Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তুরপুন Bengali definition [তুর্‌পুন্‌] (বিশেষ্য) কাষ্ঠাদি ছিদ্র করার যন্ত্র; ভোমর (মাথার ভসভসে ঘিলুতে তুরপুন সিঁধোলো-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) তুরফান }
  • Bengali Word তুরমান Bengali definition (ক্রিয়াবিশেষণ) সত্বর; শীঘ্র; দ্রুতবেগে (তুরমানে চলি জাও, ডাহুকা হইয়া-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) ত্বরমাণ>}
  • Bengali Word তুরস্ক Bengali definition [তুরশ্‌কো] (বিশেষ্য) একটি দেশের নাম। তুরস্ক-মণি (বিশেষ্য) উপরত্নবিশেষ; ফিরোজা; turquoise। {(তৎসম বা সংস্কৃত) তুরস্ক; ই turkey}
  • Bengali Word তুরি, তুরী Bengali definition [তুরি] (বিশেষ্য) ১ তাঁতের মাকু। ২ বাদ্যযন্ত্রবিশেষ; রণশিঙ্গা; bugle। {(তৎসম বা সংস্কৃত) তূর্য>(প্রাকৃত) তুরিঅ, তুর>(বাংলা) তুরি}
  • Bengali Word তুরিত, তুরিতে ((ব্রজবুলি)) Bengali definition [তুরিত, তুরিতে] (ক্রিয়াবিশেষণ) দ্রুত; শীঘ্র; তাড়াতাড়ি (এ কথা শুন সবে শুনহে তুরিত-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) ত্বরিত>}
  • Bengali Word তুরীয় Bengali definition [তুরিয়ো] (বিশেষ্য) ১ সমাধিস্থ; সমাধির বিশেষ অবস্থা (হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হইলেন-রাজশেখর বসু (পরশু))। ২ পরমব্রহ্ম; ব্রহ্ম। □ (বিশেষণ) ১ চতুর্থ (তুরীয় বর্ণ)। ২ চরমোৎকর্ষপ্রাপ্ত। ৩ মায়ার অতীত; চৈতন্যাবস্থা। ৪ দ্রুত; ত্বরান্বিত; শীঘ্র। তুরীয় বর্ণ (বিশেষ্য) চতুর্থ বর্ণ; শূদ্র। তুরীয়ানন্দ (বিশেষ্য) ১ দিব্যোন্মাদ অবস্থা; তুরীয় অবস্থার আনন্দ (আমি তুরীয়ানন্দে ছুটে চলি একি উন্মাদ, আমি উন্মাদ-কাজী নজরুল ইসলাম)। ২ ((ব্রজবুলি)) (মাদক দ্রব্যের প্রভাবে) মত্ততা; আত্মহারা অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) চতুর্‌+ঈয়(ছ)}
  • Bengali Word তুরুক ১ Bengali definition [তুরুক্‌] (অব্যয়) তৎক্ষণাৎ; সেই মুহূর্তে; সঙ্গে সঙ্গে; চটপট (তুরুক লাফ, তুরুক জবাব)। তুরুক জবাব (বিশেষ্য) স্পষ্ট ও ত্বরিত উত্তর। তুরুক-সওয়ার (বিশেষ্য) ১ তুরস্কদেশবাসী ঘোড়সওয়ার বা অশ্বারোহী সৈন্য। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা> অথবা, (ফারসি) তুরুক; তুর্কিদের মতো দ্রুত}
  • Bengali Word তুরুক ২ Bengali definition তুরক
  • Bengali Word তুরুপ, তুরুফ Bengali definition [তুরুপ্‌, তুরুফ্‌] (বিশেষ্য) তাস খেলায় বিশেষ দানে জয়লাভ করার ধরনবিশেষ; রঙের তাস দিয়ে পিঠ পাওয়া। □ (বিশেষণ) মোক্ষম; আসল (ডাকা হইল আসামী পক্ষের তুরুপ সাক্ষী ঈদু শেখরে-আবুল মনসুর আহমদ)। {ওল. troef, (ইংরেজি) trump}
  • Bengali Word তুরুম, তুড়ুম Bengali definition [তুরুম্‌, তুড়ুম] (বিশেষ্য) অপরাধীর হাত-পা আটকে তাকে অনড় করে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নির্মিত আধারবিশেষ। তুরুম ঠোকা (ক্রিয়া) ১ তুরুমে পুরে শাস্তি দেওয়া। ২ রূঢ়ভাবে তিরস্কার করা। {(ইংরেজি) turnk; ফ. trone}
