Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -উ Bengali definition বাংলা তদ্ধিত প্রত্যয় হিসাবে এর ব্যবহার লক্ষণীয় : (১) বিশেষণার্থে-চাল+উ=চালু, ঢাল+উ=ঢালু। (২) স্বার্থে-উঁচ+উ=উঁচু, উনু (উনু ভাতে দুনু বল)। (৩) আদরার্থে-লালু, দাদু, আব্বু, মামু, খালু, ঝড়ু, কালু, ফজলু।
  • Bengali Word Bengali definition বাংলা স্বরবর্ণমালার পঞ্চম বর্ণ। এটি হ্রস্বস্বর; এর উচ্চারণ-স্থান ওষ্ঠ। এটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে হ্রস্ব উ-কার ( y) রূপ প্রাপ্ত হয়; যথা-ক+উ=কু; ঙ+উ=ঙু ইত্যাদি।
  • Bengali Word উঁ Bengali definition [উঁ] (অব্যয়) ১ অ্যাঁ শব্দের সংক্ষিপ্ত রূপ; সাড়া দেওয়ার জন্য ব্যবহৃত শব্দ। ২ আক্রোশসূচক ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word উঁআঁ Bengali definition [উঁয়াঁ] (ক্রিয়াবিশেষণ) ১ উচ্চবাচ্য; সাড়াশব্দ; যন্ত্রণা প্রকাশক শব্দ। ২ শিশুর ক্রন্দন ধ্বনি। (ধ্বন্যাত্মক}
  • Bengali Word উঁকি ১ Bengali definition [উঁকি] (বিশেষ্য) আড়াল থেকে দেখা; গোপনে দর্শন। উঁকিঝুঁকি (বিশেষ্য) আড়াল থেকে ক্রমাগত এদিকে সেদিকে ‍দৃষ্টিপাত। উঁকি দেওয়া, উঁকি মারা (ক্রিয়াবিশেষণ) গোপনে দেখা; লুকিয়ে দেখা। {(তৎসম বা সংস্কৃত) উদক্ষি (উৎ + অক্ষি)>উঅক্‌খি>উঅঁখি>উখি>উঁকি, উকি]
  • Bengali Word উঁচকপালি , উটকপালি Bengali definition [উচ্‌কপালি, উট্‌কটালি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ উঁচু ললাটের দরুন কুশ্রী (লোকে আমায় দেখলে বোধ হয় আমার ‘উঁচকপালী ‘চিরুনদাঁতী’ কথা প্রকাশ হয়ে পড়বে-কাজী নজরুল ইসলাম; উটকপালী ঘুঁটে চোরের মা -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অলক্ষণা। উঁচকপালে, উচকপালে, উটকপাল, উচাকপাল (বিশেষণ) ১ উজ্জ্বল ললাটবিশিষ্ট। ২ সৌভাগ্য-শালী। উটকপাল ⇒ উঁচকপাল। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+কপাল+( বাংলা) ই,>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উঁচল Bengali definition [উঁচল্] (বিশেষ্য) তৃণাদি মেড়ে শস্য কুড়ানো; ঝাড়ন; চালন। {(তৎসম বা সংস্কৃত ) উঞ্ছন>উঁচন>উঁচল}
  • Bengali Word উঁচলানো , ওঁচলানো Bengali definition [উঁচ্‌লানো, ওঁচ্‌লানো] (ক্রিয়া) ঝাড়া; চাল কলাই প্রভৃতি তুষ ও কাঁকর থেকে পৃথক করা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√চালি=উচ্চলি>(বাংলা) উচঁল+আনো,>}
