Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তাকাবি, তাকাবী Bengali definition তগাবি
  • Bengali Word তাকাব্বরি, তাকাব্বরী Bengali definition তকব্বরি
  • Bengali Word তাকাব্বুরি Bengali definition তকব্বরি
  • Bengali Word তাকিদ, তাকীদ Bengali definition তাগিদ
  • Bengali Word তাকিয়া Bengali definition [তাকিয়া] (বিশেষ্য) বৃহদাকার বালিশ যাতে আরামের জন্য হেলান দেওয়া হয়। {(ফারসি) তকীআহ }
  • Bengali Word তাকে Bengali definition তাহা
  • Bengali Word তাকে তাকে Bengali definition তক্কে তক্কে
  • Bengali Word তাখাল্লুস Bengali definition তখল্লুস
  • Bengali Word তাগত Bengali definition তাকত
  • Bengali Word তাগবাগ Bengali definition [তাগ্‌বাগ্‌] (বিশেষ্য) কলাকৌশল। তাগবাগে (ক্রিয়া), (বিশেষণ) কৌশলে (ছল করার কম কৌশল লাগে না, লড়াইয়ের তাগবাগের সমানই সে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) তর্ক>তাক>তাগ+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত) বাগ}
  • Bengali Word তাগা Bengali definition [তাগা] (বিশেষ্য) ১ বাহুতে পরার অলঙ্কারবিশেষ; অনন্ত। ২ দেহের বিভিন্ন স্থানে বন্ধনের জন্য সুতা। ৩ ডোর; সর্পঘাত ইত্যাদিতে রক্ত চলাচল বন্ধ করার বাঁধন (শিরে কৈল সর্পাঘাত কৌথায় বাঁধবি তাগা-কৃত্তিবাস ওঝা)। {(প্রাকৃত) তগ্‌গ>}
  • Bengali Word তাগাদা, তাকাদা Bengali definition তাগাদা, তাকাদা [তাগাদা, তাকাদা] (বিশেষ্য) ১ স্মরণ করিয়ে দেওয়া। ২ প্রাপ্য বস্তু ফেরত দেওয়ার বারবার দাবি বা অনুরোধ (টেকার তাগাদা করিতে করিতে আমাদের পায়ের বাঁধন ছিঁড়িয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি)তাকাদাহ}
  • Bengali Word তাগারি Bengali definition [তাগারি] (বিশেষ্য) বৃহৎ গামলা; বৃহৎ রন্ধনপাত্র। {(ফারসি) তগারী}
  • Bengali Word তাগাড় Bengali definition (বিশেষ্য) ১ দালান-কোঠা নির্মাণের জন্য চুন, সুরকি ইত্যাদি পানিতে মিশিয়ে প্রস্তুত মসলা। ২ ঐ মসলা প্রস্তুত করার পাত্র। ৩ ধানের চারা রোপণ করার সময়ে চষা জমিতে পানি সেচন করে যে কাদা প্রস্তুত করা হয়। {(ফারসি) তগার}
  • Bengali Word তাগি Bengali definition [তাগি] (বিশেষ্য) ১ তাগা; সুতা। ২ মাছ ধরার সরু সুতা। {(প্রাকৃত) তগ্‌গ>}
  • Bengali Word তাগিদ, তাকিদ Bengali definition [তাগিদ্‌, তাকিদ] (বিশেষ্য) ১ কোনো কাজের জন্য বার বার অনুরোধ; পীড়াপীড়ি (এখান হইতে খাজনার তাগিদে যায়-রামরাম বসু; তাগিদ দিয়ে দিতে হয়রান হয়ে গেলাম)। ২ জরুরি দরকার। ৩ প্রেরণা (ভিতরের তাগিদে যে মানুষ কর্ম করেছে তার লক্ষ মনিব নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) তা’কীদ}
  • Bengali Word তাগড়া, তাগড়াই Bengali definition [তাগ্‌ড়া, তাগ্‌ড়াই] (বিশেষণ) বলিষ্ঠ; লম্বা-চওড়া (সে তাগড়া জোয়ান-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) তগড়া}
