ফ পৃষ্ঠা ১৯
- Bengali Word ফের English definition [ফের্] (বিশেষ্য) ১ সংকট; দায়; বিভ্রাট (আজ আবার কি ফেরে পড়লাম)। ২ বিঘ্ন; ব্যাঘাত; গণ্ডগোল (…আর কিছু না করিও ফের-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ বদল; পরিবর্তন (রকমফের)। ৪ বেড়; বেষ্টন। ৫ রহস্য (তোমার এ ফের দূর্বোধ্য)। ৬ ছল; ছলনা; কৌশল (কথার ফের)। ৭ ওজনের দাঁড়িপাল্লা দুইটির পার্থক্য বা অন্তর (তোমার পাল্লায় ফের আছে, ঠিক করে নাও)। □ (ক্রিয়াবিশেষণ) পুনরায়; আবার (ফের এসেছো, তোমার লজ্জা নাই)। ফের ফার (বিশেষ্য) ১ ছলাকলা; ঘোরপ্যাঁচ (মোরে পরিচয় দেহ ছাড় ফেরফার-ভারতচন্দ্র রায়গুণাকর)। অদৃষ্টের ফের, গ্রহের ফের, কপালের ফের (বিশেষ্য) ভাগ্য বিপর্যয়। হেরফের (বিশেষ্য) অদল-বদল; বদল পরিবর্তন। {(তুলনীয়) (হিন্দি) ফের-পুনরায় ফিরে আসা}
- Bengali Word ফেরকা, ফিরকা English definition [ফের্কা, ফির্কা] (বিশেষ্য) দল; ধর্ম সম্প্রদায়ের অন্তর্গত উপসম্প্রদায় (আমরা কোন ফেরকা…ধার ধারি না-জগলুল হায়দার আফরিক)। ফেরকা বন্দী (বিশেষ্য) দলে ভাগ হয়ে যাওয়া। {(আরবি) ফিরকাহ্}
- Bengali Word ফেরত, ফিরত English definition [ফেরোত্, ফিরোত্] (বিশেষ্য) প্রত্যর্পণ। □ (বিশেষণ) ১ ফিরিয়ে দেওয়া হয়েছে এমন; প্রত্যর্পিত; গ্রহণ করা হয়নি এমন। ২ প্রত্যাগত; ফিরেছে এমন (বিলাত-ফেরত)। ৩ পাল্টা; প্রত্যাবর্তনকারী। ফেরতা (বিশেষণ) প্রত্যাগত (আমরা বিলাত-ফেরত ক ভাই-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষ্য) ১ বেষ্টন; এক পরতের উপর অন্য এক পরত (ফেরতা দিয়ে কাপড় পরা)। ২ পরিবর্তন; বদল (হাতে ফেরতা)। □ (ক্রিয়াবিশেষণ) ফেরার সময়ে; প্রত্যাবর্তনকালে (বাজার ফেরতা দেখা করবো)। {(হিন্দি) ফিরতা}
- Bengali Word ফেরদৌস, ফিরদউস English definition [ফের্দোউস্, ফির্দোউস্] (বিশেষ্য) ইসলামি বিশ্বাস অনুযায়ী অন্যতম জান্নাত; বেহেস্ত বা স্বর্গের নাম (ফিরদউসে ছিল বাসা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ফেরদৌস আলা (বিশেষ্য) প্রধান ও সর্বোচ্চ বেহেশতের অধিবাসী বা অধিবাসযোগ্য। □ (বিশেষ্য) শাহনামা নামক মহাকাব্য রচয়িতা ইরানের খ্যাতনামা কবি। {(আরবি) ফিরদাইস্}
- Bengali Word ফেরা ১, ফিরা English definition [ফেরা, ফিরা] (ক্রিয়া) ১ প্রত্যাবর্তন করা; ফিরে আসা বা ফিরে যাওয়া। ২ দিকে যাওয়া; অভিমুখী হওয়া। ৩ পশ্চাদ্দিকে যাওয়া; ঘোরা (পিছনে ফেরা)। ৪ অবস্থাগত দিকের পরিবর্তন হওয়া (কপাল ফেরা)। ৫ নিবৃত্ত হওয়া (মন ফেরা)। ৬ ভ্রমণ করা (দেশে ফেরা)। ৭ অবস্থার প্রতিকূলতা হেতু নানা জায়গায় ঘোরা (এখন সে পথে পথে, দ্বারে দ্বারে ফিরছে)। ৮ বিফল মনোরথ হয়ে প্রত্যাবর্তন করা (দরজা থেকে ফিরে যাওয়া)। ফেরানো, ফিরানো (ক্রিয়া) ১ প্রত্যাবর্তিত করা; ফিরিয়ে দেওয়া। ২ প্রার্থনা কিংবা অনুরোধ উপেক্ষা করে বিদায় করা (ভিখারি ফেরানো)। ৩ বদলানো (হুঁকায় পানি ফেরানো)। ৪ নতুন করে লাগোনো (কলি ফেরানো)। ৫ আঁচড়ানো; বিন্যাস করা (চুল ফেরানো)। ফেরাফিরি, ফিরাফিরি (বিশেষ্য) ১ উপর্যুপরি ফেরত বা বদল; বার বার পরিবর্তন। ২ অদল-বদল; একটার পরিবর্তে আর একটার আদান-প্রদান। {√ফির্+আ; (তুলনীয়) (হিন্দি) ফের্না}
- Bengali Word ফেরা ২ English definition [ফেরা] (বিশেষ্য) মাপার পাত্রবিশেষ (সুরকির ফেরা)। {(হিন্দি) ফের্}
- Bengali Word ফেরাই English definition ⇒ফিরাই
- Bengali Word ফেরার English definition [ফেরার্] (বিশেষণ) পলাতক; নিখোঁজ; লুক্কায়িত (আসামী ফেরার হইলে শেষে আমি মারা যাইব-মীর মশাররফ হোসেন)। ফেরারি (বিশেষ্য) পলাতক; নিখোঁজ (ফেরারী আসামী হয়েই কাটিয়ে দিলাম-কাজী নজরুল ইসলাম; অকালপক্ক চুলে কলপ লাগালে অনায়াসে ফিরে আসে ফেরারী যৌবন-শামসুর রাহমান)। {(আরবি) ফিরার}
- Bengali Word ফেরি ১, ফেরী, ফিরি English definition [ফেরি, ফেরি, ফিরি] (বিশেষ্য) ১ রাস্তায় বা বাড়ি বাড়ি ঘুরে পণ্য বিক্রয় (কার দ্বারে স্বপনের ফিরি-স্বপন-ব্যাপারী আমি-মোহিতলাল মজুমদার; রাস্তায় রাস্তায় ফেরী করি-ওহিদুল আলম)। ২ কীর্তন বা যাত্রার গায়ক-গায়িকাদের প্রদত্ত পুরস্কার। ৩ টহল গান। (তুলনীয়) প্রভাতফেরি-সকাল বেলা শোভাযাত্রা বা মিছিল করে সমস্বরে গান করা। ৪ পুনরায় (ঐছে ফেরি রসনা পাওব আর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফেরিওয়ালা (বিশেষ্য) রাস্তায় বা বাড়ি বাড়ি পণ্যদ্রব্য ফেরি করে বেড়ায় যে। {√ফির্+(বাংলা) ই}
- Bengali Word ফেরি ২, ফেরি-নৌকা English definition [ফেরি, ফেরিনোউকা] (বিশেষ্য) খেয়ানৌকা; খেয়াঘাট পারাপারের নৌকা। {(ইংরেজি) Ferry+(বাংলা) নৌকা}
- Bengali Word ফেরু English definition [ফেরু] (বিশেষ্য) শৃগাল; ফেউ (হাতী ঘা’ল হবে ফেরু যায়?-কাজী নজরুল ইসলাম; যাবে কোথায় ভীরু ফেরুপাল-আকবর আলী)। {(তৎসম বা সংস্কৃত) ফে+√রু+উ(ডু)}
