Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অবহি , অবহু , অবহুঁ Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অবোহি, অবোহু, অবোহুঁ] (অব্যয়) এখনই; এখনও (কুঞ্জবাটপর অবহি মো ধাওব-রবীন্দ্রনাথ ঠাকুর; তাহেতু মধুকর অবহু নিরাকুল -কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত)অধুনা>অব(এখন)+ হি. হু, হুঁ(নিশ্চয়ার্থক)}
  • Bengali Word অবহিত Bengali definition [অবোহিতো] (বিশেষণ) ১ নিবিষ্ট; মনোযোগী (প্রজারঞ্জন কার্যে সর্বদা অবহিত থাকিবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ জ্ঞাত; বিদিত। ৩ সতর্ক, সাবধান। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধা+ত(ক্ত)}
  • Bengali Word অবহু , অবহুঁ Bengali definition অবহি
  • Bengali Word অবহেলন , অবহেলা Bengali definition [অবোহেলন, অবোহেলা] (বিশেষ্য) ১ উপেক্ষা; হেলা; অবজ্ঞা। ২ অযত্ন; অনাদর। ৩ অবলীলা; অনায়াস। ৪ অমনোযোগ। অবহেলিত ( বিশেষণ) অবহেলা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অব+√হেড্>+অন(ল্যুট্), অ(ঘঞ্)+আ}
  • Bengali Word অবাক Bengali definition (অবাচ্) [অবাক্] (বিশেষণ) নির্বাক; বাক্যহীন; মূক (বিস্ময়ে অবাক হওয়া)। অবাকজলপান (বিশেষ্য ) যে জলপান তার স্বাদে গুণে আশ্বর্যজনক-কয়েক প্রকার খাদ্যবস্তুকে ভেজে লঙ্কা লবণ মশলা প্রভৃতি মিশ্রণে প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বাক্(বাচ্); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবাঙালি , অবাঙ্গালী Bengali definition [অবাঙালি, অবাঙ্‌গালি] (বিশেষ্য) ১ বাঙালি ব্যতীত অন্য ব্যক্তি বা জাতি। □ (বিশেষণ) বাংলাদেশের অধিবাসী নয় এমন। ২ বাঙালি সুলভ নয় বা বাঙালির প্রকৃতি বিরুদ্ধ এমন। {অ(নঞ্)+বাঙালি, বাঙ্গালী; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবাঙ্‌মুখ Bengali definition [অবাঙ্‌মুখ্] (বিশেষণ) অধোবদন; নতমুখ; অবাক; (বাক্যহীন) হয়েছে (লজ্জায়) মুখ যায়। {(তৎসম বা সংস্কৃত) অবাক্+ মুখ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবাচী Bengali definition [অবাচি] (বিশেষ্য) দক্ষিণ দিক; অধোদিক (যতদূর যেতে হয় অতদূর অবাচীর অন্ধকারে গিয়ে-জীবনানন্দ দাশ )। অবাচী ঊষা (বিশেষ্য) কুমেরু জ্যোতি; aurora australis। {( তৎসম বা সংস্কৃত)অবাচ্+ ঈ}
  • Bengali Word অবাচ্য Bengali definition [অবচ্‌চো] (বিশেষণ) ১ অকথ্য; বলা অনুচিত এমন। ২ অনির্বচনীয়; ভাষায় প্রকাশের অযোগ্য (তাহাদেরই মত ঋদ্ধিশীল ও অবাচ্য সৌন্দর্যময়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।□ (বিশেষ্য) দুর্বাক্য; অশ্লীল বাক্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বাচ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবাধ Bengali definition [অবধ্] (বিশেষণ) ১ বাধাহীন; অবারিত; অপ্রতিবন্ধ (অবাধ যে তো ধাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনর্গল; মুক্ত। □ (বিশেষ্য) সীমাহীনতা; যা অসীম (বিবাগী কর্‌ অবাধ-পানে, পথ কেটে যাই অজানাদের দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবাধ বাণিজ্য (বিশেষ্য) বাধাহীন বাণিজ্য; free trade। অবাধে (ক্রিয়াবিশেষণ) ১ অনায়াসে। ২ নির্বিঘ্নে। ৩ অনর্গল; অবিরাম। ৪ দ্বিধাশূন্যভাবে। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বাধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবাধ্য Bengali definition [অবাদ্‌ধো] (বিশেষণ) ১ অবশীভূত; কথা শোনে না এমন। ২ অনিবার্য; দূর্বার। অবাধ্যতা (বিশেষণ) আদেশ অমান্যকরণ; আজ্ঞা লঙ্ঘন (আমার অবাধ্যতা সহিলে কেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ+বাধ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবান্তর Bengali definition [অবান্‌তর্] (বিশেষণ) ১ মূল প্রসঙ্গের বহির্ভূত; irrelevant (এসব কথা এখানে অবান্তর-আ.ন.ম.বজলুর রশীদ)। ২ অপ্রধান; প্রধানের অন্তঃপাতী (অবান্তর বিভাগ)। □ (বিশেষ্য) বৃত্তান্ত; কাহিনী (জানিলে দেবতাগণ সব অবান্তর-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত)অব+অন্তর}
