Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word এলেমান , আলমানি Bengali definition [এলেমান্‌, আল্‌মানি] (বিশেষ্য) জার্মান; জার্মানির অধিবাসী (দিনেমার এলেমান করে গোলন্দাজী-ভারতচন্দ্র রায়গুণাকর; হিম্পানী আলমানী ..... আর পর্তুগীস-সৈয়দ আলাওল)। {ফারসি আল্‌মাঁ allemande}
  • Bengali Word এলো Bengali definition [এলো] (বিশেষণ) ১ আলুলায়িত; মুক্ত; এলানো (একদা এলোচুলে... আসিল সে আমার ভাঙ্গা দ্বার খুলিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শিথিল; আলগা (এলো খোঁপা)। ৩ অসম্বদ্ধ; অসংযত (এলো কথা)। ৪ গোলমেলে; বিশৃঙ্খল (এলো বাতাস)। ৫ অবাধ। এলোকেশ, এলোচুল (বিশেষ্য) আলুলায়িত বা অসংযত কেশ; খোলাচুল (এলোচুল বুকে পড়ে খসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। এলোকেশী, এলোচুলী (বিশেষ্য), (বিশেষণ) আলুলায়িত চুল যার; মুক্তকেশী। এলোথেলো (বিশেষণ) ১ আলুথালু; শিথিল; অবিন্যস্ত; আলগা (এলোথেলো কবরীবন্ধন কেশপাল-কৃত্তিবাস ওঝা)। ২ বিশৃঙ্খল; গোলমেলে। {সংস্কৃত আকুল>আউল> আঅল> এলো>আএল>অথবা, সংস্কৃত আলুলায়িত>আলু>বাংলা আউল> এলো (বর্ণবিপর্যয়ে)}
  • Bengali Word এলো , এল Bengali definition [এলো] (ক্রিয়া) উপস্থিত হলো; আগমন করলো। {সংস্কৃত আয়াত+প্রাকৃত ইল্ল>আয়াতিল্ল>*আ আইল্ল> *আইল্ল>আইল.এল, এলো}
  • Bengali Word এলোপাতাড়ি , এলোপাথাড়ি , এলোধাবাড়ি , এলোপাতালি Bengali definition [এলোপাতাড়ি, এলোপাথাড়ি, এলোধাবাড়ি, এলোপাতালি] (বিশেষণ) ১ বিশৃঙ্খল; এলোমেলো (এলোপাথাড়ি কঞ্চির বেড়ার মাঝখান দিয়ে সেখানে একটা ছাগল ঢুকেছে-সৈয়দ মুজতবা আলী)। ২ বেধড়ক; মাত্রাজ্ঞানশূন্য। ৩ দিগ্বিদিক জ্ঞানশূন্য (এলোপাতাড়ি দৌড়)। ৪ ক্রমাগত। □ (ক্রিয়াবিশেষণ) বিশৃঙ্খলভাবে; এলোমেলোভাবে; যেমন তেমন করে এলোপাতাড়ি কাজ করছে)। {বাংলা এলো+পাথ+ওয়াড়ি=এলোপাথোয়াড়ি >এলোপাথাড়ি?}
  • Bengali Word এলোপ্যাথি , অ্যালোপেথি Bengali definition [অ্যালোপ্যাথি] (বিশেষ্য) ইউরোপীয় চিকিৎসাপ্রণালী বিশেষ। {(ইংরেজি) alopathy}
  • Bengali Word এলোমেলো Bengali definition [এলোমেলো] (বিশেষণ) ১ বিশৃঙ্খল; অগোছালো; বিক্ষিপ্ত ভাবে ছড়ানো (এলোমেলো সংসার)। ২ অসংলগ্ন; পূর্বাপর সম্বন্ধহীন; অসম্বন্ধ (এলোমেলো কথা)। এলোমেলোমি (বিশেষ্য) বিশৃঙ্খল; উচ্ছঙ্খলতা; অনিয়ম (নিষ্প্রাণ এলোমেলোমি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {বাংলা এলো<(তৎসম বা সংস্কৃত) আকুল+( অনুকারক শব্দ, শব্দদ্বৈত) মেলো=এলোমেলো}
  • Bengali Word এশতেহার Bengali definition ইশতাহার
