Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তুতে Bengali definition তুঁতিয়া
  • Bengali Word তুত্থ, তুত্থক, তূতক Bengali definition [তুত্‌থো, তুত্‌থক্‌, তূতক্‌] (বিশেষ্য) তুতে। তুত্থাঞ্জন (বিশেষ্য) তুঁতে থেকে তৈরি কাজল। {(তৎসম বা সংস্কৃত) √তুদ্‌+থ(থক্‌)}
  • Bengali Word তুন, তূন Bengali definition [তুন্‌] (বিশেষ্য) স্থানে; নিকটে; সঙ্গে (তোর তুন দিব বিয়া-পূর্ববঙ্গ গীতিকা.)। {স্থান>থান>তুন}
  • Bengali Word তুন্দ, তুন্দি Bengali definition [তুন্‌দো, তুন্‌দি] (বিশেষ্য) ১ উদর; পেট। ২ নাভি। ৩ ভুঁড়ি। ৪ উগ্র। ৫ দ্রুত। ৬ তেজ। তুন্দিভ, তুন্দিল (বিশেষ্য) ভুঁড়ো; ভুঁড়িবিশিষ্ট; স্থূলোদর; নাদাপেটা। {(তৎসম বা সংস্কৃত) √তুণ্‌+দ,+ই}
  • Bengali Word তুন্ন Bengali definition [তুন্‌নো] (বিশেষণ) ১ পীড়িত; ব্যথিত। □ (ক্রিয়া) সেলাই করা। তুন্নবায় (বিশেষ্য) ১ রিফুকার। ২ দরজি। {(তৎসম বা সংস্কৃত) √তুদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word তুফান Bengali definition [তুফান্‌] (বিশেষ্য) ১ প্রচণ্ড ঝটিকা; প্রবল ঝড় (বিম্বড়ুবান আসল তুফান উছলে উজান-কাজী নজরুল ইসলাম)। ২ ঝড়জনিত প্রবল ঢেউ; বন্যা। ৩ তুমুল ঝগড়া (চায়ের কাপে তুফান উঠেছে)। তুফানমেল (বিশেষ্য) তুফানের মতো বেগে গমনশীল ডাক গাড়ি। {(আরবি)তুফান}
  • Bengali Word তুবা ১ Bengali definition [তুবা] (বিশেষ্য) ১ বেহেশ্‌তের বৃক্ষবিশেষ (রেজওয়ান গেলমান দরক্ত তুবার-সৈয়দ আলাওল)। {(আরবি)তুবা}
  • Bengali Word তুবা ২ Bengali definition তওবা
  • Bengali Word তুবড়ানো Bengali definition তোবড়া
  • Bengali Word তুবড়ি, তুপড়ি Bengali definition [তুব্‌ড়ি] (বিশেষ্য) ১ এক ধরনের আতশ-বাজি। ২ সাপুড়েদের লাউয়ের খোলে দুটি নল ফিনকির মতো অনর্গল উচ্ছল কথার তোড় (কথার তুবড়ি ছোটানো)। {(তৎসম বা সংস্কৃত) তুম্ব>;(হিন্দি) (তুলনীয়) তুমড়ী} তুবর, তুবরিকা [তুবর, +ইন(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word তুম-তানা-নানা Bengali definition [তুম্‌তানানানা] (বিশেষ্য) সঙ্গীতে প্রারম্ভিক সুর বিস্তার; গীত আরম্ভকালীন স্বরাভ্যাস। ২ অপেক্ষাকৃত অসার্থক প্রারম্ভিক আয়োজন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তুমকি Bengali definition [তুম্‌কি] (বিশেষ্য) তুম্বকী; একতারা (অনুক্ষণ মাগি ভিক্ষা অতি মৃদু নাদে তুমকী বাজায়ে যথা রাজার তোরণে ভিখারী-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তুম্ব (লাউ)>}
  • Bengali Word তুমতুমি Bengali definition [তুম্‌তুমি] (বিশেষ্য) গর্ব; গুমর (ধন-দৌলতের তুমতুমিও ছিলো-আলাউদ্দীন আল আজাদ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তুমর Bengali definition তুমার
  • Bengali Word তুমার, তুমর Bengali definition [তুমার, তুমোর্‌] (বিশেষ্য) জমাখরচ ইত্যাদি হিসাবের খাতা। তুমারনবিস, তুমারনবীস (বিশেষ্য) হিসাবরক্ষক কর্মচারী accountant। {(আরবি)তূমার }
  • Bengali Word তুমি Bengali definition [তুমি] (সর্বনাম) মধ্যম পুরুষ; সম্বোধিত ব্যক্তিসূচক সর্বনাম যা সাধারণত স্নেহপাত্র, ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু পিতা-মাতা ও সৃষ্টিকর্তার প্রতি উচ্চারিত হয়ে থাকে। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌>(প্রাকৃত) তুমং, তুম্‌হে>(প্রাচীন বাংলা) তুহ্মি>}
