Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word একজামিন , একজ্যামিন , একজামিনেশন Bengali definition এগজামিন
  • Bengali Word একজিবিশন Bengali definition [এক্‌জিবিশন্‌] (বিশেষ্য) প্রদর্শনী; মেলা। {ইংরেজী Exhibition}
  • Bengali Word একটা , একটি Bengali definition [অ্যাক্‌টা, এক্‌টি] (বিশেষণ) ১ ১-সংখ্যক (একটা টাকা)। ২ নির্দিষ্ট কোনো এক (একটা কথা বলি)। ৩ অনির্দিষ্ট কোনো এক; যে কোনো (একটা হলেই হলো; একটি ছেলে বললো)। একটা কথা (বিশেষ্য) সংক্ষিপ্ত আলাপ (আপনার সাথে আমার একটি কথা আছে)। একটা–না-একটা ( বিশেষণ) অন্তত একটি (একটা-না-একটা অসুখ লেগেই আছে)। {সংস্কৃত এক+বাংলা টা, টি; তুলনীয় হিন্দি একঠো)
  • Bengali Word একটু Bengali definition [একটু] (বিশেষণ) সামান্য; অতি অল্প (একটু চা দাও)। □ (ক্রিয়াবিশেষণ) ১ সামান্যক্ষণ; খানিক (একটু দাঁড়াও)। ২ একবার (একটু যাওনা)। একটুকু, একক (বিশেষণ) অত্যল্প; কিঞ্চিন্মাত্র; কিছু। একটুকুতে, একটুতে (ক্রিয়াবিশেষণ)। একটুখানি (বিশেষণ) ১ সামান্য অল্প (একটুখানি দুধ)। □ (ক্রিয়াবিশেষণ) অল্প কিছুক্ষণ (একটুখানি সবুর করো)। ২ অল্পবয়স্ক; কচি (একটুখানি মেয়ে)। {সংস্কৃত এক + বাংলা টু}
  • Bengali Word একতর , একতরহ Bengali definition [এক্‌তর্‌, একতরহ্‌] (ক্রিয়াবিশেষণ) এক প্রকার; একরকম; এক ধরনের। {ফারসি য়ক্‌ + আরবি তরাহ}
  • Bengali Word একতেদা Bengali definition [এক্‌তেদা] (বিশেষ্য) ইমামের অনুসরণ; পশ্চাদ্‌গমন। {আরবি ইকতিদা }
  • Bengali Word একর Bengali definition [একর্‌] (বিশেষণ) ৪৮৪০ বর্গগজ পরিমিত (এক একর জমি)। □ (বিশেষ্য) ৪৮৪০ গজ পরিমিত জমি।
  • Bengali Word একরাট Bengali definition [এক্‌রাট্‌] (বিশেষণ) ১ সার্বভৌম; একচ্ছত্র (জার্মানী সমগ্র ইউরোপের সম্রাট হবার দুরাশা হৃদয়ে পোষণ করত বলে স্বদেশেও একরাট হতে পারেনি-প্র্রথম চৌধুরী)। ২ প্রধান; প্রভাবশালী (কিছুদিনের ফরাসি ভাষা ইউরোপে একরাট ভাষা হয়ে উঠেছিল-প্র্রথম চৌধুরী)। {সংস্কৃত এক+রাট্‌<√রাজ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word একরাম , ইকরাম Bengali definition [এক্‌রাম্‌, ইক্‌রাম] (বিশেষ্য) শ্রদ্ধা; ভক্তি; ভদ্রতা; সম্মান প্রদর্শন (এনাম একরাম তুমি কি দিবে আমায়-সৈয়দ হামজা; তাহাকে ইনাম একরাম দিয়া-রামরাম বসু)। {আরবি ইক্‌রাম }
  • Bengali Word একরার , ইকরার Bengali definition [এক্‌রার্‌, ইক্‌রার্‌] (বিশেষ্য) ১ স্বীকার; কবুল (সকল ডাকাইত একরার করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রতিজ্ঞা; শপথ। ৩ চুক্তি। একরার নামা (বিশেষ্য) ১ চুক্তিপত্র; অঙ্গীকারপত্র (সমাজের ইকরারনামায় কস্মিন কালো বাঁধা হয় নিকো-বিষ্ণু দে)। ২ প্রতিজ্ঞাপত্র; শপথনামা। {আরবি ইকরার }
  • Bengali Word একরোখা Bengali definition [অ্যাক্‌রোখা] (বিশেষণ) দৃষ্টি একদিকে নিবদ্ধ এমন; একগুঁয়ে; গোঁয়ার। {ফারসি য়ক্‌রুখ}
  • Bengali Word একল (বিরল) Bengali definition [একল্‌] (বিশেষণ) একলা; একাকী; একক। একলী, একেলী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) একাকিনী (একেলী বুলসি কেহ্নে বৃন্দাবন মাঝে-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত এক+√লা+ ক> একল}
  • Bengali Word একলপ্ত Bengali definition [এক্‌লপ্‌তো] (বিশেষণ) লাগালাগি; সংলগ্ন; সংযুক্ত; অখণ্ড (মাটি কিন্তু একলপ্ত ভাবে নেই, খণ্ড খণ্ড ভাবে আছে-প্র্রথম চৌধুরী)। {ফারসি একলখ্‌ত> একলপ্ত}
  • Bengali Word একলসেঁড়ে , একলষেঁড়ে Bengali definition [একল্‌শেঁড়ে] (বিশেষণ) ১ অসামাজিক; অমিশুক; একা থাকতে পছন্দ করে এমন। ২ স্বার্থপর; নিজের সুখ ভোগের দিকেই লক্ষ্য যার। {সংস্কৃত একল+সংস্কৃত ষন্ড>বাংলা ষাঁড়+ইয়া=ষাঁড়িয়া>ষাঁইড়্যা>ষেঁড়ে}
