Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তাঁহ Bengali definition ((ব্রজবুলি)) [তাঁহ] (ক্রিয়াবিশেষণ) তখন। {(তৎসম বা সংস্কৃত) তৎক্ষণ}
  • Bengali Word তাঁহা, তাহাঁ, তাঁহি ((ব্রজবুলি)) Bengali definition [তাঁহা, তাহাঁ, তাঁহি] (অব্যয়) সেখানে; সেস্থানে (মাথুর ব্রাহ্মণ তাঁহা আইলা-কৃষ্ণদাস কবিরাজ); সে বিষয়ে (তাঁহা হয় আবেশ-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) তৎস্থান>}
  • Bengali Word তাঁহাকে, তাঁহাদিগকে, তাঁহাদের, তাঁহার, তাঁহারা Bengali definition [তাঁহাকে, তাঁহাদিগকে, তাঁহাদের, তাঁহার্‌, তাঁহারা] (সর্বনাম) (সম্ভ্রমে) সাধু রীতিতে প্রচলিত বিভিন্ন বিভক্তিতে ‘তিনি’ সর্বনামের কয়েকটি রূপান্তর, এগুলোর চলিত রূপ যথাক্রমে: তাঁকে, তাঁদেরকে (তাঁদের), তাঁদের, তাঁর, তাঁরা; যথাক্রমে অর্থ: সেই ব্যক্তিকে, সেই ব্যক্তিদিগকে (ব্যাক্তিদের), সেই ব্যাক্তিদের, সেই ব্যক্তির, সেই ব্যক্তিরা। তিনি শব্দের বিভিন্ন বিভক্তির রূপ। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌>}
  • Bengali Word তাঁহি Bengali definition তাঁহা
  • Bengali Word তাং Bengali definition [তাঙ্‌] (বিশেষ্য) তারিখ-এর সংক্ষিপ্ত রূপ। {(আরবি)তারিখ>}
  • Bengali Word তাংড়ানো Bengali definition [তাঙ্‌রানো] (বিশেষ্য) ১ সাজিয়ে গুছিয়ে রাখা। ২ সঞ্চয়। ৩ আঁটানো; ধরা বা ধরানো (এই গ্লাসটায় একপোয়া দুধ তাংডাবে তো?)। {(তৎসম বা সংস্কৃত) ত্র্যঙ্গট>}
  • Bengali Word তাই ১ Bengali definition [তাই] (অব্যয়) সাধুরীতিতে ‘তাহাই’ (যা চাও তাই পাবে)। তাই বলে (ক্রিয়াবিশেষণ) তা বলে; সেজন্য; সে কারণে; তার জন্য (তাই বলে একাজ হবে না?)। {(বাংলা) (তৎসম বা সংস্কৃত) তদ্‌>তাহা, তা}
  • Bengali Word তাই ২ Bengali definition [তাই] (অব্যয়) সুতরাং; সেজন্য (জানে না তাই অমন কথা বলে)। তাইতো, তাইত (অব্যয়) ১ সেজন্য; তজ্জন্য (মূর্খ, তাইতো অমন আচরণ)। ২ নিশ্চয়তাসূচক; বিস্ময়সূচক; হতবুদ্ধিতা প্রকাশ (তাইতো, ঠিকই বলেছিলে!)। তাইতে (অব্যয়) ১ সেজন্য; তজ্জন্য (একটু ব্যস্ত ছিলাম তাইতে যেতে পারিনি)। ২ তার উত্তরে (তাকে ডেকেছিলাম তাইতে একথা শোনান)। তাই নাকি (অব্যয়) বিস্ময়ব্যঞ্জক; সন্দেহ প্রকাশক; বিদ্রূপব্যঞ্জক; প্রশ্নবোধক (তাই নাকি? তুমিও ছিলে সেখানে?)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌>}
  • Bengali Word তাই ৩ Bengali definition [তাই্‌] (বিশেষ্য) (শিশুর) করতালি; হাততালি (তাই তাই তাই, মামা বাড়ি যাই-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত) তালিক>(হিন্দি) তালী}
  • Bengali Word তাইদ ১ Bengali definition [তায়িদ্‌] (বিশেষ্য) ১ তাকিদ; তাগাদা। ২ স্মারকলিপি; reminder। {(আরবি)তা’য়ীদ}
  • Bengali Word তাইদাদ Bengali definition তায়দাদ
  • Bengali Word তাইরে নাইরে, তাইরে নাইরে না Bengali definition [তাইরে নাইরে, তাইরে নাইরে না] (অব্যয়) ১ গানের ধ্বনি। ২ উদ্দেশ্যহীনভাবে বাজে কাজে সময় নষ্ট (তাইরে নাইরে করে দিন কাটনো)। ৩ অক্ষমতাজ্ঞাপক (সঠিক জবাব না দিতে পেরে শেষে তাইরে নাইরে না)। {তাই+রে+ নাই+রে,+না}
  • Bengali Word তাঈদ Bengali definition তাইদ
  • Bengali Word তাউই, তাওই, তালই, তালুই Bengali definition [তাউই, তাওই, তালোই, তালুই] (বিশেষ্য) ভাই বা বোনের শ্বশুর (বাবা তো নয় তালুই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) তাত>}
  • Bengali Word তাউত Bengali definition [তাউত্‌] (বিশেষ্য) শুশ্রূষা ও পরিচর্যা। {(আরবি)তা’য়ীদ }
