• Bengali Word ফাঁসি, ফাঁসী, ফাঁশি English definition [ফাঁশি](বিশেষ্য) ১ আত্মহত্যা; গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহনন; উদ্বন্ধন। ২ বন্ধন-রজ্জু (আমি পরের ঘরে কিনব না তোর ভূষণ বলে গলায় ফাঁসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আত্মহননের জন্য গলায় পরার ফাঁস। ৪ গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুদণ্ড। ফাঁসিকাঠ (বিশেষ্য) যে কাঠ থেকে ফাঁসির দড়ি লাগানো হয়। {(তৎসম বা সংস্কৃত) পাশ>ফাঁস, ফাঁশ+(বাংলা) ই, ঈ}