ফ পৃষ্ঠা ১৭
- Bengali Word ফুল্লিঅ (প্রাচীন বাংলা) English definition [ফুল্লিয়](ক্রিয়া) ফুল ধরেছিল; পুষ্প প্রস্ফুটিত হয়েছিল (দোহাঁদোষ)। {(তৎসম বা সংস্কৃত) ফুল্ল>ফুল+ইঅ}
- Bengali Word ফুস English definition [ফুশ](বিশেষ্য) ১ তৃণবিশেষ। ২ তুচ্ছ; অসার। {(হিন্দি) ফিস}
- Bengali Word ফুসকুড়ি, ফুস্কুড়ি English definition [ফুশ্কুড়ি](বিশেষণ) ছোট ফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটক+(বাংলা) ই(স্ফোটকি>(বর্ণবিপর্যয়ে) ফুসকুড়ি)}
- Bengali Word ফুসফুস ১ English definition [ফুশ্ফুশ্](বিশেষ্য) শ্বাস-প্রশ্বাসের যন্ত্র; lungs। ফুসফুস প্রদাহ (বিশেষ্য) নিউমোনিয়া রোগ। [(তৎসম বা সংস্কৃত) ফুপ্ফুস>}
- Bengali Word ফুসফুস ২ English definition [ফুশ্ফুশ্](অব্যয়) মৃদু শব্দে কথোপকথন; ফিসফিস শব্দব্যঞ্জক। ফুসফুস গুজগুজ (বিশেষ্য) আড়ালে কোনো গোপন বিষয়ের মৃদু আলাপচারিতা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুসমন্তর English definition [ফুশ্মন্তোর্] (বিশেষ্য) ১ ফাঁকির মন্ত্র (ভূত কি ভাগে ফুসমন্তর ফুঁতে-কাজী নজরুল ইসলাম)। ২ গোপন উপদেশ। ৩ ফুসলানোর মন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ফুস+মন্ত্র}
- Bengali Word ফুসলনো English definition ⇒ফুসলানো
- Bengali Word ফুসলানো, ফুসলনো, ফোসলানো, English definition [ফুশ্লানো,ফুশ্লনো, ফোশ্লনো] (ক্রিয়া) ১ আপন স্বার্থের জন্য কাকেও কুপরামর্শ দিয়ে নীতি বিগর্হিত কর্মে প্রবৃত্ত করা; বিপথগামী হবার জন্য কুমন্ত্রণা দেওয়া। ২ স্বমতে আনার জন্য গোপনে পরামর্শ বা মন্ত্রণা দেওয়া; নিজের দলে টানার জন্য মন্ত্রণা দেওয়া। {(হিন্দি) ফুস্লানা}
- Bengali Word ফুসুর ফাসুর English definition [ফুশুর্ফাশুর] (বিশেষ্য) চাপা গলায় কথোপকথন (নাগর নিয়ে ফুসুরফাসুর-আজিমুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুস্কুড়ি English definition ⇒ফুসকুড়ি
- Bengali Word ফুৎকার English definition [ফুত্কার্] (বিশেষ্য) ১ ফুঁ; মুখ থেকে নির্গত বায়ু। ২ ফুসফুস শব্দ। ফুৎকার করে/করিয়া (ক্রিয়াবিশেষণ) অনায়াসে; অবলীলাক্রমে (ফুৎকার করিয়া বৃষ্টি পুনঃ কর বিশ্ব সৃষ্টি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ফুৎ+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word ফুড়ুক, ফুড়ুত English definition [ফুড়ুক, ফুড়ুত্] (অব্যয়) ১ হঠাৎ উড়ে যাওয়ার সময়ে পাখির ডানার শব্দ। ২ হুঁকার তামাক টানার শব্দ। ফুড়ুক ফাঁই (বিশেষ্য) উড়ু উড়ু ভাব (বাঁধা থেকেও কিনা ফুড় কফাঁই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুয়ল (ব্রজবুলি) English definition [ফুয়ল] (বিশেষণ) ১ স্খলিত; খসে পড়ছে এমন (ফুয়ল বসন হিয়া ভুজে রহু সাঠি-বিদ্যাপতি)। ২ আলুলাযিত; এলায়িত (ফুয়ল কবরী বান্ধয়ে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুর্ বা √স্ফুল্>}
- Bengali Word ফেঁকাসিয়া, ফেঁকাসে English definition ⇒ফেকাসে
- Bengali Word ফেঁকো English definition ⇒ফেকো
- Bengali Word ফেঁকড়া, ফ্যাঁকড়া English definition [ফ্যাঁক্ড়া] (বিশেষ্য) ১ প্রশাখা; গাছের ডাল। ২ মূল বিষয় থেকে উৎপন্ন ফেসাদ; ঝঞ্ঝাট। ৩ মূল বিষয়ের আনুষঙ্গিক বিঘ্ন বা বাধা। {ও. ফাঁকড়া; (তৎসম বা সংস্কৃত) ফর্ফরিক; (আরবি) ফিকরাহ}
- Bengali Word ফেউ English definition [ফেউ](বিশেষ্য) ১ শৃগাল; ‘ফেউ’ রবকারী ক্ষিপ্ত শৃগাল (মাঠের ওপাশে ডাকিতেছে ফেউবন্দে আলী মিয়া)। ২ বাঘের পিছন থেকে চিৎকার করে এমন শৃগাল। ৩ অনুসরণকারী (হিটলারের ফেউ মুসোলিনি-সৈয়দ মুজতবা আলী)। ফেউলাগা (ক্রিয়া) পশ্চাতে লেগে থেকে ক্রমাগত উত্ত্যক্ত বা বিরক্ত করা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফেকা English definition ⇒ফিকা১
- Bengali Word ফেকাসে, ফ্যাকাসে, ফ্যাকাশিয়া English definition [ফ্যাকাশে, ফ্যাকাশে, ফ্যাকাশিয়া] (বিশেষণ) ১ ফিকা; পাণ্ডুবর্ণ; বিবর্ণ; ঔজ্জ্বল্যশূন্য; অনুজ্জ্বল; দীপ্তিহীন (রঙ্গটি বাপু বড় ফ্যাঁকাসে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; মুখে আতঙ্ক মেখে ফ্যাকাসে চোখে তার দিকে তাকায়-সরদার জয়েনউদ্দীন)। রক্তশূন্য। {(হিন্দি) ফীকা+সা}
- Bengali Word ফেকো, ফেঁকো English definition [ফেকো, ফেঁকো] বি১ উপবাসহেতু অথবা দীর্ঘক্ষণ ক্রমাগত কথা বলার ফলে কন্ঠনালির শুষ্কতাহেতু মুখ থেকে নির্গত শুষ্ক থুতু (ফাঁফর হইনু দেখে মুখে উঠে ফেঁকো-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) ফাকাহ}