Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word একাকার Bengali definition [অ্যাকাকার্‌] (বিশেষণ) ১ একশা; একত্র; মিশ্রিত। ২ ভেদরহিত; পার্থক্যহীন। ৩ সমান আকৃতি বিশিষ্ট; একই রকম চেহারার অধিকারী। একাকার (স্ত্রীলিঙ্গ) (রাধা ও ম্যাডোনা একাকারা-মোহিতলাল মজুমদার)। {সংস্কৃত এক+ আকার= একাকার}
  • Bengali Word একাকী Bengali definition [একাকি, অ্যাকাকি] (বিশেষণ) ১ একলা; নিঃসঙ্গ। ২ অসহায়। □ (ক্রিয়াবিশেষণ) নির্জনে। একাকিনী (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত একাকিন্‌<এক+আকিন্‌}
  • Bengali Word একাকৃতি Bengali definition [একাক্‌কৃতি/অ্যাকাক্‌কৃতি] (বিশেষণ) তুল্যাকৃতি; একই রকমের চেহারা বিশিষ্ট (যে রুপ সর্বাংশে একাকৃতি হইয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার)। {সংস্কৃত এক+আকৃতি}
  • Bengali Word একাগ্র Bengali definition [একাগ্‌গ্রো] (বিশেষণ) একনিষ্ঠ; অনন্যমনা; এক বিষয়ে আসক্ত। একাগ্রতা (বিশেষ্য)। একাগ্রচিত্ত ( বিশেষণ) কেবল এক বিষয়ে নিবিষ্টচিত্ত; অনন্যমনা। {সংস্কৃত এক+অগ্র}
  • Bengali Word একাঘ্নী Bengali definition [একাঘ্‌নি] রি অব্যর্থ মহাস্ত্র বিশেষ; যা শুধু একবার লক্ষিত ব্যক্তিকেই বধ করতে সমর্থ (একাঘ্নী বাণ-মাইকেল মধুসূদন দত্ত) {সংস্কৃত একঘ্নী=এক+√হন্‌+অ(টক্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word একাঙ্ক , একাঙ্কিকা Bengali definition [একাঙ্‌কো, একাঙ্‌কিকা) এক অঙ্কবিশিষ্ট নাটক; one act drama। {এক+অঙ্ক, ইক+আ}
  • Bengali Word একাট্টা , এককাট্টা Bengali definition [অ্যাকাট্‌টা/একাট্‌টা, অ্যাক্‌কাট্‌টা] (বিশেষণ) ১ একজোট; দলবদ্ধ; সংহত (সেই জমিদার মহাজনরাই যখন একাট্টা হইয়া পাকিস্তান দাবির বিরুদ্ধতা করেন-আবুল মনসুর আহমদ)। ২ একস্থানে জড়; সমবেত। {সংস্কৃত একত্র>একত্ত>একট্ট+আ=একট্টা, একাট্টা, এককাট্টা; তুলনীয় হিন্দি ইকট্‌ঠ}
  • Bengali Word একাডেমী , অ্যাকাডেমি Bengali definition [অ্যাকাডেমি] (বিশেষ্য) ১ সাহিত্য শিল্প বিজ্ঞান প্রভৃতির চর্চা ও গবেষণা কেন্দ্র (বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী প্রভৃতি)। ২ এথেন্সের নিকটবর্তী উদ্যান যেখানে প্লেটো শিক্ষা দান করতেন। {(ইংরেজি) academy; (গ্রিক) akademeia}। ⇒ অ্যাকাডেমি
  • Bengali Word একাত্তর Bengali definition [একাত্‌তোর্‌, অ্যাকাত্‌তোর্‌] (বিশেষ্য) ৭১ সংখ্যা। □ (বিশেষণ) ৭১ সংখ্যক। {সংস্কৃত একসপ্ততি>}
