• Bengali Word ফেকাসে, ফ্যাকাসে, ফ্যাকাশিয়া English definition [ফ্যাকাশে, ফ্যাকাশে, ফ্যাকাশিয়া] (বিশেষণ) ১ ফিকা; পাণ্ডুবর্ণ; বিবর্ণ; ঔজ্জ্বল্যশূন্য; অনুজ্জ্বল; দীপ্তিহীন (রঙ্গটি বাপু বড় ফ্যাঁকাসে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; মুখে আতঙ্ক মেখে ফ্যাকাসে চোখে তার দিকে তাকায়-সরদার জয়েনউদ্দীন)। রক্তশূন্য। {(হিন্দি) ফীকা+সা}