  • Bengali Word এশা , ইশা Bengali definition [আশা, ইশা] (বিশেষ্য) ১ রাত্রিকালীন ফরজ নামাজের সময়। ২ রাত্রিকালীন ফরজ নামাজ (এশার ওক্তে সমজিদে ও যে দেয় আজান- মোহিতলাল মজুমদার)। ৩ রাত্রির প্রথম যাম। {(আরবি)ইশা}
  • Bengali Word এশারা Bengali definition ইশারা
  • Bengali Word এশিয়া Bengali definition [এশিয়া] (বিশেষ্য) পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশের নাম। এশিয়ান, এশীয় ( বিশেষণ) ১ এশিয়া মহাদেশীয়। ২ এশিয়া মহাদেশ সম্বন্ধীয়। এশিয়াবাসী (বিশেষ্য) এশিয়া মহাদেশে যার জন্ম ও বাস। {(ইংরেজি) Asia}
  • Bengali Word এশ্ ‌ ক , এস্ক , আশক Bengali definition [এশ্‌ক্‌, এস্‌ক্‌, আশক্‌] (বিশেষ্য) ১ প্রেম; প্রণয় (এশ্‌ক হাসেল করিয়া ফেলিলি নাকি?-মুহম্মদ মনসুরউদ্দীন; আশকে আকুল হৈয়া করে হায় হায়-সৈয়দ হামজা; পিরীতি আসকে সদাই থাকিব-চণ্ডীদাস)। ২ আসক্তি; অনুরাগ। এস্কে দেওয়ানা (বিশেষ্য) প্রেমের পাগল(তিনি এস্কে দেওয়ানা বা প্রেমের পাগল নামক মারফতী গীতের পুথি লেখেন-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) ‘ইশ্‌ক}
  • Bengali Word এষণা , এষা ১ Bengali definition [এশনা, এশা] (বিশেষ্য) ১ অন্বেষন; অনুসন্ধান (তার আবিষ্কার যেমন একাগ্র এষণার পুরস্কার-সুধূন্দ্রনাথ দত্ত)। ২ বাসনা; কামনা; ইচ্ছা (সাঁতার কাটে আমার এষণা-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্‌ + অন(ল্যুট্) √ইষ্‌ +অ(ঘঞ্‌)+ আ(টাপ্‌)}
  • Bengali Word এষা ২ Bengali definition [এশা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বাঞ্ছিতা; ঈপ্সিতা। ২ অন্বেষণযোগ্য। ৩ স্বরণীয়া (অক্ষয় বড়ালের ‘এষা’ কাব্য স্মর্তব্য)। {(তৎসম বা সংস্কৃত) √ইষ্‌ +অ(ঘঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word এষে - ঘা Bengali definition এঁশে
  • Bengali Word এসকর্ট Bengali definition [এস্‌কর্‌ট্‌] (বিশেষ্য) প্রহরীস্বরূপ সঙ্গে গমন (কয়েকটি চীনা বিমান পিআইএ বিমানকে দূর থেকে এসকর্ট করে নিয়ে যায়- আবদুল কাদির)। {(ইংরেজি) escort}
  • Bengali Word এসটিমেট Bengali definition এস্টিমেট
  • Bengali Word এসতেখারা Bengali definition এস্তেখারা
  • Bengali Word এসপার - ওসপার , এসপার কি ওসপার , ইসপার কি উসপার Bengali definition [এস্‌পার্‌ওসপার্‌, এস্‌পার্‌কিওসপার্‌, ইস্‌পার্‌কিউসপার্‌] (বিশেষ্য) ১ চূড়ান্ত নিষ্পত্তি; শেষ মীমাংসা (তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত-রবীন্দ্রনাথ ঠাকুর; স্বয়ং হীরার বাটী গিয়া এসপার কি ওসপার যা হয় একটা করিয়া আসিবেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সফলতা কিংবা বিফলতা। ৩ ভালো কিংবা মন্দ। {(ইংরেজি) ইসপর+ঔর+উসপার}
