Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আড়ানি , আড়ানী ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আড়ানি] (বিশেষ্য) ১ বড়ো ছাতা (ছত্রদণ্ড আড়ানী চামর মৌরছল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বড়ো পাখা; টানাপাখা। ৩ চন্দ্রাতপ। {আড়((তৎসম বা সংস্কৃত)<অর?)+আনি}
  • Bengali Word আড়াল Bengali definition [আড়াল] (বিশেষ্য) ১ অন্তরাল; পর্দা; আবরণ (অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গোপন ব্যবধান (ধূলিসাৎ করেছ এ প্রাণের আড়াল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্তরাল>}
  • Bengali Word আড়াসি Bengali definition [আড়াশি] (বিশেষ্য) আড়ি; গোপনে শ্রবণ বা দর্শনের জন্য অন্তরালে অপেক্ষা (এই বেলা গিয়ে ঘুলঘুলিতে আড়াসি পেতে বসে থাকি- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরাল> (বাংলা) আড়াল>}
  • Bengali Word আড়ি ২ Bengali definition আড়া২
  • Bengali Word আড়ুলি , আড়ুরি ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আড়ুলি, আড়ুরি) (বিশেষ্য) নদীর উচ্চ পাড় (পেরুতে আড়ুলি ভাঙ্গি পড়ে যেন জলে–ঘনরাম চক্রবর্তী)। { (বাংলা) আড়+ উলি (র)}
  • Bengali Word আড়ে Bengali definition [আড়ে] (ক্রিয়াবিশেষণ) আড়ালে আবডালে (আড়ে-ওড়ে কান পেতে থাকে ভক্ত-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আড়েগেলা (ক্রিয়া) না চিবিয়ে তাড়াতাড়ি খাওয়া। আড়েদিঘে (ক্রিয়াবিশেষণ) লম্বায় চওড়ায়; দৈর্ঘ্যে-প্রস্থে (আড়েদিঘে পাঁচ হাত)। আড়েহাতে (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত উৎসাহের সঙ্গে; উদ্যমের সঙ্গে (আড়েহাতে কাজে লাগা)। □ (ক্রিয়াবিশেষণ) সজোরে (আড়েহাতে ঘা দেওয়া)। { (বাংলা) আড়+ এ}
  • Bengali Word আঢ়ক Bengali definition [আঢ়োক] (বিশেষ্য) ১ মাপ বা পরিমাণবিশেষ। ২ শালিধান; সরু হৈমন্তিক ধান (আঢ়ক-হাতে লক্ষ্মী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আ+ √ঢৌক্+অ (ঘঙ্)}
  • Bengali Word আয় Bengali definition [আয়্] (বিশেষ্য) ১ অর্থাগম; রোজগার; উপার্জন। ২ লাভ; উপস্বত্ব। আয়কর (বিশেষ্য) ১ আয়ের উপর ধার্য কর; imcome tax। □ (বিশেষণ ) লাভজনক; যাতে আয় হয় এরূপ (আয়কর ব্যবসায়)। আয় ব্যয় (বিশেষ্য) ১ রোজগার ও খরচ। ২ জমাখরচ। আয় ব্যয়ক (বিশেষ্য) ভবিষ্যৎ জমা খরচের অনুমিত হিসাব বা ফর্দ; বাজেট; budget। {(তৎসম বা সংস্কৃত) আ+Öঅয়/Öই+অ(অব্)}
  • Bengali Word আয়ত ১ Bengali definition [আয়তো] (বিশেষণ) ১ বিশাল; টানাটানা (আয়ত লোচন)। ২ প্রসারিত; বিস্তৃত (ঊর্ধ্বে নীল আয়ত আকাশ-মোহিতলাল মজুমদার)। ৩ বিষম বাহুবিশিষ্ট সমচতুষ্কোণ (আয়তক্ষেত্র)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযম্+ত(ক্ত)}
  • Bengali Word আয়ত ১ Bengali definition আয়তি২
  • Bengali Word আয়তন Bengali definition [আয়োতন্] (বিশেষ্য) ১ (জ্যা.) ক্ষেত্রমান; দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল; area। ২ (গণিত.) ঘনমান; volume। ৩ প্রস্থ; বিস্তার; পরিসর (বস্তু যে পরিমাণ স্থান দখল করিয়া থাকে তাহাকে তাহার আয়তন (volume) বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ৪ গৃহ; প্রতিষ্ঠান (মিলনায়তন, শিল্পায়তন)। ৫ ভদ্রাসন; বাস্তুভিটা (আয়তন ভূমি বাড়ি বীর দেয় বাক্য পড়ি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৬ দেবালয়; মন্দির। ৭ যজ্ঞবেদি। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযত্+অন}
  • Bengali Word আয়তি ১ Bengali definition [আয়োতি] (বিশেষ্য) ১ দৈর্ঘ্য; বিস্তার। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযম্+তি(ক্তি)}