  • Bengali Word তাউস, তায়ুস, তায়ুশ Bengali definition [তাউস্‌] (বিশেষ্য) ১ ময়ূর। ২ তার যন্ত্র যেটির মাথা ময়ূরের মুখের মতো। তখ্‌ত তাউস (বিশেষ্য) ময়ূর সিংহাসন। {(আরবি)তাউস}
  • Bengali Word তাও ১ Bengali definition [তাও] (বিশেষ্য) উষ্ণতা; উত্তাপ; তাপ। ২ গরম মেজাজ; ক্রোধ; কোপ। তাও দেওয়া (ক্রিয়া) আগুনে বাতাস দেওয়া; কামারশালে যাঁতা বা স্বর্ণকারের নল দিয়ে আগুনে বাতাস দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) তাপ>}
  • Bengali Word তাও ২ Bengali definition [তাও] (সর্বনাম) তাহাও (তাও কি আবার বলতে হবে?)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌>}
  • Bengali Word তাও ৩, তা Bengali definition [তাও] (বিশেষ্য) ১ কাগজ বা কাপড়াদির ভাঁজ। ২ কাগজের তা। {তা১-এর উচ্চারণভেদ; (ফারসি) তাহ্‌}
  • Bengali Word তাওই Bengali definition তাউই
  • Bengali Word তাওক্কাল Bengali definition তওয়াক্কল
  • Bengali Word তাওয়া ১ Bengali definition [তাওয়া] (বিশেষ্য) ১ ধাতুনির্মিত পাত্র যাতে রুটি ভাজা বা আগুনে সেঁকা হয়; চাটু। ২ তুষ, কাঠ, কয়লা ইত্যাদির আগুন জ্বেলে রাখবার জন্য মাটির পাত্র-বিশেষ। ৩ কলকিতে বসানোর ক্ষুদ্র চাকতি। ৪ যাঁতা; যে চামড়ার যন্ত্র দিয়ে হাঁপরে বাতাস দেওয়া হয়। {(ফারসি) তারহ; তাবহ্‌ }
  • Bengali Word তাওয়া ২, তাওয়ানো Bengali definition [তাওয়ানো] (ক্রিয়া) ১ তাতানো; গরম করা। ২ হাঁপরে পুড়িয়ে লাল করা। ৩ ((আলঙ্কারিক)) চটানো; উত্তেজিত করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তাপ>তাও+আ, আনো}
  • Bengali Word তাক ১, তাগ Bengali definition [তাক্‌, তাগ্‌] (বিশেষ্য) ১ নিশানা; লক্ষ্য; নজর (জহির তাক করে ছোরা ছুড়তে জানে-সৈয়দ শামসুল হক)। ২ আন্দাজ; অনুমান (অন্ধকারে তাক করা)। ৩ ওত; আক্রমণের উদ্দেশ্যে অপেক্ষা (বিড়ালটা ইঁদুরের জন্যে তাক করে আছে)। ৪ বিস্ময়; বিহ্বলতা; হতবুদ্ধিতা (বক্তৃতা দিয়ে শ্রোতাদের তাক বানিয়ে চলে গেল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। তাকমাফিক (বিশেষ্য) নিশানা অনুযায়ী। তাক-লাগা (ক্রিয়া) বিস্ময় বোধ হওয়া (এসব দেখে তো আমার তাক লেগে গেছে)। তাকে তাকে ক্রি-বিণ প্রতীক্ষায়; সন্ধানে। {(তৎসম বা সংস্কৃত) তর্ক>তাক}
  • Bengali Word তাক ২ Bengali definition [তাক্‌] (বিশেষ্য) থাক; দেয়াল আলমারি ইত্যাদিতে জিনিসপত্রাদি রাখার জন্য তক্তা দিয়ে তৈরি দ্রব্যাধারবিশেষ; shelf। {(ফারসি) তাক}
  • Bengali Word তাক ৩ ((ব্রজবুলি)) Bengali definition [তাক্‌] (সর্বনাম) ১ তাকে (ঝিআরি বলিয়া তাক করিল সম্ভাষণ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। ২ তার (ঐছে নহে তাক বিলাস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌>}
  • Bengali Word তাকওয়া Bengali definition [তাক্‌ওয়া] (বিশেষ্য) খোদাভীতি; ধর্মনিষ্ঠা; সংযম; কর্তব্যনিষ্ঠা। {(আরবি)তকরা }
  • Bengali Word তাকত, তাকৎ, তাকদ, তাগত Bengali definition [তাকোত্‌, তাকোত্‌, তাকোদ্‌, তাকোত্‌] (বিশেষ্য) শক্তি; ক্ষমতা; সামর্থ্য; বল (উঠিয়া পথ্য করিবার তাকত নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(আরবি)তাকত}
  • Bengali Word তাকাদা Bengali definition তাগাদা
  • Bengali Word তাকানো, তাকান Bengali definition [তাকানো] (ক্রিয়া) দৃষ্টিপাত করা; চাওয়া; লক্ষ করা (সে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে)। ২ দৃষ্টিপাত; দৃষ্টি (তার এই তাকানোর ধরনটা বড় বাজে)। {(আরবি)তাক + (বাংলা) আনো, আন}