অ পৃষ্ঠা ১৫
- Bengali Word অত্রস্ত Bengali definition [অত্রোসতো] (বিশেষণ) ১ অশঙ্কিত; ভয়শূন্য। ২ অব্যস্ত; ত্বরাশূন্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ত্রস্ত; সতৎ.; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অত্রস্থ Bengali definition [অত্ত্রোস্থো] (বিশেষণ) এ জায়গার; এ স্থানের; এ বাড়ির বা পরিবারের (অত্রস্থ সকলই মঙ্গল)। {(তৎসম বা সংস্কৃত) অত্র+ স্থ}
- Bengali Word অথই, অথৈ Bengali definition [অথোই্] (বিশেষণ) গভীর; অতলস্পর্শ (অথই অতল)। {অ+((তৎসম বা সংস্কৃত) স্থলী>)থই; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অথচ Bengali definition [অথোচো] (বিশেষণ) অব্যয় ১ তথাপি; তা সত্ত্বেও; কিন্তু। ২ পক্ষান্তরে। {(তৎসম বা সংস্কৃত) অথ+ চ.}
- Bengali Word অথবা Bengali definition [অথোবা] অব্যয় বা; কিংবা; পক্ষান্তরে। {(তৎসম বা সংস্কৃত) অথ+ (বাংলা)}
- Bengali Word অথবেথে, অথব্যথে Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অথবেথে, অথব্যাথে] (ক্রিয়া) (বিশেষণ) ব্যস্তসমস্তভাবে (কেহ আইলা অথব্যথে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অন্তব্যস্তে>} অথর্ব [অথর্বো] (বিশেষণ) ১ জরাগ্রস্ত; উত্থানশক্তিরহিত (অথর্ব বৃদ্ধ)। ২ অকেজো; অকার্যকরী(সেকেলে বিদ্যে অত্যন্ত বেশি অথর্ব হয়ে পড়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষ্য) চতুর্থ বেদ। {(তৎসম বা সংস্কৃত) অথ + √ঋ + বন্(বনিপ্)}
- Bengali Word অথর্ব Bengali definition [অথর্বো] (বিশেষণ) ১ জরাগ্রস্ত; উত্থানশক্তিরহিত (অথর্ব বৃদ্ধ)। ২ অকেজো; অকার্যকরী(সেকেলে বিদ্যে অত্যন্ত বেশি অথর্ব হয়ে পড়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষ্য) চতুর্থ বেদ। {(তৎসম বা সংস্কৃত) অথ + √ঋ + বন্(বনিপ্)}
- Bengali Word অথান্তর, আথান্তর, আতান্তর Bengali definition [অথান্তর্, আথান্তর্, আতান্তর্] (বিশেষ্য) ১ অন্য অবস্থা প্রাপ্তি; অবস্থার বিপর্যয়; বিপদ; মুশকিল; অসুবিধা (মুই পরাধিনীহেতু এই অথান্তর-দৌকা; বহু আথান্তর সেই পুষ্পের কারণ-বিজয় গুপ্ত)। ২ দুর্ভাবনা; দুশ্চিন্তা (চণ্ডী হেথা পাতে আথান্তর-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অবস্থান্তর>; নিত্য.}
- Bengali Word অথির Bengali definition ⇒ অস্থির
- Bengali Word অথৈ Bengali definition ⇒ অথই
- Bengali Word অদক্ষ Bengali definition ⇒ [অদোক্খো] (বিশেষণ) অনিপুণ; অপটু। {(তৎসম বা সংস্কৃত) অ+দক্ষ;নতৎ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদন Bengali definition [অদন্] (বিশেষ্য) ১ ভোজন; ভক্ষণ (বদনে রদনে লড়ে অদনে বঞ্চিত-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ আহার্য; খাদ্যদ্রব্য। {(তৎসম বা সংস্কৃত)অ+অদ্+অন}
- Bengali Word অদন্ত Bengali definition [অদন্তো] (বিশেষণ) দন্তহীন; দাঁত পড়ে গেছে এমন (অদন্ত বুড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। (বিশেষ্য) দন্তহীন লোক (অদন্তের বিকট হাসি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ+দন্ত; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদভুত, অদভূত Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অদভুত, অদভূত] (বিশেষণ) অদ্ভুত; আশ্চার্যজনক (অদভুত লাগে তোর সুনিআঁ বচন-বড়ু চণ্ডীদাস)। {অদ্ভুত>(স্বরাগমে)অদভুত}
