• Bengali Word ফাঁকি, ফাকি English definition [ফাঁকি, ফাকি](বিশেষ্য) ১ প্রতারণা; ছলনা; বঞ্চনা; ঠকানি; চাতুরী; ধাপ্পা; ধোঁকা (ফাঁকি দিয়ে টাকা গুলো নিয়ে গেলো)। ২ কর্তব্যকর্মে অবহেলা (অফিসের কাজে ফাঁকি দেওয়া ওর স্বভাব)। ৩ কূটবিতর্ক (ন্যায়ের ফাঁকি; এখানে রাজা সেই একটা ফাঁকি চাল আনবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিহি চূর্ণ গুঁড়া (ফাঁকি ধূপ)। ফাঁকি জুঁকি, ফাঁকি জুঁখি (বিশেষ্য) প্রবঞ্চনা; শঠতা; মিথ্যা আচরণ (ফাঁকিজুকি দিয়ে আর কদ্দিন চলবে?) ফাঁকিতে পড়া (ক্রিয়া) ১ লোকসান দেওয়া। ২ প্রতারিত হওয়া। ফাঁকিবাজ (বিশেষণ) ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু; প্রতারক (ফাঁকিবাজ লোক দিয়ে কাজ হয় না)। ফাঁকিবাজি (বিশেষ্য) ফাঁকিবাজের বৃত্তি বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) ফক্কিকা>}
    • Bengali Word ফাঁকি English definition ⇒ফাঁকি