• Bengali Word ফুসলানো, ফুসলনো, ফোসলানো, English definition [ফুশ্‌লানো,ফুশ্‌লনো, ফোশ্‌লনো] (ক্রিয়া) ১ আপন স্বার্থের জন্য কাকেও কুপরামর্শ দিয়ে নীতি বিগর্হিত কর্মে প্রবৃত্ত করা; বিপথগামী হবার জন্য কুমন্ত্রণা দেওয়া। ২ স্বমতে আনার জন্য গোপনে পরামর্শ বা মন্ত্রণা দেওয়া; নিজের দলে টানার জন্য মন্ত্রণা দেওয়া। {(হিন্দি) ফুস্‌লানা}