  • Bengali Word তুমুল Bengali definition [তুমুল্‌] (বিশেষণ) প্রবল; ঘোরতর; ভয়ানক (তুমুল যুদ্ধ, তুমুল ঝগড়া)। ২ ঘোরতর কলহ (দুজনে তুমুল হয়ে গেছে)। {(তৎসম বা সংস্কৃত) √তম্‌+উল(উলচ্‌)}
  • Bengali Word তুম্ব, তুম্বক, তুম্বকি, তুম্বুকী, তুম্বা, তুম্বি, তুম্বী, তুম্বিকা Bengali definition [তুম্‌বো, তুম্‌বক্‌, তুম্‌বোকি, .....] (বিশেষ্য) ১ একতারা; লাউয়ের শুষ্ক খোল দ্বারা প্রস্তুত বাদ্যযন্ত্র (কি ছার মুরজ বীণা মুরলী ‍তুম্বকী-মাইকেল মধুষূদন দত্ত)। ২ লাউ। ৩ লাউয়ের শুষ্ক খোল। {(তৎসম বা সংস্কৃত) তুম্ব্‌+অ(অচ্‌)}
  • Bengali Word তুম্বীফল Bengali definition [তুম্‌বিফল্‌] (বিশেষ্য) অলাবু; লাউ (কমণ্ডলু তুম্বীফল করঙ্গ পিবারে জল হাতে আশা হিঙ্গুল বরণ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √তুম্ব্‌+অ(অচ্‌)+ঈ(ঙীপ্‌)+ফল}
  • Bengali Word তুম্বুরু Bengali definition [তুম্‌বুরু] (বিশেষ্য) ১ সঙ্গীত বিদ্যায় পারদর্শী একজন গন্ধর্ব। ২ জনৈক ঋষি। ৩ এক প্রকার গাছ।
  • Bengali Word তুম্ভ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তুম্‌ভ] (সর্বনাম) তোমার (তুম্বে গর্ভধারী মাতা-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) ত্বম্‌>তুম্‌হে}
  • Bengali Word তুমড়ি Bengali definition [তুম্‌ড়ি] (বিশেষ্য) ১ তুবড়ি। ২ সাপুড়ের বাঁশি। {(তৎসম বা সংস্কৃত) তুম্ব>}
  • Bengali Word তুর Bengali definition তুরা
  • Bengali Word তুর তুর Bengali definition [তুর্‌তুর্‌] (বিশেষ্য) লঘু ও ত্রস্ত পদবিক্ষেপ (তুর তুর করে বেড়ানো)। {(তৎসম বা সংস্কৃত) তুরম্‌ তুরম্‌>}
  • Bengali Word তুরক, তুরুক Bengali definition [তুরক্‌, তুরুক্‌] (বিশেষ্য) ১ তুর্কি জাতি (ঘুরছে ধাধায় হিন্দু তুরক-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তুর্কিজাতীয় লোক; তুরস্কের লোক। ৩ তুর্কি টুপি। ৪ তুর্কি সৈন্যের পোশাক। তুরক-সওয়ার (বিশেষ্য) অশ্বারোহী তুর্কি সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) তুরস্ক, (ফারসি) তুর্‌ক}
  • Bengali Word তুরকি Bengali definition তুক
  • Bengali Word তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম Bengali definition [তুরগ, তুরঙ্‌গো, তুরঙ্‌গম্‌] (বিশেষ্য) ঘোড়া; অশ্ব (তুরঙ্গের হ্রেষারব-কায়কোবাদ)। তুরগী, তুরঙ্গী, তুরঙ্গমী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। তুরগী (-গিন্‌), তুরঙ্গী(-ঙ্গিন্‌) (বিশেষ্য) অশ্বারোহী; ঘোড়-সওয়ার। {(তৎসম বা সংস্কৃত) তুর+√গম্‌+অ(ড)}
  • Bengali Word তুরঞ্জ Bengali definition [তুরন্‌জো] (বিশেষ্য) ফলবিশেষ (জমির তুরঞ্জ দ্রাক্ষ মহুয়া বাদাম-সৈয়দ আলাওল)।
  • Bengali Word তুরন্ত Bengali definition [তুরন্‌তো] (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; সত্বর; দ্রুত; বিলম্ব না করে (তুরন্ত শরাব আনো সাকী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ত্বরমাণ; (প্রাকৃত) তুরন্ত}
  • Bengali Word তুরন্ত Bengali definition (বিরল) [তুরন্‌তো] (বিশেষণ) প্রচণ্ড; বেগবান (তূরন্ত দুরন্ত গতি-ফররুখ আহমদ)। {⇒ তুরন্ত}