• Bengali Word ফাজিল, ফাযিল, ফাজেল, ফাযেল English definition [ফাজিল্‌, ফাজিল্‌, ফাজেল্‌, ফাজেল্‌](বিশেষণ) ১ বাচাল; বখাটে (আমার এক ফাজিল বন্ধু বলেছেন-কাজী নজরুল ইসলাম)। ২ জমা অপেক্ষা খরচের বাহুল্য (জমা ওয়াশীল ফাজিল হাতছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পণ্ডিত; বিদ্বান (সংস্কৃত বিদ্যায় ফাজিল নহেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ অতিরিক্ত; উদ্বৃত্ত; অবশিষ্ট (নিকাশ করিয়া লেনদেনি ফাজিল কিছুতে কমে না আর-কাজী নজরুল ইসলাম; সেই ধানের আযিম সাগরিদগণকেই সমান বাঁটিয়া দেয়-আবুল মনসুর আহমদ)। {(আরবি) ফাদিল}
    • Bengali Word পাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে English definition পাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে (ডেঁপো ছেলে)। {ডেঁপ+উয়া>}