ফ পৃষ্ঠা ১৪
- Bengali Word ফুগইতে (ব্রজবুলি) English definition [ফুগইতে](ক্রিয়া) খুলতে (কঞ্চুক ফুগইতে পহু ভেল ভোর-বিদ্যাপতি)। {মৈথিলি. ফুজল (শিথিল)>}
- Bengali Word ফুঙ্গি, ফঙ্গি, ফুঙি English definition [ফুঙ্গি, ফঙ্গি, ফুঙি] (বিশেষ্য) ব্রহ্মদেশীয় বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত (প্রোফেসার আর পুড়ছে ফুঙি, পুড়ছে শমস্-উল-উলামা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {বর্মী, ফুঙ্গী}
- Bengali Word ফুচকি English definition ⇒ফুকচি
- Bengali Word ফুচকে English definition [ফুচ্কে] (বিশেষণ) পুচকে; অতি ক্ষুদ্র। {(তৎসম বা সংস্কৃত) পুচ্ছ>পুচ+কিয়া>}
- Bengali Word ফুট ১ English definition [ফুট্] (বিশেষ্য) ১ মাপের একক বিশেষ; ১২ ইঞ্চি; গজের এক তৃতীয়াংশ। ২ পাদমূল। ফুটনোট (বিশেষ্য) পাদটীকা (যদি কোটেশ্যন বা ফুটনোটের প্রয়োজন হয, তবে কোন ভাষা হইতে দিব, তাহাও লিখিবেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) Foot}
- Bengali Word ফুট ২ English definition [ফুট্] (বিশেষ্য) ১ ফুটন্ত অবস্থায় তরল পদার্থ থেকে উত্থিত বুদ্বুদ। ২ ফোটার অবস্থা। ৩ ফাট; চিড়; বিদার। ৪ বিবাদ। ফুটফাট (বিশেষ্য) ১ ফোটার শব্দ। ২ বারুদের তৈরি বিদারণ শব্দ; বন্দুকাদির গুলির আওয়াজ। ৩ হজম না হওয়ার দরুন পেটের ভিতর এক প্রকার শব্দ। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) স্ফুট্>}
- Bengali Word ফুট ৩ English definition [ফুট্] (বিশেষণ) প্রস্ফুটিত; বিকশিত। ২ বিদীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
- Bengali Word ফুট ৪ English definition [ফুট্] (বিশেষ্য) ছোট দাগ; ফোঁটা; বিন্দু (এক ফুট পানী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ফুট ফুট (বিশেষ্য) ১ ছোট ছোট দাগ (তার গায়ে ফুট ফুট আছে)। ২ ছোট ছোট দাগ যুক্ত (ফুট ফুট পাখিটা)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
- Bengali Word ফুট, ফুটিআঁ (মধ্যযুগীয় বাংলা) English definition [ফুট, ফুটিয়াঁ] অসমাপিকা ক্রিয়া বিদীর্ণ হয়ে; ফুটে (মোর টূট জায়িবে বুক; বুক না জাএ ফুটিআঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্> (বাংলা) √স্ফুট্>}
- Bengali Word ফুট-ফরমাশ, ফুট-ফরমাজ, ফুট-ফরমাইশ English definition [ফুট্ফরমাশ্, ফুট্ফরমাজ্, ফুট্ফরমাইশ্] (বিশেষ্য) ছোটখাটো আদেম (ফুট-ফরমাজ করি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ফুট৪ +ফঅ. ফরমায়শ্}
- Bengali Word ফুটকলাই, ফুটকড়াই English definition [ফুট্কলাই,ফুট্কড়াই](বিশেষ্য) ভাজা মটর বা কলাই। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট্>ফুট+কলাই}
- Bengali Word ফুটকি, ফুটকী English definition [ফুট্কি](বিশেষ্য) জলের বা তরল পদার্থের বিন্দু; ক্ষুদ্র ফোঁটা। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট্>ফুট+কি (সাদৃশ্যে)}
- Bengali Word ফুটন English definition [ফুটন্] (বিশেষ্য) ১ প্রস্ফটিত হওয়া; বিকশিত হওয়া। ২ আগুনের উত্তাপে তরল পদার্থ ফোটার ফলে বুদ্বুদবিশিষ্ট হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্>}
- Bengali Word ফুটন্ত English definition [ফুটন্তো](বিশেষণ) ১ প্রস্ফুটিত; বিকশিত (ফুটন্ত চাপার কলি-অমৃব)। ২ আগুনের তাপে ফুটছে এমন। ফুটনোন্মুখ (বিশেষণ) ফোটা-ফোটা; ফুটতে যাচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট>ফুট+(বাংলা) অন্ত}
- Bengali Word ফুটপোথ, ফুটপাত English definition [ফুটপাথ্,ফুটপাত্](বিশেষ্য) শহরের বড় বড় রাস্তার দুই পাশে পায়ে চলার জন্য নির্দিষ্ট পথ বা স্থান বা প্লাটফর্ম। {(ইংরেজি) Footpath}
- Bengali Word ফুটফুট ১ English definition ⇒ফুট৪
- Bengali Word ফুটফুট ২ English definition [ফুট্ফুট্] (অব্যয়) স্বচ্ছ ঔজ্জ্বল্য বা নির্মলতার ভাবপ্রকাশক (জ্যোৎস্না ফুটফুট করছে)। ফুটফুটে (বিশেষণ) ১ গোরবর্ণ ও সুশ্রী (ফুটফুটে মেয়েটি)। ২ উজ্জ্বল; সাদা (ফুটফুটে জ্যোৎস্না) {(তৎসম বা সংস্কৃত) ফুটফুট + ইয়া>ফুটফুট; ধ্বন্যাত্মক}
- Bengali Word ফুটবল English definition [ফুট্বল্](বিশেষ্য) পা দিয়ে খেলার জন্য বায়ুপূর্ণ গোলক; পাদকুন্দক; পাদগোণ্ডক। {(ইংরেজি) Football}
- Bengali Word ফুটভাষী English definition [ফাট্ভাশি] (বিশেষণ) স্পষ্টবক্তা। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>ফুট+সা. ভাষা+ইন্(ণিনি)}
- Bengali Word ফুটল (ব্রজবুলি) English definition [ফুটল](ক্রিয়া) ১ ফুটল; প্রস্ফুটিত হলো (ফুটল মাধবীলতা-বিদ্যাপতি)। ২ বিঁধা। {(তৎসম বা সংস্কৃত) √স্ফুট্>}