  • Bengali Word একাত্ম Bengali definition [একাত্‌তোঁ, অ্যাকাত্‌তোঁ] (বিশেষণ) অভিন্ন; পার্থক্যহীন; ভেদশূন্য (তারা দুই বন্ধু একাত্ম হরিহরাত্মা)। {এক+আত্মা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word একাত্মবাদ Bengali definition [একাত্‌তোঁবাদ্‌, অ্যাকাত্‌তোঁবাদ্‌] (বিশেষ্য) অদ্বৈতবাদ; ব্রহ্ম ও জগৎ এক ও অভিন্ন-এই মতবাদ। একাত্মবাদী(-দিন্‌) ( বিশেষণ) এক ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই-বেদান্তের এই মত পোষণকারী। {সংস্কৃত একাত্ম+বাদ}
  • Bengali Word একাত্মা Bengali definition [একাত্‌তাঁ] (বিশেষণ) অভিন্নহৃদয়; একপ্রাণ। একাত্মতা (বিশেষ্য)। {সংস্কৃত এক+আত্মা; ( কর্মধারয় সমাস)}
  • Bengali Word একাদশ Bengali definition [একাদশ্‌, অ্যাকাদশ্‌] (বিশেষ্য) ১ ১১ সংখ্যা; এগারো। □ (বিশেষণ) ১১ সংখ্যক। {সংস্কৃত এক+দশন্‌>সংস্কৃত একাদশ}
  • Bengali Word একাদশী Bengali definition [একাদোশি, অ্যাকাদোশি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ তিথিবিশেষ। ২ এই তিথিতে পালনীয় উপবাস (একাদশী করা)। □ ( বিশেষণ) এগার বৎসর বয়স্কা; একাদশবর্ষীয়া। {সংস্কৃত একাদশ+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word একাদিক্রমে Bengali definition [একাদিক্‌ক্রোমে] (ক্রিয়াবিশেষণ) ১ আনুক্রমিকভাবে; প্রথম থেকে শুরু করে পর পর; নিরবচ্ছিন্নভাবে। ২ এক নাগাড়ে; ক্রমাগত; নিরন্তর। {সংস্কৃত এক+আদি+ক্রমে}
  • Bengali Word একাধার Bengali definition [একাধার্‌/অ্যাকাধার্‌] (বিশেষ্য) একই পাত্র। একাধারে (ক্রিয়াবিশেষণ) একই সঙ্গে; যুগপৎ (তিনি একাধারে কবি ও গায়ক)। {সংস্কৃত এক+আধার; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word একাধিক Bengali definition [একাধিক্‌, অ্যাকাধিক্‌] (বিশেষণ) একের বেশি। {সংস্কৃত এক+অধিক; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word একাধিকার Bengali definition [একাধিকার্‌] (বিশেষ্য) একচেটিয়া অধিকার; monopoly। {সংস্কৃত এক+ অধিকার; ৬ (তৎপুরুষ সমাস )}
  • Bengali Word একাধিপ Bengali definition একাধিপতি
  • Bengali Word একাধিপতি , একাধিপ Bengali definition [একাধিপোতি, একাধিপ্‌] (বিশেষ্য) ১ একমাত্র অধীশ্বর বা প্রভু; সার্বভৌম রাজা; সর্বোচ্চ শাসক। ২ সর্বেসর্বা। একাধিপত্য ( বিশেষ্য) সার্বভৌমত্ব; প্রতিদ্বন্দ্বীহীন প্রভুত্ব; একজনের কর্তৃত্ব (সাহিত্যের উপর একাধিপত্য করিতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {সংস্কৃত এক+অধিপতি, অধিপ}
  • Bengali Word একানব্বই Bengali definition [একানব্‌বোই, অ্যাকানব্‌বোই] (বিশেষ্য) ১ ৯১ সংখ্যা। ২ (বিশেষণ) ৯১ সংখ্যক। {সংস্কৃত একনবতি>প্রাকৃত একান্নব্বই>; মধ্যপ.}