  • Bengali Word তুরূক ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তুরুক্‌] (বিশেষ্য) তুর্ক; তুর্কিজাতীয় লোক (মা বাপ ছাড়িয়া মেলে তুরূকের সাথে খারাব করিল মুঝে তুরূকের হাতে-সৈয়দ হামজা)। {(তুর্কি)তুর্ক }
  • Bengali Word তুর্ক, তুর্কি, তুর্কী Bengali definition [তুর্‌ক, তুর্‌কি, তুর্‌কী] (বিশেষ্য) ১ তুর্কি জাতি; তুরস্ক দেশের লোক (তুরকিস্তানে তুরকি ভাষে-সৈয়দ সুলতান)। ২ তুরস্কের ভাষা। ৩ তুরস্ক দেশবাসী। তুরকিস্তান (বিশেষ্য) মধ্য এশিয়ায় সোভিয়েত প্রজাতন্ত্র। তুর্কিনাচন (বিশেষ্য) ১ উদ্দাম নৃত্য। ২ ((আলঙ্কারিক)) অতিশয় বিব্রত দশা (তা না হলে নাচিয়ে দিত বিষম তুর্কিনাচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তুর্কি)তুর্ক}
  • Bengali Word তুর্মলি, তুর্মলিন Bengali definition [তুর্‌মোলি, তুর্‌মোলিন] (বিশেষ্য) শ্রীলঙ্কার প্রসিদ্ধ স্থান। {সিংহলি.}
  • Bengali Word তুর্য Bengali definition [তুর্‌জো] (বিশেষণ) ১ চতুর্থ। □ (বিশেষ্য) সমাধির অবস্তা; তুরীয় অবস্থা। ২ (জ্যা.) বৃত্ত বা বৃত্ত পরিধির চতুর্থবিংশ; বৃত্তপাদ। {(তৎসম বা সংস্কৃত) চতুর্‌+য(যৎ)}
  • Bengali Word তুল ১ Bengali definition [তুল] (বিশেষণ) ((পদ্যে ব্যবহৃত)) উপমা; সাদৃশ্য; তুলনা (তৃপ্তি নাহি তার তুল-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) তুল্য>(প্রাকৃত) তুল্ল}
  • Bengali Word তুল ২ Bengali definition [তুল্‌] (বিশেষ্য) ১ দাঁড়িপাল্লা; পরিমাণদণ্ড। ২ তৌলকরণ; মাপ (তুল করা)। {(তৎসম বা সংস্কৃত) তুলা>}
  • Bengali Word তুল ৩ Bengali definition [তুল্‌] (বিশেষ্য) ১ গোলযোগ; গণ্ডগোল; গোলমাল। ২ বিষম কাণ্ড। {(তৎসম বা সংস্কৃত) তুমুল; (আরবি)তুল}
  • Bengali Word তুলকালাম Bengali definition [তুল্‌কালাম্‌] (বিশেষ্য) প্রচণ্ড কলহ; তুমুল ঝগড়া; বাগাড়ম্বর; দীর্ঘ আলোচনা। {(আরবি)তুল-কালাম}
  • Bengali Word তুলট ১, তুলোট ১ Bengali definition [তুলোট্‌] (বিশেষণ) তুলা থেকে প্রাচীন প্রথায় প্রস্তুত (তুলট কাগজ)। □ (বিশেষ্য) তুলা থেকে প্রস্তুত হলুদ বর্ণের কাগজ (তুলটে লেখা পুঁথি)। {(তৎসম বা সংস্কৃত) তুল+(বাংলা) ট}
  • Bengali Word তুলট ২, তুলোট ২ Bengali definition [তুলোট্‌] (বিশেষ্য) মহাদানমুলক ব্রতবিশেষ; তুলাদণ্ডে পরিমাপ করে দাতার নিজের ওজনের সমপরিমাণ স্বর্ণ বা অর্থাদি দান; তুলাদান (ভাবের ধন আর ভবের মানুষ তুলোট করে রে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তুলাধট>}
  • Bengali Word তুলতুল Bengali definition [তুল্‌তুল্‌] (অব্যয়) অত্যন্ত কোমলতার ভাব। তুলতুলে (বিশেষণ) অত্যন্ত কোমল; অতিশয় নরম। {(তৎসম বা সংস্কৃত) তুল (তুলার মতো কোমল অর্থে)}