  • Bengali Word আয়তি ২ Bengali definition [আয়োতি] (বিশেষ্য) ১ উত্তরকাল; ভাবীকাল; ফলপ্রদান কাল। ২ ভাবী শুভ সম্ভাবনা; ভাবীফল। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযা+উতি(ক্তি)}
  • Bengali Word আয়তি ৩ , আয়ত, আয়াত (বিরল) Bengali definition [আয়োতি, আয়োতো, আয়াত্] (বিশেষ্য) এয়োতি; সধবার লক্ষণ (চারি ছুঁড়ি বধূর আয়াত ঘুচে করে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অবিধবত্ব> আইহত্ব>আয়ত>}
  • Bengali Word আয়তি ৪ , আয়তী Bengali definition [আয়োতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) এয়ো; সধবা নারী (জন্মযুগ আয়তী। কে তুমি-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আয়ুষ্মতী>}
  • Bengali Word আয়ত্ত Bengali definition [আয়োত্‌তো] (বিশেষ্য) ১ অধিকার; কবল (অবসরগুলিকে আয়ত্তগত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্ষমতা; অধীন; বশবর্তী। ২ অধিকৃত; হস্তগত। ৩ শিক্ষালব্ধ। আয়ত্তি, আয়ত্ততা (বিশেষ্য)। আয়ত্তগম্য (বিশেষণ) ১ অধিকার বা বশ করা যায় এমন (নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অধিকার বা বশ করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযত্+ত(ক্ত)}
  • Bengali Word আয়ন Bengali definition [আয়োন্] (বিশেষ্য) ইলেকট্রনের হ্রাসবৃদ্ধি ঘটার ফলে বৈদ্যুতিক চার্জযুক্ত পরমাণু। আয়নিত (বিশেষণ) (পরমাণুর ক্ষেত্রে) বৈদ্যুতিক চার্জযুক্ত {(ইংরেজি) ion}
  • Bengali Word আয়না Bengali definition [আয়না] (বিশেষ্য) ১ দর্পণ; আরশি। ২ কাচ। আয়নায় মুখ দেখা (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) পরস্পর উপকার প্রত্যুপকার করা। ২ (আলঙ্কারিক) ভালো করে এমন লোকের ভালো করা এবং মন্দ করে এমন লোকের মন্দ করা। {(ফারসি) আইনাহ্}
  • Bengali Word আয়ন্দা Bengali definition আয়েন্দা
  • Bengali Word আয়ব (ব্রজবুলি) Bengali definition [আয়ব] (ক্রিয়া) আসবে (পিয়া যবে আয়ব-বিদ্যাপতি)। {(তুলনীয়) (হিন্দি) আওব}
  • Bengali Word আয়বে , আএব Bengali definition [আএব্] (বিশেষ্য) ১ দোষ; ত্রুটি (ভাতের কি কব পান পানীয় আয়েব-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কলঙ্ক; অখ্যাতি। {(আরবি)আয়ীব}
  • Bengali Word আয়ব্যয় , আয়ব্যয়ক Bengali definition আয়
  • Bengali Word আয়মা , আয়মাদার Bengali definition আএমা
  • Bengali Word আয়মাল Bengali definition [আয়্‌মাল্] (বিশেষ্য) গ্রাম; পরগণা। {(আরবি)উম্মাল; (একবচন) আমল}
  • Bengali Word আয়র Bengali definition [আয়োর্] (মধ্যযুগীয় বাংলা) (অব্যয়) আর (হাছী জিঠী আয়র উঝঁট না মানিলো-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অপর>অবর>আওর, আয়র}
  • Bengali Word আয়ল (ব্রজবুলি) Bengali definition [আয়ল, আওল] (ক্রিয়া) এলো (আয়ল হরি)। {আসিল>}
  • Bengali Word আয়লা , আইল Bengali definition [আয়্‌লা, আইলা] (বিশেষ্য) আগুন রাখার মাটির তৈরি পাত্র; মালসা (ঈদু তার আয়লা হইতে ঘসির আংরা তুলিয়া তামাক সাজিয়া আনিল-আবুল মনসুর আহমদ)। {আইল+আ}
  • Bengali Word আয়স Bengali definition [আয়শ্] (বিশেষণ) ১ লৌহময়; লৌহনির্মিত; লৌহসংক্রান্ত। □ (বিশেষ্য) লৌহ। আয়সী ১ (বিশেষ্য) লোহার বর্ম; লৌহ আবরণ (আয়সী আবৃত দেহ-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) পাষাণ; নির্মম (আয়সী প্রেয়সী তুমি যাও সরে সরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অয়স্+ অ(অণ্)}
  • Bengali Word আয়স্ত্রী Bengali definition এয়ো
  • Bengali Word আয়া ১ Bengali definition [আয়া] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দাই; সেবিকা; শিশুর পরিচারিকা; ঝি। আয়াগিরি (বিশেষ্য) আয়ার চাকরি। {(পর্তুগীজ) আয়া aia + (ফারসি) (ইংরেজী) ayah, (তুর্কি) আই}