  • Bengali Word একান্ত Bengali definition [একান্‌তো] (বিশেষণ) ১ নিতান্ত; অত্যন্ত। ২ অবধারিত; নিশ্চিত। ৩ নির্জন। ৪ নিজস্ব; খাস (এই দিনের সীমানায় তুমি আর আমি একান্ত হবো-আবদুল গনি হাজারী)। একান্ত পক্ষে অব্যয় নিতান্তই যদি। ২ (অব্যয়) কমপক্ষে। একান্তে (ক্রিয়াবিশেষণ) নির্জনে; গোপনে (কহিলেন শচীকান্ত মধুর বচনে, একান্তে-মধুসূদন দত্ত)। একান্ত সচিব (বিশেষ্য) দবির-খাস; private-secretary। {সংস্কৃত এক+অন্ত; বহুব্রীহি সমাস}
  • Bengali Word একান্তর Bengali definition [একান্‌তর্‌] (বিশেষণ) একটির পর একটি করে বাদ দিয়ে; একের ব্যবধানে অবস্থিত; alternate। একান্তর কোণ (বিশেষ্য ) (জ্যামিতি) দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তার প্রত্যেকটির বিপরীত দিকের কোণ পরস্পরের একান্তর কোণ; alternate angle। {সংস্কৃত এক+অন্তর; নিত্য সমাস}
  • Bengali Word একান্ন ১ Bengali definition [একান্‌নো, অ্যাকান্‌নো] (বিশেষণ) ৫১ সংখ্যা। □ (বিশেষণ) ৫১ সংখ্যক। {সংস্কৃত একপঞ্চাশৎ>একান্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word একান্ন ২ , একান্নবর্তী , একান্নভুক্ত , একান্নভোজী (- জিন্ ‌) Bengali definition [একান্‌নো, একান্‌নোবোর্‌তি, একান্‌নোভুক্‌তো, একান্নভোজী] (বিশেষণ) যৌথ পরিবারভুক্ত; এক গৃহস্থালীর অন্তর্ভুক্ত (আলী বক্‌স ও ইজ্জত বক্‌স বহুদিন পর্যন্ত একান্নভুক্ত ছিলেন-আবু জাফর শামসুদ্দীন)। □ (বিশেষ্য) একত্রে আহারকারী। একান্নবর্তী পরিবার (বিশেষ্য) যৌথ পরিবার; খাওয়া পরা ও বসবাস এক সঙ্গে হয় এমন পরিবার; joint family (পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত এক+অন্ন; বহুব্রীহি সমাস}
  • Bengali Word একাবলি, একাবলী Bengali definition [একাবোলি] (বিশেষ্য) ১ একনরি হার; কণ্ঠাভরণ বিশেষ। ২ (ছন্দ শাস্ত্র) এগারো অক্ষরের বাংলা ছন্দবিশেষ (অবশ্য শুধু পয়ার ভেঙ্গে একাবলী লেখা চলত না-সুধীন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত এক+আবলী, আবলি; বহুব্রীহি সমাস}
  • Bengali Word একাব্বরী Bengali definition আকবরী
  • Bengali Word একামত, ইকামত, আকামত Bengali definition [একামত্‌, ইকামত্‌, আকামত্‌] (বিশেষ্য) ফরজ নামাজের প্রারম্ভে উচ্চারিত আজানের অনুরূপ শব্দাবলি (তাড়াতাড়ি আকামত করে নমাজ শুরু করে দিলাম-কাজী ইমদাদুল হক)। একামতি (বিশেষ্য) একামত বলার কার্য বা পদ। {আরবি ইকামত }
  • Bengali Word একার ১ Bengali definition [একার্‌] (বিশেষ্য) ১ ব্যঞ্জন বর্ণের সহিত ‘এ’ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘†’ চিহ্ন। ২ ‘এ’ বর্ণ। একারদি (বিশেষণ) আদিতে ‘এ’ বর্ণবিশিষ্ট (একারাদি শব্দ)। একারান্ত (বিশেষণ) অন্তে ‘এ’ বর্ণ বিশিষ্ট (একারান্ত শব্দ)। {সংস্কৃত এ+কার}
  • Bengali Word একার ২ Bengali definition [অ্যাকার্‌] (বিশেষ্য) কেবল একজনের। {একা+সম্বন্ধের ‘র’ বিভক্তি}