Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তুলারু Bengali definition [তুলারু] (বিশেষ্য) এক প্রকার অত্যন্ত দ্রুতগামী হরিণ। {(তৎসম বা সংস্কৃত) তুলা+রুরু<√রু+রু}
  • Bengali Word তুলি, তুলী, তুলিকা Bengali definition [তুলি, তুলি, তুলিকা] (বিশেষ্য) লোমাদি দ্বারা তৈরি চিত্রকরের ছবি অঙ্কনের উপকরণবিশেষ বা লেখনী (ওই তুলি সমতুল সাদা কাশফুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তুলিকা>}
  • Bengali Word তুলিত Bengali definition [তুলিতো] (বিশেষণ) ১ উপিমিত; তুলনা করা হয়েছে এমন। ২ ওজন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+ত(ক্ত)}
  • Bengali Word তুলী Bengali definition তুলি
  • Bengali Word তুলো Bengali definition তুলা৩
  • Bengali Word তুলোট Bengali definition তুলট১ ও তুলট২
  • Bengali Word তুল্য Bengali definition [তুল্‌লো] (বিশেষ্য) ন্যায়; সদৃশ; মতো; অনুরূপ; সমান। তুল্যকৌণিক (বিশেষ্য) যে ত্রিভুজ বা চতুর্ভুজ ক্ষেত্রের কোণগুলি পরস্পর সমান; equiangular। তুল্যপান (বিশেষ্য) হিন্দুমতে স্বজাতীয় লোকজনের সহিত সম্মিলিত জলাদি পান। তুল্য প্রতিযোগিতা (বিশেষ্য) সমানে সমানে দ্বন্দ্ব বা যুদ্ধ। তুল্যমূল্য (বিশেষণ) সমান দামি; সমমূল্য; সমান মর্যাদাবিশিষ্ট; সদৃশ। তুল্যরূপ (বিশেষণ) একই রকম; একই প্রকার; সমান ভাব। তুল্যাকৃতি (বিশেষ্য) ১ একই রকম চেহারা। ২ (বিশেষণ) তুল্যরূপ; একই রকম মূর্তিবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) তুলা+য(যৎ)}
  • Bengali Word তুষ, তুঁষ, তুস Bengali definition [তুশ্‌, তুষ, তুশ্‌] (বিশেষ্য) ১ ধান প্রভৃতি শস্যের খোসা। ২ চূর্ণ; গুঁড়া (তুষ তুষ হয়ে যাওয়া)। তুষের আগুন, তুষানল (বিশেষ্য) ১ জ্বলন্ত তুষের আগুন যা বহুক্ষণ ধরে ধিকিধিকি করে জ্বলে। ২ তুষের আগুনের মতো দীর্ঘস্থায়ী অন্তর্দাহ। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+অ(ঘঞ্‌); যার মাধ্যমে পাচক তুষ্ট হয়}
  • Bengali Word তুষণ Bengali definition [তুশন্‌] (বিশেষ্য) তুষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তুষা Bengali definition তোষা১
  • Bengali Word তুষানল Bengali definition তুষ
  • Bengali Word তুষার Bengali definition [তুশার্‌] (বিশেষ্য) বরফ; হিমানী; নীহার (তুষারপাত)। □ (বিশেষণ) বরফের মতো ঠাণ্ডা; অতিশয় শীতল। তুষারকর (বিশেষ্য) হিমকর; চন্দ্র। তুষারকাল (বিশেষ্য) শীতকাল। তুষারগিরি, তুষারাদ্রি (বিশেষ্য) হিমালয় পর্বত। তুষারধবল, তুষারগৌর (বিশেষণ) তুষারের মতো অত্যন্ত সাদা। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+আর=তুষার; তুষার+অ(অচ্‌)}
  • Bengali Word তুষ্ট Bengali definition [তুশ্‌টো] (বিশেষণ) তৃপ্ত; আনন্দিত; সন্তুষ্ট; খুশি। তুষ্টি (বিশেষ্য) তৃপ্তি; সন্তোষ; আনন্দ। {(তৎসম বা সংস্কৃত) √তুষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word তুষ্ণীক Bengali definition তূষ্ণী
  • Bengali Word তুস Bengali definition [তুশ] (বিশেষ্য) একপ্রকার নরম পশমি কাপড়। {(ফারসি) তুস}
  • Bengali Word তুসসি Bengali definition [তুশ্‌শি] (বিশেষ্য) ১ ধানের তুষ; ধানের ত্বক। ২ তুচ্ছ বস্তু; অকিঞ্চিৎকর। {(তৎসম বা সংস্কৃত) তুষ>}