- Bengali Word অদমনীয়, অদম্য Bengali definition [অদমোনিয়ো, অদোম্মো] (বিশেষণ) অজেয়; দমন করা যায় না এমন (অদম্য ইচ্ছা)। {(তৎসম বা সংস্কৃত)অ+√দম্+অনীয়, য(যৎ); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদরকারি, অদরকারী Bengali definition [অদর্কারি] (বিশেষণ) অনাবশ্যক; অপ্রয়োজনীয়। {বা. অ+(ফারসি)দরকার +বা. ই/ঈ; (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অদর্শন Bengali definition [অদর্শন্] (বিশেষ্য) অদেখা; দৃষ্টির বহির্ভূত হওয়া (ক্ষণেক অদর্শনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষণ) দৃষ্টির অগোচর; বিলুপ্ত (কলিকালে এই পুরী হইবে অদর্শন-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দর্শন; (নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অদল ১ Bengali definition [অদল্] (বিশেষণ) পাপড়িশূন্য; দলহীন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দল; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদল ২ Bengali definition [অদল্] (বিশেষ্য) পরিবর্তন। অদল বদল (বিশেষ্য) ১ পরিবর্ত; ওলট-পালট (পূর্বাপর একই রকম থেকে যেতো তার মতিগতিতে যদি কোন অদল না হতো-ওবায়েদুল হক)। ২ বিনিময়; এক জিনিস দিয়ে অন্য জিনিস নেওয়া। {(আরবি)উদুল}
- Bengali Word অদহনীয়, অদাহ্য Bengali definition [অদহোনিয়ো, অদাজ্ঝো] (বিশেষণ) আগুনে পোড়ে না এমন; দগ্ধ হওয়ার অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দহনীয়, দাহ্য; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদান Bengali definition [অদান্] (বিশেষ্য) অযোগ্য দান। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদাহ্য Bengali definition ⇒ অদহনীয়
- Bengali Word অদিতি Bengali definition [অদিতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পৃথিবী। ২ দক্ষ প্রজাপতির কন্যা (অদিতি যদিচ বোন সতীন হায়রে এই বঞ্চিতার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ+√দো+তি(ক্তিন্)}
- Bengali Word অদিন Bengali definition অদিন[অদিন্] (বিশেষ্য) ১ অশুভ দিন; অসময়। ২ দুর্দিন; দুঃসময়; অকাল। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দিন; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদিব্য Bengali definition [অদিব্বো] (বিশেষণ) ১ পার্থিব; অস্বর্গীয় (রূপ হল অদিব্য, রস হল দিব্য-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অসুন্দর; কুৎসিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দিব্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদীক্ষিত Bengali definition [অদিক্খিত্/অদিক্খিতো] (বিশেষণ) দীক্ষা লাভ করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দিক্ষীত; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অদুল, অদূল Bengali definition [অদুল্] (বিশেষ্য) বিচ্যুতি; পথভ্রষ্টতা; প্রত্যাবর্তন; পরিবর্তন; বদল। {(আরবি)উদূল}
- Bengali Word অদূর Bengali definition [অদুর্] (বিশেষণ) নিকটবর্তী; অল্প দুরস্থিত(বাজিবে আরতিশঙ্খ অদূরমন্দিরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অদূরে (ক্রিয়া (বিশেষণ))কাছে; নিকটে (অদূরে হেরিলা রক্ষঃপতি, রণক্ষেত্র-মাইকেল মধুসূদন দত্ত)। অদূরদর্শী (বিশেষণ) অপরিণামদর্শী; ভবিষ্যৎ সমন্ধে উদাসীন। অদূরদর্শিনী (স্ত্রীলিঙ্গ)। অদূরদর্শিতা (বিশেষ্য)। অদূরবর্তী (বিশেষণ) নিকটস্থ; দূরে অবস্থিত নয় এমন (তাহার অদূরবর্তী মুদির দোকানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অদূরবর্তিনী (স্ত্রীলিঙ্গ)। অদূরবর্তিতা (বিশেষ্য)। অদূরস্থ (বিশেষণ) নিকটবর্তী; অল্প দূরে অবস্থিত এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দূর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অদূল Bengali definition ⇒ অদুল
- Bengali Word অদৃশ্য Bengali definition [অদ্দৃশ্শো/ অদৃশ্শো] (বিশেষণ) ১ চোখে দেখা যায় না এমন; দৃষ্টির অগোচর। ২ অপ্রত্যক্ষ জগতের; অতীন্দ্রিয় সত্তার (তোমার গায়ের শক্তি তোমাকে পীড়িতের নিক্ষিপ্ত অদৃশ্য বান হতে রক্ষা করে না-ডাঃ লুৎফর রহমান)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√দৃশ্+য(ক্যপ্); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }