Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word এক্সচেঞ্জ Bengali definition [এক্‌স্‌চেন্‌জ্‌] (বিশেষ্য) ১ আন্তঃপ্রাদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত বিনিময়। ২ মুদ্রা বিনিময়। ৩ ব্যবসায় বাণিজ্য বিলি-বিনিময়ের স্থান। {ইংরেজি exchange}
  • Bengali Word এক্সপেরিমেন্ট Bengali definition [এক্‌স্‌পেরিমেন্‌ট্‌] (বিশেষ্য) অনুসন্ধান কার্য; পরীক্ষা; অজ্ঞাত কোনো কিছু জানবার জন্য একাগ্রচিত্তে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা (আমাদের পূর্ববর্তী মহাজনেরা এই ভাষা লইয়া এক্সপেরিমেন্ট করিয়াছেন-প্র্রথম চৌধুরী)। {ইংরেজি experiment}
  • Bengali Word এক্সপ্রেস Bengali definition [এক্‌স্‌প্রেস্‌] (বিশেষণ) দ্রুতগামী গাড়ি (হাওড়ায় জনতা এক্সপ্রেসে চাপলে দুদিন দুরাতের জার্নি-আলাউদ্দিন আল আজাদ)। {ইংরেজি express}
  • Bengali Word এখতিয়ার, ইখতিয়ার, এক্তিয়ার, এক্তেয়ার Bengali definition [এখ্‌তিআর্‌, ইখ্‌তিআর্‌, এক্‌তিআর্‌, এক্‌তেয়ার্‌] (বিশেষ্য) ১ অধিকার; ক্ষমতা (রাজা বর্তমান থাকতে নিজের হাতে বিচার ভার লওয়ার কোন এক্তেয়ার কারও নাই-মীর মশাররফ হোসেন)। ২ সাধ্য; অধিকার (আর এগোবার এক্তিয়ার নেই-মনোজ বসু)। ৩ ইচ্ছা; অভিরুচি (আমার কর্তব্য আমি কল্লেম, শুনা না শুনা, তোমাদের এক্তেয়ার-মীর মশাররফ হোসেন)। এখতিয়ার করা (ক্রিয়া) গ্রহণ করা; ধারণ করা (আমাদের শুভ বুদ্ধি এক্তেয়ার করেছেন-সৈয়দ মুজতবা আলী)। {আরবি ইখ্‌তিয়ার }
  • Bengali Word এখতেলাফ, ইখতিলাফ Bengali definition [এখ্‌তেলাফ্‌, ইখ্‌তিলাফ্‌] (বিশেষ্য) পার্থক্য; অনৈক্য; মতভেদ। {আরবি ইখ্‌তিলাফ }
  • Bengali Word এখন Bengali definition [অ্যাখোন্‌] (বিশেষ্য) এই সময়; বর্তমান কাল (এখন শীতকাল)। □ (ক্রিয়াবিশেষণ) ১ এই সময়ে (এখন যাও, পরে এসো)। ২ অধুনা; ইদানীং; সম্প্রতি (এখন সে দালালি করছে)। ৩ বর্তমানকালে; এযুগে (এখন সে দিন না(হিন্দি)..আর-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৪ এতক্ষণ পরে; এত দেরিতে (এখন বুঝি তোর জ্ঞান হয়েছে?)। ৫ এক্ষেত্রে; এ অবস্থায় (এখন কী করা যায়?)। ৬ অবসরমতো; সুযোগমতো; পরে কোনো এক সময়ে (কাজটা করবো এখন)। ৭ অসময়ে; যখন প্রয়োজন নেই তখন (এখন গিয়ে আর কী লাভ?) ৮ এবার (সেবার যে বড় লম্ফঝম্প করেছিলে, এখন?)। ৯ অবশেষে (এখন আমারে লহ করুণা করে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (অব্যয়) আসলে; প্রকৃতপক্ষে (এখন, সেই ফকির ছিল ছদ্মবেশী খলিফা)। এখনই, এখনি (ক্রিয়াবিশেষণ) এই মূহূর্তে; অবিলম্বে (যা করিতে হয় করহ এখনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। এখনও, এখনো (ক্রিয়াবিশেষণ) ১ আজও; বর্তমান সময় পর্যন্ত (এখনও তারে চোখে দেখিনি)। ২ এরপরেও; এ সত্ত্বেও; প্রমাণ পাওয়ার পরেও (এখনও কি বলতে চাও যে তুমি সাধু পুরুষ?)