Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তুয় Bengali definition তুয়
  • Bengali Word তুয়া ((ব্রজবুলি)) Bengali definition [তুয়া] (সর্বনাম) ১ তুমি (নিপট কপট তুয়া শ্যাম-গান)। ২ তোমাকে (তুয়া পাব-চণ্ডীদাস)। ৩ তোমার। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌> তুঅ> তুয়া}
  • Bengali Word তূণ ১, তূণী, তূণীর Bengali definition [তুন্‌, তুনি, তুনির্‌] (বিশেষ্য) যাতে বাণ রাখা হয়; নিষঙ্গ; quiver। {(তৎসম বা সংস্কৃত) √তূণি+অ(অচ্‌),+ঈ(ঙীষ্‌), +ঈর(ঈরন্‌)}
  • Bengali Word তূণক Bengali definition [তুনক্‌] (বিশেষ্য) সংস্কৃত ছন্দবিশেষ-এর প্রতি পদে পঞ্চদশ অক্ষর অযুগ্মাক্ষর ও যুগ্মাক্ষরে রচিত (ভারতের তূণকের ছন্দ বন্ধ বাড়িছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) তূণ+ক}
  • Bengali Word তূণকি, তূণকী Bengali definition [তুন্‌কি] (বিশেষণ) তুঁতের মতো নীলবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) তূণ>}
  • Bengali Word তূণী, তূণীক, তূণ ২ Bengali definition [তুনি, তুনিক, তুন্‌] (বিশেষ্য) মহানিম গাছ। {(তৎসম বা সংস্কৃত) তূণ+ইন্‌(ইনি),>}
  • Bengali Word তূতক Bengali definition তুত্থ
  • Bengali Word তূতী Bengali definition তুতী
  • Bengali Word তূরী, তূর্য, তূর Bengali definition [তুরি, তুর্‌জো, তুর্‌] (বিশেষ্য) প্রাচীন রণবাদ্য; রণশিঙ্গা; যুদ্ধবাদ্য (রুদ্র মোদের ডাক দিয়েছে বাজিয়ে আপন তূর্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। তূর্যধ্বনি, তূর্য্যধ্বনি, তূর্যনাদ (বিশেষ্য) তূর্যের নাদ; তূরীর শব্দ (তাঁর হৃদয়াকাশে মত্ত ঝটিকার তূর্যধ্বনি-ফররুখ আহমদ)। তূর্যাজীব (বিশেষ্য) বাদ্যব্যবসায়ী; তূরীবাদকরূপে জীবিকা অর্জনকারী (তাঁহার পিতা তূর্য্যাজীব ব্যবসার দ্বারা জীবিকা নির্বাহ করিতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। তূর্যাচার্য (বিশেষ্য) তূর্যবাদন শিক্ষক। {(তৎসম বা সংস্কৃত) √তূর্‌+অ(ঘঞ্‌)+ঈ(ঙীপ্‌), য(ণ্যৎ)}
  • Bengali Word তূর্ণ, তূর্ণি Bengali definition [তুর্‌নো, তুর্‌নি] (ক্রিয়াবিশেষণ) ত্বরিত; শীঘ্র; সত্বর (রাজার বাঞ্ছা পূর্ণ, প্রভু করুন তূর্ণ-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) দ্রুত (চৌদিক হতে উন্মাদ স্রোতে অসিবে তূর্ণ চলিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। তূর্ণপত্র (বিশেষ্য) অবিলম্বে পৌঁছানো হয় এরূপ চিঠি; express letter। {(তৎসম বা সংস্কৃত) √ত্বর্‌+ত(ক্ত)}
  • Bengali Word তূর্য Bengali definition তূরী