  • Bengali Word তুহিন Bengali definition [তুহিন্‌] (বিশেষ্য) বরফ; তুষার; হিম। □ (বিশেষণ) অত্যন্ত শীতল; তুষারের ন্যায় অতিশয় শীতল (তিব্বতের তুহিন প্রান্তরে-আতা)। তুহিনাদ্রি (বিশেষ্য) হিমালয় পর্বত। {(তৎসম বা সংস্কৃত) √তুহ্‌+ইন(ইনন্‌)}
  • Bengali Word তুহু, তুহুঁ, তুঁহুঁ Bengali definition তুঁ
  • Bengali Word তুহ্মা, তুহ্মি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তুম্‌হা, তুম্‌হি] (সর্বনাম) তুমি (জীবের জীব তু্হ্মি-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌>(প্রাকৃত) তুম্‌, তুম্‌হে}
  • Bengali Word তুহ্মার Bengali definition [তুম্‌হার্‌] (সর্বনাম) তোমার (তুহ্মার মহিমা-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। তুহ্মারে, তুহ্মাক (সর্বনাম) তোমাকে (তুহ্মারে দেখিআ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌>}
  • Bengali Word তুড়কি Bengali definition [তুড়্‌কি] (বিশেষ্য) ১ লম্ফ-ঝম্প। ২ নিপুণ; কুশল; দক্ষ। ৩ অনাচার; গর্হিত আচার। {(ফারসি) তারক্কী}
  • Bengali Word তুড়া ১, তুড়ানো Bengali definition তোড়া২
  • Bengali Word তুড়া ২, তোড়া Bengali definition [তুড়া, তোড়া] (ক্রিয়া) ১ মুখের উপর কড়া কড়া মর্মভেদী অপমানজনক কথা বলা; ধমকানো; তীব্র তিরস্কার করা। ২ প্রধানত কথা দ্বারা তেজ বা জোর প্রকাশ করা। তুড্ডন, তুড়ন, তোড়ন (বিশেষ্য) তিরস্কার; ভর্ৎসনা। তুড্ডক (বিশেষণ) তাড়নাকারী; তিরস্কারকারী; ভর্ৎসনাকারী। তুড়িয়া/তুড়ে (অসমাপিকা ক্রিয়া)শক্ত কথা দ্বারা কড়াভাবে তিরস্কার করে (তুড়ে দেওয়া)। □ (ক্রিয়াবিশেষণ) সবেগে; সতেজে; তেজপ্রকাশ দ্বারা; চুটিয়ে (তুড়ে বক্তৃতা করা)। {(তৎসম বা সংস্কৃত) √তুড়্‌>(প্রাকৃত) √তুড, √তোড়>}
  • Bengali Word তুড়ি Bengali definition [তুড়ি] (বিশেষ্য) অঙ্গুলিস্ফোট; অঙ্গুষ্ঠ ও মধ্যমাঙ্গুলির সংঘাতজনিত শব্দ (মতিলালের নিকট যে ব্যক্তি আইসে সেই হাই তুলিয়া তুড়ি দেয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। তুড়ি দিয়ে উড়ানো, তুড়ি মেরে উড়ানো, তুড়িতে ওড়ানো (ক্রিয়া) অতি সহজেই পরাজিত করা; বিরোধী শক্তিকে অবলীলাক্রমে ধূলিসাৎ করা। তুড়ি মারা (ক্রিয়া) ১ তুড়ি বাজানো; তুড়ি দেওয়া। ২ তুচ্ছ জ্ঞান করা; অগ্রাহ্য করা। তুড়ি লাফ (ক্রিয়া) স্ফূর্তিতে হঠাৎ লাফিয়ে ওঠা। এক তুড়িতে (বিশেষ্য) মুহূর্তে; অবলীলাক্রমে; অতি সহজে।{(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>}
  • Bengali Word তুড়িয়া Bengali definition তুড়া২
  • Bengali Word তুড়ুক ১ Bengali definition [তুড়ুক] (বিশেষণ) ত্বরিত; চটপট। ২ তাস খেলায় trump বা জয়লাভের রং। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা}
  • Bengali Word তুড়ুক ২, তুরুক Bengali definition [তুড়ুক্‌, তুরুক] (বিশেষ্য) ১ তুরস্কদেশীয় সৈন্য। ২ তুর্কি টুপি। ৩ তুর্কি সৈন্যের পোশাক। তুড়ুক সওয়ার (বিশেষ্য) তুরস্কদেশীয় অশ্বারোহী (তুড়ুক সওয়ার হয়ে চক্কর দিয়ে বেড়াচ্ছেন-মনোজ বসু)। {(ফারসি) তারাক্কী}
  • Bengali Word তুড়ুঙ Bengali definition [তুড়ুঙ্‌] (বিশেষ্য) তুড়ুম বা তুরুম কাষ্ঠ নির্মিত এক প্রকার যন্ত্র যাতে দোষী ব্যক্তির হাত পা আটকে রাখা হতো (তুড়ুঙে যার শানলো নাকো আনতে হলো গিলোটিনে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ট্রাংক trunk>তোরঙ>}
  • Bengali Word তুড়ুম Bengali definition তুরুম
  • Bengali Word তুড়ে Bengali definition তুড়া