; সমৃদ্ধ (উন্নত দেশ)। ৪ মার্জিত; সভ্য (উন্নত রুচি)। ৫ গৌরবান্বিত; উচ্চ অবস্থাবিশিষ্ট। ৬ ভাগ্যবান। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √নম্+ত(ক্ত)}
  • Bengali Word উন্নতি Bengali definition [উন্‌নোতি] (বিশেষ্য) ১ অগ্রগতি। ২ শ্রীবৃদ্ধি। ৩ উচ্চ বা সমৃদ্ধ অবস্থা; সৌভাগ্য। ৪ উচ্চতা। ৫ অভ্যূদয়। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √নম্‌+তি(ক্তি)}
  • Bengali Word উন্নদ্ধ Bengali definition [উন্‌নদ্‌ধো] (বিশেষণ) ১ উর্ধ্বে বদ্ধ; উর্ধ্বে গ্রথিত; উঁচু করে বাঁধা। ২ স্ফীত্ ৩ উদ্যত; উন্নত (উন্নদ্ধ ফণা)। {( তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √নহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word উন্নমন Bengali definition [উন্‌নমন্‌] (বিশেষ্য) ১ উন্নয়ন; উত্তোলন। ২ উত্থাপন। ৩ উন্নতি। ৪ সম্যকভাবে নত হওয়া। উন্নমিত (বিশেষণ) উন্নমন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √নম্‌+ণিচ্+অন(ল্যুট্)}