• Bengali Word ফাঁদা, ফান্দা, ফেন্দ (মধ্যযুগীয় বাংলা) English definition [ফাঁদা,ফান্‌দা,ফেন্‌দ](ক্রিয়া) ১ আরম্ভ করা; শুরু করা; সূচনা করা; পত্তন করা (ব্যক্তিগতভাবে ব্যবসায় ফাঁদিয় বসে-ওয়ালি)। ২ (বুদ্ধি) আঁটা; কৌশলজাল পাতা (মামলার ফাঁদ ফাঁদলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লম্ফ প্রদান করা; লাফানো (পার হল ত্বরিত কুরগ চলে ফেন্দে-ঘনরাম চক্রবর্তী)। ৪ স্থির করা (মতলব ফাঁদা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্পন্দন>ফাঁদন>ফাঁদ+আ}
    • Bengali Word ফাঁদানি, ফাঁদানী English definition [ফাঁদানি](ক্রিয়া) ফাঁদ পাতা (এই ত নিত্য নূতন ফাঁদ-নূতন ফাঁদানী-মীর মশাররফ হোসেন)। {ফাঁদ+আনি, আনী}
    • Bengali Word ফাঁদালো, ফাঁদাল English definition [ফাঁদালো](বিশেষণ) ১ ফাঁদযুক্ত; জটিল ফাঁদ (যে ফাঁদ খুব ফাঁদাল… সেই ফাঁদেই রোখ বেশী-মীর মশাররফ হোসেন)। ২ বিস্তৃত মুখবিশিষ্ট (ফাঁদালমুখো জালা)। □ (বিশেষ্য) যার ভিতর অনেকটা ফাঁকা (ফাঁদালো হাঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) ফাঁদ+আলো}