  • Bengali Word উঁচা , উঁচু , উচা , উচু Bengali definition [উঁচা, উঁচু, উচা, উচু] (বিশেষণ) ১ উচ্চ (উচা উচা পাবত-চর্যপদ)। ২ উন্নত; উদার (উঁচু মন)। ৩ কর্কশ; রূঢ় (উঁচু কথা)। ৪ উৎকৃষ্ট (উঁচু দরের মালমসলা)। উঁচানো, উচানো, ওঁচানো (ক্রিয়া) উত্তোলন করা; উঁচু করা। □ (বিশেষ্য) উত্তোলন (লাঠি উঁচানো)। □ (বিশেষণ) ঊর্ধ্বমুখী; উত্তোলিত (ওঁচা প্রোফেসর তার ওঁচানো গোঁফ ফুলিয়ে তাকায় একবার-অসে)। উঁচানিচা, উঁচুনিচু, উঁচুনিচু (বিশেষণ) অসমান; এবড়ো থেবড়ো; এবড়োথেবড়ো; বন্ধুর। উঁচাকথা (বিশেষ্য) রূঢ় কথা; স্পর্ধাপূর্ণ কথা। উঁচা গলা (বিশেষ্য) উচ্চস্বর; মুক্তকণ্ঠ (উঁচুগলায় তার গুণগান করবার ভিতর কোন বিপদ নেই-প্রথম চৌধুরী)। উঁচাদরের (বিশেষণ) উন্নত শ্রেণির। উঁচা-নজর (বিশেষণ) উন্নত দৃষ্টিসম্পন্ন; বড়ো নজর যার এমন; উদার দৃষ্টিভঙ্গি বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ>(বাংলা) উচা>উঁচা, উঁচু}
  • Bengali Word উঁচানো Bengali definition [উঁচানো] (ক্রিয়া) উঠানো; উত্তোলন করা। উঁচিয়ে ওঠা (ক্রিয়া) হীন অবস্থা থেকে উন্নত হয়ে ওঠা (লোকটা দুদিনেই খুব উঁচিয়ে উঠেছে)। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ>উঁচু+ আনো}
  • Bengali Word উঁচোট, উচোট, উচট Bengali definition [উঁচোট্, উঁচোট্‌, উচট্] (বিশেষ্য) ১ ঠোকর; চলার পথে পদাঙ্গুলিতে আকস্মিক আঘাতপ্রাপ্তি; হোঁচট (পা বাড়াতে না বাড়াতে উচট খাই-সুধূন্দ্রনাথ দত্ত)। ২ আকস্মিক বাধাপ্রাপ্তিজনিত চমক (ট্র্যাফিক থমকে দাঁড়ায়, উঁচোট খায়-বিষ্ণু দে)। উচট ⇒ উঁচোট। {(তৎসম বা সংস্কৃত) ‘উচ্চাট>(বাংলা) উঁচাট> উঁচোট>উচট, হোঁচট}
  • Bengali Word উঁহু Bengali definition [উঁহুঁ] (অব্যয়) অসম্মতিজ্ঞাপক ধ্বনি; না।
  • Bengali Word উঃ Bengali definition [উহ্] (অব্যয়) বিস্ময় ক্রোধ দয়া দুঃখ প্রভৃতির অভিব্যক্তিসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word উই Bengali definition [উই] (বিশেষ্য) সাদা রঙের পিপীলিকা জাতীয় কীটবিশেষ; বল্মীক। উইচারা, উইঢিপি, উিইঢিবি (বিশেষ্য) উইপোকা কর্তৃক নির্মিত মাটির স্তূপ; বল্মীক; উইপোকার বাসা। উই ধরা, উইয়ে ধরা, উইলাগা (ক্রিয়া) উইপোকা দ্বারা আক্রান্ত হওয়া। □ (বিশেষণ) ১ উইপোকা দ্বারা ভুক্ত; উইয়ে খাওয়া্ ২ উই ধরেছে এমন। উইরাজ, উলিরাজ (বিশেষ্য) উইকীটের শত্রু লাল পিপীলিকার মতো কীটবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উপদীকা> উঅঈআ>উইআ> উই}
  • Bengali Word উইল Bengali definition [উইল্] (বিশেষ্য) ১ শেষ ইচ্ছাপত্র; মৃত্যুর পরে সম্পত্তি বন্টন বিষয়ে মালিকের ইচ্ছানুসারে প্রস্তু ব্যবস্থাপত্র। ২ যে দানপত্র দাতার মৃত্যুর পরে বলবৎ হয়। {(ইংরেজি) will}
  • Bengali Word উইলো Bengali definition [উইলো] (বিশেষ্য) উইলো গাছ বা গুল্ম। {(ইংরেজি) willow}
  • Bengali Word উক ২, উকা Bengali definition [উক্, উকা] (বিশেষ্য) ১ অগ্নির কণা। ২ অগ্নি। ৩ মশাল। {(তৎসম বা সংস্কৃত) উল্কা>উক্কা>(পালি) ঊকা>উকা>উক}
  • Bengali Word উকা Bengali definition [উকা] (বিশেষ্য) ‘উকা’ নামক মাছ ধরার বাঁশ বা বেত নির্মিত ফাঁদ; ঘূর্ণি; শির্কি। {উখা>}
