• Bengali Word ফসকা, ফস্কা English definition [ফশ্‌কা](বিশেষণ) আলগা; শিথিল; ঢিলা (বজ্র আঁটুনি ফস্কা গেরো-প্রবাদ)। ফসকানো, ফস্কানো (ক্রিয়া) ১ পিছলানো (মস্তক আওড়াতে কথা ফসকায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতছাড়া হয়ে যাওয়া; আয়ত্তের বাইরে চলে যাওয়া (শিকার ফসকে যাওয়া)। {(আরবি) ফস্‌খ্‌}