  • Bengali Word তূল ১ Bengali definition [তুল্‌] (বিশেষ্য) তুলা (সে সমুদয় ভিজা তূল বলদের পৃষ্ঠে চাপাইয়া লইয়া চলিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √তূল্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word তূল ২ Bengali definition [তুল্‌] (বিশেষ্য) ১ আকাশ। ২ বাড়; বৃদ্ধি। বর্ধিত, স্ফীত, তৃযুগ বিণ। {(তৎসম বা সংস্কৃত) √তুলি+অ(অচ্‌)}
  • Bengali Word তূলা Bengali definition তুলা
  • Bengali Word তূলি, তূলী, তূলিকা Bengali definition তুলি
  • Bengali Word তূষ্ণী, তুষ্ণীক Bengali definition [তুশ্‌নি, তুশ্‌নিক্‌] (বিশেষণ) মৌনী; নীরবতা অবলম্বনকারী; মৌনাবলম্বী। তূষ্ণীভাব, তূষ্ণীম্ভাব (বিশেষ্য) নীরবতা; মৌনাবলম্বন (দুর্জ্ঞেয় তূষ্ণীভাব দেখিয়া আর তার সাহস হইল না-কাজী ইমদাদুল হক)। তূষ্ণীম্ভূত (বিশেষণ) নির্বাক; মৌন; নীরব। {(তৎসম বা সংস্কৃত) তূষ্ণীম্‌+ক}
  • Bengali Word তৃণ Bengali definition [তৃনো] (বিশেষ্য) ১ ঘাস; দূর্বা বা ঐ জাতীয় উদ্ভিদ। ২ তুচ্ছ বস্তু (তৃণ জ্ঞানে অবহেলা করা)। তৃনকান্তার (বিশেষ্য) তৃণভূমি (এত বড় বড় হ্রদ মরুভূমি তৃণকান্তার ও পর্বত আছে-প্রথম চৌধুরী )। তৃণকুটি, তৃণকুটির (বিশেষ্য) তৃণাচ্ছাদিত গৃহ; খড়ের ঘর। তৃণজলৌকা (বিশেষ্য) চীনা জোঁক। তৃণজীবি (বিশেষণ) তৃণাহারে জীবন যাপন করে এমন (আর তুণজীবী জীবে-মাইকেল মধুষূদন দত্ত)। তৃণজ্ঞান (বিশেষ্য) ১ তৃণের তুল্য তুচ্ছ বা সামান্য বলে বোধ। ২ হীন জ্ঞান; অবজ্ঞানুভূতি (তৃণজ্ঞান করা)। তৃণদ্রুম (বিশেষ্য) বাঁশ, তাল, নারকেল, সুপারি, খেজুর প্রভৃতি তৃণজাতীয় শাখাহীন গাছ। তৃণধান্য (বিশেষ্য) এক প্রকার ধান; উড়ি ধান; নীবার। তৃণভুক, তৃণভোজী (-জিন্‌) (বিশেষণ) তৃণ খেয়ে জীবন ধারণ করে এমন; ঘাসখেকো। দন্তেতৃণ ধরা (ক্রিয়া) দাঁতে খড়কুটা কাটা। ২ অত্যন্ত বিনয় বা হীনতা প্রদর্শন। □ (বিশেষ্য) বৈষ্ণবীয় বিনয়। {(তৎসম বা সংস্কৃত) √তৃণ্‌+অ(ক)}
  • Bengali Word তৃণাদ Bengali definition [তৃনাদ্‌] (বিশেষ্য) তৃণভোজী; তৃণজীববী। {(তৎসম বা সংস্কৃত) তৃণ+√অদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word তৃণাসন Bengali definition [তৃনাশোন্] (বিশেষ্য) ১ কুশাসন; তৃণাদি দ্বারা তৈরি আসন। ২ দরমা; চাটাই; মাদুর। {(তৎসম বা সংস্কৃত) তৃণ+আসন; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