  • Bengali Word এসমে আজম Bengali definition ইসমে আযম
  • Bengali Word এসরাজ , এস্রাজ , এসরার Bengali definition [এস্‌রাজ্‌, এস্‌রাজ্‌, এস্‌রার্‌] (বিশেষ্য) সেতার ও সারঙ্গীর মিশ্রণে তৈরি আধুনিক বাদ্যযন্ত্র বিশেষ (আওয়াজ তবু সে মিঠা যেমন এস্রাজ-মোহিতলাল মজুমদার)। {(আরবি) ইস্‌রার্‌}
  • Bengali Word এসলাম Bengali definition ইসলাম
  • Bengali Word এসিড , অ্যাসিড Bengali definition [অ্যাসিড্‌] (বিশেষ্য) ১ দ্রাবক। ২ রাসায়নিক অম্ল; তেজাব। {(ইংরেজি) acid}
  • Bengali Word এসে Bengali definition [এসে] (বিশেষ্য) প্রবন্ধ; রচনা (আমার স্পীস শুন, আমার এসে পড়, আমায় বাহবা দাও-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) essay}
  • Bengali Word এসেন্স Bengali definition [এসন্‌স্‌] (বিশেষ্য) পুষ্পাদির সুগন্ধ নির্যাস; গন্ধসার (একদল ছেলে এইমাত্র এসেন্স ও ফুলের তোড়া লইয়া কেবিনে ঢুকিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) essence}
  • Bengali Word এসেসার , আসেসর Bengali definition [অ্যাসেস্‌র্‌] (বিশেষ্য) ১ বিচারপতির পরামর্শদাতা, যিনি দায়রার মোকদ্দমায় জজকে বিচারে সাহায্য করেন (জজ সাহেব এসেসারগণকে বিশেষভাবে মোকদ্দমা বুঝাইয়া দিলেন-নজিবর রহমান)। ২ কর নির্ধারক কর্মচারী (জেলায় জেলায় আসেসার নিযুক্ত হইতেছিল-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। এসেসরি, আসেসরি (বিশেষ্য) কর নির্ধারক কর্মচারীর পদ (একটি আসেসরিতে নিযুক্ত করাইলেন-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {( ইংরেজি) assessor, +বাংলা ই}
  • Bengali Word এসোসিয়েশন , অ্যাসোসিয়েশন Bengali definition [এ্যাসোসিয়েশন্‌] (বিশেষ্য) সমিতি; সঙ্ঘ (ইন্ডিয়ান এসোসিয়েশনের সম্মেলন ঠিক একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল-আনিস চৌধুরী)। {(ইংরেজি) association}
  • Bengali Word এস্টিমেট , এসটিমেট Bengali definition [এস্‌টিমেট্‌] (বিশেষ্য) প্রাক্‌কলন; মূল্যানুমান; আন্দাজি হিসাব। (কিছু গড়তে হলে আগে হতেই একটা প্ল্যান এবং এসটিমেট করতে হয় -প্রথম চৌধুরী)।{(ইংরেজি) estimate}
  • Bengali Word এস্টেট Bengali definition [এস্‌টেট্‌] (বিশেষ্য) জমিদারি (বাংলাদেশের তিনটি বৃহত্তম জমিদারি বর্ধমান, রাজশাহী ও দিনাজপুর এস্টেটের বিপর্যয় তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত-আনিস চৌধুরী)। {(ইংরেজি) estate}
  • Bengali Word এস্টেসন Bengali definition স্টেশন
  • Bengali Word এস্তফা Bengali definition ইস্তফা