  • Bengali Word তাচ্ছল্য Bengali definition তাচ্ছিল্য
  • Bengali Word তাচ্ছিল্য, তাচ্ছল্য Bengali definition [তাচ্‌ছিল্‌লো, তাচ্‌ছোল্‌লো] (বিশেষ্য) ১ তুচ্ছাজ্ঞান; অশ্রদ্ধা; অবজ্ঞা। ২ অনাদর। {(তৎসম বা সংস্কৃত) (<তৎ+শীল)+ য(য্যঞ্‌)}
  • Bengali Word তাছাওফ Bengali definition তাসাওফ
  • Bengali Word তাছির, তাসির Bengali definition [তাছির্‌] (বিশেষ্য) প্রভাব; ফলাফল; কার্যকারিতা; ছাপ (তাছির হয় যেন কি আমার ক্রন্দনের-গোলাম মোস্তফা; নর-নারীর গুণও সন্তানের দেহমনে তাসির করে-খানবাহাদুর আবদুল হাকিম)। {(আরবি)তা’শীর }
  • Bengali Word তাজ ১ Bengali definition [তাজ্‌] (বিশেষ্য) ১ মস্তকের আবরণবিশেষ; টুপি। ২ মুকুট; crown (সম্রাটের রত্নময়ী তাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। তাজমহল (বিশেষ্য) মোগলসম্রাট শাহজাহান কর্তৃক সম্রাজ্ঞী মমতাজমহলের স্মরণে আগ্রায় নির্মিত মর্মর সমাধি-সৌধ। {(আরবি)তাজ}
  • Bengali Word তাজ ২ Bengali definition [তাজ্‌] (ক্রিয়া) তিরস্কার বা ভর্ৎসনা করা; ভীতি প্রদর্শন করা; ভয় দেখানো। {(তৎসম বা সংস্কৃত) √তর্জ>}
  • Bengali Word তাজনি Bengali definition [তাজোনি] (বিশেষ্য) অর্জন; ভীতি প্রদর্শন; ভর্ৎসনা; তিরস্কার; চোখ রাঙানো। {(তৎসম বা সংস্কৃত) তর্জন>(প্রাকৃত) তজ্জন>}
  • Bengali Word তাজা Bengali definition (বিশেষ্য) টাটকা; সদ্য (খুন তলোয়ারচোয়া তাজা তরুণ-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) ১ নতুন (তাজা খবর)। ২ জীবন্ত; সজীব (তাজা মাছ)। ৩ সতেজ; সবল; শক্তিমান; প্রাণবন্ত; স্ফূর্তিযুক্ত (তাজা প্রাণ, তাজা মন)। তাজা-ব-তাজা (বিশেষণ) নব নব; নতুন; সজীব প্রাণোচ্ছল (স্বাধীনতা পরে হবে আগে গাও তাজা-ব তাজার বাঁশী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তাজাহ্‌, ফা.}
  • Bengali Word তাজাল্লী Bengali definition তজল্লী
  • Bengali Word তাজি, তাজী Bengali definition [তাজি] (বিশেষ্য) আরবি ঘোড়া; উৎকৃষ্ট স্বাস্থ্যবান অশ্ব (তিন লক্ষ তাজা তাজি তুরগী তুরঙ্গ-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) বেগবান তেজিয়ান ঘোড়া (আরবী তাজীর পিঠে যে বেঁধেছে চলবার ঘর-ফররুখ আহমদ)। {(ফারসি) তাজী }
  • Bengali Word তাজিম, তাযীম Bengali definition [তাজিম্‌] (বিশেষ্য) ১ সম্মান; সম্ভ্রম; শ্রদ্ধা; আদব (তাজিমের সাথে ফরমান পড়ে চুমি-কাজী নজরুল ইসলাম)। ২ সমাদর (তাজিম করিয়া তারে বসায় বিছানা পরে-সৈয়দ হামজা)। ৩ ভদ্রতা; শিষ্টতা। {(আরবি)তা’জীম}
  • Bengali Word তাজিয়া, তা’যিয়া Bengali definition [তাজিয়া] (বিশেষ্য) ১ হাসান-হোসেনের নকল কবর যা মুহররমের মিছিলে বাহিত হয় (ঐ যে মহরমের নিশান তাজিয়া প্রভৃতি দেখা যায়-বেগম রোকেয়া)। ২ শোক। ৩ শোকে সান্ত্বনা। {(আরবি)তাজিয়াহ}
  • Bengali Word তাজী Bengali definition তাজি