  • Bengali Word তৃতীয় Bengali definition [তৃতিয়ো] (বিশেষ্য) দুটি বা দুই জনের পরবর্তী; ৩ সংখ্যার পূরক (তাও বেশির ভাগ তৃতীয় ব্যক্তি উপলক্ষ করে-বুদ্ধদেব বসু)। তৃতীয়ক (বিশেষ্য) যা তিন দিন অন্ত আসে; পালা জ্বর। তৃতীয় প্রকৃতি (বিশেষ্য) নপুংসক; ক্লীব। তৃতীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) তৃতীয় অর্থে। □ (বিশেষ্য) তিথিবিশেষ; পূর্ণিমা বা অমাবস্যার পরবর্তী তৃতীয় দিবস। তৃতীয় বিশ্ব (বিশেষ্য) জোটনিরপেক্ষ উন্নয়নশীল দেশসমূহ। {(তৎসম বা সংস্কৃত) ত্রি+তীয়}
  • Bengali Word তৃপ্ত Bengali definition [তৃপ্‌তো] (বিশেষণ) ১ সন্তুষ্ট; পরিতুষ্ট; পূর্ণকাম; দৈহিক বা মানসিক ভোগের ফলে আনন্দিত। ২ আহ্লাদিত। তৃপ্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। তৃপ্তি (বিশেষ্য) ১ তুষ্টি; সন্তোষ; আনন্দ। ২ তৃষ্ণা নিবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) √তৃপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word তৃষা, তৃষ্ণা Bengali definition [তৃশা, তৃশ্‌না] (বিশেষ্য) ১ জল পান করার ইচ্ছা; পিপাসা। ২ প্রবল ইচ্ছা; আকাঙ্ক্ষা; ভোগেচ্ছা (জ্ঞানতৃষ্ণা)। ৩ লোভ। তৃষাতুর, তৃষার্ত, তৃষ্ণার্ত (বিশেষণ) তৃষ্ণাপীড়িত; পিপাসায় কাতর; পিপাসার্ত (চেয়ে আছি তৃষাতুর-সত্যেন্দ্রনাথ দত্ত; তৃষ্ণার্ত জিহ্বার মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)। তৃষাতুরা, তৃষার্তা, তৃষ্ণার্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। তৃষালু (বিশেষণ) তৃষ্ণাযুক্ত; পিপাসার্ত। তৃষিত (বিশেষণ) পিপাসাযুক্ত (ধনী যেন সদা তৃষিত এবং চাষা সদা কচি ডাব-কাজী নজরুল ইসলাম)। তৃষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √তৃষ্‌+আ(টাপ্‌), (তৎসম বা সংস্কৃত) √তৃষ্‌+ন+আ(টাপ্‌)=তৃষ্ণা}
  • Bengali Word তৃষ্য Bengali definition [তৃশ্‌শো] (বিশেষণ) কাম্য; লোভনীয়, বাঞ্ছনীয়। □ (বিশেষ্য) লোভ। {(তৎসম বা সংস্কৃত) √তৃষ্‌+য(যৎ)}
  • Bengali Word তে ১ Bengali definition [তে] (বিশেষণ) ত্রি; তিনসংখ্যক (তেতালা, তেকাঠা)। তেআঁটিয়া, তেএঁটে (বিশেষ্য) ১ তিন আঁটিযুক্ত (গ্রাসগুলি তোলে যেন তেআঁটিয়া তাল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ ত্রিশিরাযুক্ত। ৩ কুদর্শন। ৪ বদমাশ; ধূর্ত। তেকাঁটা, তেকাটা (বিশেষ্য) ১ ত্রিশিরা; কাঁটা গাছবিশেষ। ২ মসন্ সিজের গাছ। তেকাঠা (বিশেষ্য) ১ তিন খণ্ড কাঠে তৈরি ত্রিকোণ আধারবিশেষ (একটি ছাগল বেড়ার ভেতর গলা ঢোকবার চেষ্টা করছিল কিন্তু তার গলায় তেকাঠা বাঁধা-খগেন্দ্রনাথ মিত্র)। ২ গাছে যে স্থানে তিনটি ডাল বের হয় (তেকাঠাতে কুরুল্লার বাসা-প্রবাদ)। □ (বিশেষণ) বিপদসঙ্কুল স্থান (তেকাঠায় আটকানো)। তেকোনা (বিশেষণ) ত্রিকোণাকার; তিন কোণযুক্ত। □ (বিশেষ্য) সিঙ্গাড়া নামক খাদ্য। তে-খাঁজ (বিশেষ্য) তিনটি খাঁজ বা ভাঁজ-বিশিষ্ট (তেখাঁজ একটি পৈতৃক ভূঁড়ি রোজ প্রায় একপো