Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word উতরাই, উৎরাই Bengali definition [উত্‌রাই] (বিশেষ্য) ১ উচ্চস্থান থেকে বা পাহাড় থেকে অবতরণের পথ। ২ ঢাল (কত চড়াই কত না উত্‌রাই-সত্যেন্দ্রনাথ দত্ত) {(তৎসম বা সংস্কৃত) উত্তর>; (বাংলা) √উৎরা + আই = উতরাই; (হিন্দি) উৎরাই}
  • Bengali Word উতরানো Bengali definition [উত্‌রানো] (ক্রিয়া) ১ লক্ষ্যস্থলে বা গন্তব্যস্থলে পৌঁছানো। ২ নামা; নেমে আসা। ৩ বাসনা বা আশা অনুযায়ী হওয়া (রান্নাটা উতরেছে)। ৪ ভালো হওয়া; নিদির্ষ্ট মান অনুযায়ী হওয়া (লেখাটা উতরেছে)। ৫ সাফল্য লাভ করা (পরীক্ষায় উতরানো)। ৬ কাটা; অবসান হওয়া (সময় উতরে গেছে, পিউ পাখি পালিয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ উত্তীর্ণ হওয়া; পার হওয়া (নদী উতরানো)। ৮ তরল পদার্থ উত্তপ্ত হয়ে আলোড়িত হওয়া; বলক আসা। □ (বিশেষ্য) ১ উত্তরণ। ২ সফল হওয়া। ৩ অতিক্রমণ। {(তৎসম বা সংস্কৃত) উত্তর>(বাংলা) √উৎরা + আনো = উতরানো; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) উত্তরণ}
  • Bengali Word উতরোল Bengali definition [উতোরোল্] (বিশেষ্য) কোলাহল; গণ্ডগোল। □ (বিশেষণ) ১ অশান্ত; অধীর (ধ্বনীতে ধ্বনীতে আর্দ্র উতরোল বায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ব্যাকুল; উৎকণ্ঠিত। (ব্রজবুলি) (অতি উতরোল-বিদ্যাপতি)। ৩ উচ্ছ্বসিত (উল্লাসে উতরোল যমুনার কল্লোল)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + তরল = উত্তরল>(বাংলা) উতরল> উতরোল (কলরোল) শব্দের সাদৃশ্যে গঠিত}
  • Bengali Word উতল, উতলা Bengali definition [উতোল্, উতোলা] (বিশেষণ) ১ উদ্বিগ্ন; দুশ্চিন্তাগ্রস্ত। ২ ভাবাবেগে আকুল (আমার ভাবনা যত উতল হল অকারণে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ চঞ্চল; অশান্ত (উতল হলো শান্ত) আকাশ তোমার কলগীতে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) উত্তল>(প্রাকৃত) উত্থল্ল>উথল, ‍উতল + আ = উতলা}
  • Bengali Word উতাপিত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [উতাপিতো] (বিশেষণ) সন্তপ্ত; ক্লিষ্ট; দুঃখিত; তাপিত (অকারণে পুত্রবর কেন উতাপিত। লাইলীর তোমা প্রতি নাহিক পীরিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উত্তাপিত>}
  • Bengali Word উতার Bengali definition [উতার্] (বিশেষ্য) ১ দাওয়াহ; প্রতিষেধক; পানি পড়া (কিন্তু যত বড় ডাইনীই তুমি হও সাহেবজাদী, এ যাদুর উতার আমি জানি-আবুল মনসুর আহমদ)। ২ ঢাল; নাবাল; নিম্নতা। {(তৎসম বা সংস্কৃত) উত্তরণ>; (তুলনীয়) (হিন্দি) উতার}
  • Bengali Word উতারন (ব্রজবুলি), উতারিন (পদ্যেব্যবহৃত) Bengali definition [উতারন্, উতারিনো] (ক্রিয়া) খুলে নিল (যতনে উতার কত পরকার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √তৃ}
