Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তাজ্জব Bengali definition [তাজ্‌জোব্‌] (বিশেষ্য) বিস্ময় (আমার তাজ্জব লেগে গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) বিস্ময়কর; অদ্ভুত (তাজ্জব ব্যাপার); বিস্মিত (সে তাজ্জব হয়ে গেল-আহসান হাবীব)। {(আরবি)তা’আজ্জুব}
  • Bengali Word তাঞ্জাম Bengali definition [তান্‌জাম্‌] (বিশেষ্য) ১ পালকি; শিবিকা; sedan chari (চলে আঞ্জাম দোলো তাঞ্জাম-কাজী নজরুল ইসলাম)। ২ সজ্জিত শিবিকা বা চতুর্দোলা (তাঞ্জাম ভরা আঞ্জাম এ যে কিছুই রাখনি বাকী-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) তাম্‌জান্‌}
  • Bengali Word তাড্যমান Bengali definition [তাড্‌ডোমান্‌] (বিশেষণ) ১ প্রহার বা শাসন করা হচ্ছে এমন। ২ বাদ্যরত; ধ্বনি উত্থিত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তড়্‌+মান(শানচ্‌)}
  • Bengali Word তাণ্ডব Bengali definition [তান্‌ডোব্‌] (বিশেষ্য) ১ পুরুষের নাচ। ২ উদ্দাম নৃত্য। ৩ তণ্ডু মুনি-উদ্ভাবিত নৃত্য। ৪ ((আলঙ্কারিক)) ভয়ঙ্কর বা প্রলয়ঙ্কর ব্যাপার (অগ্নির তাণ্ডবলীলা)। তাণ্ডবলীলা (বিশেষ্য) ধ্বংস লীলা। {(তৎসম বা সংস্কৃত) তণ্ডু+অ(অণ্‌)}
  • Bengali Word তাত ১ Bengali definition [তাতো] (বিশেষ্য) ১ পিতা; বাবা। ২ পিতৃব্য; চাচা; কাকা; খুড়া (খুল্লতাত); পিতৃস্থানীয় গুরুজন। ৩ পুত্র বা পুত্রতুল্য ব্যক্তিকে সস্নেহ সম্বোধন। {(তৎসম বা সংস্কৃত) √তন্‌+ত(ক্ত)}
  • Bengali Word তাত ২ Bengali definition [তাত্‌] (বিশেষ্য) ১ তাপ; উত্তাপ; আঁচ (তাত সয় তো বাত সয়না-প্রবাদ)। ২ ((আলঙ্কারিক)) ক্রোধান্বিত মেজাজ; ক্রুদ্ধ প্রকৃতি। ৩ ((ব্রজবুলি)) ক্ষুধাগ্নি (পেটে বুঝি তাত লেগেছে)। তাতল ((ব্রজবুলি)) (বিশেষণ) তপ্ত; উত্তপ্ত; তেতে যাওয়া (তাতল সৈকতে বারিবিন্দু সম-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) তপ্ত>}
  • Bengali Word তাত ৩ Bengali definition [তাতো] (বিশেষ্য) ১ তাতে (তাত বড় লোভ মোরে-বড়ু চণ্ডীদাস)। □ (অব্যয়) তজ্জন্য; তার জন্য (নন্দা চান্দের জ্বর উঠেছে মাথায় বেদনা তাত-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌>}
  • Bengali Word তাতরস, তাতরসি Bengali definition তাতরসি
  • Bengali Word তাতা Bengali definition [তাতা] (ক্রিয়া) ১ তপ্ত বা উত্তপ্ত হওয়া (ধুলো পড়লো, রোদে তাতলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ((আলঙ্কারিক)) ক্রোধান্বিত; উত্তেজিত বা ক্ষিপ্ত হওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। তাতানো, তাতান (ক্রিয়া) ১ উত্তপ্ত করা। ২ ((আলঙ্কারিক)) খেপানো; ক্ষিপ্ত বা ক্রুদ্ধ বা উত্তেজিত করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {তাতা+আনো, আন}
  • Bengali Word তাতা থৈ, Bengali definition তাতা থৈ থৈ, তাতা থেই থেই, তাথৈ, তাধিয়া (অব্যয়) বাজনার বোলবিশেষ; তাণ্ডব নৃত্যের বোল। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তাতার Bengali definition [তাতার্‌] (বিশেষ্য) মধ্য এশিয়ার জাতিবিশেষ (তাতার নির্ভীক অশ্বারূঢ়-রবীন্দ্রনাথ ঠাকুর)। তাতারি (বিশেষণ) তাতারজাতীয়; তাতার শ্রেণির; তাতার দেশীয় (আজিকে এমন বোন চাই মোরা, তাতারী মরুর ঝড়ে, বেদেনীর মতো আগে আগে চলে বিদ্যুৎ লয়ে করে-জসীমউদ্‌দীন)। {(ফারসি) তাতার}
  • Bengali Word তাতারসি, তাতরসি, তাতরস Bengali definition [তাতার্‌শি তাতোর্‌শি, তাতোরশ্‌] (বিশেষ্য) আখের রস জ্বাল দিয়ে প্রস্তুত তরল গুড়। (তাতারসির তপ্ত রসে বাতাস সাঁতার দেয় হরষে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তপ্ত>তাত (জ্বাল দেওয়া হয়েছে অর্থে)+রস}