তেল খায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। তেচোখা (বিশেষণ) ১ তিন চক্ষুবিশিষ্ট। □ (বিশেষ্য) তেপায়া। তেতলা, তেতালা১ (বিশেষ্য) অট্টালিকাদির তৃতীয় তল; ত্রিতলে অবস্থিত ঘর। □ (বিশেষণ) তিনটি তলবিশিষ্ট; ত্রিতল। তেতালা২ (বিশেষ্য) সঙ্গীতের তালবিশেষ (ঢিমে তেতালা)। তেতাস (বিশেষ্য) ১ তাসের একপ্রকার জুয়া খেলা; যাতে প্রত্যেক খেলোয়াড় তিনখানি করে তাস পায়। ২ তিন তাসের খেলা; ফ্লাস খেলা। তেথর (বিশেষ্য) তিন স্তর বা থাক। তিন স্তবক। তেথরি (বিশেষণ) তিন স্তর করে (তেথরি বেষ্টিত তায়-ঘনরাম চক্রবর্তী)। তেপথ (বিশেষ্য) ত্রিপথ; তিন রাস্তা (রানী তেপথের ধূলা এলাইয়া ভাসাইয়া দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। তেপায়া (বিশেষ্য) তিন পায়াবিশিষ্ট টেবিল; টিপয়। তেমাথা (বিশেষ্য) তিনটি পথের সংযোগস্থল। তিমেটে (বিশেষণ) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। তেমোহনা (বিশেষ্য) ১ তিনটি নদীর মিলনস্থল। ২ মনসা গাছবিশেষ। তেশন্নি (বিশেষ্য) ১ উপর নিচ ও পার্শ্ব-এই তিন দিকে শূন্য স্থান। ২ আকাশ। তেশন্নির দশা (বিশেষ্য) অবলম্বনহীন অবস্থা। তেশিরা (বিশেষণ) তিনটি শিরযুক্ত বা পলযুক্ত (তেশিরা কাচের ভিতর দিয়া দেখিলে সূর্যের আলোতে সাতরঙা ছটা দেখা যায়-আআশ)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি>}
  • Bengali Word তে ১ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেঁ] (সর্বনাম) তার (তেঁ সহ্মে চোরায়ল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তে>}
  • Bengali Word তে ২, তেঁউ, তেঁএ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেঁ, তেঁউ, তেঁএ] (অব্যয়) তার জন্য; তজ্জন্য; সে কারণে। {(তৎসম বা সংস্কৃত) তেন>}
  • Bengali Word তেঁই, তেই, তেঞি, তেঁসি Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [তেঁই, তেই, তেয়ি, তেঁসি] (অব্যয়) তাই; তজ্জন্য (রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেঁই আমি-মাইকেল মধুষূদন দত্ত; তেঁসি না বুঝসি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) তস্মাৎ>}
  • Bengali Word তেঁই, তেই, তেঞি, তেঁসি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেঁই, তেই, তেয়ি, তেঁসি] (অব্যয়) তাই; তজ্জন্য (রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেঁই আমি-মাইকেল মধুষূদন দত্ত; তেঁসি না বুঝসি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) তস্মাৎ>}
  • Bengali Word তেঁউ, তেঁএ Bengali definition তেঁ২
  • Bengali Word তেঁউ, তেঁএ Bengali definition তেঁ২