Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word এতহঁy (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [এতোহুঁ] (বিশেষণ) এতখানি; এ পর্যন্ত (এতহুঁ সম্বাদ-গোবিন্দ দাস)। {সংস্কৃত এতাবৎ>}
  • Bengali Word এতহি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [এতোহি] (ক্রিয়াবিশেষণ) ১ এদিকে (অনতহি গমনে এতহি নিহার-বিদ্যাপতিরীতার্থক শব্দ)। ২ এখানে। {সংস্কৃত এতস্মিন্‌ অথবা সংস্কৃত অত্র>এত্র>এত্থ>এথা>এত+হি}
  • Bengali Word এতাদৃশ Bengali definition [এতাদৃশো] (বিশেষণ) এই প্রকার; এরূপ; ঈদৃশ (রাজকুমারের এতাদৃশ বদান্যতা ও উদারচিত্ততা দর্শনে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত এতৎ+√দৃশ্‌+অ(ক্বিপ্‌)}
  • Bengali Word এতাবৎ Bengali definition [এতাবত্‌] অব্যয় এই পর্যন্ত। এতাবতী (স্ত্রীলিঙ্গ) (তোমার এতাবতী মমতা উদিত হয় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) এ পরিমিত; এতটুকুন; এ সমস্ত। এতাবৎকাল (ক্রিয়াবিশেষণ) এতদিন ধরে; আজ পর্যন্ত। □ (বিশেষ্য) এ পরিমাণ সময়; এতদিন। {সংস্কৃত এতৎ+বৎ(বতুপ্‌)}
  • Bengali Word এতালা Bengali definition এত্তেলা
  • Bengali Word এতিম, এতীম Bengali definition [এতিম্‌] (বিশেষ্য) মাতাপিতাহীন বালক বালিকা (নিঃস্ব ও এতিম হইলে-মোহাম্মদ বরকতুল্লাহ)। □ (বিশেষণ) অনাথ; অসহায়। এতিমখানা (বিশেষ্য) অনাথাশ্রম; orphanage। {আরবি য়তীম্‌ }
  • Bengali Word এতেক Bengali definition [এতেক্‌] (বিশেষণ) এ পরিমাণ; এতটা; অত। □ (ক্রিয়াবিশেষণ) এ পর্যন্ত; এত দূর (এতেক কহিয়া রাজা দূত পানে চাহি, আদেশিলা-মাইকেল মধুসূদন দত্ত)। {সংস্কৃত ইয়ৎ>এত+সংস্কৃত এক>প্রাকৃত এত্তেক}
  • Bengali Word এতেকাদ, ইতিকাদ Bengali definition [এতেকাদ্‌, ইতিকাদ্‌] (বিশেষ্য) বিশ্বাস; প্রত্যয়; ভক্তি। {আরবি ইতিকাদ্‌ }
  • Bengali Word এতেকাফ, ইতিকাফ Bengali definition [এতেকাফ্‌, ইতিকাফ্‌] (বিশেষ্য) ইবাদতের উদ্দেশ্যে রমজান মাসের শেষভাগে নির্দিষ্টকালের জন্য মসজিদে অবস্থিতি (সমস্ত মুসলমানের কল্যাণ সাধনের জন্য এহ্‌তেকাফ বসিয়াছেন-আবুল মনসুর আহম্মদ)। {আরবি ইতিকাফ্‌}
  • Bengali Word এতেবার, এৎবার ২, এদবর Bengali definition [এতেওয়ার্‌, এতয়ার্‌, এদ্‌ওযার্‌] (বিশেষ্য) ১ বিশ্বাস; প্রত্যয় (এই লোকটাই যে অত বড় নামজাদা সর্দার এৎবার হয় না-আবুল মনসুর আহম্মদ)। ২ নির্ভর; ভরসা; আস্থা (হাতেম কহেন আমি না করি এতবার-সৈয়দ হামজা)। ৩ বিবেচনা; সমাদর। {আরবি ই‘তিবার}
  • Bengali Word এতেরাজ, ইতিরাজ Bengali definition [এতেরাজ্‌, ইতিরাজ্‌] (বিশেষ্য) ১ আপত্তি। ২ বিরোধিতা। ৩ সমালোচনা। {আরবি ই‘তিরাদ }
  • Bengali Word এতেলা Bengali definition এত্তেলা
  • Bengali Word এত্তেফাক Bengali definition ইত্তেফাক
  • Bengali Word এত্তেলা, এতেলা, ইত্তিলা Bengali definition [এত্‌তেলা; এতেলা, ইত্‌তিলা] (বিশেষ্য) সংবাদ; খবর; নোটিস (এই সময়ে সাহেবের এত্তেলা পেয়ে বলাই মনে মনে একটু বিরক্তই হয়-আবু জাফর শামসুদ্দীন; হজুরতক এ বিষয় এত্তলা করে না –রামরাম বসু; হাসিয়া তাহার এজাহার নিয়ে প্রথম এতালা কাটি-রজনীকান্ত সেন)। এত্তেলানামা (বিশেষ্য) সমন; বিজ্ঞাপন; লিপিবদ্ধ বর্ণনা। {আরবি ইত্তিলা}
  • Bengali Word এত্তেহাদ Bengali definition ইত্তেহাদ