- Bengali Word ফেরেব, ফরেব English definition [ফোরেব্, ফরেব] (বিশেষ্য) প্রবঞ্চনা; জুয়াচুরি; জাল; শঠতা। ফেরেবফন্দি (বিশেষ্য) ধূর্তামি; কারসাজি (কোনো ফেরেবফনিদ নেই-এতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ফেরেববাজ (বিশেষণ) প্রবঞ্চক; জালিয়াতি; দাগাবাজ; ঠগ (তাই হলি সব সেরেফ আজ কাপুরুষ আর ফেরববাজ-কাজী নজরুল ইসলাম)। ফেরেববাজি (বিশেষ্য) জালিয়াতি; ফেরেববাজের কর্ম বা বৃত্তি। {(ফারসি) ফেরেব}
- Bengali Word ফেরেশতা, ফিরিশতা English definition [ফেরেশ্তা, ফিরিশ্তা] (বিশেষ্য) আল্লাহর আজ্ঞাবহ জ্যোতির্ময় সত্তা। {(ফারসি) ফিরিশ্তাহ্}
- Bengali Word ফেল English definition [ফেল্] (বিশেষণ) ১ অনুত্তীর্ণ; অকৃতকার্য (পরীক্ষায় ফেল হওয়া)। ২ ব্যর্থ; অসফল। ৩ দেউলিয়া (ব্যাংক ফেল হওয়া)। ৪ নিষ্ক্রিয় (হার্ট ফেল)। ৫ ঠিক সময়ে উপস্থিত হতে অসমর্থ (গাড়ি ফেল হওয়া)। ৬ নষ্ট; বন্ধ (ব্যবসায় ফেল পড়া)। ফেল করা (বিশেষণ) অনুত্তীর্ণ (আমি ফেল-করা ছেলে বলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) Fail}
- Bengali Word ফেল ফেল English definition ⇒ফ্যাল ফ্যাল
- Bengali Word ফেলজামিন, ফিয়াল জামিন English definition [ফেল্জামিন, ফিয়াল্জামিন] (বিশেষ্য) সচ্চরিত্র থাকার অঙ্গীকারে জামিন। {(আরবি) ফেয়েল দামিন}
- Bengali Word ফেলনা, ফ্যালনা English definition [ফ্যাল্না] (বিশেষণ) তুচ্ছ; অকিঞ্চিৎকর; অকেজো; ফেলে দেবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষিপ্>(প্রাকৃত) √ফেল্ল>(বাংলা) √ফেল্(ফ্যাল্)+না}
- Bengali Word ফেলল (ব্রজবুলি) English definition [ফেলল](ক্রিয়া) ফেলল (মোতিহার টুটি ফেলল-বিদ্যাপতি)। {(বাংলা) √ফেল্+অতীত কালে ল বিভক্তি}
- Bengali Word ফেলশানি, ফেলসানি, ফিয়ালশানী English definition [ফেল্শানি, ফেল্শানি, ফিয়াল্শানি] (বিশেষ্য) ১ ব্যভিচাব। ২ অবৈধ সংসর্গজাত গর্ভপাত। {(আরবি) ফেয়েলশানী}
- Bengali Word ফেলা English definition [ফ্যালা] (ক্রিয়া) ১ নিক্ষেপ করা; ফেলে দেওয়া; পতিত করা। ২ ছোড়া; ক্ষেপণ করা। ৩ সমাপ্ত করা; শেষ করা; চুকানো; নিষ্পন্ন করা (করে ফেলা)। ৪ ত্যাগ করা; ছাড়া (তাকে একা ফেলে আসা উচিত হয়নি)। ৫ নিঃসরণ করা(দীর্ঘ নিঃশ্বাস ফেলা)। ৬ অকস্মাৎ কিছু করা (বলে ফেলা)। ৭ নির্ধারণ করা; নির্দিষ্ট করা (তারিখ ফেলা, দিন ফেলা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ফেলো কড়ি মাখো তেল-নগদ অর্থ, শ্রম ইত্যাদির বিনিময়ে দ্রব্য গ্রহণের উপদেশ। ফেলাছাড়, ফেলাফেলি (বিশেষ্য) ১ অপ্রয়োজনীয় অংশের ইতস্তত বিক্ষেপ; অযত্নে ছড়ানো। ২ অপব্যয়; অমিতব্যয়; নির্বিচারে ব্যয়। {√ফেল্+আ}