• Bengali Word ফেকো, ফেঁকো English definition [ফেকো, ফেঁকো] বি১ উপবাসহেতু অথবা দীর্ঘক্ষণ ক্রমাগত কথা বলার ফলে কন্ঠনালির শুষ্কতাহেতু মুখ থেকে নির্গত শুষ্ক থুতু (ফাঁফর হইনু দেখে মুখে উঠে ফেঁকো-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) ফাকাহ}