ফ পৃষ্ঠা ২০
- Bengali Word ফেলো English definition [ফেলো] (বিশেষ্য) ১ বৃত্তিপ্রাপ্ত গবেষক। ২ কোনো প্রতিষ্ঠানের সদস্য। ৩ সঙ্গী; সহচর। ৪ বিশ্ববিদ্যালয়ের পরিচালক সমিতির সভ্য (পাঠ্যপুস্তক নির্বাচনের জন্য ফেলোদের নিয়ে একটি বিশেষ কমিটি নিযুক্ত করেন-কাজী আবদুল মান্নান)। {(ইংরেজি) Fellow}
- Bengali Word ফেসাদ, ফ্যাসাদ English definition [ফ্যাশাদ্] (বিশেষ্য) ১ ঝঞ্ঝাট; বিপদ; বিঘ্ন; গণ্ডগোল; ঝামেলা (সাধ করিয়া পুলিশের ফ্যাসাদে জড়াইয়া পড়িবে-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। ২ কলহ; হাঙ্গামা; ঝগড়া; বিবাদ। ফ্যাসাদে (বিশেষণ) ঝগড়াটে, হাঙ্গামাপ্রিয়; কলহপ্রিয়। {(আরবি) ফাসাদ্}
- Bengali Word ফোড়ন English definition [ফোড়োন্] (বিশেষ্য) ১ ব্যঞ্জনাদি সুস্বাদু করার জন্য গরম তেলের উপর দেয় লঙ্কা, তেজপাতা জিরা ইত্যাদি মশলা; সম্বরা। ফোড়নকাটা, ফোড়ন দেওয়া (ক্রিয়া) কথার মধ্যে টিপ্পনী কাটা বা মন্তব্য করা (আমি যা বলেছি তার ওপর ফোড়ন দিতে যেও না-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটন>}
- Bengali Word ফৈজত English definition ⇒ফজিহত
- Bengali Word ফোঁকল English definition [ফোঁকোল্] (বিশেষ্য) গর্ত; ফাঁক; ছিদ্র (পাঁচিলের ফোঁকল গলে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভুক>ভুকর>ফুকর>ফোকর>}
- Bengali Word ফোঁকা English definition ⇒ফুঁকা
- Bengali Word ফোঁটা English definition [ফোঁটা] (বিশেষ্য) টিপ; তিলক। ২ তরল দ্রব্যের বিন্দু (শিশিরের ফোঁটা)। ৩ ক্ষুদ্র বিন্দুবৎ চিহ্নবিশেষ। ৪ ক্ষুদ্র; ছোট (এক ফোঁটা মেয়ে)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট অথবা স্ফোট>}
- Bengali Word ফোঁত, ফোঁৎ English definition [ফোঁত্] (অব্যয়) নাক ঝাড়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফোঁপর English definition ⇒ফোঁপল
- Bengali Word ফোঁপরা, ফোপরা English definition [ফোঁপ্রা, ফোপ্রা] (বিশেষণ) ১ ফাঁপা; শূন্যগর্ভ (ফোঁপরা ঢেঁকির নেইক লাজ-কাজী নজরুল ইসলাম)। ২ ঝাঁঝরা; ছিদ্রবহুল। ৩ ফুসফুস (মাছের ফোপরা)। {(হিন্দি) ফোঁপর}
- Bengali Word ফোঁপল, ফোপর, ফোপল English definition [ফোঁপোল্, ফোপোর্, ফোপোল্] (বিশেষ্য) নারকেলের অভ্যন্তরস্থ বীজের অংশ যা অঙ্কুরোদ্গমের সময়ে বৃদ্ধি পায়। {(হিন্দি) ফোঁপী (রন্ধ্রযুক্ত)}
- Bengali Word ফোঁপল-দালাল, ফোঁপর-দালাল English definition ⇒ফপর দালাল
- Bengali Word ফোঁপানো, ফুঁপানো English definition [ফোঁপানো, ফুঁপানো] (ক্রিয়া) ১ গুমরে কাঁদা। ২ চাপা গর্জন করা। ৩ রাগে ফোঁস ফোঁস করা। ফোঁপানি, ফুঁপানি (বিশেষ্য) গুমরানি; ফোঁপানি; ফোঁসফোঁসানি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফোঁস English definition [ফোঁশ্] (অব্যয়) ১ নৈরাশ্য বা দুঃখজনিত আবেগে নিঃম্বাস ফেলার শব্দ। ২ সর্প-গর্জন। ফোঁস করা (ক্রিয়া) ১ ফণা বা চক্র ধারণ করা। ২ দংশন করতে প্রস্তুত হওয়া। ৩ হঠাৎ বিরক্তি বা উষ্মা প্রকাশ করা। ফোঁস ফোঁস (বিশেষ্য) ফোঁস ফোঁস শব্দকরণ। ফোঁস ফোঁসানো (বিশেষ্য) অবিরাম ফোঁস ফোঁস শব্দ করা। ফোঁস ফোঁসানি (বিশেষ্য) ফোঁস ফোঁস শব্দকরণ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফোঁসা, ফুঁসা English definition [ফোঁশা, ফুঁশা] (ক্রিয়া) ১ ফোঁস ফোঁস করা। ২ আক্রোশবশে গর্জন করা। উক্ত সকল অর্থে। ফোঁসানো (বিশেষ্য) ১ ফোঁস ফোঁস শব্দ। ২ দংশন করতে প্রস্তুত হওয়া। ফোঁসানি, ফুঁসানি (বিশেষ্য) ১ ফোঁস ফোঁস শব্দ। ২ আক্রোশে চাপা গর্জন। {ধ্বন্যাত্মক ফোঁস+আ}
- Bengali Word ফোঁড়, ফোড়া English definition [ফোঁড়্, ফোড়া] (বিশেষ্য) ১ ছিদ্র; রন্ধ্র। ২ বেঁধন; বিঁধ। ৩ সুঁইয়ের ঘাই। (ঘন ফোঁড়ের কাঁথা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; মাথা নীচু করি ফোঁড় তুলে চলেবন্দে আলী মিয়া)। এফোঁড়-ওফোঁড় (বিশেষণ) এপিঠ-ওপিঠ করে বিদ্ধ; পারাপার করে বিদ্ধ। ভুঁইফোঁড় (বিশেষণ) ১ ভূমি ফুঁড়ে ওঠে এমন। ২ হঠাৎ ধনী; বুনিয়াদি ঘরের নয় এমন। ৩ পূর্বাপর সম্পর্ক নেই এমন (ভুঁইফোঁড় সভ্যতা)। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটন>}
- Bengali Word ফোঁড়া, ফোড়া, ফুঁড়া English definition [ফোঁড়া, ফোড়া, ফুঁড়া] (ক্রিয়া) ভেদ করা; বিদ্ধ করা; বিদীর্ণ করা। ফোঁড়াফুঁড়ি (বিশেষ্য) বিদ্ধকরণ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
- Bengali Word ফোকট English definition [ফোকোট্] (বিশেষ্য) ফাঁকতাল (ফোকটে দু-পয়সা মারার তালে থাকে-সৈয়দ মুজতবা আলী)। {অমু.}
- Bengali Word ফোকর English definition ⇒ফুকর
- Bengali Word ফোকরানো English definition ⇒ফুকরানো