  • Bengali Word অবান্ধব Bengali definition [অবান্‌ধোব্] (বিশেষণ) বন্ধুশূন্য; মিত্রহীন; নির্বান্ধব (এই অবান্ধব দেশে রাজদন্ডে প্রাণত্যাগ করিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ বান্ধব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবারণ Bengali definition [অবারোন্] (বিশেষণ) বাধাহীন; মুক্ত; অনর্গল (অলক্ষিত চরণের অকারণ অবারণ চলা –রবীন্দ্রনাথ ঠাকুর) । অবারণীয় (বিশেষণ) অনিবার্য; দুর্বার (কেদারখন্ড হইতে যে জল নির্গত হইতেছিল; অবারণীয় হওয়াতে তাহা রোধ করিবার জন্য তথায় শয়ন করিয়াছিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অবারিত (বিশেষণ) ১ মুক্ত; অবাধ (অবারিত মাঠ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উন্মুক্ত; আবরণহীন (সহসা অবারিত হয়ে গেল ডানহাতের দিকটা-মনোজ বসু)। ৩ বারণ করা যায় না বা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বারণ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবার্য Bengali definition [অবার্‌জো] (বিশেষণ) অনিবার্য; দুর্বার। অবার্যতা (বিশেষ্য) ১ বাধাহীনতা; উন্মুক্ততা। ২ ঔদার্য (দস্যুতার ঔদার্য নেই, অবার্যতা নেই-অচিন্তকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√বারি+য(যৎ); (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবাসক Bengali definition [অবাশোক্] (বিশেষ্য) ফুলবিশেষ (কালাফুল অবাসক নাগ কুরুবক-সৈয়দ আলাওল)। {বা. অ(নঞ্)+(তৎসম বা সংস্কৃত) বাসক}
  • Bengali Word অবাস্তব Bengali definition [অবাস্‌তোব্] (বিশেষণ) ১ অসত্য; অলীক; অমূলক (অবাস্তব কল্পনা)। ২ অবস্তু সম্বন্ধীয়; কল্পনিক (ভূত অবাস্তব হলেও তার ভয়টা বাস্তব)। ৩ অযৌক্তিক; ভ্রমপূর্ণ (কাকতালীয় যুক্তি অবাস্তব)। অবাস্তবতা (বিশেষ্য) সত্তাহীনতা; বস্তুহীনতা (তোমার যুক্তি অবাস্তবতায় পূর্ণ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বাস্তব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবায়ু Bengali definition [অবায়ু] (বিশেষণ) বায়ুশূন্য; বাতাসহীন (যে পথ হারায় অন্ধ অবায়ু চিরায়ু মহাশূন্যের যাত্রী-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত)অ+বায়ু; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিকল Bengali definition [অবিকল্] (বিশেষণ) ১ অবিকৃত। ২ পূর্ণাঙ্গ; সম্পূর্ণ। ৩ যথাযথ; যেরূপ হওয়া আবশ্যক সেইরূপ (অবিকল বিবরণ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিকল; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিকার Bengali definition [অবিকার্] (বিশেষ্য) বিকারহীনতা। □ (বিশেষণ) ১ অপরিবর্তিত; স্থির। ২ অপরিবর্তনীয়; বিকৃত করা যায় না এমন। অবিকারী (-রিন্) (বিশেষণ) কোনো রকমের বিকারহীন; নির্বিকার। ২ অবিকার্য {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিকার; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিকৃত Bengali definition [অবিকৃতো] (বিশেষণ) ১ বিকাররহিত (একেবারে অবিকৃতভাবে ফিরিয়াছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অমিশ্র; বিশুদ্ধ খাঁটি। ৩ প্রকৃত অবস্থাযুক্ত। ৪ নষ্ট হয়নি বা পচেনি এরূপ। অবিকৃতি (বিশেষ্য) বিকাররাহিত্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিকৃত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিক্রীত