  • Bengali Word উকার Bengali definition [উকার্] (বিশেষ্য) ১ ‘উ’ বর্ণ। ২ ব্যঞ্জনবর্ণের সঙ্গে উ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘ y’ চিহ্ন। উকারাদি (বিশেষণ) আদিতে ‘উ’ বর্ণবিশিষ্ট (উপকার)। উকারান্ত (বিশেষণ) মধ্যে বা অন্তে ‘উ’ বর্ণ বিশিষ্ট (জাদু, পিউ)। {(তৎসম বা সংস্কৃত) উ+কার}
  • Bengali Word উকি, উক্কি Bengali definition [উকি, উক্‌কি] (বিশেষ্য) ১ উদ্‌গার; হিক্কা; হেঁচকি। ২ বমি বমি ভাব (পাশ থেকে ওলাউঠো রুগীর বমির ভূমিকার মত উঁকির শব্দ শোনা যেতে লাগলো-কালীপ্রসন্ন সিংহ)। উকি তোলা (ক্রিয়া) হিক্কা তোলা। {(তৎসম বা সংস্কৃত) হিক্কিকা>হক্কিআ>হক্কি>উক্কি>উকি?}
  • Bengali Word উকিল Bengali definition [উকিল্] (বিশেষ্য) ১ আইন ব্যবসায়ী; ব্যবহারাজীব। ২ প্রতিনিধি; মুখপাত্র। ৩ মুসলমানদের বিয়েতে যে ব্যক্তি কনের সম্মতি নিয়ে বরকে জানায় (উকিল বাপ; সে আমার পক্ষে উকীল নিযুক্ত হইয়া অপরের সঙ্গে বিবাহ স্থির করিয়া আসিল-মীর মশাররফ হোসেন)। উকিলনামা ⇒ ওকালত। উকিলি (বিশেষণ) উকিলসুলভ (উকিলি বুদ্ধি) {(আরবি) রকীল }
  • Bengali Word উকুন Bengali definition [উকুন্] (বিশেষ্য) চুলের কীট; কেশকীট। {(তৎসম বা সংস্কৃত) উৎকুণ>}
  • Bengali Word উকো Bengali definition উখা২
  • Bengali Word উক্ ১ Bengali definition [উক্] (বিশেষ্য) আখ, sugarcane । {(তৎসম বা সংস্কৃত) ইক্ষু>(প্রাকৃত)উচ্ছু>(হিন্দি) উখা> উখ>}
  • Bengali Word উক্ত Bengali definition [উক্‌তো] (বিশেষণ) ১ বলা বা কথিত হয়েছে এমন; ব্যক্ত। ২ উল্লিখিত। ৩ উচ্চারিত। ৪ নির্দিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+ক্ত>}
  • Bengali Word উক্তি Bengali definition [উক্‌তি] (বিশেষ্য) ১ কথা; বচন; বাক্য। ২ উল্লেখ। ৩ কথন। উক্তি পরম্পরা (বিশেষ্য) পর পর উল্লেখ; ধারাবাহিক কথা। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+তি(ক্তি)}
  • Bengali Word উকড়া, উকড়ো, উখড়া Bengali definition [উক্‌ড়া, উক্‌ড়ো, উখ্‌ড়ো] (বিশেষ্য) মুড়কি; গুড় মিশ্রিত খৈ। {(তৎসম বা সংস্কৃত) ইক্ষুগুড়> উক্‌খুড়>ঊখুড়+(বাংলা) আ (বিশিষ্টার্থে)=(হিন্দি) উখুড়া> উখড়া, উকড়া}
  • Bengali Word উখল, উখলি (পদ্যেব্যবহৃত) Bengali definition [উখল্‌, উখলি] (বিশেষ্য) উদূখল। {(তৎসম বা সংস্কৃত) উদূখল>(প্রাকৃত) ওক্‌খল>উখল}
  • Bengali Word উখা ১, উঘা Bengali definition [উখা, উঘা] (বিশেষ্য) ১ ডেকচি; হাঁড়ি। ২ উনুন; চুলা। {(তৎসম বা সংস্কৃত) √উখ্+অ(ক)+আ(টাপ্); (তুলনীয়) আখা=চুল্লি}
  • Bengali Word উখা ২, উখো Bengali definition [উখা, উখো] (বিশেষ্য) ধাতু দ্রব্যাদি ঘষবার লৌহনির্মিত যন্ত্রবিশেষ; রেতি (হাত পায়ের শিকলে উখো ঘসতে হবে দিনরাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎঘর্ষ>}