  • Bengali Word উতারা Bengali definition [উতারা] (ক্রিয়া) নামানো (উতারো সামান, দাঁড়াও সেনানী নির্ভীক-সিনা বাঘের মত-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ √তৃ্>; (হিন্দি) উতারনা}
  • Bengali Word উতোর, উতর (পদ্যেব্যবহৃত) Bengali definition [উতোর্, উতোর্‌] (বিশেষ্য) উত্তর; জবাব (খুঁটিনাটি বোল কবে কি বলেছে তাহারি উতোর যুঝে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উত্তর>}
  • Bengali Word উত্তত Bengali definition [উত্‌ততো] (বিশেষণ) উন্নত; ঊর্ধ্বমুখী (মানুষ উত্ততভঙ্গী নিয়েছে বলে তার আদিম অবতত দেহের অনেক যন্ত্রকে রোগদুঃখ ভোগ করতে হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√তন্+ত(ক্ত)}
  • Bengali Word উত্তপ্ত Bengali definition [উত্‌তপ্‌তো] (বিশেষণ) ১ অত্যন্ত তপ্ত; খুব গরম। ২ ক্রোধযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তপ্+ত(ক্ত)}
  • Bengali Word উত্তম Bengali definition [উত্‌তম্/উত্‌তোম্‌] (বিশেষণ) ১ খুব ভালো; উৎকৃষ্ট। ২ সর্বশ্রেষ্ঠ। ৩ উপাদেয়। উত্তমা (স্ত্রীলিঙ্গ)। উত্তম পুরুষ (বিশেষ্য) (ব্যা) আমি আমরা ইত্যাদি সর্বনাম পদ; first person । উত্তম মধ্যম (বিশেষ্য) প্রচুর প্রহার; বিস্তর পিটুনি। উত্তম মধ্যম দেওয়া (ক্রিয়া) প্রচুর প্রহার করা; আচ্ছা পিটুনি দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তম(তমপ্)}
  • Bengali Word উত্তমর্ণ Bengali definition [উত্‌তোমর্‌নো] (বিশেষ্য), (বিশেষণ) যে ঋণ দেয়; কর্জদাতা; মহাজন (যদি উত্তরাধিকারীও না থাকে, তাঁহার কেহ উত্তমর্ণও থাকিতে পারে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উত্তম+ঋণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উত্তমাঙ্গ Bengali definition [উত্‌তোমাঙ্‌গো] (বিশেষ্য) মাথা; মস্তক (যে ব্যক্তির কলেবরে পূর্বস্বামীর উত্তমাঙ্গ যোজিত, হইয়াছে; সেই তাহার স্বামী হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রধান অঙ্গ। ৩ মস্তক থেকে কটি পর্যন্ত অংশ। {(তৎসম বা সংস্কৃত) উত্তম+অঙ্গ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word উত্তমাশা Bengali definition [উত্‌তোমাশা] (বিশেষ্য) দক্ষিণ আফ্রিকার একটি অন্তরীপের নাম। {(ইংরেজি) Cape of Good Hope –এর অনুবাদ}
  • Bengali Word উত্তম্মন্যতা Bengali definition [উত্‌তম্‌মন্‌নোতা] (বিশেষ্য) নিজের সম্বন্ধে উচ্চ ধারণা (তাদের উত্তম্মন্যতা শাসিতের প্রতি অবজ্ঞার সৃষ্টি করেছিল-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) উত্তম+মন্যতা}