Bengali definition [অবিক্‌ক্রিতো] (বিশেষণ) বিক্রয় করা হয়নি বা যায়নি এমন (দ্রব্য)। অবিক্রেয় (বিশেষণ) বিক্রয়যোগ্য নয় এমন (পচা মাছ অবিক্রেয়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিক্রীত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিচল , অবিচলিত Bengali definition [অবিচল্, অবিচোলিতো] (বিশেষণ) ১ অচঞ্চল; স্থির (ভিজতে ভিজতে অবিচল জনতা তখনো গাইছে-মনোজ বসু)। ২ অব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিচর; বিচলিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিচার Bengali definition [অবিচার্] (বিশেষ্য) ১ জুলুম; অন্যায় (অবিচার অত্যাচার আর কতো সইবো বলো)। ২ নির্বিচার; বিচারের অভাব। ৩ অবিবেচনা। ৪ বিচারহীন। ৫ বিবেচনাশূন্য। অবিচারক, অবিচারী (-রিন) (বিশেষণ) অবিচারকারী; অত্যাচারী; জালিম; অন্যায়কারী। অবিচারিণী (বিশেষণ) স্ত্রী. বিবেচনাহীনা; অত্যাচারিণী (সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহনিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবিচারিত (বিশেষণ) ১ অত্যাচারিত; উৎপীড়িত (অবিচারিতা নারী)। ২ অবিবেচিত; অযুক্তিযুক্ত (অবিচারিত কথার জবাব নেই)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিচার; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিচ্ছিন্ন Bengali definition [অবিচ্‌ছিন্‌নো] (বিশেষণ) ১ অখন্ডিত (জনগণ রাজনীতির অবিচ্ছিন্ন অংশ)। ২ ধারাবাহিক (অবিচ্ছিন্ন জনপ্রবাহ)। □ বিশেষণ, (ক্রিয়াবিশেষণ) অবিরাম; অনবরত (অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {( তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিচ্ছিন্ন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিচ্ছেদ Bengali definition [অবিচ্‌ছেদ্] (বিশেষ্য) ১ সংলগ্নতা; বিচ্ছেদের অভাব। ২ বিরহহীনতা; মিলন। ৩ অখন্ড; অবিভক্ত। ৪ ধারাবাহিক। □ (ক্রিয়াবিশেষণ) অবিরাম; একটানা (মিটায়ে মনের খেদ গেঁথে গেছে অবিচ্ছেদ-রবীন্দ্রনাথ ঠাকুর)।অবিচ্ছেদে (ক্রিয়াবিশেষণ) ১ অবাধে; সহজে (পূর্বে যখন উভয়ে অবিচ্ছেদে একত্র ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিরামহীনভাবে (অবিচ্ছেদে পড়ে বাজ শব্দ দূর দূর-ক্ষেমানন্দ দাস)। অবিচ্ছেদ্য (বিশেষণ) বিযুক্ত বা খন্ডিতকরনের অযোগ্য বা অসাধ্য (প্রত্যঙ্গ অঙ্গের অবিচ্ছেদ্য অংশ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিচ্ছেদ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিচ্যুত Bengali definition [অবিচ্‌চুতো] (বিশেষণ) সংলগ্ন; অস্খলিত; অচ্যুত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিচ্যুত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word অবিজ্ঞ Bengali definition [অবিগ্‌গো] (বিশেষণ) ১ বিজ্ঞতাশূন্য (অবিজ্ঞ সর্বজ্ঞ পতি গণক রাজার-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ অবিশেষজ্ঞ। ৩ অবহুদর্শী। ৪ মূর্খ। অবিজ্ঞতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিজ্ঞ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিজ্ঞাত Bengali definition [অবিগ্‌গ্যাঁতো] (বিশেষণ) ১ অজ্ঞাত; জানা যায়নি এরূপ। ২ অজ্ঞান; জানে না এমন। অবিজ্ঞেয় (বিশেষণ) জ্ঞানাতীত; অজ্ঞেয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বি + জ্ঞাত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিজড়িত Bengali definition [অবিজোড়িতো] (বিশেষণ) নির্লিপ্ত; মুক্ত (সে জীবন হ’তো অনাড়ষ্ট; অবিজড়িত; স্বাধীন-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বিজড়িত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}