• Bengali Word ফারখত, ফারখৎ, ফারখতি, ফারখতাখতি, ফারকত English definition [ফারখত্‌, ফারখত্‌, ফারখোতি, ফারখতাখোতি, ফার্‌কত্‌](বিশেষ্য) ১ ছাড়পত্র; ত্যাগপত্র (যৌবনের আখিরি করিয়া ফারখতি লইতে পারি নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ তালকনামা; document of discharge (যমের যমজ জামাতৃকে লিখে দিয়ে ফারখত-কাজী নজরুল ইসলাম)। ৩ সম্বন্ধচ্ছেদ (সত্যের সহিত ফারখতাখতি করিয়া আদালতে ঢুকতে হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(আরবি) ফারিগ্‌+খত্‌}