  • Bengali Word একলা , একেলা Bengali definition [অ্যাক্‌লা, অ্যাকেলা] (বিশেষণ) ১ একাকী; নিঃসঙ্গ (অনেকে ব্যাপার কি দেখিবার জন্য একলা অথবা দল বাঁধিয়া দেখিতে আসিতেছিল-কাজী আব্দুল ওদুদ; যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে-রবীন্দ্রনাথ ঠাকুর; আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অসহায় (বড় একলা বোধ করছি)। {সংস্কৃত একল<এক+√লা+অ(ক)+বাংলা আরবি; তুলনীয় হিন্দি অকেলা}
  • Bengali Word একলা - একলি Bengali definition [অ্যাক্‌লা-অ্যাক্‌লি] (ক্রিয়াবিশেষণ) একাকী; নির্জনে; তৃতীয় জনের অনুপস্থিতিতে (বাদ-বাকিটা পরে আপনাকে একলা-একলি বলব-সৈয়দ মুজতবা আলী)। {একলা+(অনুকারক শব্দ) একলি}
  • Bengali Word একলা - দুকলা , একলা - দোকলা Bengali definition [অ্যাক্‌লা-দুক্‌লা, অ্যাক্‌লা-দোক্‌লা] (বিশেষ্য) ১ কখনও একাকী কখনও দুইজন। ২ অত্যল্প লোক (এটা একলা-দোকলার কর্ম নয়)। □ (বিশেষণ) নিঃসঙ্গ। {তুলনীয় হিন্দি ইকেলা-দুকেলা}
  • Bengali Word একলাই Bengali definition [অ্যাক্‌লাই] (বিশেষ্য) এক ফর্দ বা এক পাট্টা মিহি চাদর; সাদা ফুল কাটা উড়ানি (সিপাই পেড়ে ঢাকাই ধুতি পরা-বুটোদার একলাই ও গাজের মেরজাই গায়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {সংস্কৃত এক+বাংলা লাই; হিন্দি লাঈ}
  • Bengali Word একলি Bengali definition [একোলি] (বিশেষণ) একাকী বা একাকিনী (একলি যাওব হাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত একল+বাংলা ইংরেজি; (তুলনীয়) হিন্দি ইকেলী}
  • Bengali Word একলিম Bengali definition ইকলিম
  • Bengali Word একলে (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [একোলে] (বিশেষণ) একাকী; নিঃসঙ্গ (বসিয়া বিরলে থাকয়ে একলে-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত একল>}
  • Bengali Word একলেপচা , একল্যাপচো Bengali definition [অ্যাক্‌লেপ্‌চা, অ্যাক্‌ল্যাপ্‌চো] (বিশেষ্য) একলাগাও (এ যেন একল্যাপচো দেখাচ্ছো-কেদারনাথ মজুমদার)। {সংস্কৃত এক+লেপ+বাংলা চা, চে, চো<হিন্দি সা (মত অর্থে)= একলেপের মতো}
  • Bengali Word একশা , একসা Bengali definition [অ্যাক্‌শা] (বিশেষণ) ১ একসঙ্গে মিলিত; একত্র (ঠাকুর-কুকুর একসা করে নড়িয়ে দিলে সে ভিত্তি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মিশ্রিত; একাকার। {ফারসি য়াকসাঁ; তুলনীয় সংস্কৃত একশঃ; হিন্দি এক্‌সা}
  • Bengali Word একশিরা Bengali definition [অ্যাক্‌শিরা] (বিশেষ্য) অণ্ডকোষের যে রোগে একটি অণ্ড ও শিরা স্ফীত হয়; Orchitis। {সংস্কৃত এক+শিরা}
  • Bengali Word একসর , একসরী Bengali definition একেশ্বর
  • Bengali Word একসা Bengali definition একশা
  • Bengali Word একসারসাইজ Bengali definition [এক্‌সার্‌সাইজ্‌] (বিশেষ্য) ব্যায়াম; শারীরিক কসরত। {ইংরেজি exercise}
  • Bengali Word একহারা Bengali definition [অ্যাক্‌হারা] (বিশেষণ) ছিপছিপে গড়নের; মোটাও নয় রোগাও নয়; কৃশাঙ্গ (বয়স সত্তরের কাছাকাছি হইবে একহারা পাতলা চেহারা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {সংস্কৃত একশ্বের>একসর>একহর+বাংলা আরবি=একহরা> একহারা; হিন্দি এক্‌হরা, তুলনীয় দোহারা}
  • Bengali Word একা Bengali definition [অ্যাকা] (বিশেষণ) ১ একলা; নিঃসঙ্গ; একক (একা যাব বর্ধমান করিয়া যতন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ (ক্রিয়াবিশেষণ) নির্জনে (একা একা চিন্তা করে নিজ মনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। একাই একশ একাই প্রতিপক্ষের সহিত লড়তে সমর্থ; অত্যন্ত ক্ষমতাশালী। {সংস্কৃত একাকিন্‌<এক + আকিন্‌ = একাকী>বাংলা একা}
  • Bengali Word একা - দোকা , এক্কা - দোক্কা Bengali definition [অ্যাকাদোকা, অ্যাক্‌কা-দোক্‌কা] (বিশেষণ) একজন দুইজন (মাঠে একা-দোকা চলতে আছে?-মোজাম্মেল হক)। {সংস্কৃত একাকী (কিন্‌)>একাঈ>একা; (অনুকারক শব্দ) দোকা}