  • Bengali Word উত্তর Bengali definition [উত্‌তোর্] (বিশেষ্য) ১ জবাব; প্রতিবাক্য। ২ সাড়া; আহ্বানের উত্তর। ৩ উত্তর দিক। ৪ মীমাংসা; সমাধান; সিদ্ধান্ত। ৫ আপত্তি খণ্ডন। ৬ অর্থালঙ্কারবিশেষ। □ (বিশেষণ) ১ পরবর্তী; ভবিষ্যৎ (উত্তরকাল)। ২ সচরাচর দেখা যায় না এমন; দুর্লভ; অসাধারণ (লোকোত্তর প্রতিভা)। ৩ অধিক (অষ্টোত্তর)। ৪ শেষ (উত্তর কাণ্ড)। ৫ উপরিস্থ (উত্তরচ্ছেদ)। ৬ উত্তর দিকস্থ (উত্তর মেরু)। □ (ক্রিয়াবিশেষণ) অব্যবহিত পরে; তাহার পর; অনন্তর; পশ্চাৎ (ইহা শ্রবণোত্তর বলিলেন)। উত্তরকাল (বিশেষ্য) পরবর্তীকাল; ভবিষ্যৎ-কাল। উত্তরকালীন (বিশেষণ) ১ পরবর্তীকালের (উত্তরকালীন লোকেরা এ বিষয়ে বোধ হয় প্রত্যয় করিবেক না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ভবিষ্যতে ঘটবে এমন। উত্তর কোশল (বিশেষ্য) প্রাচীন অযোধ্যা। উত্তর ক্রিয়া (বিশেষ্য) ১ মৃতের শ্রাদ্ধাদি কার্য। ২ উত্তরদান কার্য। উত্তরচ্ছদ (বিশেষ্য) ১ আস্তরণ; উপরের আচ্ছাদন। ২ বিছানার চাদর। ৩ উত্তরীয়; চাদর। উত্তরদান (বিশেষ্য) উত্তর দেওয়া। উত্তরদায়ক (বিশেষণ), (বিশেষ্য) প্রতি কথায় প্রতিবাদ করে যে। উত্তরপক্ষ (বিশেষ্য) ১ তর্কের মীমাংসা; প্রশ্নের জবাব। ২ সিদ্ধান্ত পক্ষ। উত্তর পশ্চিম (বিশেষ্য) বায়ুকোণ। উত্তর পুরুষ (বিশেষ্য) পরবর্তী পুরুষ; বংশধর। উত্তর পূর্ব (বিশেষ্য) ঈশান কোণ। উত্তর-প্রত্যুত্তর (বিশেষ্য) বাদ-প্রতিবাদ; তর্ক-বিতর্ক। উত্তর ফাল্গুনী (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। উত্তরবিহীন Þ উত্তর রহিত। উত্তর বেতন (বিশেষ্য) অবসর ভাতা; পেনশন। উত্তরভাদ্রপদ (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। উত্তরমালা (বিশেষ্য) সমাধানসমূহ। উত্তরমীমাংসা (বিশেষ্য) বেদান্ত। উত্তরমেরু (বিশেষ্য) পৃথিবীর উত্তর প্রান্ত; সুমেরু। উত্তর রহিত, উত্তরবিহীন, উত্তরহীন (বিশেষণ) নিরুত্তর। উত্তর রাবীন্দ্রিক (বিশেষণ) রবীন্দ্র-পরবর্তী কালের (উত্তররাবীন্দ্রিক বাংলার ন্যায় সঙ্গতি যদিও খুব প্রশংসনীয় নয়-সুধূন্দ্রনাথ দত্ত)। উত্তর সাধক (বিশেষ্য) ১ পরবর্তীকালের সাধক। ২ তান্ত্রিকের মুখ্য সহকারী। উত্তর সাধিকা (স্ত্রীলিঙ্গ)। উত্তরসূরি (বিশেষ্য), (বিশেষণ) পরবর্তীকালের জ্ঞানী গুণী; উত্তরকালের পণ্ডিত (উত্তরসূরীদের তুলনায় তিনি ছিলেন ইংরেজের পরম বন্ধু-আনিসুজ্জামান)। উত্তরহীন Þ উত্তর রহিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√তৃ+অ(অপ্); (তৎসম বা সংস্কৃত) উদ্+ তর(তরপ্)}
  • Bengali Word উত্তরঙ্গ Bengali definition [উত্‌তরোঙ্‌গো] (বিশেষণ) তরঙ্গময়; ঊর্মিসঙ্কুল। {(তৎসম বা সংস্কৃত) উ+তরঙ্গ}
  • Bengali Word উত্তরণ Bengali definition [উত্‌তোরন্] (বিশেষ্য) ১ নদী সাগর প্রভৃতি পার হওয়া। ২ গন্তব্যস্থানে পৌঁছানো; উপস্থিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তৃ+অন(ল্যুট্)}
  • Bengali Word উত্তরা Bengali definition [উত্‌তোরা] (বিশেষ্য) মহাভারতোক্ত বিরাট রাজার কন্যা ও অভিমন্যুর পত্নী। {(তৎসম বা সংস্কৃত) উত্তর + আ(টাপ্)}
  • Bengali Word উত্তরাখণ্ড Bengali definition [উত্‌তোরাখন্‌ডো] (বিশেষ্য) ‘আর্যাবর্ত’ নামে পরিচিত ভারতবর্ষের উত্তরাংশ। এর অপর নাম ‘উত্তরাপথ’। (তুলনীয়) (বিপরীতার্থক শব্দ) দক্ষিণাপথ। {(তৎসম বা সংস্কৃত) উত্তরা+খণ্ড}
