Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আয়া ২ Bengali definition [আয়া] (বিশেষ্য) পিতামহ; মাতামহ। আয়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আর্য>আয্‌য>আয়া}
  • Bengali Word আয়াত ১ Bengali definition [আয়াত্] (বিশেষ্য) কোরানের বাক্য বা বাক্যাংশ। {(আরবি)আয়াত}
  • Bengali Word আয়াত ২ Bengali definition [আয়াত্] (বিশেষণ) এসেছে এমন; আগত; প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öযা+ত(ক্ত)}
  • Bengali Word আয়াম ১ Bengali definition আইয়াম
  • Bengali Word আয়াম ২ Bengali definition [আয়াম্] (বিশেষ্য) দৈর্ঘ্য; বিস্তার; প্রসার। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öযম্+অ(ঘঞ্)}
  • Bengali Word আয়াশ , আয়াস ১ Bengali definition আয়েশ
  • Bengali Word আয়াস ২ Bengali definition [আয়াশ্] (বিশেষ্য) ১ যত্ন; প্রচেষ্টা; প্রয়াস; (আয়াসসাধ্য)। ২ ক্লান্তি; শ্রান্তি, অবসাদ। ৩ দুঃখ; ক্লেশ (ধর্মরক্ষা হেতু কত যে পাইনু আয়াস -মাইকেল মধুসূদন দত্ত)। ৪ (বিশেষ্য) পরিশ্রম। আয়াসছাড়া (ক্রিয়া) বিশ্রাম করা; শ্রান্তি দূর করা (কিবা পথ পরিশ্রমে, আইল দিগের ভ্রমে, আয়াস ছাড়িতে এই ঘর-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আয়াসলব্ধ (বিশেষণ) শ্রমার্জিত। আয়াসসাধ্য (বিশেষণ) কষ্টসাধ্য; পরিশ্রমসাপেক্ষ; দুঃসাধ্য; সুকঠিন। আয়াসী (-সিন্) (বিশেষণ) ১ পরিশ্রমী। ২ যত্নশীল; সচেষ্ট। ৩ শান্ত; ক্লান্ত। আয়াসিনী (প্রাচীন বাংলা) (বিশেষণ) শ্রান্তা (আয়াসিনী ভৈলা আজি তোহ্মে কি কারণে-বড়ু চণ্ডীদাস)। আয়াসেঁ (প্রাচীন বাংলা) (অব্যয়) শ্রান্তিহেতু (আয়াসেঁ কাহ্নের তরে সুতিলোঁ দিঞাঁ শিয়রে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öযস্+অ(ঘঞ্)}
  • Bengali Word আয়ি , আয়ী ১ Bengali definition আই
  • Bengali Word আয়ী ২ Bengali definition আয়া
  • Bengali Word আয়ু , আউ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আয়ু, আউ] (বিশেষ্য) ১ জীবনের মেয়াদ; পরমায়ু; হায়াত (আউ থাকিতে কাহনঞি মরণ ইছমি-বড়ু চণ্ডীদাস)। ২ প্রাণ; জীবন (আয়ু শেষ)। ৩ বয়স। আয়ুপ্রদ, আয়ুঃপ্রদ (বিশেষণ) পরমায়ু বর্ধক। আয়ুরেখা (বিশেষ্য) (জ্যোশা) আয়ুর লক্ষণবিশিষ্ট হস্তরেখা (আয়ুরেখা তেলোর ইস্‌পার উস্‌পার-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) আয়ুঃ>}
  • Bengali Word আয়ুঃপ্রদ , আয়ুপ্রদ, আয়ুরেখা Bengali definition আয়ু
  • Bengali Word আয়ুদড় (প্রাচীন বাংলা) Bengali definition আউদড়
  • Bengali Word আয়ুধ Bengali definition [আয়ুধ্‌] (বিশেষ্য) অস্ত্রশস্ত্র; যুদ্ধাস্ত্র (নিক্ষেপিলা সদাশিব আয়ুধ ভীষণ খরধার-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযুধ্‌+অ(ক)}