  • Bengali Word তাতারা Bengali definition [তাতারা] (বিশেষ্য) পক্ষীবিশেষ (তাতারা তিতির তোতা তাতলে বিহগ-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) তিত্তির>তিতির>তাতার+আ}
  • Bengali Word তাতাল Bengali definition [তাতাল্‌] (বিশেষ্য) লৌহনির্মিত দণ্ডবিশেষ যা উত্তপ্ত করে রাং বা ঝাল লাগানো হয়। {(তৎসম বা সংস্কৃত) তপ্ত>তাত+আল}
  • Bengali Word তাতে Bengali definition তাহা
  • Bengali Word তাত্ত্বিক Bengali definition [তাত্‌তিক্‌] (বিশেষণ) ১ তত্ত্বসংক্রান্ত। ২ তত্ত্বজ্ঞ; তত্ত্ববিদ। ৩ তত্ত্বীয়; theoretical। □ (বিশেষ্য) তত্ত্বজ্ঞ ব্যক্তি; তত্ত্ববিদ (প্রত্নতাত্ত্বিক)। ৫ সত্য; যথার্থ; প্রকৃত। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word তাথৈ Bengali definition তাতা-থৈ
  • Bengali Word তাথ্যিক Bengali definition [তাত্‌থিক্‌] (বিশেষণ) ১ তথ্যমূলক। ২ তথ্যপ্রধান। ৩ তথ্যযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) তথ্য+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word তাদাত্ম্য Bengali definition [তাদাত্‌তোঁ] (বিশেষ্য) কিছুর একীভাব বা একাত্মতা; অভেদ; অভিন্নতা। {(তৎসম বা সংস্কৃত) তদাত্ম+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word তাদৃশ Bengali definition [তাদ্‌দ্রিশো] (বিশেষণ) সেইরূপ; তদ্রূপ; সেই প্রকার; তত (আর লিখিবার তাদৃশ প্রয়োজন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) তাদৃশী। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+ √দৃশ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word তাধিয়া Bengali definition তাতা-থৈ
  • Bengali Word তান ১ Bengali definition [তান] (বিশেষ্য) ১ সঙ্গীতের স্বর বা রাগ বিস্তার; সুরের আলাপ। ২ সুর; সুরেলা ধ্বনি। ৩ বিস্তার; প্রসার। তান ছাড়া (ক্রিয়া) বাদ্যযন্ত্র ব্যতিরেকে গান করা; খালি গলায় গান গাওয়া। তান তোলা (ক্রিয়া) ধীরে ধীরে সুর উঁচুতে উঠানো। তান ধরা (ক্রিয়া) একটি বিশেষ সুরে বা রাগে সংগীত শুরু করা। {(তৎসম বা সংস্কৃত) তন্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word তান ২ Bengali definition [তান্‌] (সর্বনাম) তাঁর; তাঁহার। {(তৎসম বা সংস্কৃত) তানি>(প্রাকৃত) তান}
  • Bengali Word তানকর্তব Bengali definition [তান্‌কর্‌তোব্‌] (বিশেষ্য) গলা সাধা; সুর সাধনা (ওস্তাদি গলার তানকর্তবে পল্লীর নিদ্রা তন্দ্রা তিরোহিত-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • Bengali Word তানপুরা Bengali definition [তান্‌পুরা] (বিশেষ্য) একটি সঙ্গীত যন্ত্র; বীণার আকৃতি বাদ্যযন্ত্র; তম্বুরা (তুনপুন হল তানপুরা তব, নেহাইএ দাও তেহাই-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি)তন্‌বুর }
  • Bengali Word তানব Bengali definition [তানোব্‌] (বিশেষ্য) তনুতা; কৃশতা; তনিমা। {(তৎসম বা সংস্কৃত) তনু+অ(অণ্‌)}
  • Bengali Word তানা, তানা-পড়েন Bengali definition টানা
  • Bengali Word তানাজা Bengali definition [তানাজা] (বিশেষ্য) ১ ঝগড়া; বিবাদ। ২ ‍ওজর; আপত্তি। {(আরবি)তুনাজ}
  • Bengali Word তানিমা Bengali definition [তানিমা] (বিশেষ্য) তারুণ্য; তরুণিমা। {√তন্‌+ইমা(ইমনিচ্‌)-রবীন্দ্রনাথ সৃষ্ট শব্দ}
  • Bengali Word তানে Bengali definition [তানে] ((মধ্যযুগীয় বাংলা)) (সর্বনাম) তাঁকে; তাঁহাকে। {তাঁকে; (তৎসম বা সংস্কৃত) তদ্‌, তানি}