  • Bengali Word উত্তরাধিকার Bengali definition [উত্‌তোরাধিকার্] (বিশেষ্য) মৃত ব্যক্তির সঙ্গে সম্বন্ধজনিত দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকার; ওয়ারিসি স্বত্ব। উত্তরাধিকারসূত্র (বিশেষ্য) বংশগত অধিকারের ক্রমধারা; বংশানুক্রমিক অধিকার ঘটিত সম্পর্কবন্ধন। উত্তরাধিকারী (-রিন্) (বিশেষণ) (বিশেষ্য) আত্মীয়ের মৃত্যুর পরে সম্পত্তির অধিকারী। উত্তরাধিকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+অধিকার; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word উত্তরাপথ Bengali definition [উত্‌তোরাপথ্] (বিশেষ্য) ভারতবর্ষের উত্তরস্থ হিমালয় অঞ্চল; আর্যাবর্ত। (তুলনীয়) দক্ষিণাপথ। {(তৎসম বা সংস্কৃত) উত্তরা+পথ}
  • Bengali Word উত্তরাশা Bengali definition [উত্‌তোরাশা] (বিশেষ্য) ১ উত্তর দিক। ২ উত্তরের প্রত্যাশা। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+আশা; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word উত্তরাষাঢ়া Bengali definition [উত্‌তোরাশাঢ়া] (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+আষাঢ়া; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word উত্তরাস্য Bengali definition [উত্‌তোরশ্‌শো] (বিশেষ্য)-(বিশেষণ) উত্তরমুখ; উত্তরদিকে মুখ করে আছে এমন। {উত্তর+আস্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word উত্তরায়ণ Bengali definition [উত্‌তোরায়ন্] (বিশেষ্য) ১ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন (মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এল চলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সূর্যের উক্ত সময়ের গতিকাল। উত্তরায়ণান্তবৃত্ত (বিশেষ্য) যে কল্পিত রেখা দ্বারা সূর্যের উত্তরায়ণ গতিসীমা নির্দেশ করা হয়; কর্কটক্রান্তি; Tropic of Cancer। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+অয়ন; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word উত্তরীয়, উত্তরী Bengali definition [উত্‌তোরিয়ো, উত্‌তোরি] (বিশেষ্য) ১ উড়ানি; চাদর (শুভ্র উত্তরীয় প্রায়-রবীন্দ্রনাথ ঠাকুর; কৌষিক বস্ত্র, কৌষিক উত্তরী, চন্দনের ফোঁটা ভালে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উপবীতের ন্যায় পরিহিত বস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+ঈয়(ছ), ঈ}
  • Bengali Word উত্তরোত্তর Bengali definition [উত্‌তোরোত্‌তর্] (ক্রিয়াবিশেষণ) ক্রমে ক্রমে; ক্রমান্বয়ে; পরপর; ক্রমশ। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+উত্তর}
  • Bengali Word উত্তল Bengali definition [উত্‌তল্] (বিশেষণ) কূর্মপৃষ্ঠবৎ; অর্ধবৃত্তাকার উন্নত উপরিভাগবিশিষ্ট; convex । □ (বিশেষ্য) (আলঙ্কারিক) কূর্ম পৃষ্ঠবৎ অংশ (আকাশের উত্তলে হেলান দেয়-উত্তরের দিকে মুখ করে মকরক্রান্তির সূর্য-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তল}