। ৩ এ অবস্থাতেও; প্রতিকূল অবস্থার মধ্যেও; তথাপি (এখনও ধর্ম আছে)। এখনকার (বিশেষণ) আজকালকার; বর্তমানের; ইদানীন্তন (এখনকার খবর ভালো নয়)। এখনকার মতো (ক্রিয়াবিশেষণ) আপাতত; সম্প্রতি (এখনকার মতো এ দিয়েই চালাও)। এখন-তখন (বিশেষণ) মুমূর্ষু; মরমর (রোগীর এখন-তখন, অবস্থা-প্রবাদ)। {বাংলা সংস্কৃত ইদম্‌>এই + সংস্কৃত ক্ষন = এইক্ষণ>এখন; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word এখান Bengali definition [এখান্‌] (বিশেষ্য) ১ এইস্থান। ২ এই পৃথিবী; ইহলোক (এখান থেকে চলে যাওয়ার সময় কিছুই সঙ্গে যায় না)। এখানকার (বিশেষণ) এ স্থানের; এখানের। এখানে (ক্রিয়াবিশেষণ) এ স্থানে; এ জায়গায়; অত্র। {এই+খান (<সংস্কৃত স্থান) = এইখান>; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word এখো ১ Bengali definition [এখো] (বিশেষণ) ইক্ষুজাত; আখের তৈরি (এখো গুড়)। {সংস্কৃত. ইক্ষু = বাংলা আখ+উয়া = আখুয়া>আউখ্যা>এখো}
  • Bengali Word এখো ২ (প্রাচীন বাংলা) Bengali definition [এখো] (বিশেষণ) ১ একটিও (কাহাকো না বোলে কাহ্নায়ি এখো খর বাণী-বড়ু চণ্ডীদাস)। ২ একজনও। {সংস্কৃত এক + বাংলা ও = একও>একো>এখো}
  • Bengali Word এগজামিন, এগজামিনেশন, একজামিন Bengali definition [এগ্‌জামিন্‌, এগ্‌জামিনেশন্‌, এক্‌জামিন্‌] (বিশেষ্য) পরীক্ষা (এগজামিনেশনে দেয় তাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর; নবীন ছাত্র ঝুঁকে আছে একজামিনের পড়ায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। এগজামিন দেওয়া (ক্রিয়া) পরীক্ষা দেওয়া; পরীক্ষিত হওয়া। এগজামিন করা (ক্রিয়া) পরীক্ষা করা; পরীক্ষা গ্রহণ করা। {ইংরেজি examination}
  • Bengali Word এগজিকিউটার Bengali definition [এগ্‌জিকিউটার্‌] (বিশেষ্য) ১ নির্বাহক। ২ নাবালকের বিষয়সম্পত্তি তত্ত্বাবধানের জন্য ভারপ্রাপ্ত পুরুষ বা স্ত্রী; ওছি। {ইংরেজি executor}
  • Bengali Word এগজেকিউটিভ ইঞ্জিনিয়ার Bengali definition [এগ্‌জেকিউটিভ্‌ ইন্‌জিনিয়ার্‌] (বিশেষ্য) নির্বাহী প্রকৌশলী। {ইংরেজি executive engineer}
  • Bengali Word এগনো, এগোনো, এগুনো Bengali definition [এগোনো, এগোনো, এগুনো] (ক্রিয়া) অগ্রসর হওয়া; এগিয়ে যাওয়া (এগতে পারছিনে-রবীন্দ্রনাথ ঠাকুর; এক পা এগোনো দুই পা পিছানো-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অগ্রসর; আগুয়ান। এগিয়ে দেওয়া (ক্রিয়া) ১ পথে কিছু দূর পর্যন্ত সঙ্গে যাওয়া। ২ উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করা। এগিয়ে যাওয়া (ক্রিয়া) ১ সম্মুখের দিকে অগ্রসর হওয়া। ২ উন্নতি করা। {√এগা (সংস্কৃত √অগ্‌)+আনো, ওনো, উনো}