  • Bengali Word আয়ুর্বেদ Bengali definition [আয়ুর্‌বেদ্] (বিশেষ্য) ১ কবিরাজি চিকিৎসা পদ্ধতি। ২ অথর্ব বেদের অন্তর্গত চিকিৎসাশাস্ত্র বা বিদ্যা। আয়ুর্বেদজ্ঞ, আয়ুর্বেদবিদ, আয়ুর্বেদবেত্তা, আয়ুর্বেদী (-দিন্) (বিশেষণ) (বিশেষ্য) আয়ুর্বেদীয় চিকিৎসক; কবিরাজ। □ (বিশেষণ) আয়ুর্বেদ শাস্ত্রে অভিজ্ঞ। আয়ুর্বেদীয় (বিশেষণ) ১ সম্বন্ধীয়। ২ আয়ুর্বেদসম্মত। {(তৎসম বা সংস্কৃত) আয়ুঃ+বেদ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আয়ুষ্কর , আয়ুষ্য Bengali definition [আয়ুশ্‌কর্, আয়ুশ্‌শো] (বিশেষণ) ১ জীবনবৃদ্ধিকর; পরমায়ুবর্ধক। ২ জীবনদান করে এমন; সঞ্জীবক। {(তৎসম বা সংস্কৃত) আয়ুঃ+ Öকৃ+ অ(ট), য(যৎ); (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আয়ুষ্কাল Bengali definition [আয়ুশ্‌কাল্] (বিশেষ্য) ১ জীবৎকাল (একটি ছাগলের আয়ুষ্কাল মোটামুটি দশ বছর)। ২ স্থিতি (সচ্ছলতার আয়ুষ্কাল)। {(তৎসম বা সংস্কৃত) আয়ুঃ+কাল; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আয়ুষ্মতী Bengali definition আয়ুষ্মান
  • Bengali Word আয়ুষ্মান Bengali definition [আয়ুশ্‌মান] (বিশেষণ) দীর্ঘজীবী। আয়ুষ্মতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আয়ুঃ+মৎ.+ঈ}
  • Bengali Word আয়ুষ্য Bengali definition আয়ুষ্কর
  • Bengali Word আয়েন্দা , আইন্দা (বিরল) Bengali definition [আয়েএন্‌দা, আয়েইন্‌দা] (বিশেষ্য) ভবিষ্যৎ; আগামী (আমরা আয়েন্দাতে সেই মতন মেনে চলব-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) আ’ইন্‌দাহ্}
  • Bengali Word আয়েবা Bengali definition আএমা
  • Bengali Word আয়েশ , আয়েস, আয়াশ Bengali definition [আয়েশ্, আয়াশ্] (বিশেষ্য) ১ আরাম; বিলাস; সুখভোগ (আমরা বেচারী ব্যবসা চাকরি করি আর তোমরা করগো আয়েস-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ আমোদ; স্ফুর্তি (পাঁচো ইয়ার নৌকায় উঠেই আয়েশ জুড়ে দিলেন-কালীপ্রসন্ন সিংহ)। ৩ আনন্দোল্লাসময় জীবন। আয়েশি, আয়েসি (বিশেষণ) ১ আরামপ্রিয়; বিলাসী (আয়েশি মানুষ-মনোজ বসু; পার হয়ে যাও আয়েশি রাতের ফাঁদ-ফররুখ আহমদ; যে সমাজের আয়েসির দলও কাব্যকলার আদর করে-প্রথম চৌধুরী)। ২ ইন্দ্রিয়পরায়ণ। আয়াশি (বিশেষ্য) ১ আরামের জীবন যাপন। ২ ইন্দ্রিয়পরায়ণতা । {(আরবি)আইশ; ‘আয়্‌শ্}
  • Bengali Word আয়োগ Bengali definition [আয়োগ্] (বিশেষ্য) তদন্তাদির জন্য ‍নিযুক্ত সভ্যসঙ্ঘ; কমিশন; commission। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযুজ্+অ(ঘঞ্‌)}
  • Bengali Word আয়োজক Bengali definition আয়োজন
  • Bengali Word আয়োজন Bengali definition [আয়োজন্/আয়োজোন্] (বিশেষ্য) ১ উদ্যোগ; চেষ্টা। ২ সংগ্রহ; জোগাড়। ৩ সংগৃহীত উপকরণ বা খাদ্যসামগ্রী। আয়োজক, আয়োজনকর্তা (বিশেষণ), (বিশেষ্য) আয়োজনকারী; উদ্যোক্তা। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öযুজ্+অন}
  • Bengali Word আয়োজিত Bengali definition [আয়োজিতো] (বিশেষণ) সংগৃহীত; আহৃত; সংকলিত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öযুজ্ ণিচ্+ত(ক্ত)}
  • Bengali Word আয়োডিন Bengali definition আইডিন