ফ পৃষ্ঠা ১১
- Bengali Word ফিতনা English definition [ফিত্না](বিশেষ্য) প্রলোভন; দাঙ্গা; ধর্মীয় নির্যাতন; বিশৃঙ্খলা; গৃহযুদ্ধ; শির্ক। {(আরবি) ফিতনা}
- Bengali Word ফিতা, ফিতে English definition [ফিতা,ফেতে](বিশেষ্য) ১ কাপড়ের তৈরি লম্বা ও চ্যাপ্টা ফালি। ২ কাপড়ে লাগানোর লেস। {পর্তুগিজ Fita}
- Bengali Word ফিদবি English definition [ফিদিয়া](বিশেষ্য) অনুগত; বশংবদ। {(আরবি) ফিদবী}
- Bengali Word ফিদিয়া English definition [ফিদিয়া](বিশেষ্য) কোরবান; বন্দীর উদ্ধার মূল্য। {(আরবি) ফিদিয়াহ্]
- Bengali Word ফিনকি, ফিনকী English definition [ফিন্কি](বিশেষ্য) ১ অগ্নিকণা; স্ফুলিঙ্গ (ফিনকি ছুটে ভারত জুড়ে আগুন গেল লেগে-হেম)। ২ বেগে নির্গত সুক্ষ্ম ধারা (ফিনকি দিয়া রক্ত ছুটিয়াছে, আর তারই সেই ভেজাচুলের ফিনকীর ঝাপ্টা আমাদিগকে এমন ভিজিয়ে দিচ্ছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুলিঙ্গ>}
- Bengali Word ফিনফিন English definition [ফিন্ফিন্](অব্যয়) অতি পাতলা কাপড়; কাগজ বা অন্য বস্তুর দ্রুত স্পন্দনের ভাবসূচক (প্রজাপতির পাখার মতো ফিনফিন করতে অবাক রোদ্দুরে-শামসুদ্দীন আবুল কালাম)। ফিনফিনে (বিশেষণ) সূক্ষ্ম; মিহি; সরু; পাতলা (ফিনফিনে ধুতি)। {(ইংরেজি) Fine}
- Bengali Word ফিনাইল English definition [ফিনাইল্](বিশেষ্য) দুর্গন্ধ ও জীবাণু নষ্টকারী এক প্রকার তরল পদার্থ। {(ইংরেজি) Phenyl}
- Bengali Word ফিনিক English definition [ফিনিক্](বিশেষ্য) দীপ্তি; ঔজ্জ্বল্য; উজ্জ্বলতা; প্রভা (জ্যোৎস্নায় ফিনিক ফুটেছে)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুলিঙ্গ>}
- Bengali Word ফিরকা English definition ⇒ফেরকা
- Bengali Word ফিরকি English definition [ফির্কি](বিশেষ্য) জানালার খিলবিশেষ, স্ক্রু দিয়ে ঢিলাভাবে আঁটা থাকে বলে সহজে ঘুরতে ফিরতে পারে। {হি.}
- Bengali Word ফিরঙ্গ, ফেরঙ্গ English definition [ফিরঙ্গো,ফেরঙ্গো](বিশেষণ) ইউরোপীয়। ফিরঙ্গ-ব্যাধি (বিশেষ্য) ফিরিঙ্গিদের দ্বারা আনীত যৌন রোগ; গরমি; উপদংশ; syphilis ।{পর্তুগিজ francez; (ফারসি) ফিরঙ্গী}
- Bengali Word ফিরঙ্গি, ফিরঙ্গিন English definition [ফিরঙ্গি,ফিরঙ্গিন্](বিশেষ্য) ফিরঙ্গ দেশের পুরুষ। {পর্তুগিজ Francez; (ফারসি) ফিরঙ্গী}
- Bengali Word ফিরত English definition ⇒ফেরত
- Bengali Word ফিরতি English definition [ফির্তি](বিশেষণ) ফেরত; প্রত্যাগত; ফিরে আসে এমন (ফিরতি বাস কতক্ষণ পর পর আসে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষ্য) ফেরার সময়। □ (ক্রিয়াবিশেষণ) ফেরার সময়ে। {ফির্+তি}
- Bengali Word ফিরদউস English definition ⇒ফেরদৌস
- Bengali Word ফিরদউসি English definition ⇒ফেরদৌসি
- Bengali Word ফিরনি, ফিরণী English definition [ফির্নি](বিশেষ্য) চালের গুঁড়া ও দুধ মিশ্রিত পায়েসবিশেষ (চালের ফিরনী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) ফিরনী}
- Bengali Word ফিরা, ফিরাফিরি, ফিরানো English definition ⇒ফেরা১
- Bengali Word ফিরাই, ফেরাই English definition [ফিরাই,ফেরাই](বিশেষ্য) ১ নববধূর শ্বশুর গৃহ থেকে পিতৃগৃহে প্রত্যাবর্তন অনুষ্ঠান। ২ তাসখেলায় তুরুগ না করলে যে বদ রঙের তাস দিয়ে পিট নেওয়া যায়। {√ফির্+আই}
- Bengali Word ফিরি English definition ⇒ফেরি