  • Bengali Word তুলন Bengali definition [তুলন্‌] (বিশেষ্য) ১ সদৃশ করা। ২ পরিমাণ করা। ৩ তোলা; উত্তোলন; উত্থাপন। □ (বিশেষ্য) এক প্রকার ধান। {(তৎসম বা সংস্কৃত) √তুলি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তুলনা Bengali definition [তুলোনা] (বিশেষ্য) ১ সাদৃশ্য; উপমা (তুলনা মেলে না)। ২ সদৃশ বস্তু; ব্যক্তি বা বিষয় (সে সুন্দর মুখের তুলনা একমাত্র পূর্ণচন্দ্র)। ৩ সাদৃশ্য নিরূপণ; কারও সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্য স্থিরীকরণ বা নিরূপণ (তুলনা করা)। ৪ দৃষ্টান্ত। তুলনীয় (বিশেষণ) তুলনার উপযুক্ত; উপমেয়। {(তৎসম বা সংস্কৃত) √তুলি্‌+অন(যুচ্‌)+আ (টাপ্‌)}
  • Bengali Word তুলসী Bengali definition [তুলসী] (বিশেষ্য) হিন্দুদের নিকট পবিত্র ছোট গাছবিশেষ বা তার পাতা। তুলসী দেওয়া (ক্রিয়া) দেবতা নারায়ণের প্রসাদ লাভের জন্য তাঁর চরণে একটি করে তুলসী পাতা দেওয়া। তুলসী বনের বাঘ (বিশেষ্য) সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন। তুলসী মঞ্চ (বিশেষ্য) তুলসী গাছের চতুর্দিক দিয়ে নির্মিত মঞ্চ। {(তৎসম বা সংস্কৃত) তুলা+√সো+অ(ক)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word তুলা ১ Bengali definition [তুলা] (বিশেষ্য) ১ দাঁড়িপাল্লা; নিক্তি; পরিমাণদণ্ড; তরাজু। ২ (জ্যোশা) সপ্তম রাশি। ৩ শতপল পরিমাণ; স্বর্ণ-রৌপ্যের পরিমাণবিশেষ; ৪০০ তোলা। তুলাকূট (বিশেষ্য) ১ ওজনে কম দেওয়া। ২ যে ব্যক্তি ওজনে কম দেয়। তুলা কোটি ⇒ তুলাকোটি। তুলাদণ্ড, তুলাধট, তুলাযন্ত্র (বিশেষ্য) ওজন পরিমাপক যন্ত্র; দাঁড়িপাল্লা; নিক্তি। তুলাদান (বিশেষ্য) দাতার দেহের ওজনের সমান অর্থাদি বা স্বর্ণরৌপ্যাদি দান; তুরট। তুলাধারী (বিশেষণ) ওজনকারী। □ (বিশেষ্য) ব্যবসায়ী। তুলাব্রত (বিশেষ্য) তুলট ব্রত; নিজ ওজনের সমান ধাতুদানরূপ ব্রত। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word তুলা ২ Bengali definition [তুলা] (বিশেষ্য) তুলনা; উপমা (কেবল শারদ শশী সে মুখের তুলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word তুলা ৩, তুলো Bengali definition [তুলা, তুলো] (বিশেষ্য) কার্পাস শিমুল প্রভৃতি ফুলের আঁশ; কার্পাস (তুলাতে রহিল শনি হইয়া পাতল-সৈয়দ আলাওল)। তুলাধোনা করা (ক্রিয়া) ১ ঘোনা তুলার মতো ছিন্নভিন্ন বা পর্যুদস্ত করা। ২ ((আলঙ্কারিক)) ভর্ৎসনা; কটুকথা; প্রহার ইত্যাদির চূড়ান্ত করা। {(তৎসম বা সংস্কৃত) তুল+(বাংলা) আ>}
  • Bengali Word তুলা ৪ Bengali definition তোলা৩
  • Bengali Word তুলাকোটি, তূলাকোটি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তুলাকোটি] (বিশেষ্য) প্রাচীন কালের পায়ের অলঙ্কার (পরে দিব্য তুলাকোটি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √তুল্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)=তুলা+কোটি=তুলাকোটি}
  • Bengali Word তুলারাম খেলারাম Bengali definition [তুলারাম্‌ খ্যালারাম্‌] (বিশেষ্য) দুশ্চিন্তাজনিত অতিশয় অস্বস্তি; উদ্বেগ; তোলপাড়। {(তৎসম বা সংস্কৃত) তুমুল>তুল+(বাংলা) আ+ ‘রাম’ প্রকাণ্ড অর্থে}