  • Bengali Word এগানা Bengali definition [এগানা] (বিশেষ্য) আত্মীয়; স্বজন; আপন (গরীবকে এরা বড়ই হেকারত করেন-তা সে এগানাই হোক আর বেগানাই হোক-কাজী ইমদাদুল হক)। এগানা-বেগানা (বিশেষ্য) ১ আত্মীয়-অনাত্মীয়। ২ আপনপর। {ফারসি <য়গানহ্‌ }
  • Bengali Word এগারো, এগার Bengali definition [অ্যাগারো] (বিশেষ্য) ১১ সংখ্যা। □ (বিশেষণ) ১১ সংখ্যক। এগারো ইঞ্চি (বিশেষণ) এগারো ইঞ্চি পরিমাণ লম্বা। □ (বিশেষ্য) এগারো ইঞ্চি মাপের বড়ো ইট (এমন এক এগার ইঞ্চি ঝাড়িব-প্যারীচাঁদ মিত্র (টেঁক চাঁদ ঠাকুর)। {সংস্কৃত একাদশ>এগারহ>এগারো}
  • Bengali Word এগুনো, এগোনো Bengali definition এগন
  • Bengali Word এছবাত Bengali definition [এছ্‌বাত্‌] (বিশেষ্য) স্বীকৃতি জ্ঞাপন (সে নফি হইতে এছবাতে পৌঁছিতে পারিবে –আহসান হাবীব)। {আরবি ইছবাত }
  • Bengali Word এছমে আজম Bengali definition ইসমে আযম
  • Bengali Word এছলাম Bengali definition ইসলাম
  • Bengali Word এজন, এজনা (পদ্যে ব্যবহৃত) Bengali definition [এজন্‌, এজনা] (সর্বনাম) এইলোক; এইব্যক্তি {এ+জন, জনা}
  • Bengali Word এজন্য, এজন্যে Bengali definition [এজোন্‌নো, এজোন্‌নে] (অব্যয়) এ কারণে; এই হেতু। {এ+জন্য, জন্যে; সংস্কৃত জন্‌>জন্য}
  • Bengali Word এজমা, ইজমা Bengali definition [এজ্‌মা, ইজ্‌মা] (বিশেষ্য) ১ ইসলামি পরিভাষায় ‘সর্বসম্মত মত’। ২ মতৈক্য। {আরবি ইজ্‌মা }
  • Bengali Word এজমালি, ইজমালি Bengali definition [এজ্‌মালি, ইজ্‌মালি] (বিশেষণ) যৌথ; সাধারণ; একাধিক জনের অধিকারভুক্ত (সাজরে তামুক নামুক দেয়া, দুক্ষুত ইজমালি-কাজী নজরুল ইসলাম)। {আরবি ইজ্‌মালি }
  • Bengali Word এজলা Bengali definition [এজ্‌লা] (বিশেষ্যের-বিশেষণ) নীচ; ইতর; দুষ্ট। {আরবি রজিল্‌ }
  • Bengali Word এজলাস, ইজলাস Bengali definition [এজ্‌লাশ্‌, ইজ্‌লাশ্‌] (বিশেষ্য) বিচারাসন; বিচারালয় (হাকিমের এজলাস পর্যন্ত যায় নাই-মীর মশাররফ হোসেন)। {আরবি ইজ্‌লাস্‌}
  • Bengali Word এজহার Bengali definition এজাহার
  • Bengali Word এজাজত, ইজাজত Bengali definition [এজাজত্‌, ইজাজত্‌] (বিশেষ্য) অনুমতি; সম্মতি। এজাজত নামা (বিশেষ্য) অনুমতিপত্র; ছাড়পত্র; permit; licence। {আরবি ‘ইজাজত }
  • Bengali Word এজাহার, ইজাহার Bengali definition [এজাহার্‌, ইজাহার্‌] (বিশেষ্য) কোনো ফৌজদারি ঘটনা সম্পর্কে থানায় প্রদত্ত বিবৃতি (বলুন আপনার এজাহার কি?-মীর মশাররফ হোসেন)। {আরবি ইজহার }
  • Bengali Word এজিন Bengali definition এজেন
  • Bengali Word এজেন, এজিন Bengali definition [এজেন্‌, এজিন্‌] (বিশেষ্য) মুসলমানের বিবাহে পাত্রীর প্রদত্ত সম্মতি বা অনুমতি (বিয়ে পড়ানোর কালে দুলহীনের এজেন নেওয়া ছিল এক মস্ত কঠিন ব্যাপার –ইব্রাহীম খাঁ)। {আরবি ইয্‌ন্‌ }