  • Bengali Word এতৎ, এতদ্‌ Bengali definition [এতত্‌, এতদ্‌] (সর্বনাম) ১ এটা; এই; ইনি। ২ সম্মুখস্থ (ব্যক্তি, বস্তু বা বিষয়)। এতদতিরিক্ত (বিশেষণ) এ (বা এটা) ছাড়া; এর বেশি। এতদনুযায়ী (বিশেষণ) এর অনুরূপ; এই অনুসারে (ঈদৃশ স্থানে মাদৃশ জনের এতদনুযায়ী ফল লাভের সম্ভাবনা কোথায়?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। এতদবস্থা (বিশেষ্য) এই অবস্থা; এইরূপ (বা এরূপ) ক্ষেত্র (বিপদে পড়িয়া চিত্তের কিঞ্চিৎ অস্থিরতা হওয়া পরিণামে ভাল, এতদবস্থায় উত্তর জ্ঞানের উদয় হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। এতদর্থ (বিশেষ্য) এই মর্ম; এই বক্তব্য (এতদর্থে এই কাবিননামা লিখিয়া দিলাম)। এতদীয় (বিশেষণ) এই ব্যক্তি বস্তু বা বিষয় সংক্রান্ত। এতদুদ্দেশ্য (বিশেষ্য) এই অভিপ্রায়; এই মতলব। এতদ্দেশ (বিশেষ্য) এ দেশ; এ স্থান। এতদ্দেশীয় (বিশেষণ) এ দেশের। এতদ্ব্যতীত (অব্যয়) এ ছাড়া; এ ব্যতীত। এতদ্রূপ (বিশেষণ) এরূপ অবস্থা। {সংস্কৃত √এতদ্}
  • Bengali Word এথা Bengali definition [এথা] অব্যয় (ক্রিয়াবিশেষণ) অত্র; এইখানে; এদিকে। {সংস্কৃত অত্র> প্রাকৃত এত্থ> এথ+আ=এথা}
  • Bengali Word এথাসি (প্রাচীন বাংলা) Bengali definition [এথাসি] অব্যয় এখানেই (এথাসি সুন্দরি রাধা কর কাঠদাপ-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত অত্র>প্রাকৃত এত্র>এত্থ>এথ+আ = এথা+অসি ‘সি’}
  • Bengali Word এদানিক, ইদানিক (বিরল) Bengali definition [এদানিক্‌] (ক্রিয়াবিশেষণ) আজকাল; অধুনা; সম্প্রতি; ইদানীং (এ দেশের লোকের মনে এদানিক এই ভুর বিশ্বাস জন্মলাভ করেছে-প্র্রথম চৌধুরী)। {সংস্কৃত ইদানীং+ক = ইদানিক>এদানিক}
  • Bengali Word এদিক Bengali definition [এদিক্‌] (বিশেষ্য) ১ এই দিক। ২ এই স্থান অঞ্চল বা দেশ। ৩ এই পক্ষ (এদিকের কথাওতো ভাবতে হবে)। এদিক ওদিক, এদিক সেদিক (বিশেষ্য) চারিদিক। □ (ক্রিয়াবিশেষণ) ইতস্তত। এদিক ওদিক করা (ক্রিয়া) ইতস্তত করা; দ্বিধায় পড়া। এদিক সেদিক করা (ক্রিয়া) হেরফের করা; ফাঁকি দেওয়া; কম দেওয়া। এদিকে (ক্রিয়াবিশেষণ) ১ এ স্থানে; এ অঞ্চলে; এই দেশে; এখানে। ২ এ পক্ষে। ৩ এ অবস্থায়; ইতোমধ্যে (বাপ ঘরে নেই, এদিকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে)। {সংস্কৃত এ(তৎপুরুষ সমাস), বাংলা এ+সংস্কৃত দিক}
  • Bengali Word এদ্দাৎ Bengali definition ইদ্দত
  • Bengali Word এদ্দিন, অ্যাদ্দিন Bengali definition এতদিন
  • Bengali Word এধার Bengali definition [এধার্‌] (বিশেষ্য) ১ এইদিক। ২ এই অঞ্চল। এধারে (ক্রিয়াবিশেষণ)। এধার ওধার (বিশেষ্য) এদিক-ওদিক; চতুর্দিক; সর্বত্র। □ (ক্রিয়াবিশেষণ) ইতস্তত। {বাংলা এ+ধার(দিক)+ঐ+ধার=এধার-ওধার; তুলনীয় হিন্দি ‘ইধর্‌-উধর্‌’}
  • Bengali Word এনকার Bengali definition ইংকার
  • Bengali Word এনকেলাব Bengali definition ইনকিলাব
  • Bengali Word এনকোর Bengali definition [এন্‌কোর্‌] (বিশেষ্য) ১ অভিনয় নৃত্যগীত পুনরায় দেখার বা শোনার জন্য অনুরোধ। ২ বাহবা (বক্তৃতা শুনে এনকোর দেওয়া)। {ফরাসি encore}
  • Bengali Word এনভেলাপ, ইনভেলাপ Bengali definition [এন্‌ভেলাপ্‌, ইনভেলাপ্‌] (বিশেষ্য) ১ খাম; লেফাফা। ২ ডাকটিকিটযুক্ত চিঠির খাম। {ইংরেজি envelope}
  • Bengali Word এনলাইটেন Bengali definition ইনলাইটেন
  • Bengali Word এনশাআল্লাহ Bengali definition ইনশাআল্লাহ
  • Bengali Word এনসান, এনসানিয়াত Bengali definition ইনসান