ফ পৃষ্ঠা ১৮
- Bengali Word ফেচফেচ, ফ্যাচফ্যাচ English definition [ফ্যাচ্ফ্যাচ্] ক্রিবিণি বিরক্তিজনক অযথা বাক্য প্রয়োগ (অকারণে এত ফেচফেচ করিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফেচাং ১ English definition [ফ্যাচাঙ্] (বিশেষ্য) ফেসাদ; ঝঞ্ঝাট; হাঙ্গামা (হাজার ‘ফেচাং’ এর দলিল নজির পেশ করব-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফেচাং ২, ফ্যাচাং English definition [ফ্যাচাঙ্] (বিশেষ্য) ১ ফেঁকড়া। ২ আনুষঙ্গিক বাধা বা ফেসাদ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফেছক English definition [ফেছ্ক্](বিশেষ্য) পাপ; অন্যায় (কোন প্রকার ফেছ্ক্ কাজে লিপ্ত হইবে না-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) ফিসক্}
- Bengali Word ফেজ, ফেজ্ English definition [ফেজ্](বিশেষ্য) টুপিবিশেষ (তুর্কি নূর ও মাথার ফেজ-কাজী নজরুল ইসলাম)। {তুর্কিফেজ}
- Bengali Word ফেটা, ফ্যাটা English definition [ফ্যাটা] (বিশেষ্য) কাপড়ের ফালি; পটি; জড়ানো কাপড়বিশেষ (মাথায় লাল খেরুয়ার ফ্যাটা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পট>}
- Bengali Word ফেটানো, ফ্যাটানো English definition [ফ্যাটানো](ক্রিয়া) ফেনানো; নেড়ে স্ফীত করা। {(তৎসম বা সংস্কৃত) ফান্ট>ফাঁট>ফেট+আনো}
- Bengali Word ফেটি, ফেটী English definition [ফেটি](বিশেষ্য) ১ ক্ষুদ্র পাগড়ি। ২ কাপড়ের পটি; ব্যান্ডেজ। ৩ সুতার একত্রবদ্ধ গোছা। {(তৎসম বা সংস্কৃত) ফটা, পট্ট>}
- Bengali Word ফেটিং, ফেটিন English definition ⇒ফিটন
- Bengali Word ফেতনা, ফেৎনা English definition [ফ্যাত্না] (বিশেষ্য) ১ অনিষ্ট; ক্ষতি। ২ গণ্ডগোল; হাঙ্গামা। ফেতনা-ফছাদ (বিশেষ্য) ঝগড়াবিবাদ; হাঙ্গামা; ষড়যন্ত্র (ফেৎনা-ফছাদ ইত্যাদি সংঘটিত হইবে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) ফিতনাহ}
- Bengali Word ফেতরা, ফেৎরা, ফিতরা English definition [ফ্যাত্রা, ফ্যাত্রা, ফিত্রা](বিশেষ্য) রমজান মাসের শেষে রোজা ভঙ্গের দিন দরিদ্র দিগকে মুসলিমদের দেওয়া গম, চাল বা টাকা-পয়সা (পুণ্য চাঁদে ফিত্রার পুণ্য আয়োজন-শাহাদাত হোসেন)। {(আরবি) ফিত্রাহ্}
- Bengali Word ফেন English definition [ফ্যান্, সমাসবদ্ধ পদে ‘ফেনো’](বিশেষ্য) ১ ফেনা; গাঁজ; বায়ুমিশ্রিত; তরল পদার্থ; বুদ্বুদ। ২ মাড় (ভাতের ফেন)। ফেনদুগ্ধা (বিশেষ্য) দুধে প্রস্তুত পিষ্টকবিশেষ। ফেননিভ (বিশেষণ) ফেনার মতো; ফেনার মতো কোমল ও সাদা। দুগ্ধফেন নিভ (বিশেষণ) দুধের ফেনার মতো সাদা; দুধের মতো সাদা। [(তৎসম বা সংস্কৃত) স্ফায়্+ন(নক্)}
- Bengali Word ফেনক English definition [ফেনক্] (বিশেষ্য) ১ সাবান। ২ পেখম (ফেনক ধরিয়া নাচে ময়ুর ময়ুরী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ফেন+ক(কন্)}
- Bengali Word ফেনা English definition [ফ্যানা] (বিশেষ্য) ১ দুধ, সাবান বা সাগর থেকে উদ্ভুত বুদ্বুদ। ২ ফেন; গাঁজ। ফেনানো (ক্রিয়া) ১ ক্রমাগত নেড়ে ফেনিল করে তোলা; ফেটানো। ২ অতিরঞ্জিত করে তোলা; কথা বাড়িয়ে তোলা। □ (বিশেষ্য) অতিরঞ্জন। ফেনা সমান (বিশেষণ) ফেনানো হচ্ছে এমন। ফেনায়িত (বিশেষণ) ফেনাযুক্ত হয়েছে এমন; বুদ্বুদযুক্ত; ফেনিল। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) আ}
- Bengali Word ফেনি, ফেণী, ফেণি English definition [ফেনি] (বিশেষ্য) ১ বড় আকারের বাতাসা। ২ চিনি সংযোগে প্রস্তুত খাদ্যদ্রব্যবিশেষ (দধি খায় ফেনী তথি করি মটমটি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) ই, ঈ}
- Bengali Word ফেনি-বাতাসা English definition ⇒বাতাসা
- Bengali Word ফেনিকা English definition [ফেনিকা] (বিশেষ্য) মিষ্টান্নবিশেষ; খাজা। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) ইকা}
- Bengali Word ফেনিল English definition [ফেনিল্] (বিশেষণ) ১ সফেন; ফেনাবিশিষ্ট; বুদ্বুদযুক্ত (ফেনিল তালরসও খাইয়াছিলেন-রাজশেখর বসু (পরশু))। ২ ফেনায়িত। {(তৎসম বা সংস্কৃত) ফেন+ইল(ইলচ্)}
- Bengali Word ফেফাতুড়া, ফেফাতুড়ি, ফেফাতুরা English definition [ফেফাতুড়া, ফেফাতুড়ি, ফেফাতুরা] (বিশেষণ) ১ হতভম্ব; হতবুদ্ধি; দিশাহারা (ফেফাতুরা হইয়া ফুল্লরা পাছে মরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) শোক; আঘাত (ফেফাতুড়ি পাইয়া ফুল্লরা মৈল ঘরে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {ফাঁফর>}
- Bengali Word ফেব্রুয়ারি, ফেব্রুআরি English definition [ফেব্রুয়ারি] (বিশেষ্য) ইংরেজি সনের দ্বিতীয় মাস। ২৮ দিনের মাস তবে লিপইয়ারে ২৯ দিন হয়। একুশে/২১ শে ফেব্রুয়ারি (বিশেষ্য) ভাষা-আন্দোলনের ঐতিহাসিক শহীদ-দিবস। ২০০০ সাল থেকে জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে ঢাকা শহরে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্রজনতার প্রতিবাদ মিছিলের দিন। তৎকালীন পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ সরকার এই মিছিলে গুলি চালায়। এতে শহীদ হন রফিক উদ্দিন আহমেদ, শফিউর রহমান, আবদুল জব্বার, আবুল বরকত প্রমুখ। {(ইংরেজি) February}